উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সিলেবাস ও নম্বর বিভাজন ২০২৩ | WBCHSE Higher Secondary Political Science Syllabus, Number Pattern and Exam Date

WBCHSE Higher Secondary Pol Science Syllabus 2023 | রাষ্ট্রবিজ্ঞান সিলেবাস নম্বর বিভাজন | দ্বাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান সিলেবাস| WBCHSE Class 12 Political Science Exam Date | Political Science Updated Syllabus and Number Pattern 2023 | দ্বাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান সিলেবাস PDF

ইতিমধ্যে আমরা আলোচনা করেছি WBCHSE Board Higher Secondary Board এর Science ও বিভিন্ন Arts Steam এর Subjects এর Syllabus ও Number Pattern এর সম্বন্ধে বিস্তারিত। আজকের আর্টিকেল এর মাধ্যমে আমরা আলোচনা করতে চলেছি Higher Secondary Political Science Subjects এর Syllabus ও Number Pattern এর সম্বন্ধে।

বিগত দুই বছর ধরে আমরা করোনার মতো মহামারীর কবলে পড়ায়  এতদিন আমরা একটা ভয়াবহ আতঙ্ককের মধ্যে থেকে নিজের জীবনের সঙ্গে লড়াই করে বেঁচে থাকার চেষ্টা করেছি |করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার কারণে 2022 সালের দ্বাদশ শ্রেণীর পরীক্ষাও 2021 সালের সংক্ষিপ্ত Syllabus অনুযায়ী হবে বলে বিজ্ঞপ্তি জানিয়েছিল Board ।

কিন্তু এবার দ্বাদশ শ্রেণীর 2023 এর Question Pattern ও Number Pattern বিভাজন 2019 সালের সিলেবাস অনুযায়ী হবে। দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে আমরা 2023 সালের Political Science এর নতুন Syllabus এবং Number Pattern এর সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করা হলো |

Number Pattern এর সম্বন্ধে আপনাদের জানিয়ে রাখি এবার কোনরকম পরিবর্তন আনা হয়নি Number Pattern এর ক্ষেত্রে । Syllabus ও Number Pattern এর সম্বন্ধে উভয় নিম্নে আলোচনা করা হলো।

WBCHSE Higher Secondary Political Science Syllabus 2023:-

SL No.Topic
1আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন ও কয়েকটি মৌলিক ধারণা
2 দ্বিতীয় বিশ্বযুদ্ধত্তর  পর্বে  অন্তর্জাতিক সম্পর্ক
3পররাষ্ট্র নীতি
4সম্মিলিত জাতিসংঘ বা রাষ্ট্রসংঘ
5কয়েকটি প্রধান রাজনৈতিক মতবাদ
6সরকার বিভাগ সমূহ
7ভারতের শাসন বিভাগ
8ভারতের আইন বিভাগ
9ভারতের বিচার ব্যবস্থা
10স্থানীয়  স্বায়ত্তশাসন ব্যবস্থা

WBCHSE Higher Secondary Political Science Number Pattern:-

TopicMCQSAQDescriptive TypeTotal
আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন ও কয়েকটি মৌলিক ধারণা  (8×1)=88
দ্বিতীয় বিশ্বযুদ্ধত্তর  পর্বে  অন্তর্জাতিক সম্পর্ক(1×3)=3(1×3)=3 6
পররাষ্ট্র নীতি(1×3)=3(1×3)=3 6
সম্মিলিত জাতিসংঘ বা রাষ্ট্রসংঘ(1×4)=4(1×2)=2 6
কয়েকটি প্রধান রাজনৈতিক মতবাদ  (8×1)=88
সরকার বিভাগ সমূহ(1×4)=4(1×2)=2 6
ভারতের শাসন বিভাগ(1×2)=2(1×2)=2(8×1)=812
ভারতের আইন বিভাগ(1×2)=2 (8×1)=810
ভারতের বিচার ব্যবস্থা(1×4)=4(1×2)=2(8×1)=814
স্থানীয়  স্বায়ত্তশাসন ব্যবস্থা(1×2)=2(1×2)=2 4
Total24164080

FAQ:-

1. Higher Secondary Political Science Exam 2023 কবে অনুষ্ঠিত হতে চলেছে?
ANS:- 18/03/2023 (শনিবার)