WBPSC Food SI Practice Set 25 | WBPSC Food SI GK Practice Set | Food SI Questions and Answers | Food SI Exam 2023 Questions and Answers | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট 25 | ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রশ্ন এবং উত্তর | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট PDF সহ
নমস্কার বন্ধুগণ আপনাদের অনুরোধে আজ আমরা নিয়ে এসেছি WBPSC Food Sub Inspector (SI) Full Practice Set । অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রস্তুত এই Practice Set গুলি আপনাদের সাহায্য করবে WBPSC Food Sub Inspector Exam এর সঠিক প্রস্তুতি ও মূল্যায়ন করতে। আশা করি আমাদের WB Food SI এর Practice Set আপনার Preparation এর নির্ভর যোগ্য সঙ্গী হয়ে উঠবে। WBPSC Food SI Recruitment 2023 এর সমন্ধে বিস্তারিত না জেনে থাকলে নিম্নে থাকা লিঙ্কে ক্লিক করুন।
পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রকাশিত চাকরীর আপডেট পাওয়ায় জন্য ক্লিক করুন।
WBPSC Food SI Practice Set 25
- ‘বর্ণবৈষম্য বিরোধী দিবস’ হিসাবে কোন দিনটিকে পালন করা হয়?
Ans:- 21 মার্চ।
- নেলসন ম্যান্ডেলা কোন সালে ‘জওহরলাল নেহেরু পুরস্কার পান?
Ans:- 1986 সালে।
- সিরিয়ার কোন রাজধানী শহর সব থেকে পুরানো?
Ans:- দামাস্কাস।
- কেবল স্ট্রিট-এর কাজ কী?
Ans:- তার পাতা বা সারানো।
- প্রথম সাফ গেমস কোথায় হয়েছিল?
Ans:- নেপালে।
- ওয়াল্ট ডিজনির প্রথম পূর্ণ দৈর্ঘ্যের অ্যানিমেশন ছবি কোনটি?
Ans:- স্নো হোয়াইট এ্যাণ্ড দ্য সেভেন ডোয়ার্ফ।
- নেপালের জাতীয় পাখির নাম কী?
Ans:- পাহাড়ী ঈগল ৷
- ‘অকাল তখত’ কে নির্মাণ করেন?
Ans:- গুরু রামদাস ও গুরু অমর দাসের ভ্রাতুষ্পুত্র।
- ‘অঙ্কুর’ চলচ্চিত্রের পরিচালক কে?
Ans:- শ্যাম বেনেগাল।
- শেক্সপীয়রের কোন নাটকে তিনটি অঙ্ক রয়েছে?
Ans:- হেনরি সিক্স।
- সম্রাট বাহাদুর শাহ কার কাছে আত্মসমর্পণ করেন?
Ans:- লেঃ ডব্লিউ. এম. আর. হাডসন।
- ভারতের রূঢ় বলা হয়?
Ans:- দুর্গাপুরকে।
- স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের সদর দপ্তর অবস্থিত?
Ans:- নতুন দিল্লিতে।
- ভারতের বৃহত্তম মহানগর কোনটি?
Ans:- মুম্বাই।
- ভারতের সিলিকন ভ্যালি বলা হয়?
Ans:- বেঙ্গালুরুকে।
WBPSC Food SI Practice Set
- ‘রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী’ প্রতিষ্ঠা করেন কোথায়?
Ans:- ১৯২১ সালে বোলপুরে।
- বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন?
Ans:- রবীন্দ্রনাথ ঠাকুর।
- বিশ্বভারতী সম্মিলনীর সচিব কে ছিলেন?
Ans:- প্রশান্তচন্দ্র মহলানবীশ।
- ‘সিপাহি বিদ্ৰোহ’ কবিতাটির লেখক?
Ans:- সুকান্ত ভট্টাচার্য।
- এনফিল্ড রাইফেল ব্যবহারের আগে ভারতীয় সেনারা কোন ধরনের বন্দুক ব্যবহার করত?
Ans:- ব্রাউন বেস গাঢ়াবন্দুক।
- সিপাহি বিদ্রোহের সূচনা হয়েছিল কবে?
Ans:- ১৮৫৭ সালে।
- History of The Freedom Movement in India’ গ্রন্থটি কে রচনা করেছেন?
Ans:- শৈলেন্দ্রনাথ সেন।
- কবে ’মহারানির ঘোষণাপত্র জারি করা হয়?
Ans:- ১৮৫৮ খ্রিস্টাব্দের ১ নভেম্বর।
- ইংল্যান্ডের ব্রিস্টলে কোন ভারতীয়ের সমাধি আছে?
Ans:- রাজা রামমোহন রায়ের।
- আমেরিকার সবচেয়ে পুরানো সমাধিস্থল কোনটি?
Ans:- আব্রাহাম লিঙ্কনের বিখ্যাত সমাধিস্থল।
- ফোর্ট উইলিয়াম এই নামকরণটি কার স্মৃতিতে উৎসর্গীকৃত হয়েছে?
Ans:- ইংল্যান্ডের তৎকালীন রাজা তৃতীয় উইলিয়ামের নামে।
- কোন ছবিতে অমিতাভ বচ্চন প্রতিবন্ধী, তাঁর একটা হাত ছিল না?
Ans:- রোটি, কাপড়া আউর মকান।
- কোন বৈজ্ঞানিক হিলিয়াম গ্যাস আবিষ্কার করেছিলেন?
Ans:- উইলিয়াম র্যামেজে।
- ভূ-ত্বকে শতকরা কতভাগ অ্যালুমিনিয়াম আছে?
Ans:- 8.07%।
- জলের মধ্যে শব্দের বিস্তার হয় – কে সর্বপ্রথম প্রমাণ করেন?
Ans:- বিজ্ঞানী ভন গেরিক।
- বায়ু মাধ্যমে শব্দের বেগের সম্পর্কে বলেন কোন বিজ্ঞানী?
Ans:- কোলাডন এবং স্ট্রাম।
- একই চাপ ও উষ্ণতায় থাকা H2 এবং N2 গ্যাস দুটির কোনটির মধ্যে শব্দের বেগ বেশি?
Ans:- H2.
- সর্বপ্রথম আদর্শ গ্যাস আবিষ্কার কে করেছেন?
Ans:- ক্যাভেন্ডিস।
- কোনো গ্যাসের আণবিক গুরুত্ব সেই গ্যাসের বাষ্প ঘনত্বের কতগুণ?
Ans:- দ্বিগুণ (M = 2D).
- বিশ্বের ক্ষুদ্রতম ব্যক্তি গুল মহম্মদের উচ্চতা কত সেন্টিমিটার?
Ans:- 57 সেমি।
WBPSC Food SI GK Practice Set
- মঙ্গল গ্রহে অবস্থিত Nix Olympica পর্বতটির উচ্চতা কত?
Ans:- প্রায় 15 মাইল।
- দুধ আর সরের মধ্যে কোনটি ভারি?
Ans:- দুধ, কারণ দুধের আপেক্ষিক গুরুত্ব সরের চেয়ে বেশি।
- সেন্টিগ্রেড তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বোচ্চ, কে বলেন?
Ans:- হোপ।
- কোন ধরনের শিলা জীবাশ্মহীন, প্রস্তরীভূত ও স্ফটিকাকার?
Ans:- আগ্নেয়শিলা।
- আল্পস, রকি, আন্দিজ, কুনলুন, আরাবল্লী কী ধরনের পর্বত?
Ans:- ভঙ্গিল।
- কিলিমাঞ্জারো স্ট্রোমলি, ফুজিয়ামা, ভিসুভিয়াস কী ধরনের পর্বত?
Ans:- আগ্নেয় পর্বত।
- দুই বা ততোধিক নদীর মধ্যবর্তী ব্যবধান এলাকাকে কী বলে?
Ans:- জল-বিভাজিকা ।
- পৃথিবীর বৃহত্তম সমভূমি কোনটি?
Ans:- সাইবেরিয়া।
- ভারতের কেন্দ্রশাসিত রাজ্যগুলির মধ্যে ক্ষুদ্রতম কোনটি?
Ans:- লাক্ষাদ্বীপ (৩২ বর্গ কিমি)।
- ভারতের সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি?
Ans:- অরুণাচল প্রদেশ।
- ভারতের সহযোগিতায় মুখ্য জলবিদ্যুৎ কেন্দ্র কোন দেশে নির্মিত হয়েছে?
Ans:- ভূটানে।
- বরোদা শহরে নতুন নাম কী?
Ans:- ভদোদরা।
- কবীর ও লুট মরুভূমি দেখা যায়?
Ans:- ইরানে।
- ইরাকের রাজধানীর নাম কী?
Ans:- বাগদাদ।
- ভারতের আমদানি বাণিজ্যে কলকাতা বন্দরের স্থান?
Ans:- দ্বিতীয়।
- কোন কোম্পানি বিধানসভা ভবন তৈরি করেছিলেন?
Ans:- মার্টিন বার্ন।
- কী উপলক্ষে আকবর ফতেপুর সিক্রি শহর নির্মাণ করেন?
Ans:- পুত্রের জন্মের আনন্দোৎসব পালন করার জন্য।
- ‘কালিন্দী’ উপন্যাস কার লেখা?
Ans:- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের।
- সান্দি ফিরদৌসি কোন ভাষার কবি ছিলেন?
Ans:- ফার্সী।
- অ্যারিস্টটলই কোন গ্রন্থে প্রথম কাব্য নাটক ও সঙ্গীতের চরিত্র বৈশিষ্ট্য নির্দেশ করেছিলেন?
Ans:- Poetics.
Food SI Questions and Answers
- ‘অপারেশন সি লায়ন’ কী?
Ans:- ইংল্যান্ড আক্রমণের জন্য হিটলারের অভিযান প্রকল্প।
- স্টেফি ডিসুজা ভারতীয় মহিলাদের মধ্যে প্রথম ‘অৰ্জুন’ পান কোন খেলায়?
Ans:- হকি।
- স্টপ্ ওয়াচ কী?
Ans:- সূক্ষ্মতম সময় পরিমাপক যন্ত্র।
- ভারতের শাসন ব্যবস্থার শীর্ষে কে রয়েছেন?
Ans:- রাষ্ট্রপতি।
- প্রধানমন্ত্রীর কার্যকাল কত বছর?
Ans:- পাঁচ বছর।
- ভারতের ‘প্রধানমন্ত্রী’ পদটি কোন দেশের আদলে তৈরি?
Ans:- ইংল্যান্ড।
- কোন প্রস্তাবে দ্বি-জাতি তত্ত্বের দাবি উত্থাপন করা হয়?
Ans:- লাহোর।
- চট্টগ্রামের কোন বিপ্লবীর নাম বিশেষভাবে স্মরণীয়?
Ans:- সূর্য সেন।
- সংবিধান অনুযায়ী লোকসভার সদস্য সংখ্যা অনধিক কতজন?
Ans:- 550 জন।
- রাজ্যসভার সদস্য হতে গেলে কত বছর বয়স হতে হবে?
Ans:- 30 বছর।
- সংবিধানের কত নং ধারায় বলা হয়েছে ভারতের রাষ্ট্রপতি ও আইনসভার দুটি কক্ষ নিয়ে পার্লামেন্ট গঠিত হবে?
Ans:- 79 নং ।
- সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরকাল কত বছরে হয়ে থাকে?
Ans:- 65 বছর।
- সিমলা চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
Ans:- 1972 সালে।
- 1971 সালের 9 আগস্ট ইন্দো-সোভিয়েত মৈত্রী চুক্তিতে ভারতের পক্ষে কে স্বাক্ষর করেন?
Ans:- ইন্দিরা গান্ধী।
- রবীন্দ্রনাথের প্রথম জীবনীকার কে ছিলেন?
Ans:- বসন্তকুমার রায়।
- কোন কোন ব্যক্তি প্রথম ‘রবীন্দ্র-স্মৃতি’ পুরস্কারে অভিনন্দিত হন?
Ans:- সতীনাথ ভাদুড়ী ও নীহাররঞ্জন রায়।
- ‘দ্য মর্নিং সঙ অব ইন্ডিয়া’ রবীন্দ্রনাথের কোন কবিতার ইংরেজি অনুবাদ?
Ans:- জনগণমন।
- ‘ও আমার দেশের মাটি’ রবীন্দ্রনাথ কোন প্রাচীন গানের আদলে রচনা করেন?
Ans:- আমার গৌরব কেন কেঁদে এলে।
- ‘বল বল বল সবে, শত বীণা বেণু রবে’ – এই স্বদেশি গানের লেখক কে?
Ans:- অতুলপ্রসাদ সেন।
- প্রথম কোন বাঙালি লেখিকা ‘ম্যাগসেসে পুরস্কারে’ অভিনন্দিত হয়েছেন?
Ans:- মহাশ্বেতা দেবী।
- প্রথম বাংলা নাটক কবে মঞ্চস্থ হয়?
Ans:- 1975 সালের 27 নভেম্বর (সঙবদল)।
- রবীন্দ্রনাথের রচনার প্রথম ইংরেজি অনুবাদ কে করেন?
Ans:- বিপিনচন্দ্র পাল।
- মার্কিন সাহিত্যের শ্রেষ্ঠ কবি কে?
Ans:- ওয়ালট হুইটম্যান।
- ফরাসি রচনা ‘লা মিজারেবল’ কে রচনা করেন?
Ans:- ভিক্টর হুগো।
- ‘ফাউস্ট’ কোন জার্মান কবিকে অমরত্ব দিয়েছে?
Ans:- গ্যোয়েট।
Food SI Exam 2023 Questions and Answers
- জেমস জয়েস-এর বহু প্রশংসিত উপন্যাসটির নাম কী?
Ans:- Ulysses.
- রবীন্দ্রনাথের কোন কাহিনীটি প্রথম হিন্দিতে অনূদিত হয়?
Ans:- রাজর্ষি (1910)।
- ‘বিষবৃক্ষ’ উপন্যাসের প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ কোন উপন্যাসটি লেখেন?
Ans:- চোখের বালি।
- অলিম্পিক হকিতে সোনা জয়ী প্রথম ভারতীয় দলের অধিনায়ক কে ছিলেন?
Ans:- জয়পাল সিং।
- ভারত শেষবার কবে অলিম্পিক হকিতে সোনা জেতে?
Ans:- 1980 সালে।
- প্রথম এশিয়ান গেমসে ভারতকে প্রথম সোনা কে এনে দেন?
Ans:- সাঁতারু শচীন নাগ।
- কে পরপর পাঁচটি ক্রিকেট টেস্ট সেঞ্চুরি করেছেন?
Ans:- এভারটন উইকস্।
- ক্রিকেট টেস্টে ভারতের প্রথম বিজয় কবে আসে?
Ans:- 1952 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে।
- হাওয়া সিং কোন খেলার সঙ্গে যুক্ত?
Ans:- বক্সিং।
- এশিয়ার সবচেয়ে বড় স্টেডিয়াম কোনটি?
Ans:- সল্ট লেকের যুবভারতী ক্রীড়াঙ্গন।
- কোন ফুটবলার ‘কাইজার’ নামে পরিচিত?
Ans:- বেকেনবাওয়ার।
- অলিম্পিক থিয়েটার কোথায় আছে?
Ans:- লন্ডনে।
- খরোষ্ঠি লিপি লেখা হয় কিভাবে?
Ans:- ডান হতে বামে।
- মারাঠিদের নথিপত্রে কোন ভাষাটি ব্যবহার করা হয়?
Ans:- মোদি স্ক্রিপ্ট।
- নীলম সঞ্জীব রেড্ডি কত বছর বয়সে কনিষ্ঠতম রাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়েছিলেন?
Ans:- 64 বছর।
- বাংলাদেশের জাতীয় সঙ্গীতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ’আমার সোনার বাংলার’ ক’টি লাইন নেওয়া হয়েছে?
Ans:- 10 টি।
- প্রথম অলিম্পিক 1896 সালের এপ্রিল মাসের কত তারিখে শেষ হয়েছিল?
Ans:- 15 তারিখে।
- প্রথম অলিম্পিকে অ্যাথেন্সে কটি দেশ প্রতিনিধি পাঠায়?
Ans:- 13 টি দেশ।
- রবীন্দ্রনাথ কত বছর বয়সে মারা যান?
Ans:- ৪০ বছর।
- স্যার মার্টিমার ডুরান্ড কোন সালে পাকিস্তান ও আফগানিস্তানের সীমারেখা ডুরান্ড লাইন নির্ণয় করেছেন?
Ans:- 1896 খ্রিঃ।
WBPSC Food SI Practice Set 25 | WBPSC Food SI GK Practice Set | Food SI Questions and Answers | Food SI Exam 2023 Questions and Answers | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট 25 | ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রশ্ন এবং উত্তর | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট PDF সহ
WBPSC Food SI Practice Set 25 Download Link:-
WBPSC Food SI Practice Set 25 Download Link | Click Here |
WBPSC Food SI Full Practice Set | Click Here |
Learn more about WBPSC Food SI Recruitment 2023 | Click Here |