WBPSC Clerkship Practice Set | WBPSC Clerkship Math Practice Set 5 | WBPSC Clerkship Math Practice Set Pdf | PSC Clerkship Math Practice Set Pdf Download | Clerkship Exam 2023 Questions and Answers | পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট 5 | পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার অংক প্রশ্ন এবং উত্তর | পিএসসি ক্লার্কশিপ অংক প্র্যাকটিস সেট PDF সহ
নমস্কার বন্ধুগণ আপনাদের অনুরোধে আজ আমরা নিয়ে এসেছি WBPSC Clerkship Full Practice Set । অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা প্রস্তুত এই WBPSC Clerkship Math Practice Set গুলি আপনাদের সাহায্য করবে WBPSC Clerkship Exam এর সঠিক প্রস্তুতি ও মূল্যায়ন করতে। আশা করি আমাদের WBPSC Clerkship Math Practice Set 5 আপনার Preparation এর নির্ভর যোগ্য সঙ্গী হয়ে উঠবে।
WBPSC Clerkship Recruitment 2023 সমন্ধে বিস্তারিত জানতে নিম্নে থাকা লিঙ্কে ক্লিক করুন:
WBPSC Clerkship Math Practice Set 5
- A, B, C তিন ব্যক্তি যথাক্রমে 1/2 : 1/3 : 1/4 অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটি ব্যাবসা শুরু করে। 2 মাস পর A তার অর্ধেক মূলধন তুলে নেয়। 12 মাস পর 378 টাকা লাভ হলে, B কত টাকা পাবে?
(A) 156 টাকা
(B) 168 টাকা
(C) 129 টাকা
(D) 144 টাকা
- A, B, C তিন ব্যক্তি যথাক্রমে 1/6 : 1/4 : 1/3 অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটি ব্যাবসা শুরু করে। 4 মাস পর B তার মূলধন দ্বিগুণ করে এবং এর এক মাস পর C তার মূলধন অর্ধেক করে। বছরের শেষে 11800 টাকা লাভ হলে, A কত টাকা পাবে?
(A) 2000 টাকা
(B) 2600 টাকা
(C) 2400 টাকা
(D) 2800 টাকা
- 20 জন লোক দৈনিক 6 ঘণ্টা কাজ করে একটি কাজ 18 দিনে সম্পন্ন করে। 15 জন লোক দৈনিক কত ঘণ্টা কাজ করে 12 দিনে কাজটি শেষ করতে পারবে?
(A) 10
(B) 12
(C) 6
(D) 15
- 26 জন লোক একটি কাজ 17 দিনে করতে পারে। কাজটি 13 দিনে শেষ করতে হলে অতিরিক্ত কত জন নিয়োগ করতে হবে?
(A) 7 জন
(B) 8 জন
(B) 9 জন
(D) 18 জন
- একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 1/3 অংশ। এর ক্ষেত্রফল 27 বর্গসেমি হলে, পরিসীমা কত হবে?
(A) 6 সেমি
(B) 12 সেমি
(C) 24 সেমি
(D) 48 সেমি
- একটি আয়তক্ষেত্রের প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত 2:5 এবং ক্ষেত্রফল 40 বর্গমিটার হলে, প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত মিটার হবে?
(A) √28
(B) 2√28
(C) 2√29
(D) √14
- 7. প্রথম 9 টি মৌলিক সংখ্যার গড় কত?
(A) 9
(B) 10
(C) 11
(D) 11 পূর্ণ 1/9
- পরপর 5 টি জোড় সংখ্যার গড় 10 হলে, মাঝের সংখ্যাটি কত?
(A) 10
(B) 12
(C) 14
(D) 16
- একটি বর্গক্ষেত্রের কর্ণ 4√2 সেমি। এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ ক্ষেত্রফলবিশিষ্ট বর্গক্ষেত্রের কর্ণ কত সেমি?
(A) 8
(B) 8√2
(C) 16
(D) √32
- একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 মিটার। তার বাইরের চারদিকে পরিসীমা বরাবর 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিটার?
(A) 44
(B) 45
(C) 46
(D) 47
- 279 দ্বারা বিভাজ্য 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত?
(A) 99603
(B) 99882
(C) 99550
(D) কোনোটিই নয়
- 476 দ্বারা বিভাজ্য 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত?
(A) 10000
(B) 10472
(C) 10476
(D) 47600
- 259.84 ÷ 11.2 = 23.2 হলে, 25.984 ÷ 2.32 = ?
(A) 112
(B) 11.2
(C) 1.12
(D) 0.712
- √1521 = 39 হলে, √15.21 + √0.1521 + √0.001521 = ?
(A) 0.4329
(B) 4.329
(C) 43.29
(D) 432.9
- √82.81 = 9.1 হলে, √0.8281 + √0.008281 + √0.00008281 = ?
(A) 1010.1
(B) 101.01
(C) 1.0101
(D) 10.101
- 6 পূর্ণ 1/4 × 0.25 + 0.75 – 0.3125 = ?
(A) 2
(B) 4.2968
(C) 2.1250
(D) 5.9375
- দুটি রাশির লসাগু তাদের গসাগুর 27 গুণ। গসাগু ও লসাগুর সমষ্টি 84। যদি একটি সংখ্যা 3 হয় তবে অপরটি কত?
(A) 9
(B) 27
(C) 81
(D) 243
- দুটি সংখ্যার লসাগু ও গসাগুর গুণফল 32। সংখ্যা দুটির অন্তর 14 হলে, বড়ো সংখ্যাটি কত?
(A) 2
(B) 4
(C) 16
(D) 18
- দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 12 ও 72। সংখ্যা দুটির সমষ্টি 60 হলে, তাদের মধ্যে একটি হবে –
(A) 12
(B) 60
(C) 24
(D) 72
- 21, 105, এবং x – এর গসাগু ও লসাগু যথাক্রমে 7 এবং 210 : x – এর ক্ষুদ্রতম মান কত?
(A) 42
(B) 21
(C) 14
(D) 7
- বিক্রয়মূল্যের ওপর 20% ক্ষতি হলে, ক্রয়মূল্যের ওপর ক্ষতির হার কত?
(A) 16%
(B) 25%
(C) 15%
(D) 16 পূর্ণ 2/3%
- ক্রয়মূল্যের ওপর 20% লাভ হলে, বিক্রয়মূল্যের ওপর লাভের হার কত?
(A) 16%
(B) 16 পূর্ণ 1/2%
(C) 16 পূর্ণ 1/3%
(D) 16 পূর্ণ 2/3%
- একটি বস্তু 30 টাকায় বিক্রয় করলে 25% লাভ হয়। বস্তুটিকে 33.60 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
(A) 30%
(B) 35%
(C) 40%
(D) 50%
- একটি বই 680 টাকায় বিক্রয় করলে 15% ক্ষতি হয়। বইটি 880 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
(A) 14%
(B) 13%
(C) 12%
(D) 10%
- ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে 60% বেশি হলে, বাসভাড়া ট্রেন ভাড়ার থেকে শতকরা কত কম?
(A) 38
(B) 40
(C) সাড়ে 35
(D) সাড়ে 37
- অরুনের আয় বরুণের থেকে 30% বেশি হলে, বরুনের আয় অরুনের থেকে কত কম?
(A) 23.07%
(B) 26.12%
(C) 21.23%
(D) 27.03%
- দুই ব্যক্তি 18 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে একই সময়ে 2.5 কিমি/ঘণ্টা এবং 2 কিমি/ঘণ্টা গতিবেগে পরস্পরের দিকে যাত্রা শুরু করে। কত সময় পর তারা মিলিত হবে?
(A) 4 ঘণ্টা
(B) 4.8 ঘণ্টা
(C) 4.5 ঘণ্টা
(D) 5 ঘণ্টা
- A এবং B সাইকেলে চেপে যথাক্রমে 20 মিটার/সেকেন্ড এবং 15 মিটার/সেকেন্ড বেগে একই অভিমুখে গতিশীল। কোনো এক সময়ে B, A থেকে 200 মিটার এগিয়ে থাকলে, পরবর্তী 30 সেকেন্ড পর তাদের মধ্যে দূরত্ব কত মিটার হবে?
(A) 30
(B) 40
(C) 50
(D) 60
- বার্ষিক কত হার সুদে 2 বছরের আসল ও সুদের অনুপাত 25:4 হবে?
(A) 10%
(B) 5%
(C) 8%
(D) 3%
- আসল ও বার্ষিক সবৃদ্ধিমূলের অনুপাত 20:21 হলে, বার্ষিক সুদের হার কত?
(A) 1%
(B) 2%
(C) 3%
(D) 5%
WBPSC Clerkship Practice Set | WBPSC Clerkship Math Practice Set 5 | WBPSC Clerkship Math Practice Set Pdf | PSC Clerkship Math Practice Set Pdf Download | Clerkship Exam 2023 Questions and Answers | পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট 5 | পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার অংক প্রশ্ন এবং উত্তর | পিএসসি ক্লার্কশিপ অংক প্র্যাকটিস সেট PDF সহ
পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রকাশিত সমস্ত চাকরীর আপডেট পাওয়ায় জন্য নিম্নে দেওয়া লিঙ্কে ক্লিক করুন:
WBPSC Clerkship Practice Set Pdf Download Link:
WBPSC Clerkship Math Practice Set 5 Download Link | Click Here |
WBPSC Clerkship Full Practice Set PDF Download | Click Here |
Learn more about WBPSC Clerkship Recruitment 2023 | Click Here |