WBPSC Clerkship Practice Set | WBPSC Clerkship Math Practice Set 9 | WBPSC Clerkship Math Practice Set Pdf | PSC Clerkship Math Practice Set Pdf Download | Clerkship Exam 2023 Questions and Answers | পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট 9 | পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার অংক প্রশ্ন এবং উত্তর | পিএসসি ক্লার্কশিপ অংক প্র্যাকটিস সেট PDF সহ
নমস্কার বন্ধুগণ আপনাদের অনুরোধে আজ আমরা নিয়ে এসেছি WBPSC Clerkship Full Practice Set । অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা প্রস্তুত এই WBPSC Clerkship Math Practice Set গুলি আপনাদের সাহায্য করবে WBPSC Clerkship Exam এর সঠিক প্রস্তুতি ও মূল্যায়ন করতে। আশা করি আমাদের WBPSC Clerkship Math Practice Set 9 আপনার Preparation এর নির্ভর যোগ্য সঙ্গী হয়ে উঠবে।
WBPSC Clerkship Recruitment 2023 সমন্ধে বিস্তারিত জানতে নিম্নে থাকা লিঙ্কে ক্লিক করুন:
WBPSC Clerkship Math Practice Set 9
- A, 7000 টাকা নিয়ে একটি ব্যাবসা শুরু করে। 5 মাস পর B কিছু টাকা নিয়ে ব্যাবসায় যোগ দেয়। এক বছর পর 2:3 অনুপাতে লভ্যাংশ বণ্টিত হলে, B কত টাকা নিয়ে যোগ দেয়?
(A) 9000 টাকা
(B) 6500 টাকা
(C) 10000 টাকা
(D) 18000 টাকা
- একটি ব্যাবসাতে A ও B এর মধ্যে A মোট মূলধনের 1/4 অংশ 15 মাসের জন্য বিনিয়াগ করে এবং B লাভের 2/3 অংশ লাভ করে। B এর মূলধন কত মাসের জন্য নিয়োজিত ছিল?
(A) 6 মাস
(B) 10 মাস
(C) 12 মাস
(D) 9 মাস
- A: B=3:4, B:C=5:7, C:D=8:9 হলে A:D =?
(A) 3:7
(B) 7:3
(C) 21:10
(D) 10:21
- A: B=2:3, B:C=2:4, C:D=2:5 হলে A:D=?
(A) 2:15
(B) 2:5
(C) 1:5
(D) 3:5
- একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 108 বর্গসেমি এবং পরিসীমা 48 সেমি হলে, দৈর্ঘ্য ও প্রস্থ কত সেমি হবে?
(A) 18, 6
(B) 36, 3
(C) 27, 4
(D) 12,9
- একটি আয়তাকার বাগানের পরিসীমা 24 মিটার এবং ক্ষেত্রফল 32 বর্গমিটার। বাগানটির দৈর্ঘ্য কত?
(A) 3 মিটার
(B) 4 মিটার
(C) 5 মিটার
(D) ৪ মিটার
- A, B, C এর গড় আয় 3200 টাকা; B, C, D এর গড় আয় 3700 টাকা; A, C, D-এর গড় আয় 4000 টাকা; A, B, D-এর গড় আয় 4200 টাকা। A এর আয় কত?
(A) 3200 টাকা
(B) 4000 টাকা
(C) 4300 টাকা
(D) 4700 টাকা
- 4 টি সংখ্যার মধ্যে প্রথম 3 টির গড় 15 এবং শেষ 3 টির গড় 16। যদি শেষ সংখ্যাটি 19 হয় তবে প্রথম সংখ্যাটি কত?
(A) 16
(B) 18
(C) 22
(D) 23
- 6 টি পেনের মধ্যে প্রথম 5 টির গড় মূল্য 12 টাকা এবং শেষ 5 টির গড় মূল্য 16 টাকা। প্রথম পেনটির দাম 50 টাকা হলে, শেষ পেনটির দাম কত?
(A) 50 টাকা
(B) 65 টাকা
(C) 70 টাকা
(D) 80 টাকা
- 3 বছর আগে একটি ক্লাবের 5 জন সদস্যের গড় বয়স ছিল 27 বছর। একজন নতুন সদস্য যুক্ত হওয়ায় বর্তমানে সকলের গড় বয়স 27 বছরই রইল। নতুন সদস্যের বয়স কত?
(A) 12 বছর
(B) 13 বছর
(C) 14 বছর
(D) 15 বছর
- 169 বর্গসেমি ক্ষেত্রফলবিশিষ্ট বর্গাকার বাগানের মাঝখান দিয়ে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর 2 সেমি চওড়া রাস্তার ওপর প্রতি বর্গসেমিতে 100 টাকা হিসাবে গাঁদা চারা লাগাতে কত টাকা খরচ হবে?
(A) 4800
(B) 4810
(C) 4820
(D) 4830
- দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত 16:1 হলে, তাদের পরিসীমার অনুপাত কত?
(A) 4:1
(B) 1:3
(C) 3:4
(D) 16:1
- * স্থানে কোন্ অঙ্ক বসালে 2532* সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে?
(A) 2, 4, 6
(B) 0, 4, 8
(C) 2, 6
(D) 4, 6
- * স্থানে কোন্ অঙ্ক বসালে 513279* 2 সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে?
(A) 4,7
(B) 2, 5, 8
(C) 1, 4, 7
(D) 0, 3, 6
- এক ব্যক্তি তার আয়ের 2/5 অংশ ব্যাংকে জমা রাখেন। বাকি আয়ের 4/5 অংশ সংসার খরচ করেন। বাকি 1440 টাকা জীবনবিমায় খরচ হলে, তার মোট আয় কত?
(A) 10000 টাকা
(B) 11000 টাকা
(C) 12000 টাকা
(D) 15000 টাকা
- এক ব্যক্তি তার আয়ের 5/8 অংশ সংসার খরচ ও 1/8 অংশ ছেলের শিক্ষায় ব্যয় করেন। তিনি 2000 টাকা সঞ্চয় করলে তার আয় কত?
(A) 8000 টাকা
(B) 10000 টাকা
(C) 12000 টাকা
(D) 15000 টাকা
- কোন্ অর্থের 1/5 অংশ এবং 400 টাকা খরচ করার পরও অর্থের 3/4 অংশ পরে থাকবে?
(A) 4000 টাকা
(B) 8000 টাকা
(C) 10000 টাকা
(D) 12000 টাকা
- 0.121212… এর P/q আকার হল –
(A) 4/11
(B) 2/11
(C) 4/33
(D) 2/33
- 7, 11 এবং 19 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কত?
(A) 1463
(B) 1659
(C) 1855
(D) 1925
- দুটি সংখ্যার গুণফল 845 এবং তাদের গসাগু 13 হলে, বড়ো সংখ্যাটি কত?
(A) 13
(B) 26
(C) 39
(D) 65
- 3, 4, 5, 6 এবং ৪ দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কত?
(A) 120
(B) 900
(C) 2500
(D) 3600
- ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যাকে তিনগুণ করলে 12, 14 এবং 18 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য হয়।
(A) 80
(B) 81
(C) 83
(D) 84
- এক ফল বিক্রেতা তার সমস্ত আপেলের 40% আপেল বিক্রয় করেও 420 টি আপেল অবশিষ্ট আছে। মোট আপেলের সংখ্যা কত ছিল?
(A) 588
(B) 600
(C) 672
(D) 700
- চালের দাম 20% কমলে 100 টাকায় 2 কেজি বেশি পাওয়া যায়। প্রতি কেজি চালের হ্রাসপ্রাপ্ত মূল্য কত?
(A) 5 টাকা
(B) 10 টাকা
(C) 40 টাকা
(D) 50 টাকা
- কেরোসিন তেলের মূল্য পর পর দুবার 20% ও 30% বৃদ্ধি হলে, মোটের ওপর শতকরা বৃদ্ধি কত?
(A) 48
(B) 56
(C) 58
(D) 66
- পেট্রোলের মূল্য বাজেটের আগে ও পরে যথাক্রমে 20% বৃদ্ধি ও 10% হ্রাস পেল। বৃদ্ধি বা হ্রাসের হার কত?
(A) 5% বৃদ্ধি
(B) 5% হ্রাস
(C) 8% হ্রাস
(D) ৪% বৃদ্ধি
- এক ব্যক্তির 60 কিমি দূরবর্তী কোনো স্থানে 10 কিমি/ঘণ্টা বেগে গিয়ে পূর্বের স্থানে ফিরে আসতে মোট 11 ঘণ্টা সময় লাগে। ফিরে আসার সময় তার গতিবেগ কত ছিল?
(A) 12 কিমি/ঘণ্টা
(B) 13 কিমি/ঘণ্টা
(C) 10 কিমি/ঘণ্টা
(D) 14 কিমি/ঘণ্টা
- A এবং B একই স্থান থেকে একই সময়ে 180 কিমি দূরবর্তী একটি স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। A, 12 কিমি/ঘণ্টা বেগে গিয়ে B অপেক্ষা 3 ঘণ্টা আগে পৌঁছোয়। B এর গতিবেগ কত ছিল?
(A) ৪ কিমি/ঘণ্টা
(B) 10 কিমি/ঘণ্টা
(C) 12 কিমি/ঘণ্টা
(D) 14 কিমি/ঘণ্টা
- বার্ষিক সুদের হার এবং সময় সমান হলে, কত বছরে 225 টাকার সুদ 16 টাকাহবে?
(A) 2 পূর্ণ 2/3
(B) 2
(C) 3
(D) 2 পূর্ণ 2/3
- কোনো আসল 25 বছরে সুদে-আসলে 3 গুণ হলে, সুদের হার কত?
(A) 6%
(B) 8%
(C) 5%
(D) 4%
WBPSC Clerkship Practice Set | WBPSC Clerkship Math Practice Set 9 | WBPSC Clerkship Math Practice Set Pdf | PSC Clerkship Math Practice Set Pdf Download | Clerkship Exam 2023 Questions and Answers | পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট 9 | পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার অংক প্রশ্ন এবং উত্তর | পিএসসি ক্লার্কশিপ অংক প্র্যাকটিস সেট PDF সহ
পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রকাশিত সমস্ত চাকরীর আপডেট পাওয়ায় জন্য নিম্নে দেওয়া লিঙ্কে ক্লিক করুন:
WBPSC Clerkship Practice Set Pdf Download Link:
WBPSC Clerkship Math Practice Set 9 Download Link | Click Here |
WBPSC Clerkship Full Practice Set PDF Download | Click Here |
Learn more about WBPSC Clerkship Recruitment 2023 | Click Here |