WBCHSE Higher Secondary Mathmetics Syllabus 2023 | দ্বাদশ শ্রেণির (উচ্চ মাধ্যামিক অঙ্ক সিলেবাস এবং নম্বর বিভাজন | দ্বাদশ শ্রেণি অঙ্ক সিলেবাস | Class 12 Mathmetics Syllabus PDF | 12 WBCHSE Mathmetics Syllabus in Bengali | WBCHSE Class 12 Math Question Pattern
ইতিমধ্যে আমরা আলোচনা করেছি WBCHSE Board Higher Secondary Board এর Chemistry, Physics, Life Science Subjects এর Syllabus ও Number Pattern এর সম্বন্ধে বিস্তারিত। আজকের আর্টিকেল এর মাধ্যমে আমরা আলোচনা করতে চলেছি Higher Secondary Mathmetics Subjects এর Syllabus ও Number Pattern এর সম্বন্ধে।
বিগত দুই বছর ধরে আমরা করোনার মতো মহামারীর কবলে পড়ায় এতদিন আমরা একটা ভয়াবহ আতঙ্ককের মধ্যে থেকে নিজের জীবনের সঙ্গে লড়াই করে বেঁচে থাকার চেষ্টা করেছি |করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার কারণে 2022 সালের Higher Secondary পরীক্ষাও 2021 সালের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী হবে বলে বিজ্ঞপ্তি জানিয়েছিল বোর্ড ।
কিন্তু এবার Higher Secondary 2023 এর প্রশ্ন বিন্যাস ও নম্বর বিভাজন 2019 সালের সিলেবাস অনুযায়ী হবে। একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে আমরা 2023 সালের Mathmetics এর নতুন Syllabus এবং Number Pattern এর সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করা হলো |
WBCHSE Higher Secondary Mathmetics Syllabus 2023:-
পরীক্ষা দিয়েছিলাম সেটি পুনরায় সংশোধন করে 2021 সালের সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী পরীক্ষা 2023 সালে নেওয়া হবে | একাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের সুবিধার্থে আমরা Mathmetics বিষয়ের সম্পূর্ণ সিলেবাসটি সম্পর্কে নিন্মে বিস্তারিত ভাবে আলোচনা করা হলো।
SL No. | Topic |
1 | সম্বন্ধ ও চিত্রন |
A) | সম্বন্ধ |
B) | চিত্রন ও অপেক্ষক |
C) | দ্বিপদ প্রক্রিয়া |
D) | ত্রিকোণমিতিক বিপরীত বৃত্তি ও অপেক্ষক |
2. | বীজগণিত |
A) | ম্যাট্রিক্সের প্রকারভেদ ও ম্যাট্রিক্সের প্রক্রিয়া সমূহ |
B) | নির্ণয়ক |
C) | একটি ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ও বিপরীত মেট্রিক্স এবং সরল সহ সমীকরণের সমাধান |
3. | কলনবিদ্যা |
A) | সীমা |
B) | অবিচ্ছনতা ও অন্তরকল্যাণ যোগ্যতা |
C) | অবকলন ও অন্তরকলন |
D) | দ্বিতীয় ক্রমের অন্তরকলজ |
E) | অনির্দিষ্ট সমাকল |
F) | পরিবর্তিত বা প্রতিস্থাপন পদ্ধতি |
G) | আংশিক সমাকলন |
H) | কয়েকটি বিশেষ আকারের অপেক্ষকের সমকল |
I) | নির্দিষ্ট সমাকল |
J) | অবকল সমীকরণ |
K) | প্রথম ক্রম ও প্রথম মাত্রার অবকল সমীকরণ |
L) | একমাত্রিক অবকল সমীকরণ |
M) | অন্তরকলজের ব্যাখ্যা |
N) | স্পর্শক ও অবিলম্ব |
O | বর্ধিষ্ণু ও ক্ষয়িষ্ণু অপেক্ষক |
P) | ক্ষেত্রফলরূপে নির্দিষ্ট সমাকল |
4. | ভেক্টর ও ত্রিমাত্রিক স্থাপক জ্যামিতি |
A) | ভেক্টর বীজগণিত |
B) | দুটি ভেক্টর এর গুন |
C) | দিক কোসাইন এবং দিক অনুপাত |
D) | ত্রিমাত্রিক দেশে সরল রেখা |
E) | সমতল |
5. | রৈখিক প্রোগ্রামবিধি |
6. | সম্ভাবনা |
A) | সম্ভাবনা |
B) | সম্ভাব্য চলক ও তার বিভাজন |
C) | দ্বিপদবিভাজন |
WBCHSE Higher Secondary Mathematics Number Pattern:-
Topic | MCQ | SAQ(2) | SAQ(4) | Descriptive Type | Total |
সম্বন্ধ ও চিত্রন | (1×2) =2 | (2×1) =2 | (4×1) =4 | 8 | |
বীজগণিত | (1×1) =1 | (2×1) =2 | (4×2) =8 | 11 | |
কলনবিদ্যা | (1×4)=4 | (2×3) =6 | (4×4) =16 | (5×2)=10 | 36 |
ভেক্টর ও ত্রিমাত্রিক স্থাপক জ্যামিতি | (1×2) =2 | (2×1) =2 | (4×1) =4 | (5×1)=5 | 13 |
রৈখিক প্রোগ্রামবিধি | (1×2) =2 | (5×1)=5 | 5 | ||
সম্ভাবনা | (1×1) =1 | (2×1) =2 | (4×1) =4 | 7 | |
Total | 10 | 14 | 36 | 20 | 80 |