কথা মতই 19/05/2023 এ প্রকাশিত হয়ে গেছে পরের বছরের তথা WB Madhyamik 2023 Routine । সামনের বছরের Madhyamik এর যারা পরীক্ষার্থীদের তাদের জন্য এই আর্টিকেলটি খুব গুরুত্বপূর্ণ। তোমরা এই Routine টি মাথায় রেখে Preparation নিতে পারবে।
অফিশিয়াল তথ্য অনুসারে Madhyamik 2023 এর পরীক্ষা শুরু হতে চলেছে আগামী বছরের 2nd February থেকে শুরু এবং এই পরীক্ষা চলবে 12th February পর্যন্ত। আগের বছরের তুলনায় এ বছর পরীক্ষাটা আগেই হবে।
উল্লেখ্য পূর্বের মতোই এবার Madhyamik 2024 হতে চলেছে সম্পন্ন Offline Mode এ বিভিন্ন স্কুলগুলোতে । Madhyamik Routine 2024 নিম্নে চার্টের মাধ্যমে বর্ণনা করা হলো ।
উচ্চ মাধ্যমিক রুটিন ২০২৪ এর সম্বন্ধে বিস্তারিত জানুন
Exam শুরু হবে দুপুর 11:45 থেকে বিকেল 3:00 টা পর্যন্ত | ||
Date | দিন | Subjects |
02/02/2023 | শুক্রবার | First Language (Bengali) |
03/02/2023 | শনিবার | Second Language (English) |
05/02/2023 | সোমবার | History |
06/02/2023 | মঙ্গলবার | Geography |
08/02/2023 | বৃহস্পতিবার | Mathematics |
09/02/2023 | শুক্রবার | Life Science |
10/02/2023 | শনিবার | Physical Science |
12/02/2023 | সোমবার | Elective Subjects |
একাদশ শ্রেণীর রুটিন এর সম্বন্ধে বিস্তারিত জানুন
West Bengal Madhyamik Routine 2024 সম্পর্কিত তথ্য :-
- Madhyamik এর পরীক্ষার্থীরা 15 Minutes’ সময় পবে Question Paper পড়ার জন্য।
- Shorthand এবং Typewriting এর Exam শুধুমাত্র Kolkata ও Siliguri তেই নেওয়া হবে।
- Needleworks ও Sewing Exam এর জন্য পরীক্ষার্থীরা 4 ঘন্টা 15 মিনিট।
- Music Vocal, Music Instrumental Theory, Computer Application Theory Exam এর জন্য পরীক্ষার্থীরা সময় পাবে 2 ঘন্টা 45 মিনিট।
- Vocational Subjects এর ক্ষেত্রে পরীক্ষার্থীরা হাতে সময় পাবে 1 ঘন্টা 45 মিনিট।
FAQ:-
1. Regular এবং Privet শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত ছাত্র-ছাত্রীদের Madhyamik Routine কি এক ?
ANS:-হ্যা।
2. কবে থেকে Madhyamik Exam 2023 শুরু হতে চলেছে ?
ANS:-02/02/2023
3. Madhyamik Exam 2023 কবে শেষ হতে চলেছে ?
ANS:-12/02/2023
4. Madhyamik 2023 Official Website কি ?
ANS:- https://wbbse.wb.gov.in/