WBPSC Clerkship Practice Set | WBPSC Clerkship Math Practice Set 2 | WBPSC Clerkship Math Practice Set Pdf | PSC Clerkship Math Practice Set Pdf Download | Clerkship Exam 2023 Questions and Answers | পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট 2 | পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার অংক প্রশ্ন এবং উত্তর | পিএসসি ক্লার্কশিপ অংক প্র্যাকটিস সেট PDF সহ
নমস্কার বন্ধুগণ আপনাদের অনুরোধে আজ আমরা নিয়ে এসেছি WBPSC Clerkship Full Practice Set । অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা প্রস্তুত এই WBPSC Clerkship Math Practice Set গুলি আপনাদের সাহায্য করবে WBPSC Clerkship Exam এর সঠিক প্রস্তুতি ও মূল্যায়ন করতে। আশা করি আমাদের WBPSC Clerkship Math Practice Set 2 আপনার Preparation এর নির্ভর যোগ্য সঙ্গী হয়ে উঠবে।
WBPSC Clerkship Recruitment 2023 সমন্ধে বিস্তারিত জানতে নিম্নে থাকা লিঙ্কে ক্লিক করুন:
WBPSC Clerkship Math Practice Set 2
- A, B, C তিনজনে মোট 4700 টাকা নিয়ে একটি ব্যাবসা শুরু করে। A, B – এর থেকে 500 টাকা বেশি এবং B, C – এর থেকে 300 টাকা বেশি বিনিয়োগ করে। ব্যাবসাতে 1410 টাকা লাভ হলে, A কত টাকা পাবে?
(A) 520 টাকা
(B) 600 টাকা
(C) 640 টাকা
(D) 680 টাকা
- কোনো ব্যাবসাতে A, B, C – এর মূলধনের অনুপাত 2:3:5 এবং তাদের নিয়োজিত সময়ের অনুপাত 3:4:5 হলে, তাদের লভ্যাংশ কী অনুপাতে বণ্টিত 4:5 হবে?
(A) 3:4:5
(B) 5:8:9
(C) 8:9:11
(D) 6:12:25
- একটি সৈন্য শিবিরে 200 জন লোকের 150 দিনের খাবার মজুত ছিল । 20 দিন পর 70 জন সৈন্য মারা গেল। মজুত খাদ্যে বাকি সৈন্যদের কত দিন চলবে?
(A) 120
(B) 150
(C) 200
(D) 100
- 12 টি গরু একত্রে 7 দিনে 756 কেজি ঘাস খায়। 15 টি গরু 10 দিনে কত কেজি ঘাস খাবে?
(A) 1500
(B) 1200
(C) 1350
(D) 1400
- একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 1:7 এবং ক্ষেত্রফল 28 বর্গসেমি হলে, পরিসীমা কত হবে?
(A) 15 সেমি
(B) 24 সেমি
(C) 20 সেমি
(D) 32 সেমি
- একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 5:3 এবং পরিসীমা 48 মিটার হলে, ক্ষেত্রফল কত বর্গমিটার হবে?
(A) 120
(B) 116
(C) 115
(D) 135
- 22 জনের নম্বরের গড় 45 । তাদের মধ্যে প্রথম 10 জনের নম্বরের গড় 55 এবং শেষ 11 জনের নম্বরের গড় 40। 11তম ছাত্রের নম্বর কত?
(A) 45
(B) 0
(C) 50
(D) 47.5
- রাম পরীক্ষায় আটটি বিষয়ে গড়ে 71 নম্বর পেয়েছে। অঙ্কে আরও কত নম্বর বেশি পেলে গড় নম্বর 74 হত?
(A) 24
(B) 25
(C) 26
(D) 27
- একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 সেমি হলে, তার ক্ষেত্রফল কত বর্গসেমি?
(A) 50
(B) 51
(C) 60
(D) 65
- একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এবং ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে তার পরিসীমার সাংখ্যমান কত?
(A) 2√2
(B) 8√2
(C) 4√2
(D) √2
- একটি ভাগ অঙ্কে ভাগফল, ভাগশেষের 4 গুণ এবং ভাজক, ভাগশেষের 2 পূর্ণ 1/5 গুণ। ভাগফল 20 হলে, ভাজ্য কত?
(A) 210
(B) 215
(C) 220
(D) 225
- 231 থেকে কোন্ ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে, বিয়োগফল 15 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে?
(A) 6
(B) 4
(C) 3
(D) 2
- 3/5, 7/6, 3/2, 11/10 – ক্ষুদ্রতম রাশি কোন্টি?
(A) 6/7
(B) 3/5
(C) 3/2
(D) 11/10
- 2/3, 3/5, 8/15 – বড়ো থেকে ছোটো সাজাও।
(A) 2/3, 3/5, 8/15
(B) 2/3, 8/15, 3/5
(C) 8/15, 2/3, 3/5
(D) 8/15, 3/5, 2/3
- 6/7 – এর তিন দশমিক স্থান পর্যন্ত আসন্নমান কোন্টি?
(A) 0.827
(B) 0.857
(C) 0.867
(D) 0.858
- 2.13 × 10 – 3.213 × 100 + 2.1212 × 1000 = ?
(A) 182.12
(B) 18.212
(C) 1821.2
(D) 182.2
- 17. দুটি সংখ্যার গসাগু 3 এবং গুণফল 81 হলে, লসাগু কত?
(A) 81
(B) 27
(C) 9
(D) 3
- দুটি সংখ্যার লসাগু 2310 এবং গসাগু 30; একটি সংখ্যা 210 হলে, অপরটি কত?
(A) 16170
(B) 2100
(C) 1470
(D) 330
- দুটি সংখ্যার গসাগু 9 এবং সংখ্যা দুটির লসাগু 270। একটি সংখ্যা 54 হলে, অপরটি কত?
(A) 40
(B) 45
(C) 50
(D) 55
- দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের গসাগু 4 হলে, তাদের লসাগু কত?
(A) 12
(B) 16
(C) 24
(D) 48
- 270 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে 12.5% লাভ হলে দ্রব্যটির ক্রয়মূল্য কত টাকা ছিল?
(A) 240
(B) 220
(C) 210
(D) 250
- একটি সাইকেল 1400 টাকায় কিনে কত টাকায় বিক্রয় করলে 15% ক্ষতি হবে?
(A) 1202 টাকা
(B) 1190 টাকা
(C) 1160 টাকা
(D) 1000 টাকা
- একটি বইয়ের দাম 180 টাকা থেকে বেড়ে 216 টাকা হল। বইটির দামের বৃদ্ধির হার কত?
(A) 20%
(B) 15%
(C) 10%
(D) 20.5%
- দুটি সংখ্যা, তৃতীয় একটি সংখ্যার থেকে 20% ও 25% কম। প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম?
(A) 5%
(B) 10%
(C) 8 পূর্ণ 1/2 %
(D) 6 পূর্ণ 1/4 %
- এক ব্যক্তি 5 কিমি/ঘণ্টা বেগে হেঁটে 15 মিনিটে অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত মিটার?
(A) 600
(B) 750
(C) 1000
(D) 1250
- 100 মিটার দূরত্ব দৌড়োতে A – এর 27 সেকেন্ড এবং B – এর 30 সেকেন্ড সময় লাগে। A, B – কে কত মিটারে হারায়?
(A) 9
(B) 10
(C) 11 পূর্ণ 1/8
(D) 12
- বার্ষিক 5% হারে কত বছরে 1100 টাকার সবৃদ্ধিমূল 1320 টাকা হবে?
(A) 7
(B) 5
(C) 3
(D) 4
- বার্ষিক 10% হারে সরল সুদে কত টাকা 4 বছরে সুদে- আসলে 3080 টাকা হবে?
(A) 2700 টাকা
(B) 2100 টাকা
(C) 2200 টাকা
(D) 2250 টাকা
- (8 ÷ 88) × 8888088 = ?
(A) 808088
(B) 808008
(C) 808080
(D) 8008008
- 0.00001 ÷ 0.0001 ÷ 0.001 ÷ 0.01 = ?
(A) 100
(B) 1000
(C) 10000
(D) 10
WBPSC Clerkship Practice Set | WBPSC Clerkship Math Practice Set 2 | WBPSC Clerkship Math Practice Set Pdf | PSC Clerkship Math Practice Set Pdf Download | Clerkship Exam 2023 Questions and Answers | পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট 2 | পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার অংক প্রশ্ন এবং উত্তর | পিএসসি ক্লার্কশিপ অংক প্র্যাকটিস সেট PDF সহ
পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রকাশিত সমস্ত চাকরীর আপডেট পাওয়ায় জন্য নিম্নে দেওয়া লিঙ্কে ক্লিক করুন:
WBPSC Clerkship Practice Set Pdf Download Link:
WBPSC Clerkship Math Practice Set 2 Download Link | Click Here |
WBPSC Clerkship Full Practice Set | Click Here |
Learn more about WBPSC Clerkship Recruitment 2023 | Click Here |