বিভিন্ন দেশের পুরাতন এবং পরিবর্তিত নতুন নাম | Old and New Name of Countries and Cities List !

আমাদের দেশ ভারতের যেমন আগের অর্থাৎ পুরাতন নাম ছিল ‘জম্বুদ্বীপ’, ঠিক তেমন এই পৃথিবীর বুকে বহু দেশ রয়েছে যাদের নাম পরিবর্তন হয়ে নতুন নাম হয়েছে । কেন এই নামগুলো মনে রাখা আমদের প্রয়োজনীয় ? কারণ প্রতিযোগিতামূলক অধিকাংশ পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলো এসে থাকে, যেমন – শ্রীলঙ্কার পূর্বনাম কী ছিল ? ইন্দোনেশিয়া পূর্বনাম কী ছিল ? নিম্নে এই ধরনের সমস্ত প্রশ্নগুলোর উত্তর প্রদান করা হলো ।

বিভিন্ন দেশের পুরাতন এবং পরিবর্তিত নতুন নাম (Old and New Name of Countries and Cities):-

পুরাতন নাম (পূর্বনাম) পরিবর্তিত নতুন নাম
জম্বুদ্বীপ ভারত
হস্তিনাপুরদিল্লি
সিংহলশ্রীলঙ্কা
পূর্ব পাকিস্তানবাংলাদেশ
জাহাঙ্গীর নগর ঢাকা
ইসলামাবাদ চট্টগ্রাম
বার্মামায়ানমার
ক্যাথেচীন
উত্তর রোডেশিয়াজাম্বিয়
দক্ষিণ রোডেশিয়াজিম্বাবুয়ে
আফার্স ও ইসাসজিবুতি
হস্তিদন্ত উপকুলআইভরি কোস্ট
আবিসিনিয়াইথিওপিয়া
জায়ারে/বেলজিয়ান কঙ্গোডেমোক্রেটিক রিপাবলিক অব দ্যা কঙ্গো
গিলবার্ট দ্বীপপুঞ্জরিপাবলিক অব কিরিবাতি
গোল্ড কোস্টঘানা
জাঞ্জিবার ও ট্যাঙ্গানিকাতানজানিয়া
ডাচ গায়ানাসুরিনাম
দক্ষিন-পশ্চিম আফ্রিকানামিবিয়া
দাহোমিবেনিন
ফরমোজাতাইওয়ান
বাসুতোল্যান্ডলেসোথো
বসুয়ানাল্যান্ডবতসোয়ানা
ব্রিটিশ গায়ানাগায়ানা
ব্রিটিশ হন্ডুরাসবেলিজ
মালাগাছিমাদাগাস্কার
মালয়মালয়েশিয়া
মেসোপটেমিয়াইরাক
লিওপোল্ডভিলেকিনসাসা
সিয়ামথাইল্যান্ড
নিউ হেব্রিডিসভানুয়াতু
নিপ্পনজাপান
পর্তুগিজ গিনিগিনি বিসাউ
পশ্চিম আফ্রিকাএঙ্গোলা
পারস্যইরান
পেট্রোগ্রাদলেনিনাগ্রাদ
পোলাস্কাপোল্যান্ড
হল্যান্ডনেদারল্যান্ড
কম্পুচিয়াকম্বোডিয়া
ডাচ ইস্ট ইন্ডিয়াইন্দোনেশিয়া
হেলভেটিয়াসুইজারল্যান্ড
ডায়েচল্যান্ডজার্মানি
গলফ্রান্স
এলিস দ্বীপপুঞ্জটুভ্যালু
গিলবার্ট দ্বীপপুঞ্জকিরিবাতি
উত্তর বোর্নিওসাবা
কনস্ট্যান্টিনোপলইস্তানবুল
মাঞ্চু মাঞ্চুরিয়া
নিউ গিনি পশ্চিম ইরিয়ান
স্যান্ড উইচ দ্বীপহাওয়াই দ্বীপ
নায়াসাল্যান্ডমালাওয়ি
বাটাভিয়াজাকার্তা
কেপ কেনভিরালকেপ কেনেডি
খ্রিস্টিনা অসলো
সায়গনহো-চি-মিন সিটি
সলসবেরি হারারে
স্ট্যালিনগ্রাদভলগাগ্রাদ
পিকিং বেইজিং
ইয়াসরিবমদিনা
গ্রোজনীজওহরনগর
রেঙ্গুন ইয়াঙ্গন

FAQ:-

1. আবিসিনিয়া কোন দেশের পুরাতন নাম?
উত্তর:- ইথিওপিয়া
2. পিকিং কোন দেশের পূর্ব নাম?
উত্তর:- বেইজিং
3. হেলভেটিয়া কোন দেশের পূর্ব নাম?
উত্তর:- সুইজারল্যান্ড ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *