ভারতের বিভিন্ন নদী এবং মিলনস্থল ও প্রধান হিমবাহ সমুহ | River Confluences and Important Glaciers in India

আমাদের ভারতের অধিকাংশ নদীগুলি একে অপরের সাথে কোথাও না কোথাও গিয়ে মিলেছে, আর সেই স্থানগুলো নদীর সঙ্গমস্থল বা মিলনস্থল নামে পরিচিত । যেমন গঙ্গা এবং যমুনা নদীর সঙ্গমস্থলটির নাম হলো এলাহাবাদ যা বর্তমানে “প্রয়াগরাজ” নামে পরিচিতি লাভ করেছে । নিম্নে ভারতের বিভিন্ন নদী ও তাদের সঙ্গমস্থল এবং সাথে বিভিন্ন পর্বতের প্রধান প্রধান হিমবাহ সমুহ ও তাদের অবস্থান সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়েছে ।

ভারতের বিভিন্ন নদী এবং তাদের সঙ্গম বা মিলনস্থল (River Confluences of India):-

নদীসঙ্গমস্থলরাজ্য
আলকানন্দা এবং ধৌলিগঙ্গাবিষ্ণুপ্রয়াগউত্তরাখণ্ড
আলকানন্দা এবং নন্দাকিনীনন্দাপ্রয়াগউত্তরাখণ্ড
আলকানন্দা এবং পিন্দর কর্ণপ্রয়াগউত্তরাখণ্ড
আলকানন্দা এবং মন্দাকিনীরুদ্রপ্রয়াগউত্তরাখণ্ড
আলকানন্দা এবং ভাগিরথী দেবপ্রয়াগউত্তরাখণ্ড
গঙ্গা এবং যমুনা এলাহাবাদউত্তরপ্রদেশ
যমুনা, চম্বল, পাহুজ, সিন্দ এবং কুয়ারিপঞ্চনদউত্তরপ্রদেশ
গঙ্গা এবং কোশী কুরুসেলাবিহার
গঙ্গা এবং গণ্ডক হাজিপুরবিহার
যমুনা এবং বেতওয়াহামিরপুরউত্তরপ্রদেশ
শতদ্রু এবং বিয়াসহারিকা জলাভুমিপাঞ্জাব
কাবেরী, ভবানী ও আমুধাত্রিবেণী তামিলনাড়ু
কালিয়ার, থোডুপুঝায়ার ও কথায়ারমুভাট্টুপুঝাকেরল
মুধিরাপুঝা, নাল্লাথানি, কন্ডলি মুন্নারকেরল

ভারতের বিভিন্ন পর্বতের প্রধান প্রধান হিমবাহ সমুহ (List of Important Glaciers in India):-

পর্বতশ্রেণীর নামহিমবাহের নামদৈর্ঘ্য (K.Mঅবস্থান
কাঞ্চনজংঘা এভারেস্ট অঞ্চল রংবাক52মাউন্ট এভারেস্টের উত্তর দিক
জেমু25জেমু উপত্যকা
কাঞ্চনজংঘা21কাঞ্চনজংঘার উত্তরে
খুমবু 20মাউন্ট এভারেস্টের দক্ষিণে
কাংসুং19মাউন্ট এভারেস্টের পূর্বে
টোলাম বাউ19মাউন্ট এভারেস্টের দক্ষিণ পশ্চিমে
বরুণ15বরুণটস শৃঙ্গের উত্তর পূর্ব দিকে
রামবং 10কাঞ্চনজংঘায়
কারাকোরাম পর্বতশ্রেণীসিয়াচেন75নাবরা উপত্যকা
ফেডচেংকো 74উত্তর পশ্চিম পামির
হিসপার 62হুনজা নদীর শাখা নদী
বিয়াফো 59ব্রাব্লো উপত্যকা
বাটুরা58 হুনজা
বলটরো58ব্রালডো উপত্যকা
চোগোলুংমা50রাকাপোশি পর্বতশ্রেণী
খুরডোপলা47সিংখাল উপত্যকা
লোলোফনড40সিয়াচেনের পশ্চিমে
ইয়ারকান্ড রিমো 40সিয়ক উপত্যকা
মোহিল ইয়াজ32সিংখাল উপত্যকা
ইয়াজহিট31সিংখাল উপত্যকা
গডউইন অস্টিন 30K2
পাসু 25হুনজা
কুনইয়াং24কারাকোরাম মুজটাগ
চোং কামডম21সিয়ক
গাসেরব্রুন16গাসেরব্রুন
কুমায়ুন- গাড়োয়াল অঞ্চল গঙ্গোত্রী 30গঙ্গার উৎপত্তিস্থল
মিলাম20গোরি গঙ্গা
ভাগীরথ খারাক18বদ্রীনাথের নিকট
মানা18গঙ্গোত্রীর উত্তরদিকে মানা উপত্যকা
শতপঞ্চ 16বদ্রীনাথের নিকট
চুংপার 13নাঙ্গাপর্বত
রুদুগায়রা6.23তেহরি- গাড়োয়াল হিমালয়ের রুদুগায়রা উপত্যকা
কাফিনি 8.25কুমায়ুন হিমালয়ের নন্দাকোট পর্বতের পিন্ডার নদীর বাঁদিকে
পিরপাঞ্জাল পর্বতশ্রেণীসোনাপানি 15চান্দরা উপত্যকা
বারা সিগরি15চান্দরা উপত্যকা
রাঘয়ত15নাঙ্গাপর্বত
গাংরি13নুন কুন ম্যাসিফ
মধ্য নেপাল অঞ্চলইয়েপোকাংরা13.5গোসাইথান
লিডান্ডা11মানাসুলু
চুলিং11মানাসুলু
মেওনডি 11ধবলগিরি হিমাচল