একাদশ শ্রেণী ইতিহাস সিলেবাস এবং নম্বর বিভাজন | WBCHSE Class 11 History Syllabus and Number Pattern 2023

WBCHSE Class 11 History Syllabus and Number Pattern 2023 | একাদশ শ্রেণী ইতিহাস সিলেবাস এবং নম্বর বিভাজন | Class 11 History Syllabus

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, করোনা পরিস্থিতিতে 2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষাও হবে সংশোধিত Syllabus ও পরিবর্তিত প্রশ্ন কাঠামোয়। একই পদ্ধতি মানা হবে একাদশের বার্ষিক পরীক্ষার ক্ষেত্রে। আগামী বছরের একদশ শ্রেণীর পরীক্ষা কতখানি পাঠ্যক্রমের ভিত্তিতে হবে, তা নিয়ে আলাপ-আলোচনা শুরু করেছে পর্ষদ। তবে পরের বারের একাদশ পরীক্ষা যে পুরো পাঠ্যক্রমে নেওয়া সম্ভব নয়, তা কার্যত স্বীকার করে নিচ্ছেন নিবেদিতা ভবনের আধিকারিকরা। সে কথা মাথায় রেখেই পাঠ্যক্রম নিয়ে চলছে আলোচনা।

আগামী দিনের কথা চিন্তা করে West Bengal Council of Higher Secondary Education বোর্ড একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন | তোমরা সবাই জানো যে অন্যান্য সমস্ত Syllabus এর মতো History Syllabus এরও পরিবর্তন করা হয়। কিন্তূ তোমরা হয়তো সবাই নতুন Syllabus সম্পর্কে অবগত না|

বিগত দুই বছর ধরে আমরা করোনার মতো মহামারীর কবলে পড়ায়  এতদিন আমরা একটা ভয়াবহ আতঙ্ককের মধ্যে থেকে নিজের জীবনের সঙ্গে লড়াই করে বেঁচে থাকার চেষ্টা করেছি |করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার কারণে 2022 সালের একাদশ শ্রেণীর পরীক্ষাও 2021 সালের সংক্ষিপ্ত Syllabus অনুযায়ী হবে বলে বিজ্ঞপ্তি জানিয়েছে বোর্ড । তাই একাদশ শ্রেণীর 2022 এর প্রশ্ন বিন্যাস ও নম্বর বিভাজন 2021 সালের মতোই হবে।

গত দুবছরে স্কুলের সাথে সরাসরি যোগাযোগ ছিল না পড়ুয়াদের। সেই কারণে প্রকাশিত হয় New Reduced Syllabus যার অনুকরণে 2022 সালের XI Exam অনুষ্ঠিত হতে চলেছে । ক্লাস একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে আমরা নতুন Syllabus এবং Number Pattern সম্পর্কে বিস্তারিত ভাবে জানবো |বিশেষ দ্রষ্টব্য এখনো পর্যন্ত আগামী বছর অর্থাৎ 2023 History Higher Secondary Syllabus এখনো অফিশিয়ালি জানানো হয়নি।

WBCHSE Class 11 History Syllabus:-

বিগত বছরের অপরিবর্তিত সিলেবাসকে পরিবর্তন করে, এই বছর সিলেবাস থাকে কিছু অধ্যায় কমিয়ে দাওয়া হয়েছে |  যে অধ্যায়গুলো কমিয়ে দাওয়া হয়েছে সেটি বাদ দিয়ে বাকি সব সিলেবাস সম্পর্কে নিচের দিকে আলোচনা করা হলো |

Sl No.Topics
প্রথম অধ্যায়                          ইতিহাসের চেতনা
দ্বিতীয় অধ্যায়                       আদিম মানব থাকে প্রাম্ভীক সভ্যতা সমূহ
তৃতীয় অধ্যায়                        রাজনৈতিক বিবর্তন
চতুর্থ অধ্যায়                         রাষ্ট্রের প্রকৃতি ও তার শাসন তন্ত্র
পঞ্চম অধ্যায়                        অর্থনীতির বিভিন্ন দিক
ষষ্ট অধ্যায়                            সমাজের ঘটনা প্রবাহ

WBCHSE Class 11 History Number Pattern:-

Topic MCQ         SAQ          Descriptive TypeTotal
ইতিহাসের চেতনা                      (1×4)=4(1×4)=4  
আদিম মানব থাকে প্রাম্ভীক সভ্যতা সমূহ(1×4)=4 (4×2)=8 
রাজনৈতিক বিবর্তন                 (1×4)=4(1×3)=3(4×1)=4 
রাষ্ট্রের প্রকৃতি ও তার শাসন তন্ত্র (1×4)=4(1×4)=4(4×1)=4 
অর্থনীতির বিভিন্ন দিক            (1×4)=4(1×3)=3(4×2)=8 
সমাজের ঘটনা প্রবাহ             (1×4)=4(1×2)=2(8+5+3)=16 
Total24 এর মধ্যে 20 টি24 এর মধ্যে 16 টি40 (প্রতিটি Group থেকে কমপক্ষে দুটি প্রশ্ন নিয়ে যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে)80

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *