মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন 2024 | Madhyamik Physical Science Suggestion 2024

Madhyamik Physical Science Suggestion 2024 | Madhyamik Physical Science Suggestion | Madhyamik 2024 Physical Science Suggestion | Madhyamik Physical Science Last Minute Suggestion 2024 | Class 10 Physical Science Suggestion 2024 | Madhyamik Physical Science MCQ Suggestion 2024 | Madhyamik Physical Science SAQ Suggestion 2024 | Madhyamik Physical Science Full Suggestion 2024 | West Bengal Class 10th Physical Science Suggestion 2024 | মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন 2024 | ভৌত বিজ্ঞান সাজেশন 2024 | ভৌত বিজ্ঞান সাজেশন | দশম শ্রেণী ভৌত বিজ্ঞান সাজেশন

প্রিয় মাধ্যামিক শিক্ষার্থী, যারা এই বছর অর্থাৎ Madhyamik 2024 Exam দেবে, তাদের জন্য আমারা নিয়ে এসেছি Madhyamik Physical Science Suggestion 2024 – মাধ্যামিক ভৌত বিজ্ঞান সাজেশন 2024 । বিভিন্ন বিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা তৈরি করা আমাদের এই Madhyamik Physical Science Suggestion 2024 – ভৌত বিজ্ঞান সাজেশন 2024 । আশাকরি আপনাদের সকলের খুব সাহায্যকারী হয়ে উঠবে এই মাধ্যামিক ভৌত বিজ্ঞান সাজেশন 2024 ।

Madhyamik Physical Science Suggestion 2024

পরিবেশের জন্য ভাবনা : Madhyamik Physical Science Suggestion 2024

পরিবেশের জন্য ভাবনা থেকে মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন 2024: প্রতিটি প্রশ্নের মান = 2

  1. বিশ্ব উষ্ণায়নের সম্ভাব্য প্রভাবগুলি কী কী?
  2. জ্বালানির তাপন মূল্য কাকে বলে? সৌর কোষের দুটো ব্যবহার লেখ।
  3. জীবাশ্ম জ্বালানির সংরক্ষণের প্রয়োজনীয়তা কী?
  4. বায়োগ্যাস তথা বায়োফুয়েলের দুটি প্রধান ব্যবহার লেখো।
  5. পরিবেশের উপর ওজন ধ্বংসের দুটি প্রভাব লেখ?
  6. ওজোনস্তর ধ্বংসের আলোক রাসায়নিক বিক্রিয়া দুটি লেখ?
  7. বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্তমণ্ডল বলা হয় এবং কেন?
  8. গ্যাসহোল কী? এর ব্যবহার লেখো।
  9. জীবাশ্ম জ্বালানি কী? উদাহরণ দাও।
  10. গ্রিন হাউস এফেক্ট কী?
  11. বিশ্ব উষ্ণায়ন কী?

পরিবেশের জন্য ভাবনা থেকে মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন 2024: প্রতিটি প্রশ্নের মান = 1

  1. মেথানোজেনিক ব্যাকটেরিয়া কোন্ গ্যাস উৎপন্ন করে?
  2. বায়ুমণ্ডলের প্রধান উপাদান কী কী?
  3. কলকাতা ও দার্জিলিংয়ের মধ্যে কোন জায়গায় উষ্ণতা অপেক্ষাকৃত কম?
  4. মিথেন হাইড্রেটের সংকেত কী?
  5. বায়োফুয়েলের একটি ব্যবহার লেখো।
  6. CFC থেকে উৎপন্ন কোন্ মুক্তমূলক, ওজোনস্তর ধ্বংসের জন্য দায়ী?
  7. স্প্রে-বোতলে থাকা কোন গ্যাস, ওজোনস্তর ধ্বংসের জন্য দায়ী?
  8. কোন্ রশ্মি গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী?
  9. একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম লেখো।
  10. বায়োগ্যাসের একটি ব্যবহার লেখো।
  11. বায়োগ্যাস প্ল্যান্টে যেসব ব্যাকটেরিয়া বায়োমাসকে মিথেন গ্যাসে বিয়োজিত করে, তাদেরকে কী বলে?
  12. সুপারসনিক প্লেন থেকে নির্গত কোন্ গ্যাস ওজোনস্তর ধ্বংসের জন্য দায়ী?
  13. কাঠকয়লা, পেট্রোল ও ইথানলের মধ্যে কোন্‌টি জীবাশ্ম জ্বালানি?
  14. জ্বালানির তাপনমূল্যের একক লেখো।
  15. সূর্যের অতিবেগুনি রশ্মি বায়ুমণ্ডলের কোন্ স্তরে শোষিত হয়?

 

গ্যাসের আচরণ: Madhyamik Physical Science Suggestion 2024

গ্যাসের আচরণ মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন 2024: প্রতিটি প্রশ্নের মান = 3

  1. বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রোর সূত্রের সমন্বয়ে আদর্শ গ্যাসের সমীকরণ প্রতিষ্ঠা করো।
  2. চার্লসের সূত্রটি বিবৃত করো এবং এই সূত্রের সাহায্যে পরমশূন্য উষ্ণতার মান নির্ণয় করো।
  3. চার্লসের সূত্রের বিকল্প রূপটি প্রতিষ্ঠা করো এবং বিবৃত করো।
  4. বয়েল ও চার্লসের সূত্র দুটির সমন্বিত রূপটি প্রতিষ্ঠা করো।
  5. গে-লুকাসের গ্যাস-আয়তন সূত্রটি বিবৃত করো এবং অ্যাভোগাড্রোর সূত্রের সাহায্যে প্রতিষ্ঠা করো।
  6. গ্যাসের গতীয় তত্ত্বের মূল স্বীকার্যগুলি লেখো।
  7. আদর্শ গ্যাস থেকে বাস্তব গ্যাসগুলির বিচ্যুতির কারণ লেখো।
  8. বয়েলের সূত্রটি বিবৃত করো। বেলুনে ফুঁ দিলে বেলুনের আয়তন বাড়ে এবং চাপও বাড়ে। এখানে বয়েলের সূত্রটি কী লঙ্ঘিত হয়?
  9. গ্যাসের ব্যাপন বলতে কী বোঝো? গ্যাসের আয়তনের উপর চাপের প্রভাব উল্লেখ করো।
  10. গ্যাস অণুগুলির গড় বেগ বলতে কী বোঝ? গ্যাস অণুগুলির বেগের ও চাপের উপর উষ্ণতার প্রভাব উল্লেখ করো।

গ্যাসের আচরণ মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন 2024: প্রতিটি প্রশ্নের মান = 2

  1. চার্লসের সূত্রটি বিবৃত কর। অ্যাভোগাড্রো সূত্রটি লেখ।
  2. গাণিতিক রূপসহ বয়েলের সূত্রটি লেখ।
  3. আদর্শ গ্যাস সমীকরণের মাত্রিক বিশ্লেষণ দ্বারা R এর একক নির্ণয় কর।
  4. STP তে আদর্শ গ্যাসের মোলার আয়তনের মান কত?
  5. আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস কাকে বলে।
  6. গ্যাসের ব্যাপন কি? ব্যাপন গ্যাসের অনুর বিষয়ে কি ধারণা দেয়।

গ্যাসের আচরণ মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন 2024: প্রতিটি প্রশ্নের মান = 1

  1. কোন অবস্থায় বাস্তব গ্যাস, আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে?
  2. SI পদ্ধতিতে চাপের একক কী ?
  3. SI-তে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান কত?
  4. বয়েল সূত্রের গাণিতিক রূপটি লেখো।
  5. 30°C এবং 300 K-এর মধ্যে কোন্ উন্নতার মান বেশি?
  6. পরম শূন্য উন্নতায় গ্যাসের আয়তন কত হয়?
  7. সত্য না মিথ্যা নির্দেশ করো: PV = কার্য বা শক্তি।
  8. PV = WRT — এই সমীকরণে M-এর একক কী?
  9. কোন্‌টি হালকা—আর্দ্র বায়ু না শুষ্ক বায়ু?
  10. লেখচিত্র আঁকো—আদর্শ গ্যাসের ক্ষেত্রে স্থির ভর, স্থির উন্নতায় PV বনাম
  11. উষ্ণতা সেলসিয়াস স্কেলে চার্লস সূত্রের গাণিতিক রূপটি লেখো ।
  12. আদর্শ গ্যাস অণুগুলির মধ্যে আকর্ষণ বলের মান
  13. “পরম শূন্য উন্নতায় আদর্শ গ্যাসের চাপ/আয়তন কত?
  14. বয়েল ও চার্লস সূত্র দুটোতেই যে ভৌতরাশিকে ধ্রুবক করা হয় তার নাম লেখো।
  15. বয়েলের সূত্র অনুসারে অপরিবর্তিত উন্নতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে সম্পর্কটি লেখো।
  16. স্থির চাপে কত ডিগ্রি সেলসিয়াস উন্নতায় চার্লস সূত্র অনুসারে কোনো আদর্শ গ্যাসের আয়তন 273°C শূন্য হবে?
  17. STP-তে কত গ্রাম N, গ্যাসের আয়তন ও চাপের গুণফল 224 লিটার অ্যাটমোস্ফিয়ার? (N=14)
  18. STP-তে 1 মোল নাইট্রোজেন পরমাণুর আয়তন 4 L (সত্য/মিথ্যা নির্ণয় করো)
  19. একই উয়তা ও চাপে সমআয়তন CO, ও N, গ্যাসের মধ্যে অণুর সংখ্যা পৃথক। (সত্য/মিথ্যা নির্ণয় করো)।
  20. অ্যাভোগাড্রো সূত্রে গ্যাসের অণুগুলির আয়তন গণ্য করা হয়। (সত্য/মিথ্যা নির্ণয় করো)

 

আলো: Madhyamik Physical Science Suggestion 2024

আলো মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন 2024: প্রতিটি প্রশ্নের মান = 3

  1. অবতল দুর্পনের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটি নির্ণয় করো।
  2. আলোকের প্রতিসরণ সংক্রান্ত সূত্র দুটি বিবৃত করো। দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপটি লেখো।
  3. একটি বস্তুর দৈর্ঘ্য ৫ সেমি। এটিকে উত্তল লেন্সের সামনে ২ সেমি দূরত্বে রেখে ১০ সেমি দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া গেল? রৈখিক বিবর্ধন ও প্রতিবিম্ব কত?
  4. উত্তল দর্পন কোনো বস্তুর প্রতিবিম্ব কীভাবে গঠন করে চিত্রের সাহায্যে দেখাও এবং প্রতিবিম্বের বৈশিষ্ট্য লেখো।
  5. উত্তল লেন্সের সাহায্যে কীভাবে সমশীর্ষ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা যায়? কোন ধরণের লেন্সের সাহায্যে দীর্ঘ দৃষ্টি প্রতিকার করা যায়?
  6. অবতল দর্পণ কীভাবে কোনো বিস্তৃত বস্তুর সদ, বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে তা রেখাচিত্রের সাহায্যে দেখাও।
  7. অবতল দর্পন কীভাবে কোনো বিস্তৃত বস্তুর অসদ,বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে তা রেখাচিত্রের সাহায্যে দেখাও।
  8. দন্ত চিকিৎসকরা কী ধরণের দর্পণ ব্যবহার করেন? কাচ ফলকের প্রতিসরণের ফলে আলোকরশ্মির চ্যুতি হয় না কেন?
  9. একটি উত্তল লেন্স থেকে ২০ সেমি দূরে একটি বস্তু রাখার ফলে উৎপন্ন প্রতিবিম্ব লেন্সের কোনো দিকেই পাওয়া গেল না৷ ওই লেন্সের ফোকাস দূরত্ব কত? বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক ১.৫ হলে কাচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত?

আলো মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন 2024: প্রতিটি প্রশ্নের মান = 2

  1. আলোর প্রতিসরণের সূত্র দুটি লেখ।
  2. আলোর প্রতিসরণ ও বিচ্ছুরণের দুটি পার্থক্য ?
  3. চিত্রসহ উত্তল লেন্সের মুখ্য ফোকাস এর সংজ্ঞা দাও।
  4. উত্তল লেন্সের আলোককেন্দ্রর সংজ্ঞা দাও।
  5. কোনো লেন্সের আলোককেন্দ্র বলতে কী বোঝায়?
  6. গাড়ির রিয়ার ভিউ মিরর বা ভিউ ফাইন্ডার হিসাবে কোন দর্পন ব্যবহার করা হয় এবং কেন?
  7. গাড়ির হেডলাইটে কী ধরণের দর্পণ ব্যবহার করা হয় এবং কেন?
  8. কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর বেগের উপর কীভাবে নির্ভর করে?
  9. উত্তল লেন্স দ্বারা কোন ধরণের দৃষ্টি ত্রুটি প্রতিকার হয়?
  10. প্রতিবিম্বের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো।

আলো মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন 2024: প্রতিটি প্রশ্নের মান = 1

  1. শূন্য মাধ্যমে আলোর বেগের মান কত?
  2. ক্যামেরায় কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়?
  3. লেন্সের আলোককেন্দ্রগামী কোনো আলোকরশ্মির চ্যুতি কত হয়?
  4. প্রাকৃতিক বর্ণালির উদাহরণ দাও।
  5. সাদা আলোর বিশুদ্ধ বর্ণালির প্রান্তিক বর্ণ দুটি কী কী?
  6. সরল ক্যামেরাতে কী ধরনের লেন্স ব্যবহৃত হয়?
  7. আলোর কোন ধর্মের জন্য পৃথিবীর আকাশকে নীল দেখায়?
  8. অবতল দর্পণের সামনে কোনো বস্তুকে কোথায় রাখলে বস্তুটির অসদ্ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয়?
  9. একটি বস্তুকে উত্তল লেন্সের ফোকাসে রাখা হলে বস্তুটির প্রতিবিম্ব কোথায় গঠিত হবে?
  10. X-রশ্মি, y-রশ্মি ও অতিবেগুনি রশ্মির মধ্যে কোন প্রকার রশ্মির কম্পাঙ্ক সবথেকে কম?
  11. কোন্ ক্ষেত্রে স্নেলের সূত্রটি প্রযোজ্য নয়?
  12. দৃশ্যমান আলোর মধ্যে কোন্ বর্ণের আলোর বিক্ষেপণ সবথেকে বেশি হয়?
  13. অবতল দর্পণ থেকে কত দূরে বস্তু রাখলে প্রতিবিম্ব ও বস্তুর আকার সমান হয়।
  14. জলের মধ্যে থাকা বায়ু বুদবুদ কী ধরনের লেন্সের মতো আচরণ করে?
  15. একটি অবতল দর্পণকে জলে নিমজ্জিত করা হলে তার ফোকাস দৈর্ঘ্য
  16. কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর বেগের ওপর কীভাবে নির্ভর করে?
  17. 5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমে আলোর বেগ কত?
  18. লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠনে আলোর কোন ধর্ম ব্যবহৃত হয়?
  19. ক্যামেরায় কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়?
  20. একটি প্রিজমের আয়তাকার তল ক-টি?
  21. বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 5 হলে, কাচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত?
  22. দুটি মাধ্যমে প্রতিসরণের সময়, লম্ব আপতনের ক্ষেত্রে কোনো আলোকরশ্মির কৌণিক চ্যুতির পরিমাণ কত?
  23. একটি অবতল দর্পণের বক্তৃতা কেন্দ্রে রাখা বস্তুর প্রতিবিম্বের বিবর্ধনের মান ——। (শূন্যস্থান পূরণ করো)
  24. গাড়ির হেডলাইটে কোন ধরনের গোলীয় দর্পণ ব্যবহৃত হয়?
  25. কোনো আলোকরশ্মি অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে গেলে আপতন কোণ কত হবে?]
  26. দন্ত চিকিৎসকরা কী ধরনের দর্পণ ব্যবহার করেন?
  27. আলোকের বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও।
  28. কোন্ ধরনের লেন্সের দ্বারা হ্রস্বদৃষ্টির প্রতিকার করা হয়?
  29. আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আপতন কোণ ও প্রতিসরণ কোণের মধ্যে কোন্‌টি
  30. মোটরগাড়ির ভিউ ফাইন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয়?

 

চলতড়িৎ: Madhyamik Physical Science Suggestion 2024

চলতড়িৎ মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন 2024: প্রতিটি প্রশ্নের মান = 3

  1. জলবিদ্যুৎ উৎপাদনের ভিত্তিগত কৌশলটি সংক্ষেপে লেখো।
  2. একই উপাদানের দুটি সমান দৈর্ঘ্যবিশিষ্ট তার আছে। একটির ব্যাসার্ধ আর একটি ব্যাসার্ধের দ্বিগুণ। এদের রোধের অনুপাত কত?
  3. ১০ ওহম রোধবিশিষ্ট একটি তারকে সমান দুভাগে ভাগ করে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হল । তুল্যরোধ কত হবে নির্ণয় কর।
  4. একটি বৈদ্যুতিক বাতিকে 220V মেইনসের সঙ্গে যুক্ত করলে 1A তড়িৎপ্রবাহ ঘটে। তাই বাতিকে 110V মেইনসের সঙ্গে যুক্ত করলে কত তড়িৎ প্রবাহ হবে?
  5. দুটি পরিবাহীর প্রান্তীয় বিভবপ্রভেদ সমান পরিবাহী দুটির মধ্য দিয়ে প্রবাহমাত্রার অনুপাত 5:4 হলে পরিবাহী দুটির রোধের অনুপাত কত?
  6. দুটি ১০ ওহম রোধককে শ্রেণি সমবায়ে যুক্ত করে সমবায়টি একটি ২০ ওহম রোধকের সাথে সমান্তরাল সমবায়ে যোগ করা হল । অন্তিম সমবায়ের তুল্যরোধ নির্ণয় করো।
  7. তাপবিদ্যুৎ উৎপাদনের ভিত্তিগত কৌশল সংক্ষেপে আলোচনা করো।
  8. 220V-60W ও 110V-60W দুটি বাতির রোধের অনুপাত নির্ণয় করো।

চলতড়িৎ মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন 2024: প্রতিটি প্রশ্নের মান = 2

  1. শর্ট সার্কিট কী?
  2. কোনো তড়িৎকোশের তড়িৎচালক বল 5V বলতে কী বোঝো?
  3. তড়িৎচালক বল ও বিভবপ্রভেদের দুটি পার্থক্য ও একটি সাদৃশ্য লেখো।
  4. গাণিতিক রূপসহ ওহমের সূত্রটি লেখ।
  5. ফ্লেমিং-এর বামহস্ত নিয়মটি লেখো।
  6. বৈদ্যুতিক মোটরের শক্তি বৃদ্ধির উপায়গুলি লেখ।
  7. অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্রটি বিবৃত করো।
  8. কোশের অভ্যন্তরীণ রোধ কী কী বিষয়ের উপর কীভাবে নির্ভর করে?
  9. তড়িৎচুম্বকীর আবেশ সংক্রান্ত লেঞ্জের সূত্রটি লেখো।
  10. পরিবাহীর রোধ পরিবাহীর দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের উপর কীভাবে নির্ভর করে?

চলতড়িৎ মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন 2024: প্রতিটি প্রশ্নের মান = 1

  1. তড়িৎ কয় রকমের ও কী কী ?
  2. 1 কুলম্ব আধান কাকে বলে?
  3. 1 ভোল্ট তড়িৎবিভব বলতে কী বোঝায়?
  4. তড়িৎচালক বল—বল না শক্তি?
  5. থ্রি-পিন প্লাগের উপরের দিকের মোটা পিনকে কী বলে?
  6. একটি যন্ত্রের নাম লেখো, যাতে তড়িৎচুম্বক ব্যবহৃত হয়।
  7. আন্তর্জাতিক নিয়মানুসারে, নিউট্রাল তারের রং কী হয়?
  8. তড়িৎক্ষমতার SI একক কী?
  9. কোন্ বালবে অত্যধিক পারদজনিত দূষণ ঘটে?
  10. 1 ওয়াট-ঘণ্টা = কত জুল?
  11. কোন্ মূলনীতির ওপর ভিত্তি করে জেনারেটর বা ডায়নামো কাজ করে?
  12. চৌম্বকক্ষেত্রে অবস্থিত কোনো তড়িৎবাহী তারের ওপর ক্রিয়ারত বলের অভিমুখ কোন্ নিয়ম দ্বারা নির্ণয় করা হয়?
  13. অ্যামপেয়ার × ঘণ্টা—কীসের একক?
  14. বাড়িতে ব্যবহৃত বাতিগুলি মেইন লাইনের সঙ্গে কীভাবে যুক্ত থাকে?
  15. উয়তা বৃদ্ধিতে অর্ধপরিবাহীর রোধাঙ্ক কমে। (সত্য/মিথ্যা নির্ণয় করো)
  16. 1 কুলম্ব তড়িতাধানকে 1 ভোল্ট বিভবপ্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কত কার্য করতে হবে?
  17. একটি অর্ধপরিবাহীর উদাহরণ দাও।
  18. পরিবাহিতাঙ্কের অন্যোন্যককে কী বলে?
  19. ডায়নামোতে কোন ধরনের শক্তি তড়িৎশক্তিতে রূপান্তরিত হয়?
  20. একই পরিবাহী পদার্থের একটি সরু তার ও একটি মোটা তারের দৈর্ঘ্য সমান। একই বিভবপ্রভেদে রাখলে তাদের কোনটির মধ্যে দিয়ে তড়িৎপ্রবাহ বেশি হবে?

 

পর্যায় সারণী: Madhyamik Physical Science Suggestion 2024

পর্যায় সারণী মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন 2024: প্রতিটি প্রশ্নের মান = 3

  1. পর্যায়সারণির পর্যায় ও শ্রেণি বরাবর পারমাণবিক ব্যাসার্ধের কীরূপ পরিবর্তন হয় এবং কেন?
  2. মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম বলতে কী বোঝ? একটি উদাহরণ সহ লেখ। একটি ধর্মের উল্লেখ করে৷ যেটি পর্যাবৃত্ত ধর্ম নয়।
  3. মোজলের পরীক্ষার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কী? পর্যায়সারণির ক্ষেত্রে এই সিদ্ধান্তের গুরুত্ব কী?
  4. পর্যায়সারণি সম্পর্কিত লোথার মেয়ারের প্রকল্পটি বিবৃত করো। মেন্ডেলিফের পর্যায় সারণির ত্রুটি লেখো।

পর্যায় সারণী মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন 2024: প্রতিটি প্রশ্নের মান = 2

  1. আদর্শ মৌল কাদের বলা হয় এবং কেন? পর্যায়সারণিতে এদের অবস্থান কোথায়?
  2. পর্যায়বৃত্ততা বা পর্যায়বৃত্তিক ধর্ম বলতে কী বোঝ? উদাহরণ দাও । এই ধর্ম উৎপত্তির কারণ কী?
  3. সন্ধিগত মৌল কাদের বলা হয় এবং কেন? পর্যায়সারণিতে এদের অবস্থান কোথায়?
  4. Ncl এবং মিথেনের মধ্যে দুটি ভৌত ধর্মের পার্থক্য লেখ।
  5. একটি পরমাণুর পারমাণবিক সংখ্যা কত?
  6. ওই পরমাণুর দ্বারা গঠিত মৌলিক অনুটির ডট গঠন দেখাও।

পর্যায় সারণী মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন 2024: প্রতিটি প্রশ্নের মান = 1

  1. পর্যায় সারণির কোন শ্রেণিতে কঠিন, তরল এবং গ্যাসীয়—এই তিনপ্রকার মৌলই অবস্থান করে?
  2. মেন্ডেলিভের পর্যায় সারণিতে কোন্ শ্রেণিটি অনুপস্থিত ছিল?
  3. মেন্ডেলিভের পর্যায় সারণিতে দ্বিতীয় পর্যায়ে প্রথম পর্যায় অপেক্ষা ক-টি মৌল বেশি আছে?
  4. I, FCI, Br-কে ক্রমবর্ধমান তড়িৎ-ঋণাত্মকতা অনুসারে সাজাও।
  5. একটি বরধাতুর উদাহরণ দাও।
  6. Li, B, N এবং F-কে তড়িৎ-ঋণাত্মকতার ঊর্ধ্বক্রমে সাজাও।
  7. ‘পারমাণবিক ভর অপেক্ষা পারমাণবিক সংখ্যা মৌলের প্রাথমিক ধর্ম”-কোন্ বিজ্ঞানী এটি প্রমাণ করেন?
  8. Li, Rb, K, Na-কে আয়নাইজেশন শক্তির ঊর্ধ্বক্রমে সাজাও।
  9. আধুনিক দীর্ঘ পর্যায় সারণির কোন শ্রেণিতে নিষ্ক্রিয় মৌলগুলিকে রাখা হয়েছে?
  10. পর্যায় সারণির দ্বিতীয় পর্যায়ে অবস্থিত নিষ্ক্রিয় মৌলটির নাম কী?
  11. একটি ইউরেনিয়ামোত্তর মৌলের উদাহরণ হল
  12. তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌলটির নাম লেখো।

 

আয়নীয় ও সমযোজী বন্ধন: Madhyamik Physical Science Suggestion 2024

আয়নীয় ও সমযোজী বন্ধন মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন 2024: প্রতিটি প্রশ্নের মান = 2

  1. তড়িৎযোজী ও সমযোজী যৌগের দুটি ধর্মের তুলনা করো।
  2. চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহণ করতে পারে না, কিন্তু সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ পারে। কেন?
  3. সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক গ্লুকোজের গলনাঙ্ক থেকে অনেকটা বেশি কেন ব্যাখা করো।

আয়নীয় ও সমযোজী বন্ধন মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন 2024: প্রতিটি প্রশ্নের মান = 1

  1. কোন্ সমযোজী যৌগের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহণ করে?
  2. একটি তরল এবং একটি কঠিন সমযোজী যৌগের নাম লেখো।
  3. দৈনন্দিন জীবনে ব্যবহৃত একটি সমযোজী এবং একটি তড়িৎযোজী যৌগের নাম লেখো।
  4. কোন্ শর্তে NaCl তড়িৎ পরিবহণ করে?
  5. কঠিন NaCl কেলাসে, একটি Nat-এর চারদিকে ক-টি CI- উপস্থিত থাকে?
  6. কঠিন অবস্থায় আয়নীয় যৌগের তড়িৎ পরিবহণের অক্ষমতার কারণ কী?
  7. LiH-এ উপস্থিত ক্যাটায়ন ও অ্যানায়নগুলি উল্লেখ করো।
  8. ম্যাগনেশিয়াম ক্লোরাইড যৌগে উপস্থিত অ্যানায়নটির সংকেত লেখো।
  9. একটি মৌলিক অণু এবং একটি যৌগিক অণুর নাম লেখো, যাতে ত্রিবন্ধন উপস্থিত।
  10. হাইড্রোজেন দ্বারা গঠিত একটি আয়নীয় যৌগের নাম লেখো।
  11. হাইড্রোজেন ক্লোরাইড অণুতে কোন ধরনের বন্ধন বর্তমান?
  12. N, অণুর লুইস ডট্ চিত্র অঙ্কন করো।

 

তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া: Madhyamik Physical Science Suggestion 2024

তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন 2024: প্রতিটি প্রশ্নের মান = 3

  1. তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য দায়ী? অ্যানোড ম্যাড কী?
  2. প্ল্যাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে জলের তড়িৎ বিশ্লেষণের নীতি লেখো এবং ক্যাথোড ও অ্যানোড বিক্রিয়া লেখো।
  3. কীসের ভিত্তিতে তড়িৎ বিশ্লেষ্যগুলিকে তীব্র ও মৃদু তড়িৎ বিশ্লেষ্য হিসাবে শ্রেণিবিভাগ করা হয়েছে? তীব্র তড়িৎ বিশ্লেষ্যের একটি উদাহরণ দাও।
  4. ধাতব তারের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন এবং তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে তড়িৎ পরিবহনের মধ্যে দুটি পার্থক্য লেখো। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কপার ধাতুর পরিশোধনে অবিশুদ্ধ কপার দন্ড কোন ইলেকট্রোড রূপে ব্যবহার করা হয়?

তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন 2024: প্রতিটি প্রশ্নের মান = 2

  1. কিভাবে অ্যামোনিয়া থেকে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে শর্তসহ সমীকরণটি দেখাও।
  2. পরীক্ষাগারে উৎপন্ন NH3 কে P2O5 বা H2SO4 দারা সুস্ম করা হয় কেন?
  3. NH3 পরীক্ষা প্রস্তুতির জন্য প্রয়োজনীয় বিক্রিয়ক গুলির নাম লেখ।
  4. পরীক্ষাগারে N2 তৈরি করার শর্তসহ সমীকরণ দাও।

তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন 2024: প্রতিটি প্রশ্নের মান = 1

  1. তড়িৎবিশ্লেষণে কোন্ প্রকারের তড়িৎপ্রবাহ ব্যবহার করা হয়?
  2. তড়িদবিশ্লেষণের সময় ক্যাথোডে কী ঘটে— জারণ না বিজারণ?
  3. ইলেকট্রোপ্লেটিং-এর জন্য ক্যাথোড হিসেবে কী ব্যবহৃত হয়?
  4. বিশুদ্ধ জলে সামান্য অ্যাসিড মেশালে, কেন তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায়?
  5. গোল্ড প্লেটিং-এর সময় অ্যানোড হিসেবে কী ব্যবহৃত হয়?
  6. পিতলের ওপর সোনার তড়িৎলেপন করতে তড়িদবিশ্লেষ্য হিসেবে কী ব্যবহৃত হয়?
  7. লোহার চামচের ওপর নিকেলের প্রলেপ দেওয়ার জন্য ক্যাথোড ও অ্যানোড হিসেবে কী কী নেওয়া হয়?
  8. অ্যানোড মাডে উপস্থিত দুটি ধাতুর নাম লেখো।
  9. তড়িদবিশ্লেষণ ভৌত পরিবর্তন না রাসায়নিক পরিবর্তন?
  10. সামান্য অ্যাসিডযুক্ত জলের তড়িদবিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে কী কী উৎপন্ন হয়?
  11. ক্যাটায়নগুলি কোন্ তড়িদ্দ্বার থেকে ইলেকট্রন গ্রহণ করে?
  12. বিশুদ্ধ জলে অল্প পরিমাণে সালফিউরিক অ্যাসিড যোগ করলে উৎপন্ন দ্রবণের তড়িৎ পরিবাহিতা বিশুদ্ধ জলের থেকে বেশি হয় কেন?
  13. কোনো তড়িদবিশ্লেষ্যের জলীয় দ্রবণের তড়িদবিশ্লেষণে কোন্ আয়ন ক্যাথোডের দিকে ধাবিতহয়?
  14. তামার চামচের ওপর রূপোর তড়িৎলেপন করতে ক্যাথোড হিসেবে কী ব্যবহার করা হয়?
  15. একটি যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ মৃদু তড়িদবিশ্লেষ্য।
  16. তড়িদবিশ্লেষণের সময় কোন্ ইলেকট্রোডকে ক্যাথোড বলা হয়?
  17. একটি আম্লিক দ্রবণের নাম লেখো, যা মৃদু তড়িবিশ্লেষ্য।
  18. প্ল্যাটিনাম ইলেকট্রোড ব্যবহার করে অম্লায়িত জলের তড়িদবিশ্লেষণে ক্যাথোড বিক্রিয়াটি লেখো।

 

ধাতুবিদ্যা: Madhyamik Physical Science Suggestion 2024

ধাতুবিদ্যা মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন 2024: প্রতিটি প্রশ্নের মান = 2

  1. মরচে কি? এটা পড়ার শর্ত ও রোদের উপায় কি?
  2. খনিজ ও আকরিক এর মধ্যে পার্থক্য লেখ।
  3. সব আকরিক খনিজ পদার্থ কিন্তু সব খনিজ আকরিক নয় বিষয়টি ব্যাখ্যা কর।
  4. লোহা কপার জিঙ্ক অ্যালুমিনিয়ামের ব্যবহার লেখো।
  5. কপার সালফেট জলীয় দ্রবণের লোহার পেরেক ডুবিয়ে রাখলে তার ওপর লাল বাদামি বর্ণের আস্তরণ পড়ে কেন?

Madhyamik All Subject Suggestion 2024

মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৪ | Madhyamik Bengali Suggestion 2024

মাধ্যমিক ইংরেজি সাজেশন 2024 | Madhyamik English Suggestion 2024

মাধ্যমিক গণিত সাজেশন 2024 | Madhyamik Mathematics Suggestion 2024

মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024 | Madhyamik History Suggestion 2024

মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2024 | Madhyamik Life Science Suggestion 2024

Madhyamik English Writing Skill Suggestion 2024

মাধ্যমিক বাংলা প্রবন্ধ রচনা সাজেশন ২০২৪ | Madhyamik Bangla Rachana Suggestion 2024

Madhyamik Physical Science Suggestion 2024 | মাধ্যামিক ভৌত বিজ্ঞান সাজেশন 2024

Madhyamik Physical Science Suggestion 2024 / WB Madhyamik 2024 / MP Exam 2024 / West Bengal Board of Secondary Education – WBBSE Madhyamik Exam 2024 / Madhyamik Class 10th / Class X / Madhyamik Pariksha 2024 বিভিন্ন বিদ্যালয়য়ের টেস্ট পরীক্ষার আসা প্রশ্নপত্রের দিকে নজর রেখে ChhatroSathi Team এর পক্ষ থেকে মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন (Madhyamik Physical Science Suggestion / West Bengal Board of Secondary Education – WBBSE Physical Science Suggestion / Madhyamik Class 10th Physical Science Suggestion 2024 / Class X Physical Science Suggestion / Madhyamik Exam Physical Science Suggestion / Physical Science Madhyamik Exam Guide / MCQ, Short, Descriptive Type Question and Answer / Madhyamik Physical Science Suggestion 2024 FREE PDF Download) প্রদান করা হল। আমাদের প্রয়াস মাধ্যমিক ভৌত বিজ্ঞান পরীক্ষা 2024 / দশম শ্রেণী ভৌত বিজ্ঞান পরীক্ষা 2024 প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর এবং মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন ২০২৪ / পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন ২০২৪ / দশম শ্রেণী ভৌত বিজ্ঞান সাজেশন ২০২৪ (Madhyamik Physical Science Suggestion 2024 / West Bengal Board of Secondary Education – WBBSE Physical Science Suggestion 2024 / Madhyamik Class 10th Physical Science Suggestion 2024 / Class X Physical Science Suggestion 2024 / Madhyamik Pariksha Physical Science Suggestion 2024 / Madhyamik Physical Science Exam Guide 2024 / Madhyamik Physical Science MCQ , Short, Descriptive Type Question and Answer 2024 / Madhyamik Physical Science Suggestion 2024 FREE PDF Download) সকল ছাত্রছাত্রী সফল হবে এবং নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করবে।