WBPSC Clerkship Practice Set | WBPSC Clerkship Math Practice Set 7 | WBPSC Clerkship Math Practice Set Pdf | PSC Clerkship Math Practice Set Pdf Download | Clerkship Exam 2023 Questions and Answers | পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট 7 | পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার অংক প্রশ্ন এবং উত্তর | পিএসসি ক্লার্কশিপ অংক প্র্যাকটিস সেট PDF সহ
নমস্কার বন্ধুগণ আপনাদের অনুরোধে আজ আমরা নিয়ে এসেছি WBPSC Clerkship Full Practice Set । অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা প্রস্তুত এই WBPSC Clerkship Math Practice Set গুলি আপনাদের সাহায্য করবে WBPSC Clerkship Exam এর সঠিক প্রস্তুতি ও মূল্যায়ন করতে। আশা করি আমাদের WBPSC Clerkship Math Practice Set 7 আপনার Preparation এর নির্ভর যোগ্য সঙ্গী হয়ে উঠবে।
WBPSC Clerkship Recruitment 2023 সমন্ধে বিস্তারিত জানতে নিম্নে থাকা লিঙ্কে ক্লিক করুন:
WBPSC Clerkship Math Practice Set 7
- A এবং B দুজন ব্যাবসায়ী 2:3 অনুপাতে ব্যাবসাতে মূলধন বিনিয়োগ করে। A, 8 মাস পর ব্যাবসা ছেড়ে দেয়। ব্যাবসাতে 4:3 অনুপাতে লভ্যাংশ বণ্টিত হলে B কত মাস ব্যাবসাতে যুক্ত ছিল?
(A) 4 মাস
(B) 5 মাস
(C) 6 মাস
(D) 7 মাস
- একটি ব্যাবসাতে A এবং B যথাক্রমে মোট মূলধনের 1/3 অংশ এবং 1/4 অংশ মোট সময়ের 1/4 অংশ এবং 1/3 অংশ সময়ের জন্য বিনিয়োগ করে। বাকি মূলধন C, 1/2 অংশ সময়ের জন্য বিনিয়োগ করে। ব্যাবসার শেষে 18000 টাকা লাভ হলে, A কত টাকা পাবে?
(A) 4000 টাকা
(B) 4100 টাকা
(C) 4200 টাকা
(D) 4300 টাকা
- 20 জন লোক প্রতিদিন ৪ ঘণ্টা করে কাজ করে 21 দিনে একটি কাজ করতে পারে। 48 জন লোক প্রতিদিন কত ঘণ্টা করে কাজ করলে 7 দিনে ওই কাজ করতে পারবে?
(A) 10
(B) 12
(C) 15
(D) 20
- একটি ঘড়িতে 3 টার সময় 3টি ঘণ্টা পড়তে 3 সেকেন্ড সময় লাগে। এটা সময়ে এটি ঘণ্টা পড়তে কত সেকেন্ড সময় লাগবে?
(A) 3
(B) 6
(C) 9
(D)12
- একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 240 বর্গসেমি এবং কর্ণ 26 সেমি হলে, পরিসীমা কত হবে?
(A) 60 সেমি
(B) 66 সেমি
(C) 67 সেমি
(D) 68 সেমি
- একটি আয়তাকার পার্কের পরিসীমা 42 মিটার ও ক্ষেত্রফল 108 বর্গমিটার হলে দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর কত মিটার হবে?
(A) 2
(B) 2.5
(C) 3
(D) 3.5
- 6 টি সংখ্যার মধ্যে প্রথম 5 টির গড় 36 এবং শেষ 5 টির গড় 33 হলে, প্রথম ও শেষ সংখ্যার অন্তর কত?
(A) 12
(B) 14
(C) 15
(D) 25
- প্রথম 51 টি স্বাভাবিক সংখ্যার গড় 26 হলে, প্রথম 50 টি স্বাভাবিক সংখ্যার গড় কত?
(A) 24
(B) 24.5
(C) 25
(D) 25.5
- একটি বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য 20 মিটার। তার ভেতরের চারপাশে 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিটার?
(A) 73
(B) 74
(C) 75
(D) 76
- একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল 400 বর্গমিটার। তার ভেতরের চারপাশে 2 মিটার চওড়া রাস্তা প্রতি বর্গমিটারে 100 টাকা হিসাবে বাঁধাতে কত টাকা খরচ হবে?
(A) 14000
(B) 14100
(C) 14200
(D) 14400
- 2135 এর নিকটবর্তী কোন্ সংখ্যা 11 দ্বারা বিভাজ্য?
(A) 2134
(B) 2136
(C) 2143
(D) 2145
- একটি সংখ্যাকে 136 দ্বারা ভাগ করলে 36 ভাগশেষ থাকে। সংখ্যাটিকে 17 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে?
(A) 1
(B) 2
(C) 7
(D) 15
- কোন্ সংখ্যার 2/3 অংশের 1/2 অংশ 8 হবে?
(A) 24
(B) 26
(C) 30
(D) 40
- কোনো অর্থের 2/7 অংশ খরচের পর হাতে 500 টাকা থাকলে মূল অর্থ কত টাকা?
(A) 700
(B) 800
(C) 1100
(D) 1200
- এক ব্যক্তি তার আয়ের 2/5 অংশ স্ত্রীকে ও 1/5 অংশ পুত্রকে দেন। এরপর হাতে 4000 টাকা থাকলে তার আয় কত?
(A) 7000
(B) 10000
(C) 10500
(D) 15000
- এক যুদ্ধে সেনাদলের 3/5 অংশ মারা গেল, 7/27 অংশ বন্দি হল। অবশিষ্ট 1900 জন পালিয়ে গেলে, মোট সেনার সংখ্যা কত?
(A) 12200
(B) 12500
(C) 13200
(D) 13500
- দুটি সংখ্যার গুণফল 432 এবং সংখ্যা দুটির গসাগু 6 হলে, কতগুলি সংখ্যা জোড় পাওয়া যাবে?
(A) 1
(B) 2
(C) 3
(D) 4
- দুটি সংখ্যার গসাগু 13 এবং লসাগু 286; সংখ্যা দুটির প্রতিটি 13 এর বড়ো হলে, বড়ো সংখ্যা কোন্টি?
(A) 104
(B) 117
(C) 130
(D) 143
- দুটি সংখ্যার গসাগু 11 এবং লসাগু 1716; সংখ্যা দুটি তিন অঙ্কের হলে, তাদের সমষ্টি কত?
(A) 275
(B) 276
(C) 375
(D) 376
- ছটি ঘণ্টা এক সঙ্গে বাজার পর যথাক্রমে 2, 4, 7, 8, 10 এবং 12 সেকেন্ড পর বাজতে লাগল । 30 মিনিটে কতবার তারা একত্রে বাজবে?
(A) 12
(B) 20
(C) 24
(D) কোনোটিই নয়
- এক দোকানদার কিছু দ্রব্যের প্রতিটি 35 টাকায় বিক্রয় করে 40% লাভ করে। সে 60% লাভ পেতে চাইলে প্রতি দ্রব্যের বিক্রয়মূল্য কত হতে হবে?
(A) 39 টাকা
(B) 40 টাকা
(C) 42 টাকা
(D) 45 টাকা
- X, 15000 টাকা দামের একটি দ্রব্য Y কে 5% লাভে বিক্রয় করল। Y আবার 2% ক্ষতিতে X কে দ্রব্যটি ফিরিয়ে দিল। এর ফলে যা হল –
(A) X এর লাভ 4350 টাকা
(B) X এর ক্ষতি 4350 টাকা
(C) X এর লাভ 3150 টাকা
(D) X এর ক্ষতি 3150 টাকা
- A একটি দ্রব্য B কে 20% লাভে এবং B এই দ্রব্য C কে 10% ক্ষতিতে, 216 টাকায় বিক্রয় করে। A এর ক্রয়মূল্য কত টাকা?
(A) 176
(B) 200
(C) 216
(D) 250
- A একটি পেন B কে 15% ক্ষতিতে এবং B ওই পেনটি C কে 20% লাভে, 204 টাকায় বিক্রয় করে। A এর ক্রয়মূল্য কত?
(A) 190 টাকা
(B) 200 টাকা
(C) 220 টাকা
(D) 210 টাকা
- কোনো ব্যক্তির বেতন 20% বৃদ্ধি পেল। ওই ব্যক্তিকে পূর্বের বেতন দিতে হলে, বর্তমান বৃদ্ধিপ্রাপ্ত বেতনের শতকরা কত হ্রাস করতে হবে?
(A) 16 পূর্ণ 2/3
(B) 18
(C) 20
(D) 33
- এক ব্যক্তির বেতন প্রথমে 20% বেড়ে পরে 20% কমে গেল। মোটের ওপর তার বেতন কত পরিবর্তন হল?
(A) 4% হ্রাস
(B) 4% বৃদ্ধি
(C) 8% হ্ৰাস
(D) 8% বৃদ্ধি
- দুই বন্ধু সাইকেলে চেপে একই স্থান থেকে একই সময়ে একই অভিমুখে যাত্রা শুরু করে। তাদের গতিবেগ যথাক্রমে 25 কিমি/ঘণ্টা এবং 22 কিমি/ঘণ্টা হলে, 5 ঘণ্টা পর তাদের মধ্যে দূরত্ব কত হবে?
(A) 15 কিমি
(B) 16 কিমি
(C) 17 কিমি
(D) 18 কিমি
- দুই বন্ধু সাইকেলে চেপে একই সময়ে 72 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। তাদের গতিবেগ 5 কিমি/ঘণ্টা এবং 7 কিমি/ঘণ্টা হলে, ৪ ঘণ্টা পর তাদের মধ্যে দূরত্ব কত হবে?
(A) 24 কিমি
(B) 26 কিমি
(C) 28 কিমি
(D) 30 কিমি
- বাবু বার্ষিক 9% হারে 3 বছরের জন্য কিছু টাকা বিনিয়োগ করে সুদে-আসলে 19050 টাকা পেল। সে কত টাকা বিনিয়োগ করেছিল?
(A) 10000
(B) 11050
(C) 14500
(D) 15000
- কত বছরে 10% হার সুদে আসল ও সুদের অনুপাত 10:3 হবে?
(A) 3 বছর
(B) 4 বছর
(C) 5 বছর
(D) 6 বছর
WBPSC Clerkship Practice Set | WBPSC Clerkship Math Practice Set 7 | WBPSC Clerkship Math Practice Set Pdf | PSC Clerkship Math Practice Set Pdf Download | Clerkship Exam 2023 Questions and Answers | পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট 7 | পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার অংক প্রশ্ন এবং উত্তর | পিএসসি ক্লার্কশিপ অংক প্র্যাকটিস সেট PDF সহ
পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রকাশিত সমস্ত চাকরীর আপডেট পাওয়ায় জন্য নিম্নে দেওয়া লিঙ্কে ক্লিক করুন:
WBPSC Clerkship Practice Set Pdf Download Link:
WBPSC Clerkship Math Practice Set 7 Download Link | Click Here |
WBPSC Clerkship Full Practice Set PDF Download | Click Here |
Learn more about WBPSC Clerkship Recruitment 2023 | Click Here |