অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পরীক্ষার প্রশ্ন ও উত্তর (পুরুলিয়া) | ICDS Previous Year Question Paper Purulia in Bengali

পশ্চিমবঙ্গ সরকার সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প

অঙ্গনওয়াড়ি কর্মী নির্বাচন লিখিত পরীক্ষা

পুরুলিয়া

সময় :-২ ঘন্টা ৩০ মিনিট                                                                                                                                                  পূর্ণমান- ৭০

  1.  

(ক)পুরুলিয়া জেলার দুটি দ্রষ্টব্য স্থান লেখো?

ANS:- অযোধ্যা পাহাড়, সাহেব বাঁধ।

(খ) পশ্চিমবঙ্গে প্রবাহিত কোন নদীকে দূষণমুক্ত করার জন্য সরকারি পরিকল্পনা নেওয়া হয়েছে?

ANS:-  ভাগীরথী নদী।

(গ)তোমার ব্লকের প্রাথমিক স্বাস্থ কেন্দ্রটি কোথায়?

ANS:-

(ঘ)চাকরি এবং শিক্ষা ক্ষেত্রে সংরক্ষণ এর আওতায় তপসিলী জাতি ও উপজাতি ছাড়া র অন্য একটি সম্প্রদায় আনন্দ হয়েছে, সেটি কী?

ANS:- OBC

(ঙ) ভিটামিনের E এর অভাবে কী রোগ হয়?

ANS:- বান্ধত্ব।

(চ) পশ্চিমবঙ্গের একটি সংরক্ষিত বনভূমির নাম কী?

ANS:-  জলদাপাড়া।

(ছ) দুধের বিকল্প একটি উদ্ভিজ্জ প্রোটিন সমৃদ্ধ খাবারের নাম লিখো?

ANS:-   সয়াবিন।

(জ)বিখ্যাত দুজন বাঙালি বৈজ্ঞানিক এর নাম লেখো?

ANS:-   আচার্য প্রফুল্ল চন্দ্র রায় ও আচার্য জগদীশ চন্দ্র বসু।

(ঝ) শিক্ষক দিবসের সঙ্গে ভারতের কোন প্রক্তন রাষ্ট্রপতির নাম যুক্ত?

ANS:-   সর্বোপল্লি রাধাকৃষ্ণন।

(ঞ) এগুলি কী? ICDS, FA, ORS, PHC.

  • ICDSIntegrated Child Development Service.
  • FAFirst Aid.
  • ORSOral Rehydration Solution.
  • PHCPrimary Health Center.

(ট) গ্রামঞ্চলে গরিবদের কর্মসংস্থানের জন্য কী সরকারি পরিকল্পনা আছে ?

ANS:-  জোহর রোজগার যোজনা।

(ঠ) গ্রামাঞ্চলে গর্ভবতী মা এবং শিশুদের স্বাস্থরক্ষার পরামর্শ কার কাছ থাকে পাওয়া যায়?

ANS:-   অঙ্গনওয়াড়ি কর্মী, মাল্টি পারপাস হেলথ ওয়ারকার।

(ড) ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিন্মস্তরে নিরবচিত প্রতিনিধীদের কী বলা হয়?

ANS:-   গ্রামপঞ্চায়েত সদস্য।

(ঢ) লাল ত্রিকোণ ও রেড ক্রস কী?

ANS:-   লাল ত্রিকোণ হল ফেমেলী প্লানিং ডিপার্টমেন্টর প্রতীক চিহ্ন ও রেড ক্রস হল রোগমুক্তি ও জনস্বাস্থ রক্ষার একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান ।

2. সার্বিক সাক্ষরতা প্রকল্পের নানা দিক নিয়ে 150 শব্দের মধ্যে একটি রচনা লেখো ?

অথবা

সংবাদপত্রের বলয়ে তোমার একটি সামাজিক সমস্যার কথা তুলে ধরে  ( 150 শব্দ )

ICDS Previous Year Question Paper Purulia Download Links:-

ICDS Previous Year Question Paper Purulia Download Link  
ICDS Latest Vacancy Update Click Here