উচ্চ মাধ্যমিক ইতিহাস সিলেবাস এবং নম্বর বিভাজন | WBCHSE Higher Secondary History Syllabus and Number Pattern 2023

WBCHSE Bengali Syllabus and Number Pattern 2023  |  উচ্চ মাধ্যমিক ইতিহাস সিলেবাস এবং নম্বর বিভাজন  |  West Bengal Board of Higher Secondary Education Class 12 History Syllabus and Number Pattern

পশ্চিমবঙ্গ উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council of Higher Secondary Education) উচ্চ-মাধ্যমিক পরীক্ষা, 2021 এর বিষয়ভিত্তিক প্রশ্ন বিন্যাস ও নম্বর বিভাজন প্রকাশ করেছিল। এটি শুধুমাত্র উচ্চ-মাধ্যমিক পরীক্ষা 2021 সালের জন্য প্রযোজ্য ছিল ।  গত দুবছরে স্কুলের সাথে সরাসরি যোগাযোগ ছিল না পড়ুয়াদের।

আগামী বছরের উচ্চ-মাধ্যমিক কতখানি পাঠ্যক্রমের ভিত্তিতে হবে, তা নিয়ে আলাপ-আলোচনা শুরু করেছে পর্ষদ। তবে এবারের উচ্চ-মাধ্যমিক যে পুরো পাঠ্যক্রমে নেওয়া সম্ভব নয়, তা কার্যত স্বীকার করে নিচ্ছেন নিবেদিতা ভবনের আধিকারিকরা। সে কথা মাথায় রেখেই পাঠ্যক্রম নিয়ে চলছে আলোচনা।

করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার কারণে 2022 সালের উচ্চ-মাধ্যমিক পরীক্ষাও 2021 সালের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী হবে বলে বিজ্ঞপ্তি জানিয়েছে। তাই উচ্চ-মাধ্যমিক 2022 এর প্রশ্ন বিন্যাস ও নম্বর বিভাজন 2021 সালের মতোই হবে। বিশেষ দ্রষ্টব্য এখনো পর্যন্ত আগামী বছর অর্থাৎ 2023 History Higher Secondary Syllabus এখনো অফিশিয়ালি জানানো হয়নি।

WBCHSE Higher Secondary History Syllabus 2023:-

পর্ষদ সূত্রে খবর, প্রথমে ঠিক হয়েছে , এ বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা 70 শতাংশ পাঠ্যক্রমের উপর নেওয়া হবে। করোনা পরিস্থিতিতে টানা 11 মাস ক্লাস না-হওয়ায় পাঠ্যক্রম কমাতে বাধ্য হয় পর্ষদ। করোনার কারণে শেষ পর্যন্ত ইতিহাস বিষয়ে যে সব অধ্যায় গুলি কমানো হয়েছে সে সব অধ্যায় গুলি বাদ দিয়েছি বাকি অধ্যায় সম্পর্কে নিন্মে আলোচনা করা হলো |

Sl No.Chapter Name
প্রথম অধ্যায়                        অতীত স্মরণে
  
তৃতীয় অধ্যায়                    ঔপনিবেশিক আধিপত্যর প্রকৃতি : নিয়মিত ও অনিয়মি  সাম্রাজ্য
চতুর্থ অধ্যায়                    সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া
পঞ্চম অধ্যায়                   ঔপনিবেশিক  ভারত শাসন
ষষ্ট অধ্যায়                       দ্বিতীয়  বিশ্বযুদ্ধ ও উপনিবেশ সমূহ

WBCHSE Higher Secondary History Number Pattern 2023:-

TopicsMCQSAQDescriptive TypeTotal
অতীত স্মরণ                         (1×4)=4 Group-I (4 টি প্রশ্ন 3 টি Chapter থেকে) 
ঔপনিবেশিক আধিপত্যর প্রকৃতি : নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য      (1×3)=3(1×7)=7  
সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া(1×7)=7(1×6)=6  
ঔপনিবেশিক  ভারত শাসন (1×5)=5(1×6)=6Group- I I (4 টি প্রশ্ন 3 টি Chapter থেকে) 
দ্বিতীয়  বিশ্বযুদ্ধ ও উপনিবেশ সমূহ(1×5)=5(1×5)=5  
Total24 এর মধ্যে 20 টি24 এর মধ্যে 16 টি40 (প্রতিটি Group থেকে কমপক্ষে দুটি প্রশ্ন নিয়ে যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে)80