Education বিষয় টি WBCHSE Board এর পরীক্ষার্থীদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ Subject। বিশেষ করে বিভিন্ন শিক্ষক শিখন প্রোগ্রাম যেমন D.El.Ed ও B.Ed Degree সূচনা হওয়ার পর থেকে এই Subject টির গুরুত্ব আরো অনেকটাই বেড়ে গেছে শিক্ষার্থীদের কাছে। আজকে আর্টিকেল এর মাধ্যমে তোমরা জানতে পারবে WBCHSE Board এর Class 11 বা একাদশ শ্রেণির আগামী বছর এর (2023) Education Syllabus।
করোনার প্রকোপ এর কারণে তোমরা সবাই জানো যে অন্যান্য সমস্ত Syllabus এর মতো Education Syllabus এরও পরিবর্তন করা হয় । কিন্তূ তোমরা হয়তো সবাই নতুন সিলেবাস সম্পর্কে অবগত না | তাই তোমাদের সুবিধার্থে আমরা নিম্নে WBCHSE Board এর Class 11 বা একাদশ শ্রেণির New Reduced Syllabus & Number pattern সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হলো। বিশেষ দ্রষ্টব্য:- এইবার Syllabus পরিবর্তন হতে পারে যদি পরিবর্তন করা হয়, তাহলে আপনি এই সম্বন্ধে বিস্তারিত তথ্য আমাদের ওয়েবসাইটেই পেয়ে যাবেন ।
WBCHSE Class 11 Education Syllabus:-
বিগত বছরের অপরিবর্তিত সিলেবাসকে পরিবর্তন করে, এই বছর সিলেবাস থাকে কিছু অধ্যায় কমিয়ে দাওয়া হয়েছে | যে অধ্যায়গুলো কমিয়ে দাওয়া হয়েছে সেটি বাদ দিয়ে বাকি সব সিলেবাস সম্পর্কে বিস্তারিত ভাবে নিচে বর্ণনা করা হলো।
Group – A
Sl No. | Chapter Name |
1 | শিক্ষার ধারণা ও লক্ষ্য |
2 | শিক্ষার তাৎপর্যপূর্ণ উপাদান |
Group – B
Sl No. | Chapter Name |
1 | মনোবিজ্ঞান ও শিক্ষা মনোবিজ্ঞান |
2 | শিশুর বৃদ্ধি ও বিকাশ |
Group – C
Sl No. | Chapter Name |
1 | প্রাচীন যুগের শিক্ষা |
2 | আধুনিক শিক্ষা ব্যবস্থার পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ ঘটনাবলি : প্রাক স্বাধীনতার যুগ |
3 | ভারতে আধুনিক শিক্ষার বিকাশে ভারতীয় শিক্ষাবিদদের অবদান |
WBCHSE Class 11 Education Number Pattern:-
2015 সালের পরিবর্তিত Syllabus অনুযায়ী এবারেও Number Pattern Same থাকবে | টোটাল MCQ থাকছে 24 Number , SAQ থাকছে 16 Number এবং Descriptive Type থাকছে 40 Number | সব মিলিয়ে মোট 80 Number এর পরীক্ষা হবে | একাদশ পরীক্ষার্থীদের সুবিদার্থে জন্য Number Pattern টি বিষয়ভিত্তিক ভাবে নিন্মে ছকের মাধ্যমে উল্লিখিত করা হলো |
Topics | MCQ | SAQ | Descriptive Type | Total |
Group -A | (9 ×1)=9 | (5×1)=5 | (8 ×2)=16 | 30 |
Group – B | (9 ×1)=9 | (5×1)=5 | (8 ×2)=16 | 30 |
Group – C | (6 ×1)=6 | (6 ×1)=6 | (1 ×8)=8 | 20 |
Total | 24 | 16 | 40 | 80 |