যদি আমাদের প্রশ্ন হয়, গোলাপি শহর কাকে বলা হয় ? অথবা এই আরও যেমন, ভারতের বিজ্ঞান নগরী কোন শহরকে বলা হয় ? কালো হীরের দেশ কাকে বলা হয় ? ভারতের ম্যাঞ্চেস্টার কাকে বলা হয় ? আরব সাগরের রানি এবং রাজপুত্র কোন শহরকে বলা হয় ? মুক্তোর শহর কোন শহরকে বলা হয় ? সমস্ত এই ধরনের প্রশ্নগুলির উত্তরের সমাধান রয়েছে নিচে । দেখে নিন একনজরে শেষ অবধি ।
শহর | শহরের উপনাম | রাজ্য |
---|---|---|
দুর্গাপুর | ভারতের রুঢ় | পশ্চিমবঙ্গ |
দার্জিলিং | পাহাড়ের রানি | |
আসানসোল | কালো হীরের দেশ | |
মালদা | আমের শহর | |
কলকাতা | আনন্দ নগরী, প্রাসাদ নগরী, ভারতের সংস্কৃতির রাজধানী | |
শিলিগুড়ি | আতিথেয়তার শহর, ডুয়ার্সের প্রবেশদ্বার | |
ভাগলপুর | ভারতের রেশম | বিহার |
ধানবাদ | ভারতের কয়লার রাজধানী | ঝাড়খণ্ড |
জামশেদপুর | ভারতের পিটসবার্গ, ভারতের ইস্পাত নগরী | |
ভুবনেশ্বর | ভারতের মন্দিরের শহর | ওড়িশা |
গুয়াহাটি | উত্তর- পূর্ব ভারতের প্রবেশদ্বার | অসম |
তেজপুর | রক্ত নগরী | |
ডিব্রুগড় | ভারতের চা নগরী | |
বেঙ্গালুরু | ভারতের ইলেকট্রনিক শহর, ভারতের উদ্যান নগরী, ভারতের তথ্যপ্রযুক্তি রাজধানী, ভারতের বিজ্ঞান নগরী, ভারতের সিলিকন উপত্যকা, মহাকাশ নগরী | কর্ণাটক |
কুর্গ | ভারতের স্কটল্যান্ড | |
ম্যাঙ্গালোর | ক্র্যাডেল অফ ইন্ডিয়ান ব্যাঙ্কিং, কর্ণাটকের প্রবেশদ্বার, পূর্বের রোম | |
মহীশূর | সবুজ শহর, হেরিটেজ শহর | |
পুদুচেরি | পূর্বের প্যারিস | পন্ডিচেরি |
আগ্রা | তাজের শহর, পিঠা নগরী | উত্তরপ্রদেশ |
এলাহাবাদ | ঈশ্বরের বাসভূমি, প্রধানমন্ত্রীর শহর, সঙ্গম শহর | |
প্রয়াগ | ঈশ্বরের বাসভূমি | |
বারাণসী | আলোর শহর, মন্দিরের শহর, শিক্ষার শহর, পবিত্র শহর, পৃথিবীর প্রাচীনতম জীবন্ত নগর, ভারতের ধর্মীয় রাজধানী, আধ্যাত্মিকতার রাজধানী |
|
কানপুর | পৃথিবীর চর্ম নগরী, উত্তর ভারতের ম্যাঞ্চেস্টার | |
লক্ষ্ণৌ | নবাবের শহর, ভারতের স্বর্ণ নগরী, পূর্বের কনস্ট্যান্টিনোপল, সিরাজ-ই-হিন্দ | |
আহমেদাবাদ | ভারতের ম্যাঞ্চেস্টার, ভারতের বস্টন | গুজরাট |
সুরাট | হীরের শহর, ভারতের হীরের নগরী, ভারতের বস্ত্র শিল্পের শহর | |
গান্ধীনগর | সবুজ শহর | |
ভদোদরা | বটগাছের শহর, ভারতের সংস্কৃতির শহর, সয়াজি নগরী, বিশ্বের গরবা নাচের রাজধানী | |
অমৃতসর | ভারতের সোনালী শহর | পাঞ্জাব |
পাতিয়ালা | রাজকীয় শহর | |
দিল্লি | র্যালির শহর | নতুন দিল্লি |
জয়পুর | প্রসাদ নগরী, গোলাপি শহর, ভারতের প্যারিস | রাজস্থান |
জয়শলমীর | ভারতের সোনালি শহর | |
যোধপুর | নীল শহর, সূর্য নগরী | |
উদয়পুর | হ্রদের শহর, পূর্বের ভেনিশ, শ্বেত নগরী | |
কোলাপুর | কুস্তিগীরদের শহর | মহারাষ্ট্র |
মুম্বাই | স্বপ্নের শহর, সপ্তদ্বীপের শহর, ভারতের অর্থনৈতিক রাজধানী, ভারতের প্রবেশদ্বার, ভারতের হলিউড, ম্যাক্সিমাম সিটি, মায়া নগরী |
|
নাগপুর | কমলালেবুর শহর | |
নাসিক | ভারতের ক্যালিফোর্নিয়া, ভারতের দ্রাক্ষা নগরী | |
পুনে | দাক্ষিণাত্যের রানি | |
থানে | হ্রদের শহর | |
কাশ্মীর | ভারতের সুইৎজারল্যান্ড | জম্মু ও কাশ্মীর |
শ্রীনগর | হ্রদের শহর, | |
মুসৌরি | পর্বতের রানি | উত্তরাখণ্ড |
ঋষিকেশ | ঋষিদের শহর, যোগার শহর | |
নৈনিতাল | হ্রদের শহর | |
শিলং | পূর্বের স্কটল্যান্ড | মেঘালয় |
ভোপাল | হ্রদের শহর | মধ্যপ্রদেশ |
ইন্দোর | মিনি মুম্বাই | |
মান্ডি | পাওয়ার অফ সিটি | |
চেন্নাই | ভারতের অটো হাব সিটি, ভারতের স্বাস্থের রাজধানী, এশিয়ার ডেট্রয়েট, দক্ষিণ ভারতের প্রবেশদ্বার | তামিলনাড়ু |
কোয়েম্বাটোর | ভারতের বস্ত্রশিল্পের নগরী, দক্ষিণ ভারতের ম্যাঞ্চেস্টার, | |
নীলগিরি | নীল পাহাড় | |
মাদুরাই | পূর্বের এথেন্স, উৎসবের শহর, চার জংশনের শহর, নিদ্রাহীন শহর, মন্দিরের শহর | |
তিরুচিরাপল্লি | সরঞ্জাম ও ফেব্রিকেশনের রাজধানী, রক ফোর্ট সিটি, টুকার ত্রিচি | |
তিরুনেলভেলি | ধানখেতের শহর, ভারতের হালোয়া শহর | |
বনিয়ামবাড়ি | দক্ষিণ ভারতের চর্ম নগরী | |
বিশাখাপত্তনম | ভাগ্যের শহর | |
ভীমাভরম | চিংড়ির শহর, ভারতের দ্বিতীয় বরদৌলি | |
গুন্টুর | লঙ্কার শহর | |
কাকিনাড়া | খাজার শহর, পেনশনভোগীদের স্বর্গ | |
রাজামুন্দ্রি | সংস্কৃতির শহর | |
বিজয়ওয়াড়া | বিজয়ের শহর | |
কোচি | কেরলের প্রবেশদ্বার, আরব সাগরের রানি | কেরল |
কোল্লাম | বিশ্বের কাজুর রাজধানী, আরব সাগরের রাজপুত্র, ব্যাকওয়াটের প্রবেশদ্বার | |
চন্ডীগড় | সৌন্দর্যের শহর | চন্ডীগড় |
পানিপথ | তন্তুবায়ের শহর | হরিয়ানা |
হায়দ্রাবাদ | মুক্তোর শহর, নিজামের শহর, হাইটেক সিটি, বিশ্বের বিরিয়ানির রাজধানী | তেলেঙ্গানা |
সেকেন্দ্রাবাদ | যমজ শহর | |
ওয়ারাঙ্গল | হ্রদের শহর, মন্দিরের শহর, নিজামের দ্বিতীয় নগরী | |
জুনেবোতো | যোদ্ধাদের ভুমি | নাগাল্যান্ড |