মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2024 | Madhyamik Life Science Suggestion 2024

Madhyamik Life Science Suggestion 2024 | Madhyamik Life Science Suggestion | Madhyamik 2024 Life Science Suggestion | Madhyamik Life Science Last Minute Suggestion 2024 | Class 10 Life Science Suggestion 2024 | Madhyamik Life Science MCQ Suggestion 2024 | Madhyamik Life Science SAQ Suggestion 2024 | Madhyamik Life Science Full Suggestion 2024 | মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2024 | জীবন বিজ্ঞান সাজেশন 2024 | জীবন বিজ্ঞান সাজেশন | দশম শ্রেণী জীবন বিজ্ঞান সাজেশন

প্রিয় মাধ্যামিক শিক্ষার্থী, যারা এই বছর অর্থাৎ Madhyamik 2024 Exam দেবে, তাদের জন্য আমারা নিয়ে এসেছি Madhyamik Life Science Suggestion 2024 – মাধ্যামিক জীবন বিজ্ঞান সাজেশন 2024 । বিভিন্ন বিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা তৈরি করা আমাদের এই Madhyamik Life Science Suggestion 2024 – জীবন বিজ্ঞান সাজেশন 2024 । আশাকরি আপনাদের সকলের খুব সাহায্যকারী হয়ে উঠবে এই মাধ্যামিক জীবন বিজ্ঞান সাজেশন 2024 ।

Madhyamik Life Science Suggestion 2024

5 Marks : Madhyamik Life Science Suggestion 2024

মাধ্যমিক জীবন বিজ্ঞান বড়ো প্রশ্ন সাজেশনঃ

  1. কৃষিবিদ্যায় কৃত্রিম হরমোনের ভূমিকা আলোচনা করো। অক্সিন হরমোন কীভাবে ফটোট্রপিক চলন নিয়ন্ত্রন করে। ৩+২

অথবা,

সংশ্লেষিত বা কৃত্রিম হরমোন কাকে বলে? উদ্যান বিদ্যা ও কৃষিবিদ্যায় সংশ্লেষিত কৃত্রিম উদ্ভিদ হরমোনের ভূমিকা উল্লেখ কর।

  1. প্রোফেজ ও টেলোফেজ দশার তিনটি বিপরীতমুখী ঘটনা তালিকাভুক্ত করো। ক্রোমোজোম, DNA ও জিনের আন্তঃসম্পর্কে লেখো। 3+2
  2. ফার্নের জুনক্রম রেখাচিত্রের সাহায্যে দেখাও । স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগের মধ্যে দুটি পার্থক্য লেখ। 3+2
  3. বিভিন্ন প্রকার অযৌন জনন পদ্ধতি সংক্ষেপে লেখো। উদ্ভিদকোশ এবং প্রাণীকোশের সাইটোকাইনেসিস এর মধ্যে পার্থক্য লেখো। 3+2=5

অথবা,

সাইটোকাইনেসিস কাকে বলে? উদ্ভিদ ও প্রাণী কোষে সাইটোকাইনেসিস কিভাবে ঘটে সংক্ষেপে বর্ণনা কর।

  1. মেন্ডেলের মটরগাছ নির্বাচনের কারণগুলি লেখো। বিশুদ্ধ ও সংকর জীব বলতে কি বোঝ? 3+2
  2. মেন্ডেলের একসংকর জনন পরীক্ষার ফলাফল চেকার বোর্ডের মাধ্যমে দেখাও। অসম্পূর্ণ প্রকটতা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। 3+2
  3. বর্ণান্ধতা ও হিমোফিলিয়ার X লিঙ্কড জিনগুলির বংশানুক্রমিক সঞ্চারণের সাধারণ নিয়মগুলি লেখো। জিনগত রোগ প্রতিরোধে জেনেটিক কাউন্সেলিং এর ভূমিকা লেখো।
  4. জীবনের উৎপত্তি সম্পর্কিত মিলার ও উরের পরীক্ষা সংক্ষেপে বর্ণন করো। সমসংস্থ ও সমবৃত্তীয় অঙ্গের মধ্যে পার্থক্য লেখ। 3+2
  5. ডারউইনের মতবাদ অনুযায়ী ‘প্রকরণ’ ও ‘প্রাকৃতিক নির্বাচনের’ মাধ্যমে কিভাবে নতুন প্রজাতির উৎপত্তি ঘটে? মৌমাছি কিভাবে বার্তা প্রদান করে। 3+2
  6. মরুভূমিতে বসবাসের উপযোগী হওয়ার জন্য উটের কী কী অভিযোজন হয়েছে বণনা করো। ক্যাকটাসের পর্ণকান্ড ও পায়রার বায়ুথলির অভিযোজনগত গুরুত্ব লেখো। 3+2
  7. ক্রমবর্ধমান জনসংখ্যা বায়ুমণ্ডলের পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী – ব্যাখ্যা করো ।

অথবা,

ক্রমবর্ধমান জনসংখ্যা কি কি সমস্যার সৃষ্টি করেছে বর্ণনা করো। গ্রীনহাউস এফেক্ট কি?

  1. মানুষের ক্রিয়াকলপ কিভাবে নাইটোজেন চক্রকে প্রভাবিত কর? BOD বলতে কি বোঝ?
  2. বায়ুদূষণের ফলে মানবদেহে সৃষ্ট দুটি রোগের নাম ও লক্ষণ লেখ। বাস্তুতান্ত্রিক বৈচিত্র কী 3+2
  3. জীববৈচিত্র সংরক্ষণে F.M. এবং P.B.R. এর ভূমিকা লেখা। এক্স সিটু সংরক্ষণ কি?
  4. বায়োস্ফিয়ার রিজার্ভ এর বিভিন্ন অঞ্চলগুলির বর্ণনা দাও। ক্রায়ো সংরক্ষণ কি? 3+2

 

চিত্র অঙ্কন : Madhyamik Life Science Suggestion 2024

মাধ্যমিক জীবন বিজ্ঞান ছবি প্রশ্ন সাজেশনঃ

  1. একটি নিউরোনের বিজ্ঞানসম্মত চিত্র অংকন নের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো:

(ক) র‍্যানভিয়ারের পর্ব (খ) মায়োলিন সিদ্ (গ) নিজল দানা (ঘ) প্রান্তবুরুশ

  1. একটি দ্বিসন্ধি প্রতিবর্ত চাপের চিত্র অঙ্কন করে নীচের অংশগুলি চিহ্নিত করো:

ক) সেনসরি নিউরোন খ) অ্যাডজাস্টার নিউরোন গ) স্নায়ুগ্রন্থি ঘ) ধূসর বস্তু ঙ) মোটর নিউরোন

  1. একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের অঙ্গসংস্থানিক গঠনের চিত্র অংকন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো:

(ক) সেন্ট্রোমিয়ার (খ) টেলোমিয়ার (গ) ক্রোমাটিড (ঘ) NOR

  1. চোখের চিত্র /প্রফেজ ও মেটাফেজদশা চিত্র

 

2 Marks : Madhyamik Life Science Suggestion 2024

মাধ্যমিক জীবন বিজ্ঞান সংক্ষিপ্ত প্রশ্ন সাজেশনঃ

জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়

  1. উদ্ভিদ কিভাবে সাড়া প্রদান করে?
  2. একটি সহজাত একটি অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ দাও?
  3. ক্যাটারাক্ট বা চোখে ছানি পড়ার কারণ কি?
  4. মাছের গমনে পটকার ভূমিকা কি?
  5. ট্রপিক চলন এর দুটি পার্থক্য লেখ।
  6. ফটোট্রপিক চলন বলতে কী বোঝো?
  7. উদ্ভিদ হরমোন কে রাসায়নিক দূত বলে কেন?
  8. কৃষিকার্যে জিব্বেরেলিন হরমোন এর ব্যবহারিক প্রয়োগ কি?
  9. মিশ্র গ্রন্থি কাকে বলে। উদাহরণ দাও।
  10. হরমোন ও স্নায়ুর মধ্যে পার্থক্য লেখ।
  11. গ্লুকাগন কে ইনসুলিন এর বিপরীত হরমোন বলে কেন?
  12. স্নায়ুতন্ত্রের গঠন মূলক ও কার্য মূলক উপাদানের নাম লেখ।
  13. পাখির উড্ডয়ন পেশির ভূমিকা কি?
  14. সাইনোভিয়াল সন্ধি কাকে বলে উদাহরণ দাও?
  15. জিব্বেরেলিন ও সাইটোকাইনিন হরমোন এর দুটি গঠনগত পার্থক্য লেখ।
  16. ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন হরমোনের একটি উৎসগত ও একটি কার্যকর পার্থক্য লেখ।
  17. মায়োপিয়া রোগের কারণ কি এর প্রতিকার কিভাবে হয়।
  18. অ্যাকসন ও ডেনড্রন এর দুটি গঠনগত ও একটি কার্যগত পার্থক্য লেখ।

জীবনের প্রবমানতা

  1. ক্রোমোজোম কাকে বলে?
  2. জিনের দুটি বৈশিষ্ট্য লেখ?
  3. অটোজোম কাকে বলে?
  4. সেন্ট্রোমিয়ারের উপস্থিতি অনুসারে ক্রোমোজোম এর শ্রেণীবিভাগ কর৷
  5. অ্যামাইটোসিস কাকে বলে?
  6. কোষ চক্র কাকে বলে। স্টক ও সিয়ন বলতে কী বোঝো ৷
  7. ইউক্রোমাটিন ও হেটারো ক্রোমাটিন এর পার্থক্য লেখ
  8. মাইটোসিস ও মিয়োসিস এর পার্থক্য লেখ।
  9. জনুক্রম ও নিষেকের সংজ্ঞা দাও?
  10. মাইক্রোপ্রপাগেশন কাকে বলে?
  11. সপরাগযোগ ও ইতর পরাগযোগ এর পার্থক্য লেখা
  12. DNA ও RNA এর পার্থক্য গুলি লেখ ৷

বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ

  1. জিনোটাইপ ও ফিনোটাইপ এর মধ্যে পার্থক্য কি?
  2. মানুষের লিঙ্গ নির্ধারণে Y ক্রোমোজোমের ভূমিকা কি?
  3. বৈবাহিক সম্পর্ক স্থাপনের আগে রক্ত পরীক্ষা গুরুত্বপূর্ণ কেন?
  4. হিমোফিলিয়ার লক্ষণ গুলো কি কি?
  5. থ্যালাসেমিয়ার কারণ কি?
  6. সম সংকর বলতে কী বোঝো?
  7. এক সংকর জনন পরীক্ষায় জনুতে উৎপন্ন সব মোটর গাছের লম্বা হওয়ার কারণ কি?
  8. টেস্ট ক্রস এবং ব্যাক ক্রস এর পার্থক্য কি?
  9. বর্ণান্ধতা কত প্রকার ও কি কি?
  10. হিমোফিলিয়ার কারণ ও লক্ষণ কি?
  11. মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষায় মটর গাছ নির্বাচন করেছিলেন কেন?
  12. লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে মাতার ভূমিকা নেই কেন?
  13. সংকরায়ন পরীক্ষায় মেন্ডেলের সাফল্য লাভের কারণ গুলো কি কি?
  14. সংকরায়ন, সহপ্রকটতা, প্রকরণ এবং ইমাসকুলেশন কাকে বলে?

অভিব্যক্তি ও অভিযোজন

  1. নিষ্ক্রিয় অঙ্গ ও অভিব্যক্তির সম্পর্ক কি?
  2. মানুষের কক্সেসকে নিষ্ক্রিয় অঙ্গ বলে কেন?
  3. মরু অঞ্চলে ক্যাকটাসের পাতায় কি পরিবর্তন দেখা যায়।
  4. সুন্দরী গাছের মূলে লবণ সহনের জন্য দুটি অভিযোজন বর্ণনা করো।
  5. জল সংরক্ষণের জন্য উটের দেহের দুটি পরিবর্তন উল্লেখ করো।
  6. সমসংস্থ ও সমবৃত্তীয় অঙ্গের পার্থক্য লেখ।
  7. ক্যাকটাস জাতীয় উদ্ভিদের পর্নকাণ্ড সৃষ্টি হবার কারণ কি?
  8. ক্যাকটাসের দুটি শারীরবৃত্তীয় অভিযোজন উল্লেখ করো।
  9. মাছের দেহে পটকার ভূমিকা কি?
  10. পায়রার দেহে বায়ুথলির গুরুত্ব কি?
  11. উটের শারীরবৃত্তীও অভিযোজন উল্লেখ কর এবং উটের RBC র বৈশিষ্ট্য লেখ।
  12. ঘোড়ার বিবর্তনের চারটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখ।
  13. অভিব্যক্তিতে জীবাশ্মের ভূমিকা এবং অভিসারী ও অপসারী অভিযোজনের দুটি পার্থক্য লেখ।

পঞ্চম অধ্যায় পরিবেশ, তার সম্পদ ও তাদের সংরক্ষণ

  1. সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ বলে কেন?
  2. ইন সিটু সংরক্ষণ এক্স সিটু সংরক্ষণের পার্থক্য লেখ।
  3. নাইট্রোজেন চক্রের গুরুত্ব লেখ।
  4. অল্ম বৃষ্টির প্রভাব লেখ।
  5. জনবিস্ফোরণ-এর সমস্যা লেখ।
  6. প্রজাতির বিলুপ্তি ঘটানোর ক্ষেত্রে বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব লেখ।
  7. গন্ডারের সংখ্যা কমে যাওয়ার দুটি কারণ লেখ।
  8. নাইট্রোজেন আবদ্ধ করনের দুটি উপায় লেখ।
  9. মানুষ কিভাবে নাইট্রোজেন চক্র কে প্রভাবিত করে?
  10. অভয় অরণ্য ও সংরক্ষিত অরণ্যের পার্থক্য লেখ।
  11. ভারতে কুমির ও রেড পান্ডা সংরক্ষণের দুটি স্থান উল্লেখ করো।

 

3 Marks : Madhyamik Life Science Suggestion 2024

মাধ্যমিক জীবন বিজ্ঞান সংক্ষিপ্ত প্রশ্ন সাজেশনঃ

  1. অ্যাড্রিনাল গ্রন্থির অবস্থান লেখো। এই গ্রন্থি নিঃসৃত হরমোন গুলির নাম লেখ। অ্যাড্রিনালিনকে জরুরী কালীন হরমোন বলা হয় কেন?
  2. হরমোন ও উৎসেচকের মধ্যে পার্থক্য গুলি লেখ।
  3. নিউরনের কার্যগত শ্রেণীবিন্যাস কর। অ্যাক্সন ও ড্রেনড্রনের প্রধান কাজ গুলি লেখ।
  4. মানুষের দেহে কবজা এবং বল ও সকেট অস্থিসন্ধির অবস্থান ও গমনে ভূমিকা লেখ।
  5. থাইরয়েড গ্রন্থির অবস্থান ও এই গ্রন্থি নিঃসৃত হরমোনের কাজ গুলি আলোচনা করো।
  6. হরমোনের কাজের ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতিটি লেখ।
  7. কোষ চক্র বলতে কী বোঝো? কোষ চক্রের বিভিন্ন দশা বর্ণনা কর।
  8. অ্যামাইটোসিস কোষ বিভাজন কাকে বলে এবং এর ঘটনাস্থল লেখ এই প্রকার কোষ বিভাজনের পদ্ধতিটি সংক্ষেপে লেখ।
  9. কৃত্রিম অঙ্গজ বংশ বিস্তার কাকে বলে? উদ্ভিদের কৃত্রিম অঙ্গজ বংশবিস্তার পদ্ধতিগুলি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও।
  10. জননের প্রয়োজনীয়তা বা গুরুত্ব আলোচনা করো। যৌন জননের সুবিধা ও অসুবিধা গুলিআলোচনা করো।
  11. স্পর্শ করলে লজ্জাবতী গাছের পত্রগুলি নুয়ে পড়ে কেন?
  12. ন্যাস্টিক ও ট্যাকটিক চলন এর পার্থক্য লেখ।
  13. অক্সিন হরমোনের ভূমিকা কি?
  14. কৃষিবিদ্যায় সাইটোকাইনিন হরমোনের ব্যবহারিক প্রয়োগ কি?
  15. উদ্ভিদ ও প্রাণী হরমোনের তিনটি পার্থক্য লেখ।
  16. অগ্র পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত দুটি হরমোনের নাম ও কাজ উল্লেখ করো।
  17. সন্তরনের ক্ষেত্রে মাছের পাখনার ভূমিকা উল্লেখ করো৷
  18. মানুষের গমনে হাতের ভূমিকা কি লেখ।
  19. মানুষের কাছের বস্তুর দেখার সময় কিভাবে চোখ উপযোজিত হয় ব্যাখ্যা করো৷
  20. প্রাণী কোষে সেন্ট্রোজোমের ভূমিকা কি?
  21. ক্রোমোজোমের মুখ্য খাজ ও গৌণ খাজের পার্থক্য কি?
  22. সপরাগযোগের সুবিধা ও অসুবিধা গুলো কি কি?
  23. উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের সাইটোকাইনেসিস এর পার্থক্য লেখ?
  24. মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতির সুবিধা গুলো লেখ?
  25. ফার্নের জনুক্রম কিভাবে হয় ব্যাখ্যা কর?
  26. কোষ চক্রের বিভিন্ন দশার প্রধান কাজ গুলো কি কি?
  27. থ্যালাসেমিয়া রোগে মানব দেহে কোন কোন তিনটি অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়? থ্যালাসেমিয়া রোগের লক্ষণ ও কারণ গুলি লেখ?
  28. অনেক সময় দেখা যায় যে বাবা ও মা উভয়ই স্বাভাবিক কিন্তু তাদের এক ছেলে বর্ণান্ধ হয়েছে এটি কিভাবে সম্ভব?
  29. আচরণ কাকে বলে? প্রাণীর আচরণ কিভাবে অভিযোজন এ সাহায্য করে?
  30. অভিব্যক্তি স্বপক্ষে ভ্রুণতত্ত্ব ঘটিত প্রমাণটি আলোচনা কর?
  31. মৌমাছির ক্ষেত্রে আচরণগত অভিযোজন গুলি ব্যাখ্যা কর?
  32. অভিব্যক্তির সাথে অভিযোজন এর সম্পর্ক কি অভিযোজনের উদ্দেশ্য কি
  33. খেঁচড় অভিযোজন এ পায়রার বায়ুথলির অভিযোজনগত বৈশিষ্ট্য লেখ?
  34. ক্যাকটাসের অভিযোজন এর পর্নোকাণ্ড ও পত্রকন্টক এর ভূমিকা কি?
  35. লবণাম্বু উদ্ভিদের শ্বাসমূল, ক্যাকটাস জাতিয় উদ্ভিদের পাতা এবং রুই মাছের পটকার একটি করে অভিযোজনগত বৈশিষ্ট্য আলোচনা কর ।
  36. “বিলাসবহুল ও আরামদায়ক জীবনযাত্রা বায়ু দূষণের একটি অন্যতম প্রধান কারণ – যুক্তিসহ উক্তিটির সমর্থন করো ।
  37. জল দূষণের কারণ ও ফলাফল লেখ?
  38. বিপন্ন বন্য প্রজাতির সংরক্ষণ কেন গুরুত্বপূর্ণ তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও।
  39. ইউট্রোফিকেশন এর কারণগুলি লেখ? এর ক্ষতিকারক প্রভাব কি কি ?
  40. দূষণ কি? আমাদের প্রাত্যহিক জীবনে দূষণের প্রভাব আলোচনা করো
  41. বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় ও জলবায়ু নিয়ন্ত্রণে জীব বৈচিত্রের গুরুত্ব লেখ ।

 

1 Marks : Madhyamik Life Science Suggestion 2024

মাধ্যমিক জীবন বিজ্ঞান অতি সংক্ষিপ্ত প্রশ্ন সাজেশনঃ

  1. স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক কী?

Ans:- নিউরোন।

  1. অক্সিন হরমোনের রাসায়নিক নাম কী?

Ans:- ইন্ডোল অ্যাসেটিক অ্যাসিড (IAA)।

  1. গমনে সক্ষম একটি উদ্ভিদের উদাহরণ দাও।

Ans:- ভলবস্ক।

  1. একটি ক্ষারীয় উদ্ভিদ হরমোনের উদাহরণ দাও?

Ans:- সাইটোকাইনিন।

  1. উদ্ভিদের কোশ বিভাজন নিয়ন্ত্রণকারী হরমোনের নাম কী?

Ans:- সাইটোকাইনিন।

  1. সুন্দরী গাছের শ্বাসমূলের চলন কোন প্রকার চলন?

Ans:- প্রতিকূল অভিকর্ষবর্তী।

  1. অক্সিন হরমোনের রাসায়নিক উপাদানগুলি কী কী?

Ans:- কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন।

  1. কোথায় বল ও সকেট সন্ধি দেখা যায়?

Ans:- স্কন্ধের সন্ধিতে।

  1. পিটুইটারি গ্রন্থি থেকে কোন হরমোন ক্ষরিত হয়?

Ans:- ACTH

  1. মনবদেহে কয় জোড়া করোটি স্নায়ু?

Ans:- ১২ জোড়া।

  1. মনবদেহে সুষুম্না স্নায়ুর সংখ্যা কত?

Ans:- ৩১ জোড়া।

  1. স্নায়ুকোশের মৃত্যুর পর কে তার স্থান দখল করে?

Ans:- নিউরোগ্লিয়া।

  1. স্নায়ুর আবরণকে কী বলে?

Ans:- এপিনিউরিয়াম।

  1. স্নায়ুকোশ বিভাজিত হয় না কেন?

Ans:- সেন্ট্রোজোম নিষ্ক্রিয় থাকার কারণে।

  1. একটি মিশ্র স্নায়ুর উদাহরণ দাও।

Ans:- ভেগাস।

  1. মানুষের মস্তিষ্কের স্নায়ুকোশের সংখ্যা কত?

Ans:- ১০ শত কোটি।

  1. মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে?

Ans:- লঘুমস্তিষ্ক।

  1. একটি নিউরোট্রান্সমিটারের উদাহরণ দাও?

Ans:- অ্যাসিটাইল কোলিন।

  1. গুরুমস্তিষ্কের যোজককে কী বলে?

Ans:- করপাস ক্যালোসাম।

  1. লঘুমস্তিষ্কের যোজককে কী বলে?

Ans:- ভারমিস।

  1. একটি সরল প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ দাও?

Ans:- চোখে আলো পড়লে তৎক্ষণাৎ চোখের পাতা বন্ধ হয়ে যায়।

  1. ব্ল্যানভিয়ারের পর্ব নিউরোনের কোথায় থাকে?

Ans:- অ্যাক্সনে।

  1. চোখের সঙ্গে যুক্ত স্নায়ুটির নাম লেখো।

Ans:- অপটিক স্নায়ু।

  1. CSF-এর পুরো নাম লেখো।

Ans:- Cerebro Spinal Fluid.

  1. মস্তিষ্কের রিলে স্টেশন কাকে বলে?

Ans:- স্টেশন বলে।

  1. দু’টি স্নায়ুকোশের সংযোগস্থলকে কী বলে?

Ans:- সাইন্যান্স।

  1. কোন হরমোন উদ্ভিদের অঙ্গবিভেদ নিয়ন্ত্রণ করে?

Ans:- কাইনিন উদ্ভিদের অঙ্গবিভেদ নিয়ন্ত্রণ।

  1. দু’টি অস্থির সংযোগস্থলে যে তরল থাকে তার নাম কী?

Ans:- সাইনোভিয়াল তরল।

  1. যৌন জননের একককে কী বলে?

Ans:- গ্যামেট।

  1. কোন প্রকার কোশ বিভাজনে ক্রোমোজোমের সংখ্যা হ্রাস ঘটে?

Ans:- মিয়োসিস কোশ বিভাজন।

  1. মানুষের দৈহিক বৈশিষ্ট্য নির্ধারণকারী ক্রোমোজোমকে কী বলে?

Ans:- অটোজোম।

  1. DNA – এর পুরো নাম কী?

Ans:- ডি – অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড।

  1. কোন প্রকার কোশ বিভাজনকে সমবিভাজন বলে?

Ans:- মাইটোসিস কোশ বিভাজন।

  1. মিয়োসিস পদ্ধতিতে উৎপন্ন অপত্য কোশের সংখ্যা কত?

Ans:- চার।

  1. অযৌন জননের একককে কী বলে?

Ans:- রেণু।

  1. খণ্ডীভবন দেখা যায় এমন একটি উদ্ভিদের উদাহরণ দাও।

Ans:- স্পাইরোগাইরা।

  1. বহুবিভাজনের একটি উদাহরণ দাও।

Ans:- গ্লাসমোডিয়াম।

  1. ইন্টারকাইনেসিস দশা কোথায় দেখা যায়?

Ans:- মিয়োসিস – 1 ও মিয়োসিস- II-এর মধ্য পর্যায়ে ।

  1. কোন প্রকার কোশ বিভাজনে বেম বা স্পিন্ডিল গঠিত হয় না?

Ans:- অ্যামাইটোসিস কোশ বিভাজনে বেম গঠিত হয় না ।

  1. ক্রোমোজোমের শেষ প্রান্তকে কী বলে?

Ans:- টেলোমিয়ার।

  1. মুলের সাহায্যে প্রাকৃতিক অঙ্গজ জননের একটি উদাহরণ দাও।

Ans:- রাঙা আলু বা লাল।

  1. একটি অর্ধবায়বীয় কাণ্ডের উদাহরণ দাও?

Ans:- কচুরিপানা।

  1. কোন প্রকার জনন পদ্ধতি প্রকরণ সৃষ্টি করে এবং বিবর্তনে সাহায্য করে?

Ans:- যৌনজনন ।

  1. কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কী?

Ans:- কারণ ইহা প্রছন্ন জিনের দ্বারাই হয়ে থাকে।

  1. কোন জিনঘটিত রোগে দেহের বিভিন্ন অঙ্গে লোহা জমা হয়?

Ans:- থ্যালাসেমিয়া।

  1. মেন্ডেলের একসংকর জননের পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্য জনুর জিনোটাইপিক অনুপাতটি লেখো?

Ans:- 1:2:1.

  1. মানুষের একটি অটোজোম জিনঘটিত প্রচ্ছন্ন রোগের নাম লেখো?

Ans:- থ্যালাসেমিয়া।

  1. ক্রোমোজমের উপর জিনের অবস্থান বিন্দুকে কী বলে?

Ans:- লোকাস।

  1. একটি জীবন্ত জীবাশ্ম উদ্ভিদের উদাহরণ দাও।

Ans:- গিংকগো বাইলোবা।

  1. Y ক্রোমোজোমে অবস্থিত জিনকে কী বলে?

Ans:- হোলান্ড্রিক জিন।

  1. একটি লিঙ্গ সংযোজিত জিনের উদাহরণ দাও?

Ans:- হিমোফিলিয়া।

  1. মানুষের ক্ষেত্রে 44 + XY কোন লিঙ্গকে সূচিত করে?

Ans:- পুরুষলিঙ্গ। 

  1. মানুষের একটি “ X — ক্রোমোজোম সংযোজিত প্ৰচ্ছন্ন জিনঘটিত বংশগত রোগের উদাহরণ দাও ।

Ans:- হিমোফিলিয়া।

  1. উভচর প্রাণীর হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ?

Ans:- তিনটি।

  1. আলুর স্ফীতকন্দ ও ফণীমনসার পর্ণকাণ্ড কী জাতীয় অঙ্গ?

Ans:- সমসংস্থ অঙ্গ।

  1. মৌমাছিদের ভাষা 1967 খ্রিস্টাব্দে কোন বিজ্ঞানী আবিষ্কার করেন?

Ans:- কার্ল ভন ফ্রিশ।

  1. জীবাশ্ম বিষয়ক বিদ্যাকে কী বলে?

Ans:- প্রত্ন জীববিদ্যা বাপ্যালিওন্টলজি।

  1. মানুষের একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো।

Ans:- অ্যাপেনডিক্স।

  1. প্রথম উৎপন্ন নিউক্লিক অ্যাসিডটির নাম কী?

Ans:- RNAT.

  1. ডারউইন কোন গ্রন্থে তাঁর ‘প্রাকৃতিক নির্বাচনবাদ ‘ – এর ব্যাখ্যা দেন?

Ans:- ‘অন দ্য অরিজিন অব স্পেসিস বাই মিস অব ন্যাচারাল সিলেকশন ‘।

  1. বিবর্তনের ফলে উৎপন্ন কার্যহীন অঙ্গকে কী বলে?

Ans:- নিষ্ক্রিয় অঙ্গ বলে।

  1. জীবের উৎপত্তি সম্পর্কিত জৈবরাসায়নিক মতবাদের প্রশ্ন: প্রবক্তা কে?

Ans:- ওপারিন ও হ্যালডেন।

  1. বায়োজেনি কী?

Ans:- আদিম কোশের উৎপত্তি ও জীবনের বিবর্তনের ঘটনা।

  1. প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা কে?

Ans:- চার্লস ডারউইন।

  1. কুমিরের হৃৎপিণ্ডে প্রকোষ্ঠ সংখ্যা কত ?

Ans:- চার প্রকোষ্ঠ।

  1. মৌমাছির বার্তা আদান প্রদানে কোন কোন নৃত্য সাহায্য করে?

Ans:- চক্রাকার নৃত্য ও ওয়াটেল নৃত্য।

  1. ‘ব্যবহার ও অপব্যবহার ‘কার মতবাদ?

Ans:- ল্যামার্কের ।

  1. কোশের অগ্রদূত কাকে বলা হয়?

Ans:- কোয়াসারভেটকে।

  1. পশ্চিমবঙ্গের কোন অরণ্যকে UNESCO ওয়ার্ল্ড হেরিটেজ (World heritage ) সাইট রূপে ঘোষণা করেছে?

Ans:- পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলকে।

  1. সম্প্রতি তাজমহল ক্ষয়ের কারণ কী?

Ans:- বায়ুদূষণের ফলে সৃষ্ট অম্লবৃষ্টি।

  1. ভারতের কোথায় রেড পান্ডা সংরক্ষণ করা হয়?

Ans:- সিকিম ও অরুণাচল প্রদেশে।

  1. পশ্চিমবঙ্গের কোথায় গণ্ডার সংরক্ষণ হয়?

Ans:- জলদাপাড়া, গোরুমারা ইত্যাদি জাতীয় উদ্যানে ।

  1. পশ্চিমবঙ্গের একটি জাতীয় উদ্যানের নাম লেখো।

Ans:- জলদাপাড়া।

  1. ব্যাঘ্র প্রকল্প কত সালে চালু হয় ?

Ans:- 1973 সালে।

  1. গণ্ডারের বিজ্ঞানসম্মত নাম কী?

Ans:- রাইনোসেরাস ইউনিকরনিস ।

  1. প্রধান গ্রিনহাউস গ্যাসটির নাম কী?

Ans:- CO2

  1. PBR – এর পুরো নাম কী?

Ans:- People’s Biodiversity Register.

  1. একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখো?

Ans:- নাইট্রোসোমোনাস।

  1. শব্দদূষণ মাপার একককে কী বলে?

Ans:- ডেসিবেল।

  1. প্রাণীদেহে নাইট্রোজেনের উৎস কী?

Ans:- উদ্ভিদ ও প্রাণীজ প্রোটিন।

  1. কোন উদ্ভিদকে টেরর অব বেঙ্গল বলা হয়?

Ans:- কচুরিপানাকে।

নিজে করোঃ

  1. কোন গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলে?
  2. ‘হরমোন’কথাটির আক্ষরিক অর্থ কি?
  3. ডাবের জলে কোন হরমোন পাওয়া যায়?
  4. কোন হরমোন উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে?
  5. কোন হরমোন উদ্ভিদের কোষ বিভাজনে সাহায্য করে?
  6. ফলের আকার ও সংখ্যা বৃদ্ধি করে কোন হরমোন?
  7. দুটি কৃত্রিম বা সংশ্লেষিত অক্সিনের নাম লেখ।
  8. কোন হরমোন উদ্ভিদের অগ্র মুকুলের বৃদ্ধি ঘটায়?
  9. পিটুইটারির পশ্চাৎ খণ্ড কে কি বলে?
  10. উদ্দীপক কয় প্রকার ও কি কি?
  11. লজ্জাবতী লতার বিজ্ঞানসম্মত নাম কি?
  12. উদ্বেগ জনিত কারণে রক্তচাপ বৃদ্ধি করে কোন হরমোন?
  13. রক্ত শর্করা নিয়ন্ত্রণকারী অগ্ন্যাশয় ক্ষরিত হরমোনটির নাম কি?
  14. স্পর্শ বৃত্তি কি?
  15. জিব্বেরেলিন কে আবিষ্কার করেন?
  16. একটি নাইট্রোজেন ঘটিত ক্ষারীয় প্রকৃতির উদ্ভিদ হরমোন এর নাম লেখ।
  17. জিব্বেরেলিনের প্রাথমিক উৎস কি?
  18. অক্সিন এর জৈব সংশ্লেষ কি থেকে হয়?
  19. জিব্বেরেলিন প্রথম কোথা থেকে আবিষ্কৃত হয়?
  20. শুক্রাশয় থেকে কোন হরমোন নিঃসৃত হয়?
  21. ডিম্বাশয় থেকে কোন হরমোন নিঃসৃত হয়?
  22. স্ত্রীদেহে গৌণ যৌন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম লেখ।
  23. কোন হরমোন কে আপৎকালীন হরমোন বলা হয়?
  24. থাইরক্সিন এর অপর নাম কি?
  25. কোন হরমোন হৃদস্পন্দন বাড়ায়?
  26. প্রোটিন ধর্মী হরমোনের একটি উদাহরণ দাও।
  27. কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ত্রিস্তরী ঝিলময় আবরকের নাম কী?
  28. মেনিনজেস কোথায় অবস্থিত?
  29. রেটিনার কোথায় স্পষ্ট প্রতিবিম্ব গঠিত হয়?
  30. মস্তিষ্কের সর্ববৃহৎ অংশ কোনটি?
  31. মানব দেহের দীর্ঘতম স্নায়ুর নাম কি?
  32. মায়োলিন বা ম্যাডুলারি আচ্ছাদন যুক্ত অ্যাকশন কে কি বলে?
  33. মানুষের অগ্র মস্তিষ্ক যে দুটি প্রধান অংশ নিয়ে গঠিত তাদের নাম লেখ।
  34. রেটিনার সঙ্গে কোন স্নায়ু যুক্ত থাকে?
  35. মানব মস্তিষ্কের প্রধান অংশ গুলি কি কি?
  36. স্নায়ু কাকে বলে?
  37. একটি প্রাণীর নাম লেখ যাতে সিলিয়ারি চলন দেখা যায়?
  38. একটি এককোষী প্রাণীর গমন অঙ্গের নাম লেখ।
  39. ইউগ্লিনার গমন অঙ্গের নাম কি?
  40. অ্যামিবা কখন ক্ষণপদ সৃষ্টি করে?
  41. গমনে অক্ষম একটি প্রাণীর উদাহরণ দাও।
  42. একটি ঐচ্ছিক পেশীর উদাহরণ দাও।
  43. মানব শরীরের নিষ্ক্রিয় পেশি কোনটি?
  44. মাছকে জলের গভীরে যেতে বা ভেসে উঠতে কোন পাখনা সাহায্য করে?
  45. একটি জোড় পাখনা ও একটি বিজোড় পাখনার নাম লেখ।
  46. মানবদেহের দীর্ঘতম অস্থি কোনটি?
  47. বৃদ্ধির দশা গুলির নাম লেখ।
  48. একটি ডি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখ।
  49. পশ্চিমবঙ্গের একটি সংরক্ষিত অরণ্যের নাম লেখ।
  50. একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখ।
  51. কলকাতা ও মুম্বাই শহরের প্রধান বায়ু দূষক দুটি কি কি?
  52. দুটি গ্রীন হাউস গ্যাসের নাম লেখ।
  53. জল বাহিত ভাইরাস ঘটিত দুটি রোগের নাম লেখ।
  54. জল বাহিত প্রোটোজোয়া ঘটিত দুটি রোগের নাম লেখ।
  55. কলেরা রোগের জীবাণুর নাম কি?
  56. একটি জৈব পেস্ট এবং একটি অজৈব পেস্ট নাশকের নাম লেখ?
  57. বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক কোন দেশে?
  58. টিউমার কি?
  59. ফুসফুসে ক্যান্সার কোন কলা কোষে সৃষ্টি হয়?
  60. পৃথিবীর প্রথম জাতীয় উদ্যান কোনটি?
  61. বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কবে?
  62. নাইট্রোজেন সংবন্ধনকারী একটি স্বাধীনজীবী ব্যাকটেরিয়ার নাম লেখ।
  63. জলদাপাড়া অভয়ারণ্য কোন প্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত?
  64. একটি কুমির প্রকল্পের উদাহরণ দাও।
  65. ক্রায়ো সংরক্ষণে তরল নাইট্রোজেনে কত তাপমাত্রায় উদ্ভিদ নমুনা সংরক্ষিত হয়?
  66. পশ্চিমবঙ্গের একটি বায়োস্ফিয়ার রিজার্ভের নাম লেখ।
  67. গঙ্গা নদীর দূষণের ফলে প্রাণী বৈচিত্রের বিপন্নতার দুটি উদাহরণ দাও।
  68. সুন্দাল্যান্ডের একটি জীবের নাম লেখ।
  69. প্রাথমিক বায়ু দূষক কাকে বলে? উদাহরণ দাও।

Madhyamik All Subject Suggestion 2024

মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৪ | Madhyamik Bengali Suggestion 2024

মাধ্যমিক ইংরেজি সাজেশন 2024 | Madhyamik English Suggestion 2024

মাধ্যমিক গণিত সাজেশন 2024 | Madhyamik Mathematics Suggestion 2024

মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024 | Madhyamik History Suggestion 2024

মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন 2024 | Madhyamik Physical Science Suggestion 2024

Madhyamik English Writing Skill Suggestion 2024

মাধ্যমিক বাংলা প্রবন্ধ রচনা সাজেশন ২০২৪ | Madhyamik Bangla Rachana Suggestion 2024

Madhyamik Life Science Suggestion 2024 | মাধ্যামিক জীবন বিজ্ঞান সাজেশন 2024

Madhyamik Life Science Suggestion 2024 / WB Madhyamik 2024 / MP Exam 2024 / West Bengal Board of Secondary Education – WBBSE Madhyamik Exam 2024 / Madhyamik Class 10th / Class X / Madhyamik Pariksha 2024 বিভিন্ন বিদ্যালয়য়ের টেস্ট পরীক্ষার আসা প্রশ্নপত্রের দিকে নজর রেখে ChhatroSathi Team এর পক্ষ থেকে মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন (Madhyamik Life Science Suggestion / West Bengal Board of Secondary Education – WBBSE Life Science Suggestion / Madhyamik Class 10th Life Science Suggestion 2024 / Class X Life Science Suggestion / Madhyamik Exam Life Science Suggestion / Life Science Madhyamik Exam Guide / MCQ, Short, Descriptive Type Question and Answer / Madhyamik Life Science Suggestion 2024 FREE PDF Download) প্রদান করা হল। আমাদের প্রয়াস মাধ্যমিক জীবন বিজ্ঞান পরীক্ষা 2024 / দশম শ্রেণী জীবন বিজ্ঞান পরীক্ষা 2024 প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর এবং মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন ২০২৪ / পশ্চিমবঙ্গ মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন ২০২৪ / দশম শ্রেণী জীবন বিজ্ঞান সাজেশন ২০২৪ (Madhyamik Life Science Suggestion 2024 / West Bengal Board of Secondary Education – WBBSE Life Science Suggestion 2024 / Madhyamik Class 10th Life Science Suggestion 2024 / Class X Life Science Suggestion 2024 / Madhyamik Pariksha Life Science Suggestion 2024 / Madhyamik Life Science Exam Guide 2024 / Madhyamik Life Science MCQ , Short, Descriptive Type Question and Answer 2024 / Madhyamik Life Science Suggestion 2024 FREE PDF Download) সকল ছাত্রছাত্রী সফল হবে এবং নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করবে।