WBPSC Clerkship Practice Set | WBPSC Clerkship Math Practice Set 8 | WBPSC Clerkship Math Practice Set Pdf | PSC Clerkship Math Practice Set Pdf Download | Clerkship Exam 2023 Questions and Answers | পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট 8 | পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার অংক প্রশ্ন এবং উত্তর | পিএসসি ক্লার্কশিপ অংক প্র্যাকটিস সেট PDF সহ
নমস্কার বন্ধুগণ আপনাদের অনুরোধে আজ আমরা নিয়ে এসেছি WBPSC Clerkship Full Practice Set । অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা প্রস্তুত এই WBPSC Clerkship Math Practice Set গুলি আপনাদের সাহায্য করবে WBPSC Clerkship Exam এর সঠিক প্রস্তুতি ও মূল্যায়ন করতে। আশা করি আমাদের WBPSC Clerkship Math Practice Set 8 আপনার Preparation এর নির্ভর যোগ্য সঙ্গী হয়ে উঠবে।
WBPSC Clerkship Recruitment 2023 সমন্ধে বিস্তারিত জানতে নিম্নে থাকা লিঙ্কে ক্লিক করুন:
WBPSC Clerkship Math Practice Set 8
- বছরের শুরুতে A, 4500 টাকা নিয়ে ব্যাবসা শুরু করার কিছু মাস পর B, 5400 টাকা নিয়ে ব্যাবসাতে যোগ দেয়। বছরের শেষে উভয়ে 2:1 অনুপাতে লভ্যাংশ পেলে B কত মাস পরে ব্যাবসাতে যোগ দেয়?
(A) 4 মাস
(B) 5 মাস
(C) 6 মাস
(D) 7 মাস
- বছরের শুরুতে A ও B যথাক্রমে 5000 টাকা ও 8000 টাকা নিয়ে ব্যাবসা শুরু করার কিছু মাস পর A আরও 3000 টাকা যুক্ত করে। বছরের শেষে 5700 টাকা লাভ হলে A, 2500 টাকা পায়। A কখন 3000 টাকা যুক্ত করে?
(A) 5 মাস
(B) 6 মাস
(C) 7 মাস
(D) 8 মাস
- একটি ঘড়িতে 5টি ঘণ্টা পড়তে 3 সেকেন্ড সময় লাগে। ওই ঘড়িতে 6টি ঘণ্টা পড়তে কত সেকেন্ড সময় লাগবে?
(A) 3 পূর্ণ 1/2
(B) 3 পূর্ণ 3/4
(C) 4
(C) 5
- 40 জন লোক 8 দিনে 2000 টাকা উপার্জন করে। কত জন লোক 2 দিনে 200 টাকা উপার্জন করবে?
(A) 10
(B) 12
(C) 14
(D) 16
- একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 4 সেমি এবং ক্ষেত্রফল 192 বর্গসেমি হলে, পরিসীমা কত হবে?
(A) 50 সেমি
(B) 56 সেমি
(C) 60 সেমি
(D) 62 সেমি
- একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 23 মিটার ও পরিসীমা 206 মিটার হলে, ক্ষেত্রফল কত বর্গমিটার হবে?
(A) 2520
(B) 2420
(C) 1520
(D) 2480
- একটি ক্লাসের 24 জন ছাত্রের গড় বয়স 14.5 বছর। 13.5 বছর গড় যুক্ত আরও 6 জন ছাত্র ওই ক্লাসে ভর্তি হলে এখন সমস্ত ছাত্রদের গড় বয়স কত?
(A) 13.7 বছর
(B) 14.3 বছর
(C) 14.4 বছর
(D) 14.6 বছর
- A ও B-এর গড় আয় 3300 টাকা, B ও C-এর গড় আয় 3000 টাকা, A ও C-এর গড় আয় 2700 টাকা | তাদের গড় আয় কত?
(A) 3000 টাকা
(B) 3100 টাকা
(C) 3200 টাকা
(D) 3400 টাকা
- একটি বর্গাকার পার্কের পরিসীমা 100 মিটার। তার ভেতরের চারপাশে 1 মিটার চওড়া পথ আছে। পথটিকে বাঁধাতে (৪ সেমি × 4 সেমি) মাপের কতগুলি ইঁট লাগবে?
(A) 30300টি
(B) 30100টি
(C) 30200টি
(D) 30000টি
- একটি বর্গাকার পার্কের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 30 মিটার। তার মাঝখান দিয়ে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিটার?
(A) 49
(B) 59
(C) 69
(D) 79
- একটি সংখ্যাকে 119 দ্বারা ভাগ করলে 19 অবশিষ্ট থাকে। সংখ্যাটিকে 7 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে?
(A) 2
(B) 5
(C) 7
(D) 10
- 75 * 75 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হলে, * স্থানে কোন্ অঙ্ক বসবে?
(A) 4
(B) 7
(C) 8
(D) 9
- এক ব্যক্তি তার ভ্রমণ পথের 4/7 অংশ ট্রেনে, 2/5 অংশ বাসে এবং অবশিষ্ট 20 কিমি নৌকায় ভ্রমণ করলেন। তার মোট অতিক্রান্ত পথের দূরত্ব কত কিমি?
(A) 700
(B) 750
(C) 800
(D) 900
- একটি জলপূর্ণ বালতির ওজন 25 কেজি। 2/3 অংশ জলপূর্ণ অবস্থায় বালতিটির ওজন 20 কেজি। খালি বালতির ওজন কত কেজি?
(A) 8
(B) 10
(C) 11
(D) 12
- তিনটি পাত্রে যথাক্রমে 3/5 কেজি, 7/5 কেজি এবং 3/10 কেজি চিনি আছে। সর্বাধিক কত ওজনের একটি বাটখারা দিয়ে প্রত্যেক পাত্রের দ্রব্য পূর্ণসংখ্যকবার মাপা যাবে?
(A) 100 গ্রাম
(B) 120 গ্রাম
(C) 150 গ্রাম
(D) 200 গ্রাম
- 150 টাকা, 200 টাকা এবং 120 টাকা যথাক্রমে কয়েকজন পুরুষ, স্ত্রীলোক ও বালকের মধ্যে সমানভাগে ভাগ করে দেওয়া হল। যদি তাদের প্রত্যেকের প্রাপ্ত টাকা সমান হয়, তবে পুরুষ, স্ত্রী ও বালকের সমষ্টির সর্বনিম্ন সংখ্যাটি কত?
(A) 10
(B) 12
(C) 15
(D) 20
- দুটি সংখ্যার গসাগু 3 এবং লসাগু 243 হলে, সম্ভাব্য কতগুলি সংখ্যাজোড় পাওয়া যাবে?
(A) 1
(B) 2
(C) 3
(D) 4
- কোন্ বৃহত্তম সংখ্যা দ্বারা 187, 209 এবং 231 বিভাজ্য?
(A) 7
(B) 9
(C) 11
(D) 13
- এক ব্যবসায়ী ক্রয়মূল্যেই দ্রব্য বিক্রয় করার দাবি করে, কিন্তু 1 কেজির পরিবর্তে 800 গ্রামের বাটখারা ব্যবহার করে। তার লাভ বা ক্ষতির পরিমাণ কত?
(A) 20% লাভ
(B) 20% ক্ষতি
(C) 25% লাভ
(D) 25% ক্ষতি
- এক অসাধু কাপড় ব্যবসায়ী ক্রয়মূল্যেই দ্রব্য বিক্রয় করে, কিন্তু 1 মিটারের পরিবর্তে 96 সেমি-এর স্কেল ব্যবহার করে। তার লাভের হার কত?
(A) 4 পূর্ণ 1/6%
(B) 4%
(C) 5%
(D) 4%
- এক অসাধু ব্যবসায়ী 20% লাভে একটি দ্রব্য বিক্রয় করে কিন্তু দ্রব্যটি পরিমাণে 10% কম দেয়। ওই ব্যবসায়ীর মোট শতকরা লাভের হার কত?
(A) 32%
(B) 33 পূর্ণ 1/3%
(C) 33 পূর্ণ 2/3%
(D) 33%
- A একটি পেন B কে 20% ক্ষতিতে এবং B ওই পেনটি C কে 30% ক্ষতিতে, 168 টাকায় বিক্রয় করে। A এর ক্রয়মূল্য কত?
(A) 268 টাকা
(B) 300 টাকা
(C) 310 টাকা
(D) 400 টাকা
- এক ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করেন, তাঁর আয় 10% কমলেও যদি সঞ্চয়ের পরিমাণ একই থাকে তবে তার শতকরা খরচ কত কমবে?
(A) 11
(B) 11 পূর্ণ 1/9
(C) 11 পূর্ণ 2/3
(D) 12
- এক শহরের জনসংখ্যা 180000। প্রতি বছর জনসংখ্যা 10% হারে বৃদ্ধি পেলে 2 বছর পর জনসংখ্যা কত হবে?
(A) 207800
(B) 217800
(C) 227800
(D) 237800
- একটি শহরের বর্তমান জনসংখ্যা 7986। প্রতি বছর 10% হারে বৃদ্ধি পেলে, 3 বছর আগে জনসংখ্যা কত ছিল?
(A) 5000
(B) 5500
(C) 6000
(D) 6600
- একটি গ্রন্থাগারে বইয়ের 40% ইংরেজি, বাকি বইয়ের 40% হিন্দি এবং বাকি বই ওড়িয়া। যদি হিন্দি বইয়ের সংখ্যা 4800 হয় তবে মোট বইয়ের সংখ্যা কত?
(A) 12000
(B) 24000
(C) 28000
(D) 20000
- এক চোর 200 মিটার দূরে একজন পুলিশকে দেখে ছুটতে শুরু করে এবং পুলিশটিও তৎক্ষণাৎ চোরটিকে ধরার জন্য ছুটতে শুরু করে। চোর ও পুলিশের গতিবেগ যথাক্রমে 10 কিমি/ঘণ্টা এবং 11 কিমি/ঘণ্টা হলে, 6 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব কত মিটার হবে?
(A) 100
(B) 190
(C) 200
(D) 150
- A 10 মিটার/সেকেন্ড বেগে যাত্রা শুরু করে 800 মিটার এগিয়ে যাওয়ার পর B 15 মিটার/সেকেন্ড বেগে একই অভিমুখে যাত্রা শুরু করে। কত সময় পর B, A কে অতিক্রম করবে?
(A) 2 মিনিট
(B) 2 মিনিট 50 সেকেন্ড
(C) 2 মিনিট 30 সেকেন্ড
(D) 2 মিনিট 40 সেকেন্ড
- সময় ও বার্ষিক সুদের হার সমান হলে, বার্ষিক কর সুদের হারে আসলের অংশ সুদ হবে?
(A) 1/3%
(B) 3 পূর্ণ 1/3%
(C) 3%
(D) 1/10%
- বার্ষিক সুদের হার ও সময় সমান হলে, 2500 টাকার সরল সুদ যদি 400 টাকা হয় তবে সুদের হার কত?
(A) 3%
(B) 4%
(C) 5%
(D) 8%
WBPSC Clerkship Practice Set | WBPSC Clerkship Math Practice Set 8 | WBPSC Clerkship Math Practice Set Pdf | PSC Clerkship Math Practice Set Pdf Download | Clerkship Exam 2023 Questions and Answers | পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট 8 | পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার অংক প্রশ্ন এবং উত্তর | পিএসসি ক্লার্কশিপ অংক প্র্যাকটিস সেট PDF সহ
পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রকাশিত সমস্ত চাকরীর আপডেট পাওয়ায় জন্য নিম্নে দেওয়া লিঙ্কে ক্লিক করুন:
WBPSC Clerkship Practice Set Pdf Download Link:
WBPSC Clerkship Math Practice Set 8 Download Link | Click Here |
WBPSC Clerkship Full Practice Set PDF Download | Click Here |
Learn more about WBPSC Clerkship Recruitment 2023 | Click Here |