আমাদের ভারতের অধিকাংশ নদীগুলি একে অপরের সাথে কোথাও না কোথাও গিয়ে মিলেছে, আর সেই স্থানগুলো নদীর সঙ্গমস্থল বা মিলনস্থল নামে পরিচিত । যেমন গঙ্গা এবং যমুনা নদীর সঙ্গমস্থলটির নাম হলো এলাহাবাদ যা বর্তমানে “প্রয়াগরাজ” নামে পরিচিতি লাভ করেছে । নিম্নে ভারতের বিভিন্ন নদী ও তাদের সঙ্গমস্থল এবং সাথে বিভিন্ন পর্বতের প্রধান প্রধান হিমবাহ সমুহ ও তাদের অবস্থান সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়েছে ।
ভারতের বিভিন্ন নদী এবং তাদের সঙ্গম বা মিলনস্থল (River Confluences of India):-
নদী | সঙ্গমস্থল | রাজ্য |
আলকানন্দা এবং ধৌলিগঙ্গা | বিষ্ণুপ্রয়াগ | উত্তরাখণ্ড |
আলকানন্দা এবং নন্দাকিনী | নন্দাপ্রয়াগ | উত্তরাখণ্ড |
আলকানন্দা এবং পিন্দর | কর্ণপ্রয়াগ | উত্তরাখণ্ড |
আলকানন্দা এবং মন্দাকিনী | রুদ্রপ্রয়াগ | উত্তরাখণ্ড |
আলকানন্দা এবং ভাগিরথী | দেবপ্রয়াগ | উত্তরাখণ্ড |
গঙ্গা এবং যমুনা | এলাহাবাদ | উত্তরপ্রদেশ |
যমুনা, চম্বল, পাহুজ, সিন্দ এবং কুয়ারি | পঞ্চনদ | উত্তরপ্রদেশ |
গঙ্গা এবং কোশী | কুরুসেলা | বিহার |
গঙ্গা এবং গণ্ডক | হাজিপুর | বিহার |
যমুনা এবং বেতওয়া | হামিরপুর | উত্তরপ্রদেশ |
শতদ্রু এবং বিয়াস | হারিকা জলাভুমি | পাঞ্জাব |
কাবেরী, ভবানী ও আমুধা | ত্রিবেণী | তামিলনাড়ু |
কালিয়ার, থোডুপুঝায়ার ও কথায়ার | মুভাট্টুপুঝা | কেরল |
মুধিরাপুঝা, নাল্লাথানি, কন্ডলি | মুন্নার | কেরল |
ভারতের বিভিন্ন পর্বতের প্রধান প্রধান হিমবাহ সমুহ (List of Important Glaciers in India):-
পর্বতশ্রেণীর নাম | হিমবাহের নাম | দৈর্ঘ্য (K.M | অবস্থান |
কাঞ্চনজংঘা এভারেস্ট অঞ্চল | রংবাক | 52 | মাউন্ট এভারেস্টের উত্তর দিক |
জেমু | 25 | জেমু উপত্যকা |
কাঞ্চনজংঘা | 21 | কাঞ্চনজংঘার উত্তরে |
খুমবু | 20 | মাউন্ট এভারেস্টের দক্ষিণে |
কাংসুং | 19 | মাউন্ট এভারেস্টের পূর্বে |
টোলাম বাউ | 19 | মাউন্ট এভারেস্টের দক্ষিণ পশ্চিমে |
বরুণ | 15 | বরুণটস শৃঙ্গের উত্তর পূর্ব দিকে |
রামবং | 10 | কাঞ্চনজংঘায় |
কারাকোরাম পর্বতশ্রেণী | সিয়াচেন | 75 | নাবরা উপত্যকা |
ফেডচেংকো | 74 | উত্তর পশ্চিম পামির |
হিসপার | 62 | হুনজা নদীর শাখা নদী |
বিয়াফো | 59 | ব্রাব্লো উপত্যকা |
বাটুরা | 58 | হুনজা |
বলটরো | 58 | ব্রালডো উপত্যকা |
চোগোলুংমা | 50 | রাকাপোশি পর্বতশ্রেণী |
খুরডোপলা | 47 | সিংখাল উপত্যকা |
লোলোফনড | 40 | সিয়াচেনের পশ্চিমে |
ইয়ারকান্ড রিমো | 40 | সিয়ক উপত্যকা |
মোহিল ইয়াজ | 32 | সিংখাল উপত্যকা |
ইয়াজহিট | 31 | সিংখাল উপত্যকা |
গডউইন অস্টিন | 30 | K2 |
পাসু | 25 | হুনজা |
কুনইয়াং | 24 | কারাকোরাম মুজটাগ |
চোং কামডম | 21 | সিয়ক |
গাসেরব্রুন | 16 | গাসেরব্রুন |
কুমায়ুন- গাড়োয়াল অঞ্চল | গঙ্গোত্রী | 30 | গঙ্গার উৎপত্তিস্থল |
মিলাম | 20 | গোরি গঙ্গা |
ভাগীরথ খারাক | 18 | বদ্রীনাথের নিকট |
মানা | 18 | গঙ্গোত্রীর উত্তরদিকে মানা উপত্যকা |
শতপঞ্চ | 16 | বদ্রীনাথের নিকট |
চুংপার | 13 | নাঙ্গাপর্বত |
রুদুগায়রা | 6.23 | তেহরি- গাড়োয়াল হিমালয়ের রুদুগায়রা উপত্যকা |
কাফিনি | 8.25 | কুমায়ুন হিমালয়ের নন্দাকোট পর্বতের পিন্ডার নদীর বাঁদিকে |
পিরপাঞ্জাল পর্বতশ্রেণী | সোনাপানি | 15 | চান্দরা উপত্যকা |
বারা সিগরি | 15 | চান্দরা উপত্যকা |
রাঘয়ত | 15 | নাঙ্গাপর্বত |
গাংরি | 13 | নুন কুন ম্যাসিফ |
মধ্য নেপাল অঞ্চল | ইয়েপোকাংরা | 13.5 | গোসাইথান |
লিডান্ডা | 11 | মানাসুলু |
চুলিং | 11 | মানাসুলু |
মেওনডি | 11 | ধবলগিরি হিমাচল |