ভারতের বিভিন্ন শহরের উপনাম সহ | Nicknames of Indian Cities !

যদি আমাদের প্রশ্ন হয়, গোলাপি শহর কাকে বলা হয় ? অথবা এই আরও যেমন, ভারতের বিজ্ঞান নগরী কোন শহরকে বলা হয় ? কালো হীরের দেশ কাকে বলা হয় ? ভারতের ম্যাঞ্চেস্টার কাকে বলা হয় ? আরব সাগরের রানি এবং রাজপুত্র কোন শহরকে বলা হয় ? মুক্তোর শহর কোন শহরকে বলা হয় ? সমস্ত এই ধরনের প্রশ্নগুলির উত্তরের সমাধান রয়েছে নিচে । দেখে নিন একনজরে শেষ অবধি ।

শহরশহরের উপনামরাজ্য
দুর্গাপুর ভারতের রুঢ় পশ্চিমবঙ্গ
দার্জিলিংপাহাড়ের রানি
আসানসোলকালো হীরের দেশ
মালদাআমের শহর
কলকাতাআনন্দ নগরী, প্রাসাদ নগরী, ভারতের সংস্কৃতির রাজধানী
শিলিগুড়িআতিথেয়তার শহর, ডুয়ার্সের প্রবেশদ্বার
ভাগলপুর ভারতের রেশমবিহার
ধানবাদভারতের কয়লার রাজধানীঝাড়খণ্ড
জামশেদপুরভারতের পিটসবার্গ, ভারতের ইস্পাত নগরী
ভুবনেশ্বরভারতের মন্দিরের শহরওড়িশা
গুয়াহাটিউত্তর- পূর্ব ভারতের প্রবেশদ্বারঅসম
তেজপুররক্ত নগরী
ডিব্রুগড়ভারতের চা নগরী
বেঙ্গালুরুভারতের ইলেকট্রনিক শহর, ভারতের উদ্যান নগরী, ভারতের তথ্যপ্রযুক্তি রাজধানী, ভারতের বিজ্ঞান নগরী, ভারতের সিলিকন উপত্যকা, মহাকাশ নগরীকর্ণাটক
কুর্গ ভারতের স্কটল্যান্ড
ম্যাঙ্গালোরক্র্যাডেল অফ ইন্ডিয়ান ব্যাঙ্কিং, কর্ণাটকের প্রবেশদ্বার, পূর্বের রোম
মহীশূরসবুজ শহর, হেরিটেজ শহর
পুদুচেরিপূর্বের প্যারিসপন্ডিচেরি

আগ্রাতাজের শহর, পিঠা নগরীউত্তরপ্রদেশ
এলাহাবাদঈশ্বরের বাসভূমি, প্রধানমন্ত্রীর শহর, সঙ্গম শহর
প্রয়াগঈশ্বরের বাসভূমি
বারাণসীআলোর শহর, মন্দিরের শহর, শিক্ষার শহর, পবিত্র শহর, পৃথিবীর প্রাচীনতম জীবন্ত নগর, ভারতের ধর্মীয় রাজধানী, আধ্যাত্মিকতার রাজধানী

কানপুরপৃথিবীর চর্ম নগরী, উত্তর ভারতের ম্যাঞ্চেস্টার
লক্ষ্ণৌ নবাবের শহর, ভারতের স্বর্ণ নগরী, পূর্বের কনস্ট্যান্টিনোপল, সিরাজ-ই-হিন্দ
আহমেদাবাদভারতের ম্যাঞ্চেস্টার,
ভারতের বস্টন
গুজরাট
সুরাট হীরের শহর, ভারতের হীরের নগরী, ভারতের বস্ত্র শিল্পের শহর
গান্ধীনগরসবুজ শহর
ভদোদরা বটগাছের শহর, ভারতের সংস্কৃতির শহর, সয়াজি নগরী, বিশ্বের গরবা নাচের রাজধানী
অমৃতসর ভারতের সোনালী শহরপাঞ্জাব
পাতিয়ালারাজকীয় শহর
দিল্লির‍্যালির শহরনতুন দিল্লি
জয়পুর প্রসাদ নগরী, গোলাপি শহর, ভারতের প্যারিসরাজস্থান
জয়শলমীর ভারতের সোনালি শহর
যোধপুর নীল শহর, সূর্য নগরী
উদয়পুর হ্রদের শহর, পূর্বের ভেনিশ, শ্বেত নগরী
কোলাপুর কুস্তিগীরদের শহর মহারাষ্ট্র
মুম্বাইস্বপ্নের শহর, সপ্তদ্বীপের শহর, ভারতের অর্থনৈতিক রাজধানী, ভারতের প্রবেশদ্বার,
ভারতের হলিউড, ম্যাক্সিমাম সিটি, মায়া নগরী
নাগপুরকমলালেবুর শহর
নাসিক ভারতের ক্যালিফোর্নিয়া, ভারতের দ্রাক্ষা নগরী
পুনেদাক্ষিণাত্যের রানি
থানে হ্রদের শহর
কাশ্মীরভারতের সুইৎজারল্যান্ড জম্মু ও কাশ্মীর
শ্রীনগর হ্রদের শহর,
মুসৌরিপর্বতের রানি উত্তরাখণ্ড
ঋষিকেশ ঋষিদের শহর, যোগার শহর
নৈনিতাল হ্রদের শহর
শিলং পূর্বের স্কটল্যান্ডমেঘালয়
ভোপালহ্রদের শহরমধ্যপ্রদেশ
ইন্দোর মিনি মুম্বাই
মান্ডিপাওয়ার অফ সিটি
চেন্নাইভারতের অটো হাব সিটি,
ভারতের স্বাস্থের রাজধানী, এশিয়ার ডেট্রয়েট, দক্ষিণ ভারতের প্রবেশদ্বার
তামিলনাড়ু
কোয়েম্বাটোরভারতের বস্ত্রশিল্পের নগরী, দক্ষিণ ভারতের ম্যাঞ্চেস্টার,
নীলগিরি নীল পাহাড়
মাদুরাইপূর্বের এথেন্স, উৎসবের শহর, চার জংশনের শহর, নিদ্রাহীন শহর, মন্দিরের শহর
তিরুচিরাপল্লিসরঞ্জাম ও ফেব্রিকেশনের রাজধানী, রক ফোর্ট সিটি, টুকার ত্রিচি
তিরুনেলভেলিধানখেতের শহর, ভারতের হালোয়া শহর
বনিয়ামবাড়িদক্ষিণ ভারতের চর্ম নগরী
বিশাখাপত্তনমভাগ্যের শহর
ভীমাভরমচিংড়ির শহর, ভারতের দ্বিতীয় বরদৌলি
গুন্টুর লঙ্কার শহর
কাকিনাড়াখাজার শহর, পেনশনভোগীদের স্বর্গ
রাজামুন্দ্রি সংস্কৃতির শহর
বিজয়ওয়াড়াবিজয়ের শহর
কোচি কেরলের প্রবেশদ্বার, আরব সাগরের রানি কেরল
কোল্লাম বিশ্বের কাজুর রাজধানী, আরব সাগরের রাজপুত্র, ব্যাকওয়াটের প্রবেশদ্বার
চন্ডীগড়সৌন্দর্যের শহরচন্ডীগড়
পানিপথতন্তুবায়ের শহরহরিয়ানা
হায়দ্রাবাদমুক্তোর শহর, নিজামের শহর, হাইটেক সিটি, বিশ্বের বিরিয়ানির রাজধানী তেলেঙ্গানা
সেকেন্দ্রাবাদযমজ শহর
ওয়ারাঙ্গলহ্রদের শহর, মন্দিরের শহর, নিজামের দ্বিতীয় নগরী
জুনেবোতো যোদ্ধাদের ভুমিনাগাল্যান্ড