WBPSC Clerkship Practice Set | WBPSC Clerkship Math Practice Set 4 | WBPSC Clerkship Math Practice Set Pdf | PSC Clerkship Math Practice Set Pdf Download | Clerkship Exam 2023 Questions and Answers | পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট 4 | পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার অংক প্রশ্ন এবং উত্তর | পিএসসি ক্লার্কশিপ অংক প্র্যাকটিস সেট PDF সহ
নমস্কার বন্ধুগণ আপনাদের অনুরোধে আজ আমরা নিয়ে এসেছি WBPSC Clerkship Full Practice Set । অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা প্রস্তুত এই WBPSC Clerkship Math Practice Set গুলি আপনাদের সাহায্য করবে WBPSC Clerkship Exam এর সঠিক প্রস্তুতি ও মূল্যায়ন করতে। আশা করি আমাদের WBPSC Clerkship Math Practice Set 4 আপনার Preparation এর নির্ভর যোগ্য সঙ্গী হয়ে উঠবে।
WBPSC Clerkship Recruitment 2023 সমন্ধে বিস্তারিত জানতে নিম্নে থাকা লিঙ্কে ক্লিক করুন:
WBPSC Clerkship Math Practice Set 4
- A, B, C একটি ব্যাবসাতে যথাক্রমে 1200 টাকা 4 মাসের জন্য, 1400 টাকা মাসের জন্য এবং 1000 টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করে। ব্যাবসার শেষে মোট 8900 টাকা লাভ হলে, B কত টাকা পাবে?
(A) 3500 টাকা
(B) 3600 টাকা
(C) 3800 টাকা
(D) 4100 টাকা
- অমর 45000 টাকা দিয়ে একটি ব্যাবসা শুরু করেন। 6 মাস পর প্রকাশ 30000 টাকা নিয়ে ব্যাবসাতে যোগ দেন। বছরের শেষে কী অনুপাতে লভ্যাংশ বণ্টিত হবে?
(A) 3:1
(B) 3:4
(C) 3:2
(D) 2:3
- 72 জন লোক 280 মিটার লম্বা দেয়াল 21 দিনে গাঁথতে পারে। কত জন লোক 18 দিনে 100 মিটার দেয়াল গাঁথতে পারবে?
(A) 10
(B) 18
(C) 28
(D) 30
- 10 টি গরু অথবা 7 টি মহিষ প্রত্যহ ৪ ঘণ্টা কাজ করে 60 দিনে একটি জমি চাষ করতে পারে। 25 টি গরু ও 14টি মহিষ প্ৰত্যহ 12 ঘণ্টা কাজ করে তার 9 গুণ কাজ কত দিনে করবে?
(A) 80
(B) 85
(C) 90
(D) 100
- একটি আয়তক্ষেত্রের পরিসীমা 56 সেমি এবং প্রস্থ 12 সেমি হলে, ক্ষেত্রফল কত বর্গসেমি হবে?
(A) 180
(B) 182
(C) 190
(D) 192
- 7 টি সংখ্যার মধ্যে প্রথম 4 টির গড় 4 এবং শেষ 4 টির গড়ও 4 | যদি 7 টির গড় 3 হয় তবে চতুর্থ সংখ্যাটি কত?
(A) 3
(B) 4
(C) 7
(D) 11
- একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। এর পরিসীমা 64 সেমি হলে, প্রস্থ কত সেমি হবে?
(A) 8
(B) 16
(C) 32
(D) 64
- 55, 60 ও 45 জন ছাত্রবিশিষ্ট কোনো ব্যাচের গড় নম্বর যথাক্রমে 50, 55, 60। সমস্ত ছাত্রদের গড় নম্বর কত?
(A) 53.33
(B) 54.68
(C) 55
(D) 56
- একটি বর্গক্ষেত্রের পরিসীমা ও কর্ণের অনুপাত কত?
(A) 1:2√2
(B) 1:√2
(C) √2:1
(D) 2√2:1
- 10. একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 16/2 সেমি হলে, তার পরিসীমা কত?
(A) 64 সেমি
(B) 63 সেমি
(C) 62 সেমি
(D) 61 সেমি
- 50 থেকে 300 এর মধ্যে 2 ও 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলি?
(A) 35
(B) 40
(C) 42
(D) 45
- 1000 এর সঙ্গে কোন্ ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 45 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে?
(A) 10
(B) 20
(C) 35
(D) 80
- 1+ 1/2 + 1/4 + 1/7 + 1/14 + 1/28 = কত?
(A) 2
(B) 2.5
(C) 3
(D) 3.5
- 999 পূর্ণ 99/99 × 99 এর মান কত?
(A) 99899
(B) 99989
(C) 99999
(D) 98999
- 2464.2 ÷ 111 = 22.2 হলে, 246.42 ÷ 11.1 = কত?
(A) 2220
(B) 222
(C) 22.2
(D) 2.22
- 158.51 ÷ 12.1 = 13.1 হলে, 1.5851 ÷ 1.21 = কত?
(A) 1.31
(B) 131
(C) 13.1
(D) 0.131
- দুটি সংখ্যার গসাগু 2 এবং তাদের লসাগু 70 হলে, সংখ্যা দুটি কী কী?
(A) 14, 10
(B) 2, 35
(C) 6, 70
(D) 4,70
- দুটি সংখ্যার সমষ্টি 1000 এবং তাদের লসাগু 8919 হলে, সংখ্যা দুটি কী কী?
(A) 993, 7
(B) 989, 11
(C) 987, 13
(D) 991, 9
- দুটি সংখ্যার গসাগু 15 এবং লসাগু 180। সংখ্যা দুটির সমষ্টি 105 হলে, সংখ্যা দুটি কী কী?
(A) 30, 75
(B) 35, 70
(C) 45, 60
(D) 40, 65
- তিনটি সংখ্যার অনুপাত 3:4:5 এবং তাদের লসাগু 660 হলে, সংখ্যা তিনটির গসাগু কত?
(A) 3
(B) 4
(C) 5
(D) 11
- এক ব্যক্তি 330 টাকায় একটি বই বিক্রয় করায় 10% লাভ হয় | কত টাকায় বইটি বিক্রয় করলে 15% লাভ হবে?
(A) 370 টাকা
(B) 345 টাকা
(C) 350 টাকা
(D) 360 টাকা
- 22. বিক্রয়মূল্যের ওপর 20% লাভ হলে, ক্রয়মূল্যের ওপর লাভের হার কত?
(A) 15%
(B) 16%
(C) 16 পূর্ণ 1/3%
(D) 25%
- (x – y) এর 50% = (x + y) এর 30% হলে, y = x এর কত শতাংশ?
(A) 41%
(B) 40%
(C) 33%
(D) 25%
- এক ব্যক্তির D.A. মূল বেতনের 140%। ভাতাসহ মূল বেতন 36000 টাকা হলে, মূল বেতন কত টাকা?
(A) 15000
(B) 10000
(C) 12000
(D) 16000
- এক ব্যক্তি সাইকেলে 150 মিটার দূরত্ব 25 সেকেন্ডে অতিক্রম করে। তার গতিবেগ প্রতি ঘণ্টায় কত কিলোমিটার?
(A) 20
(B) 21.6
(C) 25
(D) 26
- একটি বাস 72 কিমি/ঘণ্টা গতিবেগে চলে কোনো দূরত্ব 15 ঘণ্টায় অতিক্রম করল। সেই দূরত্ব 12 ঘণ্টায় অতিক্রম করতে হলে গতিবেগ কত বাড়াতে হবে?
(A) 9 কিমি/ঘণ্টা
(B) 16 কিমি/ঘণ্টা
(C) 18 কিমি/ঘণ্টা
(D) 17 কিমি/ঘণ্টা
- বার্ষিক কত হারে 6 বছরের সুদ, আসলের 9/25 অংশ হবে?
(A) 5%
(B) 6%
(C) 7%
(D) 10%
- 2500 টাকার 4 বছরের সুদ 500 টাকা হলে, সুদের হার কত?
(A) 3%
(B) 4%
(C) 5%
(D) 6%
- (0.008 ÷ 0.02) ÷ (0.4 × 0.2) = ?
(A) 4
(B) 5
(C) 6
(D) 8
- 20 + 36 ÷ 3 – 3 এর 6 – 2 × 5 = ?
(A) 3
(B) 4
(C) 5
(D) 6
WBPSC Clerkship Practice Set | WBPSC Clerkship Math Practice Set 4 | WBPSC Clerkship Math Practice Set Pdf | PSC Clerkship Math Practice Set Pdf Download | Clerkship Exam 2023 Questions and Answers | পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট 4 | পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার অংক প্রশ্ন এবং উত্তর | পিএসসি ক্লার্কশিপ অংক প্র্যাকটিস সেট PDF সহ
পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রকাশিত সমস্ত চাকরীর আপডেট পাওয়ায় জন্য নিম্নে দেওয়া লিঙ্কে ক্লিক করুন:
WBPSC Clerkship Practice Set Pdf Download Link:
WBPSC Clerkship Math Practice Set 4 Download Link | Click Here |
WBPSC Clerkship Full Practice Set PDF Download | Click Here |
Learn more about WBPSC Clerkship Recruitment 2023 | Click Here |