HS 2015 Bengali Question Paper with Answer | উচ্চমাধ্যমিক ২০১৫ বাংলা প্রশ্নপত্র Download করুন উত্তর সহ (PDF)

HS 2015 Bengali Question Paper with Answer | HS Bengali Question Paper 2015 | HS 2024 Bengali Question Paper | HS 2015 Bengali Solved Question Paper | HS Bengali Question Paper 2015 PDF Download | Class 12 Bengali Question Paper 2015 | উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্নপত্র ২০১৫ | উচ্চমাধ্যমিক ২০১৫ বাংলা প্রশ্নপত্র এবং উত্তর | উচ্চমাধ্যমিক ২০১৫ বাংলা প্রশ্নপত্র Download করুন উত্তর সহ (PDF)

HS 2015 Bengali Question Paper

2015

বিভাগ : খ

(পূর্ণমান: ৩০)

১। সঠিক বিকল্পটি নির্বাচন করো: (১×১৮=১৮)

১.১ “মৃত্যুঞ্জয় একতাড়া নোট নিখিলের সামনে রাখল।”— টাকাটা

(ক) নিখিলকে ধার দেবে

(খ) রিলিফ ফাণ্ডে দেবে

(গ) নিখিলকে ঘুষ দেবে

(ঘ) অফিসের সকলকে ভূরিভোজ করাবে।

১.২ “মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের

(ক) বমি হয়

(খ) ঘুম পায়

(গ) রাগ হয়

(ঘ) শরীরে তার প্রতিক্রিয়া হয়।

১.৩ “কালো বিড়ালের লোম আনতে গেছে”-

(ক) ভজন চাকর

(খ) বড়োপিসিমা

(গ) উচ্ছব

(ঘ) বড়ো বউ।

১.৪ বড়ো বাড়িতে কনকপানি চালের ভাত রান্না হয় –

(ক) বামুন চাকর ঝি-দের জন্য

(খ) মেজ আর ঘোর্টর জন্য

(গ) বড়োবাবুর জন্য

(ঘ) নিরামিষ ডাল তরকারির সঙ্গে খাবার জন্যে।

১.৫ …বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তারা বলে”-

(ক) পউষে বাদলা

(খ) ডাওর

(গ) ফাঁপি

(ঘ) ঝড়-বৃষ্টি ।

১.৬ “রক্তের অক্ষরে দেখিলাম”-

(ক) মৃত্যুর রূপ

(খ) প্রকৃতির রূপ

(গ) আপনার রূপ

(ঘ) রূপনারাণের রূপ।

১.৭ “রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো”-

(ক) কবির হৃদয়ের রং।

(খ) আকাশের রং

(গ) সূর্যের আলোর রং

(ঘ) দেশোয়ালিদের জ্বালানো আগুনের রং।

১.৮ “অবসন্ন মানুষের শরীরে দেখি

(ক) ধুলোর কলঙ্ক

(খ) অপমানের কলঙ্ক

(গ) পোড়া দাগ

(ঘ) চাঁদের কলঙ্ক।

১.৯ ক্রন্দনরতা জননীর পাশেকবিতাটি কোন্ কাব্যগ্রন্থ থেকে গৃহীত?

(ক) আমপাতা জামপাতা

(খ) সর্ষে ক্ষেত

(গ) ধানক্ষেত থেকে

(ঘ) জলপাই কাঠের এসরাজ।

১.১০ “পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম।”- উক্তিটি করেছেন –

(ক) অমর

(খ) বৌদি

(গ) শম্‌ভু

(ঘ) নাট্যকার।

অথবা, রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটার আসার আগে চাকরি করতেন—

(ক) পুলিশে

(খ) ডাক বিভাগে

(গ) জাহাজে

(ঘ) কলেজে।

১.১১ “নানা রঙের দিন নাটকটিতে চরিত্র আছে –

(ক) একটি

(খ) দুটি

(গ) তিনটি

(ঘ) পাঁচটি।

অথবা, “বহুরূপী তখন লাটে উঠবে‘—”বহুরূপী একটি –

(ক) বিদ্যালয়

(খ) পাঠশালা

(গ) নাট্যগোষ্ঠী

(ঘ) গ্রাম।

১.১২ “যাও যাও—এই কি রবীন্দ্রনাথের গান হচ্ছে নাকি?” গানটি হল –

(ক) ভালোবেসে সখী নিভৃত যতনে

(খ) “আলো আমার আলো

(গ) ঐ মহামানব আসে’

(ঘ) মালতীলতা দোলে

অথবা, “যারা বলে নাট্যভিনয় একটি পবিত্র শিল্প‘—তারা সব”–

(ক) ভেড়া

(খ) গাধা

(গ) বোকা

(ঘ) চালাক।

১.১৩ “সাত বছরের যুদ্ধ জিতেছিল”–

(ক) দ্বিতীয় ফ্রেডারিক

(খ) আলেকজাণ্ডার।

(গ) সিজার

(ঘ) ফিলিপ

অথবা, বলী কান্ধারী ছিলেন একজন –

(ক) ধনী ব্যক্তি

(খ) দরবেশ

(গ) গৃহী ব্যক্তি

(ঘ) ভীরু ব্যক্তি

১.১৪ “বলো বলো বলো সবে — গানটির লিখেছেন –

(ক) কাজী নজরুল ইসলাম

(খ) রজনীকান্ত সেন

(গ) দ্বিজেন্দ্রলাল রায়

(ঘ) অতুলপ্রসাদ সেন।

১.১৫ মেঘে ঢাকা তারাছায়াছবিটি তৈরী করেছেন –

(ক) সত্যজিৎ রায়

(খ) মৃণাল সেন

(গ) উত্তমকুমার

(ঘ) ঋত্বিক ঘটক

১.১৬ অভিধানে পটশব্দটির অর্থ –

(ক) পতাকা

(খ) পুস্তক

(গ) চিত্র

(ঘ) সংগীত।

১.১৭ রূপমূল হল –

(ক) ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক

(খ) পদের গঠনবৈচিত্র্য

(গ) শব্দার্থের উপাদান

(ঘ) ভাষার ক্ষুদ্রতম উচ্চারণগত একক।

১.১৮ উষ্মধ্বনিটি হল –

(ক) ত

(খ) শ

(গ) ম

(ঘ) ল

২। অনধিক ২০ টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও: (১×১২=১২)

২.১ যুক্তধ্বনি বলতে কী বোঝ?

Ans: দুই বা তার বেশি ব্যঞ্জনধ্বনির সমাবেশে যখন দল সীমা থাকে না এবং শব্দের আদিতে ব্যবহৃত হতে পারে, তখন তাকে যুক্তধ্বনি বলা হয়। যেমন- প্র (=প্+র্)।

২.২ বিরাট আর্মাডা যখন ডুবল‘-‘আর্মাডাকী?

Ans: আর্মাডা হলো স্পেনের রাজা ফিলিপের রণতরীর বহর।

অথবা, কীভাবে ঝর্ণার জল বেরিয়ে এসেছিল?

Ans: গুরু নানকের কথামতো মর্দানা সামনের পাথরখানা তুলতেই ঝর্ণার জল বেরিয়ে এসেছড়া

২.৩ ওড়িয়া নাটকে দূত ঘোড়ার চড়ার অভিনয় কীভাবে করে?

Ans: ওড়িয়া নাটকে দূত দুই পায়ের ফাঁকে একটি লাঠি গলিয়ে ঘোড়ায় চড়ার অভিনয় করে।

অথবা, ‘আপনি বামুন-মানুষ, মিছে কথা বলব না।’- বক্তা কোন সত্যি কথাটি বলেছিল?

Ans: বক্তা অর্থাৎ কালীনাথ সেন বলেছিল যে, তার শোয়ার জায়গা নেই এবং সেই জন্য মালিকের অজান্তে সে গ্রিনরুমে ঘুমায়।

২.৪ ‘…গভীর, বিশাল শব্দ” কী গভীর এবং সেখানে কিসের শব্দ হয়?

Ans: ‘মহুয়ার দেশ’ কবিতায় গভীর কয়লাখনি থেকে কয়লা খননের শব্দ হয়।

২.৫ ‘কঠিনেরে ভালোবাসিলাম’- কবি কেন ‘কঠিন’-কে ভালোবাসলেন?

Ans: ‘রূপনারানের কূলে’ কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে, সত্য হল কঠিন এবং সে কখনও বঞ্চনা করেনা। সেইজন্য কবি কঠিনকে ভালোবাসলেন।

২.৬ নিখিলের সমপদস্থ মৃত্যুঞ্জয় নিখিলের তুলনায় কত টাকা মাইনে বেশি পায় এবং কেন?

Ans: নিখিল এবং মৃত্যুঞ্জয় সমপদস্থ হলেও একটি বাড়তি দায়িত্বের জন্যে মৃত্যুঞ্জয় ৫০ টাকা মাইনে বেশি পায়।

২.৭ দুটি পরাধীন রূপমূলের উদাহরণ দাও।

Ans: ‘পরাধীনতা’ শব্দে ‘পর’ (উপসর্গ) এবং ‘তা’ (প্রত্যয়) হল পরাধীন রূপমূল।

২.৮ বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়গুলি কি কি?  

Ans: বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়গুলি হল ধ্বনি, রূপ, বাক্য এবং শব্দার্থ।

২.৯ ‘খালি সে ধাক্কা দিয়ে বেড়ায়’—কে খালি ধাক্কা দিয়ে বেড়ায়?

Ans: শম্ভু মিত্রের ‘বিভাব’ নাটকে যে ‘লভসিন’ মঞ্চস্থ হয়েছিল তার নায়ক খালি ধাক্কা দিয়ে বেড়ায়।

অথবা, ‘নানা রঙের দিন’ নাটকের প্রারম্ভে যে মঞ্চসজ্জার বিবরণ আছে, তা নিজের ভাষায় লেখো

Ans: ‘নানা রঙের দিন’ নাটকের প্রারম্ভে যে মঞ্চসজ্জার বিবরণ আছে তা এইরকম- ফাঁকা মঞ্চটিতে গতরাতে অভিনীত নাটকের জিনিসপত্র ও যন্ত্রপাতি ছড়ানো ছিল এবং মঞ্চের মাঝখানে একটি টুল ওলটানো ছিল।

২. ১০ ‘আমি দেখি’- কবি কী দেখতে চান?

Ans: ‘আমি দেখি’ কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায় দু’চোখ ভরে সবুজ গাছ দেখতে চান।

২. ১১ ‘মোরগফুলের মতো লাল আগুন’- এখানে কোন আগুনের কথা বলা হয়েছে?

Ans: হিমের রাতে শরীর উম্ বা উষ্ণ রাখার জন্য দেশোয়ালিরা যে আগুন জ্বেলেছিল সেই আগুনের কথা বলা হয়েছে।

২. ১২ ঝিঙেশাল চাল এবং রামশাল চাল কী কী দিয়ে খায়?

Ans: বাসিনীর মনিববাড়িতে ঝিঙেশাল চালের ভাত নিরামিষ ডাল তরকারির সঙ্গে এবং রামশাল চালের ভাত মাছের সঙ্গে খাওয়া হত।

বিভাগ : ঘ

(পূর্ণমান: ৫০)

১। অনধিক ১৫০টি শব্দে যেকোনো ১টি প্রশ্নের উত্তর দাও: (×১=৫)

১.১ মৃত্যঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়। -মৃত্যুঞ্জয় কে? তার বাড়ির অবস্থা শোচনীয় কেন? ১+৪

১.২ ‘শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল’- কার কথা বলা হয়েছে ? সে ‘ক্রমশ আবছা হয়ে গেল’ কেন? ১+৪

২। অনধিক ১৫০ শব্দে যে-কোনো ১টি প্রশ্নের উত্তর দাও: (×১=৫)

২.১ ‘সে কখনও করে না বঞ্চনা’–কে, কখনও বঞ্চনা করে না? কবি কীভাবে সেই ভাবনায় উপনীত হয়েছেন? ১+৪

২.২ ‘ঘুমহীন তাদের চোখে হানা দেয়/ কিসের ক্লান্ত দুঃস্বপ্ন।” – কাদের কথা বলা হয়েছে? তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন?

৩। অনধিক ১৫০ শব্দে যে-কোনো ১টি প্রশ্নের উত্তর দাও: (×১=৫)

৩.১ “আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত ‘অভাব নাটক’।”- অভাবের চিত্র “বিভাব’ নাটকে কীভাবে প্রকাশ পেয়েছে লেখো৷ ১+৪

৩.২ ‘নানা রঙের দিন’ নাটকটির নামকরণের তাৎপর্য আলোচনা করো৷ ১+৪

৪। অনধিক ১৫০ শব্দে যে-কোনো ১টি প্রশ্নের উত্তর দাও: (×১=৫)

৪.১ “…সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা ?”–রাজমিস্ত্রিরা কী নির্মাণ করেছিল? এই প্রশ্নের মাধ্যমে বক্তা কী বলতে চেয়েছেন? ১+৪

৪.২ “গল্পটা আমাদের স্কুলে শোনানো হল।”-গল্পটা কী? স্কুলে গল্পটা শুনে লেখকের কী প্রতিক্রিয়া হয়েছিল ? ১+৪

৫। অনধিক ১৫০ টি শব্দে যে-কোনো ১টি প্রশ্নের উত্তর দাও: (×১=৫)

৫.১ “..আর এক রকমের প্রথা আছে-নানকার প্রথা”- নানকার প্রজাদের অবস্থা কেমন ছিল ? পরে তাদের অবস্থার কী পরিবর্তন হয়েছিল ? ১+৪

৫.২ “গাঁয়ের লোকে ঠাট্টা করে বলে- চোটটা সাধুর ছেলে হবে নির্ঘাৎ বিশে ডাকাত”- সাধু কে? ‘মেঘের গায়ে জেলখানা’ রচনাংশে সাধুর যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। ১+৪

৬। অনধিক ১৫০ শব্দে যে-কোনো ১টি প্রশ্নের উত্তর দাও: (×১=৫)

৬.১ শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি উল্লেখ করে যে-কোনো দুটি ধারার উদাহরণ সহ পরিচয় দাও ৷ ১+২+২

৬.২ মুণ্ডমাল শব্দ কাকে বলে? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। ৫

৭। অনধিক ১৫০ শব্দে ষে-কোনো ২টি প্রশ্নের উত্তর দাও: (×১=৫)

৭.১ বাংলা গানের ধারায় দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করে৷ ৫

৭.২ বঙ্গদেশের চিত্রকলার ইতিহাসে ভাস্কর ও চিত্রকর রামকিঙ্কর বেইজের অবদান ও স্বকীয়তা বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো। ৫

৭.৩ বাংলা সিনেমায় সত্যজিৎ রায়ের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো৷ ৫

৭.৪ বাঙালির ক্রীড়া ঐতিহ্যে ফুটবলের সূত্রপাত কীভাবে হয়েছিল ? এই পর্বের ফুটবলের সঙ্গে কোন্ বিখ্যাত ব্যক্তিত্বের নাম জড়িয়ে আছে? বাংলার ফুটবলের কোন ঘটনা, কীভাবে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনকে উজ্জীবিত করেছিল ? ১+১+৩

৮। নীচের যেকোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো।  ১০ 

৮.১ মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা করো।

৮.২ প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকাস্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে, পরিণতিদানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধরচনা করো:

শক্তির সন্ধানে মানুষ

অঙ্গার সম্পদ কিংবা মাটির তেল চিরদিন থাকবে না। ভাণ্ডার যা খরচ হয়, তার প্রতিপূরণ হচ্ছে না। যে অবস্থায় এসব সম্পদ সঞ্চয় সম্ভব হয়েছিল, সময়ের সঙ্গে তারও হয়েছে আমূল পরিবর্তন। তাই আজকের সাবধানী মহলে। শোনা যায় সতর্কতার বাণী। আর কতকাল অঙ্গার বা তেল মনুষ্য সমাজের নিত্যবর্ধমান চাহিদা জোগাতে পারবে তারও হিসেবে হচ্ছে মাঝে মাঝে, আর মানুষ ছুটছে নতুন কয়লাখনির সন্ধানে, নতুন তেলের উৎস মাটির বাইরে আনতে।

৮.৩ প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করে স্বপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধরচনা করো:

বিতর্কের বিষয় : আধুনিক জীবনে বৃদ্ধাবাস অপরিহার্য

মতের পক্ষে : আধুনিক সভ্যতায় অধিকাংশ পরিবার ছোটো পরিবার। বেশিরভাগ পরিবারে সন্তানসংখ্যা একটি। আবার শিক্ষা ও জীবিকার তাগিদে তাদের অনেকেই পাড়ি দেয় বিদেশে। যাদের সন্তান দীর্ঘকাল বা আজীবন বিদেশে থাকতে বাধ্য হয় বা স্বেচ্ছায় বেছে নেয় প্রবাসী জীবন, তাদের পিতামাতার জীবনে নিত্যসঙ্গী একাকীত্ব। যা প্রবাসী সন্তানকেও চিন্তিত করে তোলে।   

বৃদ্ধবয়সে অবসর যাপনের জন্য প্রয়োজন সমবয়স্ক সঙ্গীর। বৃদ্ধাবাসে প্রায় কাছাকাছি বয়সের অনেক মানুষ একত্রে থাকে। পারস্পরিক সাহচর্য তাদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে সাহায্য করে। সুতরাং সন্তানের সান্নিধ্য থেকে বঞ্চিত হয়ে একাকিত্বের যন্ত্রনা ভোগ না করে বয়স্ক মানুষের বৃদ্ধাশ্রমবাসের সিদ্ধান্তই শ্রেয়।

৮.৪ প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে ১টি প্রবন্ধ রচনা করো:

বেগম রোকেয়া

জন্ম: ৯ ডিসেম্বর, ১৮৮০, বর্তমান বাংলাদেশের রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে।

পিতা: জহীরুদ্দিন আবু আলী হায়দার সাবের।

মাতা: রাহাতুন্নেসা চৌধুরী।

সমসাময়িক সমাজ: পর্দাপ্রথা প্রচলিত। খানদানি ফারসি বা উর্দু ভাষা শেখা যাবে। বাংলা বা ইংরেজি নয়।

পারিবারিক বৃত্ত ও শিক্ষালাভ: রক্ষণশীল পরিবার। দিদি করিমুন্নেসা এবং দাদা ইব্রাহিম সাবেরের প্রেরণা ও সহযোগিতায় বাংলা ও ইংরাজি শিক্ষা।

বিবাহ : ১৬ বছর বয়সে, পাত্র সৈয়দ সাখাওয়াত হোসেন। ওড়িশা কণিকা স্টেটের ম্যানেজার।

বিবাহিত জীবন: স্বামীর কাছে ইংরেজি শিক্ষা। লিখলেন ‘Sultana’s Dream’, লেখিকা হিসেবে আত্মপ্রকাশ। দুই কন্যা। ১৯০৯ খ্রিস্টাব্দে সাখাওয়াতের মৃত্যু।

সাহিত্য রচনার উদ্দেশ্য: দেশহিত ও মানুষের মঙ্গলসাধন।

সাহিত্যকৃতি: পিপাসা, মতিচুর, পদ্মরাগ, অবরােধবাসিনী।

উল্লেখযোগ্য কীর্তি: সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল (১৯১১), ‘নিখিলবঙ্গ মুসলিম মহিলা সমিতি বা ‘আমন-ই-খাওয়াতীনে ইসলাম (১৯১৬)।

মৃত্যু: ১৯৩২ খ্রিস্টাব্দে ৯ ডিসেম্বর।

HS 2015 Bengali Question Paper with Answer | HS Bengali Question Paper 2015 | HS 2024 Bengali Question Paper | HS 2015 Bengali Solved Question Paper | HS Bengali Question Paper 2015 PDF Download | Class 12 Bengali Question Paper 2015 | উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্নপত্র ২০১৫ | উচ্চমাধ্যমিক ২০১৫ বাংলা প্রশ্নপত্র এবং উত্তর | উচ্চমাধ্যমিক ২০১৫ বাংলা প্রশ্নপত্র Download করুন উত্তর সহ (PDF)

HS Bengali Previous Years Question Paper:

উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্নপত্র 2024 Click Here
উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্নপত্র 2023 Click Here
উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্নপত্র 2022 Click Here
উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্নপত্র 2020 Click Here
উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্নপত্র 2019 Click Here
উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্নপত্র 2018 Click Here
উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্নপত্র 2017 Click Here
উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্নপত্র 2016 Click Here
উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্নপত্র 2015 Click Here