পশ্চিমবঙ্গ সরকার সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প
অঙ্গনওয়াড়ি কর্মী নির্বাচন লিখিত পরীক্ষা
মুর্শিদাবাদ
সময় :-২ ঘন্টা ৩০ মিনিট পূর্ণমান– ৭০
1.ইগলু কী?
ANS:-চিরতুসারাচ্ছন্ন দেশে মানুষদের বসবাসের জন্য নির্মিত হয়।
- পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়?
ANS:-1556 সালে।
- টাইগার হিল কোথায় অবস্থিত?
ANS:-দার্জিলিং- এ।
4.পৃথিবীর সবচেয়ে নিকট গ্রহের নাম লেখো?
ANS:-মঙ্গল।
- কোন জল পান করা উচিত?
ANS:-নলকুপের জল।
- পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ কোনটি?
ANS:- সুন্দরবন।
- উল্কা কী?
ANS:- মহাকাশ থেকে পথিবীর দিকে ছুটে আসা প্রস্তুরখন্ড ।
- মিশরের রাজাদের কী বলা হত?
ANS:-ফ্যরাও।
- একটি স্তন্যপায়ী পাখির নাম কী?
ANS:-হংসচঞ্চু।
- দামোদর নদের উৎপত্তিস্থল কোথায়?
ANS:-রাজমহল পাহাড়।
- জৈন ধর্মের প্রবর্তক কে ছিলেন?
ANS:-মহাবীর।
- পৃথিবীর আহ্নিক গতি কাকে বলে?
ANS:-পৃথিবীর নিজের অক্ষের উপর একবার ঘুরতে সময় লাগে 24 ঘন্টা বা একদিন, এই সময় টাকে আহিন্নিক গতি বলা হয়।
- সালোকসংশ্লেষ প্রক্রিয়া কাকে বলে?
ANS:-উদ্ভিদের পাতার সবুজ ক্লোরোফিলের সাথে সূর্যলোকের রাসায়নিক বিক্রিয়াকে সালোকসংশ্লেষ প্রক্রিয়া বলা হয়।
- পৃথিবীর একটি উপগ্রহের নাম লেখো?
ANS:-চাঁদ।
- শিশুর জন্মের পড়ে কোন রোগের টিকা দেওয়া হয় ?
ANS:-পোলিও।
- A. W. W– এর পুরো নাম কী?
ANS:-Angan Wari Worker.
- কপালকুণ্ডলা কার রচনা?
ANS:-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
- ভাগীরথী নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে?
ANS:- হিমালয়ের গোমূখ হিমাবাহের গঙ্গোত্রী নামক স্থান থেকে।
- মুর্শিদাবাদ জেলার একটি নদীর নাম লেখো?
ANS:-ভাগীরথী।
- ভুল সংশোধন করো, কথপোকথন?
ANS:-কথোপকথন।
- পদ পরিবর্তন করো, শীত?
ANS:-শৈত।
- কারক বিভক্তি করো, তিলে তেল আছে ?
ANS:-অধিকরণ কারকে ষষ্টি বিভক্তি।
- শুন্যস্থান পূরণ করো, সু + ——– = স্বাগত?
ANS:-সু + অগাত।
- লিঙ্গ পরিবর্তন করো, দীন ?
ANS:-দীনা।
- যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো? ( অনাধিক 300 শব্দের মধ্যে )
পশ্চিমবঙ্গ একটি নদীমাতৃক রাজ্য, নারীশিক্ষা ও সমাজ উন্নয়ন, নেতাজি সুভাষ চন্দ্র বোস ।
- তোমার পঞ্চায়েত মহাশয়কে এলাকার নিয়ে অনাধিক 100 শব্দের মধ্যে একটি পত্র লেখো?
27. সরল করো 1.007×6-5.9+2.31
ANS:- 2.452
- একটি রেডিও ১৬০ টাকায় কিনে ১৭৫ টাকায় বিক্রি করা হল। এতে কত লাভ বা লোকসান হল?
ANS:- 15 টাকা
- যদি ৪ জন পুরুষ বা ১২ জন বালক একটি কাজ তিনদিনে করতে পারে, তবে ১৪ জন পুরুষ ঐ কাজ কতদিনে করবে?
ANS:- ১২ জন পুরুষ ঐ কাজ করবে = ১ দিনে
- একটি বাঁশের 0.15 অংশ কাদায় ও 0.65 অংশ জলে ছিল বাঁশটি 20 মিটার লম্বা হলে কত মিটার জলের উপর ছিল?
ANS:- 4 মিটার।
- নিম্নলিখিত ইংরেজি শব্দগুলির বাংলা অর্থ লিখে অর্থবহ বাক্যে ব্যবহার কর:-
Letter, Drawing, Reach, Write, Monthly Income, Thank
- Letter:- I have written a letter.
- Drawing:- Ram has been drawing a picture.
- Reach:- The train has left before we reached the station.
- Monthly Income:- Monthly income of Shyam is twenty thousands rupees.
- Thanks :- Thanks for your request.
- বঙ্গানুবাদ করো:-
One May evening I took a taxi and went to Howrah Station to catch the Janasatabdi Express. The platform was a sea-of human heads and I had to push my way through the croud. I had got my seat reserved in advanced; so I did not find any difficulty in boarding the train.
ANS:- কোন এক মে মাসের সন্ধ্যায় আমি একটি ট্যাক্সি নিয়ে জনশতাব্দী এক্সপ্রেস ধরার জন্য হাওড়া স্টেশনে উপস্থিত হয়েছিলাম। স্টেশনের প্ল্যাটফর্মটি ছিল মানব সমুদ্র এবং আমাকে সেই ভিড়ের মধ্যে ধাক্কা দিতে দিতে পথ করে নিতে হয়েছিল। আগে থেকেই আমার বসার জায়গা আমি সংরক্ষিত করে রেখেছিলাম; এ কারণে ট্রেনে চড়তে আমার কোন অসুবিধা হয়নি।
ICDS Previous Year Question Paper Murshidabad Download Links:-
ICDS Previous Year Question Paper Murshidabad Download Link | |
ICDS Latest Vacancy Update | Click Here |