WBPSC Food SI Practice Set | WBPSC Food SI Math Practice Set 30 | Food SI Questions and Answers | Food SI Exam 2023 Questions and Answers | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট 30 | ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার অংক প্রশ্ন এবং উত্তর | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট PDF সহ
নমস্কার বন্ধুগণ আপনাদের অনুরোধে আজ আমরা নিয়ে এসেছি WBPSC Food Sub Inspector Full Practice Set । অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রস্তুত এই Practice Set গুলি আপনাদের সাহায্য করবে WBPSC Food Sub Inspector Exam এর সঠিক প্রস্তুতি ও মূল্যায়ন করতে। আশা করি আমাদের WB Food SI এর Practice Set আপনার Preparation এর নির্ভর যোগ্য সঙ্গী হয়ে উঠবে।
WBPSC Food SI Recruitment 2023 এর সমন্ধে বিস্তারিত না জেনে থাকলে নিম্নে থাকা লিঙ্কে ক্লিক করুন।
পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রকাশিত চাকরীর আপডেট পাওয়ায় জন্য ক্লিক করুন।
WBPSC Food SI Practice Set 30
- একটি কলার বাগানে যতগুলি সারি আছে প্রতি সারিতে ততগুলি গাছ আছে। বাগানে মোট গাছের সংখ্যা 5776 হলে, কতগুলি সারি আছে?
Ans:- 76 টি।
- প্রতি কুইন্টাল 136 টাকা ও প্রতি কুইন্টাল 126 টাকা দরের দুপ্রকার ডাল 1:4 অনুপাতে মেশানো হয়। মিশ্রিত ডালের প্রতি কুইন্টালের দাম কত?
Ans:- 128 টাকা।
- A, C এর দ্বিগুণ গতিতে চলে। এবং B, A এর চেয়ে5 গুণ বেশি দ্রুতগতিতে চলে। A দ্বারা 1 পূর্ণ 3/4 ঘন্টায় একই দূরত্ব অতিক্রম করলে B দ্বারা ওই দূরত্ব কত সময়ে সম্পূর্ণ হবে?
Ans:- 70 মিনিট।
- একটি সাবান যখন তার প্রকৃত বিক্রয় মূল্যের 4/5 তে বিক্রি করা হয়, তখন 20% লাভ হয়। একই সাবানটি তার প্রকৃত বিক্রয় মূল্যে বিক্রি হলে শতকরা লাভ কত হবে?
Ans:- 50%
- 12 মিটার দীর্ঘ এবং 8 মিটার প্রশস্ত একটি আয়তাকার বাগানের বাইরের চারদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে। প্ৰতি 3 বর্গমিটারে 100 টাকা হিসেবে রাস্তাটি বাঁধাতে কত টাকা খরচ হবে?
Ans:- 15600 টাকা।
- 10 মিটার ও 15 মিটার উচ্চতাবিশিষ্ট দুটি পিলারের মধ্যে দূরত্ব 12 মিটার। তাদের শীর্ষবিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব কত মিটার হবে?
Ans:- 13 মিটার।
- দুটি যাত্রীবাহী ট্রেন বিপরীত দিক থেকে যথাক্রমে ঘণ্টায় 30 কিমি এবং ঘণ্টায় 24 কিমি গতিবেগে আসে। যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে 6 সেকেন্ডে অতিক্রম করে, তবে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত হবে?
Ans:- 90
- একটি নল দ্বারা একটি খালি জলের চৌবাচ্চা 20 মিনিটে জলপূর্ণ হয়। নলটি দ্বারা প্রতি মিনিটে যতটা জল প্রবেশ করে তার 1/6 অংশ চৌবাচ্চার নীচের একটি ছিদ্র দিয়ে বেরিয়ে যায়। চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে?
Ans:- 24
- 28 ঘণ্টায় রহিত নামের এক ব্যক্তি 500 টি টুপি তৈরি করতে পারে। আরও 14 ঘণ্টা বেশী কাজ করলে কতগুলি বেশী টুপি তৈরি হবে?
Ans:- 250 টি।
- এক টাকায় 12 টি কলা বিক্রয় করলে 4% ক্ষতি হয়। একই কলা টাকায় কটি বিক্রয় করলে 44% লাভ হবে?
Ans:- 7 টি।
WBPSC Food SI Math Practice Set
- একটি জামা 270 টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হয়। জামাটির ক্রয় মূল্য কত?
Ans:- 320 টাকা।
- রাজু, বিকি ও সুদিপ যথাক্রমে 5000 টাকা, 5500 টাকা ও 6000 টাকা মূলধন দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করল। যদি বছরের শেষে 33000 টাকা লাভ হয়, তবে সুদিপ কত টাকা পাবে?
Ans:- 12000 টাকা।
- এক ব্যক্তি একটি মোবাইল তার বন্ধুকে 10% ক্ষতিতে বিক্রয় করে। বন্ধু মোবাইলটি 20% লাভে 54000 টাকায় বিক্রয় করে। তবে প্রথমে মোবাইলটির ক্রয়মূল্য কত ছিল?
Ans:- 50,000 টাকা।
- এক ব্যবসায়ী ধার্যমূল্যের ওপর যথাক্রমে 5% ও 10% দুটি পৃথক ছাড় দেয়। তবে তার একক ছাড়ের পরিমাণ কত হবে?
Ans:- 14.5%
- একটি গাড়ির গতিবেগ ঘণ্টায় 25 কিলোমিটার, সেই গাড়ির 600 কিলোমিটার যেতে কত সময় নেবে?
Ans:- 24 ঘণ্টা।
- সাগর ও রাহুল একটি কাজ 12 দিনে এবং সাগর, রাহুল ও সচিন একত্রে ওই কাজটি ৪ দিনে শেষ করতে পারে। তবে সচিন একা কাজটি কতদিনে করবে?
Ans:- 24 দিন।
- 3 জন পুরুষ বা 5 জন মহিলা একটি কাজ 43 দিনে শেষ করতে পারে। অনুরূপ একটি কাজ কাজ 5 জন পুরুষ এবং 6 মহিলা কতদিনে শেষ করতে পারবে?
Ans:- 15 দিন।
- রাম ও রহিম একত্রে একটি কাজ যতদিনে করে কমল একা সেই কাজটি ততদিনে করতে পারে। যদি কমল এবং রাম একত্রে একটি কাজ 15 দিনে করে এবং রহিম একা সেই কাজটি 30 দিনে করতে পারে। তবে কমল একা কাজটি কতদিনে শেষ করবে?
Ans:- 20 দিন।
- দুজন বন্ধু দুটি স্থান থেকে একে অপরের দিকে একই সময় যাত্রা শুরু করে। যাত্রা শুরুর যথাক্রমে 9 ও 16 ঘণ্টা পরে তারা একে অপরের সঙ্গে মিলিত হয়। তবে দ্বিতীয় বন্ধুর গতিবেগ ঘণ্টায় 27 কিলোমিটার হলে, প্রথম বন্ধুর ঘণ্টায় গতিবেগ কত?
Ans:- 40 কিমি।
- একই দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের মালবাহী দুটি ট্রেন একটি সিগনাল পোস্টকে যথাক্রমে 5 সেকেন্ড এবং 6 সেকেন্ড অতিক্রম করে। তবে তারা একে অপরকে কত সময়ে অতিক্রম করবে?
Ans:- 80 সেকেন্ড।
Food SI Questions and Answers
- X নল, Y নলের 9 গুণ ক্ষমতাসম্পন্ন। একটি চৌবাচ্চ X নল 30 মিনিটে জলপূর্ণ করতে পারে। একত্রে ওই দুটি নল দ্বারা চৌবাচ্চাটি জলপূর্ণ করতে কত সময় লাগবে?
Ans:- 27 মিনিট।
- একজন সাইকেল চালক ঘণ্টায় 4 কিলোমিটার গতিতে গেলে গন্তব্যস্থলে পৌঁছতে 5 মিনিট দেরী করে এবং 6 কিলোমিটার গতিতে গেলে 5 মিনিট আগে সেখানে পৌঁছায়। তাহলে গন্তব্য স্থলের দূরত্ব কত?
Ans:- 2 কিমি।
- স্রোতের গতিবেগ ঘণ্টায় 7 কিলোমিটার এবং অনুকূলের গতিবেগ ঘণ্টায় 35 কিলোমিটার হলে, প্রতিকূলের গতিবেগ কত হবে?
Ans:- ঘণ্টায় 21 কিলোমিটার।
- একটি নৌকা স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে 9 ঘণ্টায় এবং প্রতিকূলে ফিরে আসে 27 ঘণ্টায়। স্থির জলে নৌকার গতি ঘণ্টায় 12 কিলোমিটার হলে, যাত্রাপথের
Ans:- 5.4 সেকেন্ড।
- কোনো আসল বার্ষিক 12% সরল সুদে কত বছরে সুদ-আসল 4 গুণ হবে?
Ans:- 25 বছরে।
- আয়তক্ষেত্রের একদিকের বাহু 20% বৃদ্ধি ও অপরদিকের বাহু 10% হ্রাস পেলে, ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে?
Ans:- 8% বৃদ্ধি পাবে।
- এখন এক ব্যক্তির বয়স তার মেয়ে বয়সের তিনগুণ। 15 বছর তার বয়স তার মেয়ের বয়সের দ্বিগুণ হবে। মেয়ের এখনকার বয়স কত বছর?
Ans:- 15 বছর।
- একটি বর্গক্ষেত্রের বাহু 22 সেন্টিমিটার হলে, বর্গক্ষেত্রের পরিসীমার সমান পরিসীমাবিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত?
Ans:- 14 সেমি।
- একটি ঘড়িতে 5 টা ঘণ্টা বাজতে 3 সেকেন্ড সময় লাগে, ওই ঘড়িতে 9 টা বাজতে কত সেকেন্ড সময় লাগবে?
Ans:- 6 সেকেন্ড।
- একটি ঘনাকার বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 12 মিটার, 9 মিটার এবং ৪ মিটার হলে, ঘনাকার বস্তুর কর্ণের দৈর্ঘ্য কত হবে?
Ans:- 17 মিটার।
WBPSC Food SI Practice Set | WBPSC Food SI Math Practice Set 30 | Food SI Questions and Answers | Food SI Exam 2023 Questions and Answers | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট 30 | ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার অংক প্রশ্ন এবং উত্তর | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট PDF সহ
WBPSC Food SI Practice Set 30 Download Link:-
WBPSC Food SI Practice Set 30 Download Link | Click Here |
WBPSC Food SI Full Practice Set | Click Here |
Learn more about WBPSC Food SI Recruitment 2023 | Click Here |