একাদশ শ্রেণির অঙ্ক সিলেবাস এবং নম্বর বিভাজন|WBCHSE Class 11 Mathematics Syllabus and Number Pattern 2023 and Exam Date

WBCHSE Class 11 Mathematics Syllabus 2023 | একাদশ শ্রেণির অঙ্ক  সিলেবাস এবং নম্বর বিভাজন | একাদশ শ্রেণি অঙ্ক  সিলেবাস  | Class 11 Mathematics Syllabus PDF  | 11 WBCHSE Mathmatics Syllabus in Bengali | WBCHSE Class 11  Math Question Pattern

ইতিমধ্যে আমরা আলোচনা করেছি WBCHSE Board Higher Secondary Board এর Chemistry, Physics, Life Science Subjects এর Syllabus ও Number Pattern এর সম্বন্ধে বিস্তারিত। আজকের আর্টিকেল এর মাধ্যমে আমরা আলোচনা করতে চলেছি WBCHSE Class 11 Mathematics Subjects এর Syllabus ও Number Pattern এর সম্বন্ধে।

বিগত দুই বছর ধরে আমরা করোনার মতো মহামারীর কবলে পড়ায়  এতদিন আমরা একটা ভয়াবহ আতঙ্ককের মধ্যে থেকে নিজের জীবনের সঙ্গে লড়াই করে বেঁচে থাকার চেষ্টা করেছি |করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার কারণে 2022 সালের Class 11পরীক্ষাও 2021 সালের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী হবে বলে বিজ্ঞপ্তি জানিয়েছিল বোর্ড ।

কিন্তু এবার WBCHSE Class 11 2023 এর প্রশ্ন বিন্যাস ও নম্বর বিভাজন 2019 সালের সিলেবাস অনুযায়ী হবে। একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে আমরা 2023 সালের Mathematics এর নতুন Syllabus  এবং Number Pattern এর সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করা হলো |

WBCHSE Class 11 Mathematics Syllabus 2023:-

SL No. Topic
1. সেট ও অপেক্ষক
A) সেট ও তত্ব
B) সেট ও অপেক্ষক
2.ত্রিকোণমিতি
A) ত্রিকোণমিতি কোণ পরিমাপন
B) ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ ও আদর্শ কোণ সমূহ
C) সংযুক্ত কোণ সমূহর ত্রিকোণমিতি অপেক্ষক সমূহ
D) যৌগিক কোণ ত্রিকোণমিতি অপেক্ষক
E) ত্রিকোণমিতি অপেক্ষকের যোগফল ও গুনফলের রূপান্তর
F) গুনিতক কোণ এর ত্রিকোণমিতি অপেক্ষক
G)অংশ কোণ এর ত্রিকোণমিতি অপেক্ষক সমূহ
H) ত্রিকোণমিতি অপেক্ষকের সমীকরণ সমুহের সাধারণ সমাধান
I) ত্রিভুজের ধর্মাবলি
3.বীজগণিত
A)সাককের নিয়মাবলী
B) লগারিদম
C) গাণিতিক আরোহ তত্ব
D)জটিল সংখ্যা
E) দ্বিঘাত সমীকরণ
F)রৈখিক অসমীকরণ
G) বিন্যাস ও সমবায়
H) দ্বিপদ ও উপপাদ্য
I)অনুক্রম ও শ্রেণী
4.স্থানঙ্ক জ্যামিতি
A)দ্বিমাতৃক  স্থানঙ্ক জ্যামিতি পূর্বপাঠের পুনালোচনা
B) সরলরেখা
C)  বৃত্ত
D) অধিবৃত্ত
E) অধিবৃত্ত
F) অধিবৃত্ত
G)ত্রিমাত্রিক স্থানঙ্ক জ্যামিতি
5কলনবিদ্যা
A) বাস্তব সংখ্যা
B) সীমা
C) অন্তরকলন ও অবকলন
D) অন্তরকলজের তাৎপর্য
6. গাণিতিক যুক্তি
7. পরিসংখ্যান বিদ্যা ও সম্ভাবনা
A) চিত্রের মাধ্যমে রশি তথ্যের উপস্থাপন
B) কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ
C) বৃস্তিতির পরিমাপ
D) সম্ভাবনা তত্ব

WBCHSE Class 11 Mathematics Number Pattern:-

TopicMCQSAQ(2)    SAQ(4)    Descriptive Type Total
সেট ও অপেক্ষক(1×1) =1(2×1) =2(4×1) =4(5×1)=512
ত্রিকোণমিতি(1×1) =1(2×1) =2(4×1) =47
বীজগণিত(1×2) =2(2×2) =4(4×2) =8(5×2)=1024
স্থানঙ্ক জ্যামিতি(1×2) =2(2×1) =2(4×2) =8(5×1)=517
কলনবিদ্যা(1×2) =2(2×1) =2(4×1) =48
গাণিতিক যুক্তি(4×1) =44
পরিসংখ্যান বিদ্যা ও সম্ভাবনা(1×2) =2(2×1) =2(4×1) =48
Total 1014362080

FAQ:-

1. কবে হতে চলেছে আগামী বছরের Class 11 Mathmetics Exam?
ANS:- 20/03/2023 (সোমবার)