2017
PHYSICAL SCIENCE
Time: 3 Hours 15 Minutes
Full Mark: 90
বিভাগ – ‘ক’
- বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন (প্রতিটি প্রশ্নের নিচে চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে যেটি ঠিক সেটি লেখ) (1×15=15)
1.1 নিচের কোনটি গ্রীন হাউজ গ্যাস নয়?
- a) মিথেন
- b) জলীয় বাষ্প
- c) কার্বন ডাইঅক্সাইড
- d) অক্সিজেন
1.2 নিচের কোনটি চাপের SI একক?
- a) Nm²
- b) Nm–²
- c) Nm
- d) N
1.3 একটি গ্যাসের বাস্পঘনত্ব 32; নিচের কোনটি গ্যাসটির আণবিক ওজন?
- a) 8
- b) 16
- c) 32
- d) 64
1.4 নিচের কোনটির ওপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে?
- a) উষ্ণতা
- b) দৈর্ঘ্য
- c) উপাদানে প্রকৃতি
- d) প্রস্তুচ্ছেদ
1.5 দর্পণের বক্রতা ব্যাসার্ধ ও ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটি কি?
- a) f=2r
- b) f=r/2
- c) f=r/3
- d) f=3/2r
1.6 প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক সেটি কোনটি?
- a) লাল
- b) হলুদ
- c) বেগুনি
- d) সবুজ
1.7 নিম্নলিখিত ভৌত রাশি গুলির মধ্যে অ্যাম্পিয়ার কোনটি?
- a) কুলম্ব.সেকেন্ড
- b) ভোল্ট.ওহম –¹
- c) ভোল্ট.ওহম
- d) ভোল্ট –¹ ওহম
1.8 নিচের কোনটির রোধাঙ্ক ও উষ্ণতা বৃদ্ধির সাথে হ্রাস পায়?
- a) পরিবাহী
- b) অর্ধপরিবাহী
- c) অতি পরিবাহী
- d) অন্তরক
1.9 নীচের কোনটি æ, ß, γ রশ্মির আয়নায়ন ক্ষমতার সঠিক ক্রম?
- a) æ>ß>γ
- b) æ>γ>ß
- c) γ>ß>æ
- d) ß>æ>γ
1.10 নিচের কোনটির পারমানবিক ব্যাসার্ধ সর্বাধিক?
- a) K
- b) H
- c) Li
- d) Na
1.11 নিচের কোনটিতে সমযোজী বন্ধন বর্তমান?
- a) হাইড্রোজেন ক্লোরাইড
- b) সোডিয়াম ক্লোরাইড
- c) লিথিয়াম হাইড্রাইড
- d) ক্যালশিয়াম অক্সাইড
1.12 নিচের কোনটি জলীয় দ্রবণে একটি মৃদু তড়িৎবিশ্লেষ্য?
- a) CH³COOH
- b) NaOH
- c) H²SO⁴
- d) NaCI
1.13 নিচের কোনটি আদ্র অ্যামোনিয়াকে শুষ্ক করতে ব্যবহৃত হয়?
- a) গাঢ় H²SO⁴
- b) P²O5
- c) CaO
- d) CaCI²
1.14 নিচের কোনটি অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক?
- a) বক্সাইট
- b) হেমাটাইট
- c) ম্যালাকাইট
- d) চ্যালকোপাইরাইটস
1.15 নিচের কোনটি অ্যালডিহাইডের কার্যকরী গ্ৰুপ?
- a) -OH
- b) -CHO
- c) >C=O
- d) -COOH
বিভাগ – ‘খ’
- নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): (1×10=10)
2.1 শূন্যস্থান পূরণ কর:
ট্রপোস্ফিয়ারে উচ্চতা বারার সঙ্গে উষ্ণতা_______।
অথবা
ভূ-উষ্ণতা বৃদ্ধির একটি ক্ষতিকর প্রভাব উল্লেখ কর।
2.2 UV রশ্মির প্রভাবে ক্লোরোফ্লোয়োরোকার্বন থেকে নির্গত কোন পরমাণুটির ওজন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে দেয়?
2.3 নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখ:
একই উষ্ণতা ও চাপে সমআয়তন CO² ও N² গ্যাসের মধ্যে অণুর সংখ্যা পৃথক।
উত্তরঃ-
2.4 বয়েলের সূত্র অনুসারে অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে সম্পর্ক টি লেখ।
2.5 তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুনাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য?
অথবা
তাপ পরিবাহিতাঙ্কের SI একক কি?
2.6 আলোকের বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও।
2.7 কোন ধরনের লেন্সের দ্বারা হ্রস্বদৃষ্টির প্রতিকার করা যায়?
2.8 যদি তড়িৎপ্রবাহের অভিমুখ বিপরীত করা হয় তাহলে বালোচক্রের গতিতে কি পরিবর্তন ঘটবে?
2.9 1 কুলম্ব তড়িৎ আধান কে 1 ভোল্ট বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কত কার্য করতে হবে?
2.10 তেজস্ক্রিয় পরমাণুর কোন অংশ থেকে ß কণা নির্গত হয়?
অথবা
238U92 থেকে æ কনার নিঃসরণের ফলে যে মৌলটি উৎপন্ন হয় তার পারমাণবিক সংখ্যা কত?
2.11 ‘বাম’ স্তম্ভের সঙ্গে ‘ডান’ স্তম্ভের সামঞ্জস্য বিধান কর: (1×4=4)
2.12 F² অণুর লুইস ডট চিত্র অঙ্কন কর। (F=9)
2.13 বিশুদ্ধ জলে অল্প পরিমাণ সালফিউরিক অ্যাসিড যোগ করলে উৎপন্ন দ্রবণের তড়িৎ পরিবাহিতা বিশুদ্ধ জলের থেকে বেশি হয় কেন?
অথবা
কোনো তড়িৎ বিশ্লেষ্যের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণে তড়িৎ এর বাহক কারা?
2.14 Cu -তড়িৎদ্বার ব্যবহার করে CuSO⁴ এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কোন আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয়?
2.15 লেড নাইট্রেটর জলীয় দ্রবণে H²S গ্যাস চালনা করলে যে কালো রং এর অধঃক্ষেপ পড়ে তার সঙ্গে লেখো। অথবা
আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেটের জলীয় দ্রবণে H²S গ্যাস চালনা করলে বর্ণের কি পরিবর্তন হয়?
2.16 ইউরিয়া উৎপাদনে দুটি পদার্থ ব্যবহৃত হয়, একটি অ্যামোনিয়া অপরটি কি?
2.17 পলি (ভিনাইল ক্লোরাইড) এর একটি ব্যবহার উল্লেখ কর।
2.18 CH³CH²CH²OH এর IUPAC নাম লেখ।
অথবা
CH³CH²OH এর একটি সমবয়বের গঠন সংকেত লেখ।
বিভাগ – ‘গ’
- নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়): (2×9=18)
3.1 কোনো জ্বালানির তাপনমূল্য বলতে কি বোঝায়? কয়লা ও ডিজেলের মধ্যে কোনটির তাপন মূল্য বেশি?
3.2 STP -তে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন 52m³ হলে অপরিবর্তিত উষ্ণতায় 104 cmHg চাপে গ্যাসটির আয়তন কত হবে?
অথবা
4 অ্যাটমস্ফিয়ার চাপে ও 300K উষ্ণতায় 8 g H² গ্যাসের (H=1) আয়তন কত হবে? (R=0.082 লিটার- অ্যাটমস্ফিয়ার মোল–¹ K–¹)
3.3 কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর বেগের ওপর কিভাবে নির্ভর করে?
অথবা
গাড়ির হেডলাইটে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয় ও কেন?
3.4 ভাস্বর বাতি ব্যবহারের চেয়ে CFL বাতি ব্যবহারের দুটি সুবিধা উল্লেখ কর।
3.5 চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ পারে, কেন?
অথবা
সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ওজনের বদলে সাংকেতিক ওজন কথাটি ব্যবহার করা সঙ্গত কেন?
3.6 ন্যাপথলিন ও সোডিয়াম ক্লোরাইড এর নিচের দুটি ধর্মের তুলনা কর:
গলনাঙ্ক ও জলের দ্রাব্যতা।
3.7 কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় এমন একটি গ্যাসের নাম করো। গ্যাসটি প্রস্তুতির বিক্রিয়ার সমীত রাসায়নিক সমীকরণ।
3.8 জিংক অক্সাইড থেকে কিভাবে জিংক ধাতু পাওয়া যায়?
বিক্রিয়াটি সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখ।
অথবা
CuSO⁴ এর জলীয় দ্রবণে জিংক এর একটি টুকরো যোগ করলে কি হয় ? ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে দেখাও যে এটি একটি জারণ-বিজারণ বিক্রিয়া।
3.9 ইথিলিন এর গঠন সংকেতের সাহায্যে দেখাও যে এটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন ।
অথবা
ডিনেচার্ড স্পিরিট কি?
বিভাগ – ‘ঘ’
- নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):
4.1 গ্যাস সংক্রান্ত চার্লস সূত্রটি বিবৃত কর এবং সূত্রটিকে লেখচিত্রের (v বনাম t) সাহায্যে প্রকাশ কর । (2+1)
4.2 অ্যামোনিয়াম সালফেটকে কস্টিক সোডা দ্রবণ সহ উত্তপ্ত করে 6.8g অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন হবে? (H=1, N=14, O=16, S=32) 3
অথবা
CaCO³ এর সঙ্গে লঘু HCI এর বিক্রিয়ায় CaCI², CO² ও H²O উৎপন্ন হয়। 50.0 g CaCO³ থেকে 55.5 g CaCI², 22.0 g CO² ও 9.0 g H²O উৎপন্ন করতে কত গ্ৰাম HCI এর প্রয়োজন হবে? প্রয়োজনীয় HCI এর মোল সংখ্যা কত? (H=1, CI=35.5) (2+1)
4.3 স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? এর মান কত? (2+1)
অথবা
তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে দুটি সাদৃশ্যের উল্লেখ করো। উচ্চ তাপপরিবাহিতা বিশিষ্ট একটি অধাতুর নাম কর। ( 2+1)
4.4 আলোকের প্রতিসরণ সংক্রান্ত সূত্রটি বিবৃত কর। দ্বিতীয় সূত্রে গাণিতিক রূপটিও লেখ। (2+1)
4.5 অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের দৈর্ঘ্য সম্পর্কটি নির্ণয় কর। 3
অথবা
একটি আলোগ্রশী প্রিজমের মধ্যে দিয়ে যায় দেখাও যে চ্যুতিকোণের মান। 3
4.6 তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলি লেখ । পরিবর্তি তড়িৎ প্রবাহ বলতে কী বোঝায়? (2+1)
4.7 440 ওহম রোধের বাতিকে 220 ভোল্ট মেনসে 10 ঘন্টার সঙ্গে যুক্ত করা হল ।ব্যায়িত তড়িৎ শক্তির পরিমাণ BOT এককে নির্ণয় কর। 3
অথবা
6 ওহম রোধের ধাতব তারকে টানা হলো যাতে এর দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্যের দ্বিগুণ হয় অন্তিম রোধ কত হবে? 3
4.8 ভর ত্রুটি বলতে কী বোঝায়? নিউক্লিয় সংযোজনে যে শক্তি মুক্ত হয় তার উৎস কি? (2+1)
4.9 মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম বলতে কী বোঝায় একটি উদাহরণ সহ লেখ । একটি ধর্মের উল্লেখ করো যেটি পর্যায়বৃত্ত ধর্ম নয়। (2+1)
অথবা
মৌলের তড়িৎঋণাত্মকতা বলতে কী বোঝায়? ওপর থেকে নিচের দিকে দীর্ঘ পর্যায়সারণির গ্রুপ 1 মৌলগুলির তড়িৎঋণাত্মকতা কিভাবে পরিবর্তিত হয়? (2+1)
4.10 তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য দায়ী? অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথডে ও অ্যানোডে কি কি বিক্রিয়া সংঘটিত হয়? (1+2)
4.11 স্পর্শ পদ্ধতিতে SO² থেকে SO³ এর শিল্প উৎপাদনের শর্তসহ সমিত রাসায়নিক সমীকরণ লেখ। উৎপন্ন SO³ থেকে কিভাবে H²SO⁴ প্রস্তুত করা হয়? (2+1)
4.12 অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেনের যুত বিক্রিয়ার শর্ত উল্লেখ সহ সমিত রাসায়নিক সমীকরণ লেখ। LPG –র একটি ব্যবহার উল্লেখ করো। (2+1)
অথবা
কিভাবে পরিবর্তিত করবে?
CH³ CH² OH → CH² = CH²
প্রকৃতিতে জৈব পলিমার প্রোটিনের বায়োডিগ্ৰেডেশন হয় কিভাবে? (2+1)
Madhyamik 2017 Physical Science Question Paper Download Important Links:-
Madhyamik 2017 Physical Science Question Paper Download Link | Click Here |
Madhyamik Physical Science Question Pattern and Syllabus | Click Here |