মাধ্যমিক অঙ্ক সিলেবাস এবং নম্বর বিভাজন ২০২৩ | WBBSE Madhyamik Mathematics Syllabus 2023 | WBBSE Madhyamik Math Number Pattern 2023
আমরা ইতিমধ্যে আলোচনা করেছি আগামী বছর অর্থাৎ 2023 সালের Madhyamik Routine ও বেশ কয়েকটি Subjects এর Syllabus, Number Pattern এর সমন্ধে। আজ আমরা আলোচনা করতে চলেছি WBBSE Board এর Mathematics Syllabus ও Number Pattern এর সম্বন্ধে বিস্তারিত। করোনা ভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান অচল থাকার জন্য আগের বছরে Madhyamik Syllabus (30-35)% কমানো হয়েছিলো। কিন্তু এবার পরিস্থিতি স্বাভাবিক থাকার কারণে Board এর তরফ থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে এইবার পূর্ণ Syllabus এই নেওয়া হবে আগামী Madhyamik Mathematics Exam।
Number Pattern এর সম্বন্ধে আপনাদের জানিয়ে রাখি এবার কোনরকম পরিবর্তন আনা হয়নি Number Pattern এর ক্ষেত্রে । Syllabus ও Number Pattern এর সম্বন্ধে উভয় নিম্নে আলোচনা করা হলো।
WBBSE Madhyamik Mathematics Syllabus 2023:-
পাটিগণিত | |
1 | সরল সুদকষা |
2 | চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধিবা হ্রাস |
3 | অংশীদারী কারবার |
বীজগণিত | |
1 | একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ |
2 | অনুপাত ও সমানুপাত |
3 | ভেদ |
4 | দ্বিঘাত করণী |
জ্যামিতি | |
1 | বৃত্ত সম্পর্কিত উপপাদ্য |
2 | বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য |
3 | বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য |
4 | বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য |
5 | সাদৃশ্যতা সংক্রান্ত উপপাদ্য |
6 | পিথাগরাসের উপপাদ্য |
7 | ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তবৃত্ত অঙ্কন (সম্পাদ্য) |
8 | বৃত্তের স্পর্শক অঙ্কন (সম্পাদ্য) |
9 | মধ্যসমনুপাতি নির্ণয় (সম্পাদ্য) |
ত্রিকোণমিতি | |
1 | ত্রিকোণমিতি : কোণ পরিমাপের ধারণা |
2 | ত্রিকোণমিতি অনুপাত এবং ত্রিকোণমিতি অভ্যেদাবলী |
3 | পূরক কোণ এর ত্রিকোণমিতি অনুপাত |
4 | ত্রিকোণমিতি অনুপাতের প্রয়োগ :উচ্চতা ও দূরত্ব |
পরিমিতি | |
1 | আয়তঘন |
2 | লম্ব বৃত্তাকার চোঙ |
3 | গোলক |
4 | লম্ব বৃত্তাকার শঙ্কু |
5 | বিভিন্ন ঘনবস্তূ সংক্রান্ত বাস্তব সমস্যা |
রাশিবিজ্ঞান | |
1 | রাশিবিজ্ঞান : গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যা গুরুমান |