উচ্চ মাধ্যমিক সিলেবাস এবং নম্বর বিভাজন ২০২৩| Higher Secondary Physics Syllabus, Number Pattern, and Exam Date

WBCHSE Higher Secondary Physics Syllabus and Number Pattern  | দ্বাদশ শ্রেণির সিলেবাস এবং নম্বর বিভাজন  |  Physics Syllabus Class 12  WBCHSE  | WBCHSE Physics Syllabus PDF  | Higher Secondary  Physics Syllabus in Bengali  |  WBCHSE Class 12 Question Pattern

ইতিমধ্যে আমরা আলোচনা করেছি WBCHSE Board একাদশ শ্রেণীর  Science বা বিজ্ঞান বিভাগের Life Science Subjects এর Syllabus ও Number Pattern এর সম্বন্ধে বিস্তারিত। আজকের আর্টিকেল এর মাধ্যমে আমরা আলোচনা করতে চলেছি Higher Secondary Physics Subjects এর Syllabus ও Number Pattern এর সম্বন্ধে।

আগামী দিনের কথা চিন্তা করে West Bengal Council of Higher Secondary Education Board পরবর্তী Syllabus ও Number Pattern এর মত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয় | বিগত বছরের করণা মহামারীর কারণে বিপরীত পরিস্থিতি তৈরি হয় যে কারণে Board সিদ্ধান্ত গ্রহণ করে ছিল  2022 সালের একাদশ শ্রেণি এবং উচ্চমাধ্যমিক উভয় শ্রেণীর Biology বিষয় এর Syllabus 30- 35%  কমানোর। কিন্তু বর্তমানকালে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে তাই Board এই সিদ্ধান্ত নিয়েছে যে অন্যান্য বিষয়ের মত Physics Syllabus ও বাড়িয়ে 2019 এর Syllabus অনুযায়ী করা হয়েছে।

এবার  কিন্তু দ্বাদশ শ্রেণীর 2023 এর Question Pattern ও Number Pattern 2019 অপরিবর্তিত থাকবে। দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে আমরা 2023 সালের Physics Subjects এর নতুন Syllabus এবং Number Pattern এর সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করলাম।

WBCHSE Higher Secondary Physics Syllabus:-

Sl No. Topic
1 Electrostatics 
2 Current  Electricity      
3 Magnetic Effect of Current and Magnetism     
4 Electromagnetic Induction and A.C.    
5 Electromagnetic Waves            
6 Optics: Ray Optics and Instruments
7 Optics: Wave Optics
8 Dual Nature of Radiation and Matter
9 Atoms and Nuclear
10 Electronic Devices
11 Communication system

WBCHSE Higher Secondary Physics Number Pattern:-

Topic MCQ   SAQ(1) SAQ(2)  SAQ (3) Descriptive Type Total
Electrostatics (1×3) =3   (2×1)=2        (3×1)=3         8
Current  Electricity       (1×1) =1   (2×1)=2          (5×1)=5       8
Magnetic Effect of Current and Magnetism      (1×1) =1 (1×1) =1   (3×1)=3       (5×1)=5       10
Electromagnetic Induction and A.C.     (1×1) =1   (2×1)=2        (3×1)=3         6
Electromagnetic Waves             (1×1) =1   (2×1)=2            3
Optics: Ray Optics and Instruments (1×1) =1     (3×2)=6         7
Optics : Wave Optics (1×1) =1 (1×1) =1     (5×1)=5       7
Dual Nature of Radiation and Matter (1×1) =1   (2×1)=2        (3×1)=3         6
Atoms and Nuclear (1×2) =2 (1×1) =1   (3×1)=3         6
Electronic Devices (1×2) =2 (1×1) =1   (3×1)=3         6
Communication System (1×1) =1   (2×1)=2            3
Total 15 4 12 24 15 70
 

FAQ:-

1. কবে হতে চলেছে আগামী বছরের দ্বাদশ শ্রেণির Physics Exam?
ANS:- 23/03/2023 (বৃহস্পতিবার)