মাধ্যমিক জীবন বিজ্ঞান সিলেবাস এবং নম্বর বিভাজন ২০২৩ | WBBSE Madhyamik Life Science Syllabus and Number Pattern 2023!

মাধ্যমিক জীবন বিজ্ঞান সিলেবাস এবং নম্বর বিভাজন ২০২৩ | WBBSE Madhyamik Life Science Syllabus 2023 | WBBSE Madhyamik Life Science Number Pattern 2023

আমরা ইতিমধ্যে আলোচনা করেছি আগামী বছর অর্থাৎ 2023 সালের Madhyamik Routine ও বেশ কয়েকটি Subjects এর Syllabus, Number Pattern এর সমন্ধে। আজ আমরা আলোচনা করতে চলেছি WBBSE Board এর Life Science Syllabus ও Number Pattern এর সম্বন্ধে বিস্তারিত। করোনা ভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান অচল  থাকার জন্য আগের বছরে Madhyamik Syllabus (30-35)% কমানো হয়েছিলো। কিন্তু এবার পরিস্থিতি স্বাভাবিক থাকার কারণে Board এর তরফ থেকে এই সিদ্ধান্ত  গ্রহণ করা হয় যে এইবার পূর্ণ Syllabus এই নেওয়া হবে আগামী Madhyamik Life Science Exam।

Number Pattern এর সম্বন্ধে আপনাদের জানিয়ে রাখি এবার কোনরকম পরিবর্তন আনা হয়নি Number Pattern এর ক্ষেত্রে । Syllabus ও Number Pattern এর সম্বন্ধে উভয় নিম্নে আলোচনা করা হলো।

WBBSE Madhyamik Life Science Syllabus:-

SL NoTopic
1জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়
Aউদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান
Bউদ্ভিদের সাড়াপ্রদান এবং রাসায়নিক সমন্বয় – হরমোন
Cপ্রাণীদের সাড়াপ্রদান এবং রাসায়নিক সমন্বয় – হরমোন
Dপ্রাণীদের সাড়াপ্রদান ও ভৌত সমন্বয় – স্নায়ুতন্ত্র
Eপ্রাণীদের সাড়াপ্রদান একটি প্রকার হিসাবে গমন
2জীবনের প্রবাহমানতা
Aকোশবিভাজন ও কোশচক্র
Bজনন
Cসপুস্পক উদ্ভিদের যৌন জনন
Dবৃদ্ধি ও বিকাশ
3বংশগতি ও কয়েকটি সাধারণ  জিনগত রোগ
Aবংশগতি
Bকয়েকটি সাধারণ জিনগত রোগ
4অভিব্যক্তি ও অভিযোজন
Aঅভিব্যক্তি
Bঅভিযোজন
5পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ
A নাইট্রোজেন চক্র
Bপরিবেশ দূষণ
Cপরিবেশ এবং মানব জনসমষ্টি
D জীববৈচিত্র এবং সংরক্ষণ

WBBSE Madhyamik Life Science Number Pattern:-

           Topic         MCQSAQ(1)SAQ(2)Descriptive TypeTotal
জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়              (1×3)=3     (1×5)=5       (2×3)=6     (5×1)=519
জীবনের প্রবাহমানতা           (1×3)=3     (1×5)=5       (2×2)=4     (5×1)=517
বংশগতি ও কয়েকটি  সাধারণ জিনগত রোগ       (1×3)=3     (1×3)=3     (2×2)=4     (5×1)=515
অভিব্যক্তি ও অভিযোজন      (1×3)=3     (1×3)=3     (2×2)=4     (5×1)=515
পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ   (1×3)=3     (1×5)=5       (2×3)=6     (5×2)=1024
Total1521243090

FAQ:-

1. WB Madhyamik Life Science Exam 2023 কবে অনুষ্ঠিত হতে চলেছে?
ANS:- 28/02/2023 (মঙ্গলবার)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *