HS 2015 History Question Paper with Answer | উচ্চমাধ্যমিক ২০১৫ ইতিহাস প্রশ্নপত্র উত্তর সহ (PDF)

HS 2015 History Question Paper

2015

HISTORY

Time  – 3 hours 15 minute

Full Marks – 80

PART – B (Marks – 40)

  1. বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: (1×24 = 24)

(i) ঢাকায় সার্ক (SAARC)-এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় –

(a) 1980 খ্রিস্টাব্দে

(b) 1985 খ্রিস্টাব্দে

(c) 1990 খ্রিস্টাব্দে

(d) 1983 খ্রিস্টাব্দে

(ii) 1990-এর দশকের অর্থনৈতিক উদারীকরণ নীতি প্রবর্তিত হয় কোন্ প্রধানমন্ত্রীর সময়?

(a) মনমোহন সিং

(b) পি ভি নরসিমা রাও

(c) রাজীব গান্ধি

(d) অটলবিহারী বাজপেয়ী

(iii) ওলন্দাজদের হাত থেকে ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ লাভ করে –

(a) 1971 খ্রিস্টাব্দে

(b) 1950 খ্রিস্টাব্দে

(c) 1955 খ্রিস্টাব্দে

(d) 1960 খ্রিস্টাব্দে

(iv) বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন –

(a) মহম্মদ আলি জিন্নাহ

(b) জুলফিকর আলি ভুট্টো

(c) ইয়াহিয়া খাঁ

(d) নুরুল আমিন

(vi) উত্তর আটলান্টিক সামরিক জোট (NATO) কবে গঠিত হয়?

(a) 1948 খ্রিস্টাব্দে

(b) 1949 খ্রিস্টাব্দে

(c) 1950 খ্রিস্টাব্দে

(d) 1952 খ্রিস্টাব্দে

(vii) ইয়াল্টা সম্মেলন আহৃত হয় –

(a) 1943 খ্রিস্টাব্দে

(b) 1944 খ্রিস্টাব্দে

(c) 1945 খ্রিস্টাব্দে

(d) 1946 খ্রিস্টাব্দে

(viii) সুয়েজ খাল জাতীয়করণ করেন –

(a) নেহরু

(b) নাসের

(c) টিটো

(d) চার্চিল

(x) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন –

(a) উড্রো উইলসন

(b) হুভার

(c) রুজভেল্ট

(d) ট্রুম্যান

(xi) ত্রিপুরি কংগ্রেসের অধিবেশনে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী ছিল –

(a) জহরলাল নেহরু

(b) চক্রবর্তী রাজা গোপালাচা

(c) পট্টভি সীতারামাইয়া

(d) মতিলাল নেহরু

(xii) নৌবিদ্রোহ প্রথম শুরু হয় –

(a) কাসেল ব্যারাকে

(b) কোমাগাটামারু জাহাজে

(c) তলোয়ার জাহাজে

(d) আমেরিকান জাহাজে

(xiii) 1909 খ্রিস্টাব্দে ভারতের ভাইসরয় ছিলেন

(a) মন্টেগু

(b) চেমসফোর্ড

(c) লর্ড কার্জন

(d) লর্ড মিন্টো

(xiv) গান্ধি প্রবর্তিত ‘হরিজন’-এর অর্থ –

(a) অস্পৃশ্য

(b) নিপীড়িত

(c) ঈশ্বরের সন্তান

(d) তপশিলী জাতি

(xv) তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করেন –

(a) রামমোহন রায়

(b) দেবেন্দ্রনাথ ঠাকুর

(c) কেশবচন্দ্র সেন

(d) ডিরোজিয়ো

(xvi) সিং-চুং-হুই-এর প্রবর্তক ছিলেন –

(a) সান-ইয়াৎ-সেন

(b) চিয়াং কাই-শেখ

(c) চৌ-এন-লাই

(d) মাও-সে-তুঙ

(xvii) চিনে ইউরোপের বাণিজ্যিক সম্পর্কের সূত্রপাত হয় _____ বন্দরের মধ্য দিয়ে।

(a) ম্যাকাও

(b) সাংহাই

(c) ক্যান্টন

(d) নানকিং

(xviii) বীরসালিঙ্গম দক্ষিণের _____নামে পরিচিত।

(a) গান্ধি

(b) রামকৃয়

(c) বিবেকানন্দ

(d) বিদ্যাসাগর

(xix) কে বাংলায় দ্বৈত শাসনব্যবস্থার অবসান ঘটান?

(a) রবার্ট ক্লাইভ

(b) ভেরেলেস্ট

(c) ওয়ারেন হেস্টিংস

(d) লর্ড ওয়েলেসলি

(xx) লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত ভূমিরাজস্ব ব্যবস্থা হল –

(a) দশশালা ব্যবস্থা

(b) চিরস্থায়ী বন্দোবস্ত

(c) পাঁচশালা ব্যবস্থা

(d) রায়তওয়ারি বন্দোবস্ত

(xxi) আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিল –

(a) ইংরেজরা

(b) ফরাসিরা

(c) পোর্তুগিজরা

(d) ওলন্দাজরা

(xxii) ‘Imperialism: The Highest State of Capitalism’ গ্রন্থের লেখক –

(a) হবসন

(b) হিলফারডিং

(c) লেনিন

(d) স্তালিন

(xxiii) ভারতের ইতিহাসের জাতীয়তাবাদী ব্যাখ্যাকার হলেন –

(a) রমেশচন্দ্র মজুমদার

(b) জেমস্ মিল

(c) রামশরণ শর্মা

(d) রণজিৎ গুহ

(xxiv) ‘Early History of India’ গ্রন্থের রচয়িতা –

(a) জন স্টুয়ার্ট মিল

(b) জেমস্ প্রিন্সেপ

(c) কোলব্রুক

(d) ভিনসেন্ট স্মিথ

 

  1. নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও: (1×16 = 16)

(i) দক্ষিণ আফ্রিকার প্রথম অ-শ্বেতাঙ্গ রাষ্ট্রপ্রধানের নাম কী?

Ans:- নেলসন ম্যান্ডেলা।

অথবা,

ভারত সরকারের বরাদ্দ অর্থকে যথাযথভাবে ব্যয় করার জন্য কীভাবে ভাগ করা হয় ?

Ans:- দু-ভাগে ভাগ করা যায় – (১) কেন্দ্রীয় তালিকাভুক্ত বিষয় এবং (২) রাজ্য তালিকাভুক্ত।

(ii) দিয়েন বিয়েন ফু-তে কী ঘটেছিল?

Ans:- ফরাসি সেনাপতি নেভারে টংকিং এর দিয়েন বিয়েন ফু নামক স্থানে ভিয়েতমিনদের সম্পূর্ণরূপে ধ্বংস করার উদ্দেশ্যে একটি অস্ত্র ভান্ডার ও দুর্ভেদ্য ঘাঁটি তৈরি করেন। ভিয়েতমিন সেনাপতি নগুয়েন গিয়াপের নেতৃত্বে ভিয়েতমিনরা ওই অস্ত্র ঘাঁটি ধ্বংস করে দেন। এই ঘটনা দিয়েন বিয়েন ফুর ঘটনা নামে পরিচিত।

অথবা,

বেন বেল্লা কে ছিলেন ?

Ans:- স্বাধীন আলজেরিয়ার রাষ্ট্রপতি।

(iii) ফিদেল কাস্ত্রো কে ছিলেন‌?

Ans:- কিউবার রাষ্ট্রপতি।

অথবা,

কিউবার ক্ষেপণাস্ত্র সংকট বলতে কী বোঝায়?

Ans:- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ক্যারিবিয়ান সাগরে অবস্থিত সর্ববৃহৎ দ্বীপ কিউবায় ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণকে কেন্দ্র করে সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এক স্বল্পকালীন দ্বন্দ্ব শুরু হয় যার নাম কিউবার ক্ষেপনাস্ত্র সংকট।

(iv) ট্রুম্যান নীতি কী ছিল?

Ans:- ১৯৪৭ সালে মার্কিন রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান মার্কিন কংগ্রেসের এক বক্তৃতায় আশ্বাস দেন যে, যদি কোনো মুক্ত গণতান্ত্রিক রাষ্ট্র কোনো বিদেশি রাষ্ট্র দ্বারা আক্রান্ত হয় তা হলে আমেরিকা তাদের সাহায্য করবে। রাষ্ট্রপতি ট্রুম্যানের এই ঘোষণা ট্রুম্যান নীতি নামে পরিচিত।

(v) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন?

Ans:- হিদেকি তোজো।

অথবা,

উত্তর ভিয়েতনামের কমিউনিস্ট বাহিনী কী নামে পরিচিত ছিল।

Ans:- ভিয়েতমিন।

(vi) ক্যাবিনেট মিশন কেন ভারতে আসে?

Ans:- 1946 খ্রিস্টাব্দে 19শে ফেব্রুয়ারি ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি ব্রিটিশ পার্লামেন্টে ঘোষণা অনুসারে ভারতের স্বাধীনতার বিষয়ে ভারতীয় নেতৃবৃন্দের সঙ্গে আলাপ আলোচনার উদ্দেশ্যে মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন 1946 খ্রিস্টাব্দের 24শে মার্চ ভারতে আসে।

(vii) ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল কেন?

Ans:- ব্রিটিশ সরকার ভারতে শাসনতান্ত্রিক সংস্কারের জন্য জন সাইমনের নেতৃত্বে সাত জন সদস্য বিশিষ্ট যে কমিশন গঠন করে তাতে কোনো ভারতীয় সদস্য না থাকায় ভারতীয়রা একে জাতীয় অপমান বলে গণ্য করে এই কমিশন বর্জন করেছিল।

অথবা,

মিরাট ষড়যন্ত্র মামলায় দুজন বিদেশি অভিযুক্তের নাম লেখো।

Ans:- ফিলিপ স্প্র্যাট, বেঞ্জামিন ব্রাডলি।

(viii) রাওলাট আইনের পিছনে কী উদ্দেশ্য ছিল?

Ans:- রাওলাট আইন প্রবর্তনের মূল উদ্দেশ্য ছিল ভারতবাসীর সমস্ত রকম রাজনৈতিক আন্দোলনগুলোকে দমন করা এবং সর্বপ্রকার বিপ্লবী কর্মপ্রচেষ্টাকে দমন করে ভারতে ব্রিটিশ শাসন চালিয়ে যাওয়া।

(ix) ‘মানুষ গড়ার’ আদর্শে কে বিশ্বাসী ছিলেন?

Ans:- স্বামী বিবেকানন্দ।

(x) দলিত কাদের বলা হয়?

Ans:- খ্রিষ্টপূর্ব ১৫০০ অব্দে আর্যরা ভারতে আসে। এই সময় আর্যরা ভারতীয় জনসমাজকে ব্ৰাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র – এই চারটি বর্ণে ভাগ করেন। প্রথম তিন বর্ণের মানুষকে সেবা করতে বাধ্য করা হত শূদ্রদের। উচ্চবর্ণের মানুষের কাছে এরা ছিল অস্পৃশ্য। ব্রিটিশ শাসনকালে এরাই ‘দলিত’ নামে পরিচিত হয়।

(xi) আলেকজান্ডার ডাফ কে ছিলেন‌?

Ans:- স্কটল্যান্ডের মিশনারি আলেকজান্ডার ডাফ ছিলেন জেনারেল এসেম্বলিজ ইনস্টিটিউটশন (স্কটিশ চার্চ কলেজ) এর প্রতিষ্ঠাতা। বাংলায় শিক্ষার প্রসারে তাঁর অবদান স্মরণীয় হয়ে আছে।

অথবা,

চুঁইয়ে পড়া নীতি কী ?

Ans:- লর্ড বেন্টিঙ্কের আইন সচিব বা শিক্ষাসচিব মেকলে তাঁর বিখ্যাত মিনিটস-এ বলেন যে, ভারতে উচ্চ ও মধ্যবিত্তদের মধ্যে ইংরেজি শিক্ষার প্রসার হলে তা মধ্যবিত্তদের মাধ্যমে কর্মে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে। মেকলে প্রকল্পিত এই নীতি ‘চুঁইয়ে পড়া নীতি’ নামে পরিচিত।

(xii) নানকিং-এর সন্ধির দুটি শর্ত লেখো।

Ans:- (a) চিন গ্রেট ব্রিটেনকে হংকং সমর্পন করবে। (b) চিন ব্রিটেনকে যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ ২১ মিলিয়ন ডলার দেবে।

অথবা,

তাইপিং বিদ্রোহ কবে ও কেন হয়?

Ans:- ১৮৫১-৫৪ সালে চীনে বিদেশিদের শোষনের হাত থেকে রক্ষার জন্য তাইপিং বিদ্রোহ সংঘটিত হয়।

(xii) কোন চার্টার আইনে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার বন্ধ হয়ে যায়?

Ans:- ১৮১৩ সালের সনদ আইনে।

(xiv) বাণিজ্যিক মূলধন কাকে বলে?

Ans:- শিল্প বিপ্লবের আগে পুঁজিপতিরা বাণিজ্যে মূলধন বিনিয়োগ করতেন। বাণিজ্যে নিয়োজিত এই মূলধন ‘বাণিজ্যিক মূলধন বা পুঁজি’ নামে পরিচিত।

(xv) জে এ হবসনের বইটির নাম কী?

Ans:- Imperialism: A Study বা সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা’ (১৯০২ খ্রিস্টাব্দ)।

অথবা,

হিলফারডিং-এর বইটির নাম লেখো।

Ans:- Finance Capital.

(xvi) আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করেন?

Ans:- ক্রিস্টোফার কলোম্বাস।

অথবা,

ভারতের কোন্ কোন্ স্থানে পোর্তুগিজ বাণিজ্য কুঠি ছিল?

Ans:- ভারতের মধ্যে মুম্বাই, কোচিন, বেসিন, সলসেট, দিউ, হুগলি ইত্যাদি অঞ্চলে পোর্তুগিজরা তাদের বাণিজ্যকুঠি গড়ে তুলেছিল।

 

PART – A (Marks – 40)

  1. যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি বিভাগ থেকে ন্যূনতম দুটি প্রশ্নের উত্তর আবশ্যিক): (8×5=40)

(i) মিথ (উপকথা) ও লিজেন্ড (পুরাকাহিনি) বলতে কী বোঝো? অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কীভাবে রূপদান করে? 5+3

(ii) উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন-লেনিনের তত্ত্ব আলোচনা করো।  8

(iii) ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল? এই বাণিজ্যের অবসান কেন হয়?  4+4

অথবা,

পলাশি ও বক্সারের যুদ্ধের ফলাফলের তুলনামূলক আলোচনা করো।  8

(iv) ভারতের সমাজ সংস্কারক হিসেবে রামমোহনের অবদান সম্পর্কে আলোচনা করো।  8

(v) মন্টেগু-চেম্সফোর্ড সংস্কার আইনের (1919) সমালোচনামূলক আলোচনা করো।  8

(vi) হো-চি-মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও।  8

(vii) সুয়েজ সংকট কেন দেখা দিয়েছিল? 8

(vii) স্বাধীন বাংলাদেশের উত্থান ও শেখ মুজিবর রহমানের ভূমিকা আলোচনা করো।  5+3

HS 2015 History Question Paper with Answer | HS History Question Paper 2015 | HS 2015 History Question Paper | HS 2015 History Question Paper Solved | HS History Question Paper 2015 PDF Download | Class 12 History Question Paper 2015 | উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র ২০১৫ | উচ্চমাধ্যমিক ২০১৫ ইতিহাস প্রশ্নপত্র এবং উত্তর | উচ্চমাধ্যমিক ২০১৫ ইতিহাস প্রশ্নপত্র Download করুন উত্তর সহ (PDF) | উচ্চমাধ্যমিক ২০১৫ ইতিহাস প্রশ্নপত্র উত্তর সহ (PDF)

HS History Previous Years Question Paper:

উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র 2024 Click Here
উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র 2023 Click Here
উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র 2022 Click Here
উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র 2020 Click Here
উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র 2019 Click Here
উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র 2018 Click Here
উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র 2017 Click Here
উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র 2016 Click Here
উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র 2015 Click Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *