ANM GNM 2021
Shift 1
LIFE SCIENCE (জীবন বিজ্ঞান)
1 . কোন হরমোন পত্রমোচন বিলম্বিত করে?
- অক্সিন
- সাইটোকাইনিন
- জিব্বেরেলিন
- ফ্লোরিজেন
2. যদি উদ্ভিদের শস্যের ক্রোমোজোম সংখ্যা 3n=27 হয় তাহলে ওই উদ্ভিদের ডিম্বাণুর ক্রোমোজোম সংখ্যা কত হবে?
- 9
- 18
- 27
- 36
- নিম্নলিখিত কোন অঙ্গের সাহায্যে আলু, অঙ্গজ জনন সম্পন্ন করে?
- বীজ
- মূল
- কান্ড
- পাতা
- এক সংকর জননে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে দ্বিতীয় অপত্য বংশের জিনোটাইপ অনুপাত টি হল
- 3:1
- 1:2:1
- 9:3:3:1
- 2:1:1
- মাখা ময়দার তালের সাথে ইস্ট যোগ করলে সেটি বৃদ্ধি পায়, এর কারণ হলো
- কোরকোদগম প্রক্রিয়ায় নতুন ইস্ট কোষ তৈরি হয়।
- শৃংখল থেকে কোরকোদগম প্রক্রিয়ায় নতুন ইস্ট তৈরি হয।
- দ্রুত সংখ্যা বৃদ্ধি পাওয়া ইস্ট কোষ শশনের ফলে কার্বন-ডাই-অক্সাইড নির্গত হয।
- প্রচুর পরিমাণ ইষ্টের উপস্থিতি।
- ক্রোমোজোমের শেষ প্রান্তের কাছে প্রাথমিক খাঁজ অবস্থান করলে তাকে বলে
- অ্যাক্রোসেন্ট্রিক
- টেলোসেন্ট্রিক
- অ্যাসেন্ট্রিক
- মেটাসেন্ট্রিক
- নিচের কোন পর্যায়ে DNA -এর সংখ্যা দ্বিগুণ হয়?
- M -দশা
- G¹ -দশা
- S -দশা
- G² -দশা
- ডারউইনের মতবাদ কোন তত্ত্বটিকে স্বীকার করে না?
- যোগ্যতমের উদবর্তন
- B প্রাকৃতিক নির্বাচন
- অস্তিত্বের জন্য সংগ্রাম
- অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার
- পুনরুৎপাদন বৈশিষ্ট্য কোন প্রাণীর ক্ষেত্রে দেখা যায়?
- সাইকন
- শামুক
- ঝিনুক
- প্লানেরিয়া
- মস্তিষ্কের কোন অংশটি বার্তা কেন্দ্র হিসেবে কাজ করে?
- হাইপোথ্যালামাস
- থ্যালামাস
- পনস্
- সেরিবেলাম
- নিচের কোনটি RNA এর গঠনগত উপাদান নয়?
- রাইবোজ শর্করা
- ইউরসিল বেস
- থাইমিন বেস
- ফসফরিক অ্যাসিড
- হিঞ্জ সন্ধি অবস্থিত-
- ঘাড়
- কাঁধ
- করোটি
- হাঁটুতে
- কোন ব্যাকটেরিয়া নাইট্রাইটকে নাইট্রেটএ পরিণত করে?
- নাইট্রোব্যাকটর
- নাইট্রোসোমোনাস
- ক্লসট্রিডিয়াম
- থিয়োব্যাসিলাস
- হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জ টাইপ- B টিকা হল-
- সংযুক্ত টিকা
- টক্সয়েড টিকা
- নিষ্ক্রিয় জীবাণু টিকা
- জীবিত জীবাণু টিকা
- দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে–
- লঘু মস্তিষ্ক
- গুরু মস্তিষ্ক
- যোজক
- সুষুম্নাশীর্ষক
- ক্রিসমাস ডিজিজের অপর নাম হলো
- হিমোফিলিয়া A
- হিমোফিলিয়া B
- æ থ্যালাসেমিয়া
- ß থ্যালাসেমিয়া
- লজ্জাবতী লতার পত্রকে চলন হল—
- আলোকব্যাপ্তি চলন
- তাপব্যাপ্তি চলন
- স্পর্শব্যাপ্তি চলন
- রসায়নব্যাপ্তি চলন
- কোন হরমোন টি অমরা থেকে ক্ষরিত হয় না?
- hCG
- ইস্ট্রোজেন
- প্রোজেস্টেরন
- LH
- মেন্ডেলের দ্বি সংকর জনন প্রক্রিয়ার দ্বিতীয় অপত্য বংশে উৎপন্ন জিনোটাই ও ফিনোটাইপের সংখ্যা কত?
- ফিনোটাইপ -4; জিনোটাইপ -9
- ফিনোটাইপ -9; জিনোটাইপ -4
- ফিনোটাইপ -4; জিনোটাইপ -16
- ফিনোটাইপ -4 জিনোটাইপ -8
- প্রথম জিনগত উপাদান টি হল—
- প্রোটিন
- DNA
- RNA
- কার্বোহাইড্রেট
- সমবৃত্তীয় অঙ্গের উৎপত্তির কারণ—
- কৃত্রিম নির্বাচন
- জিন প্রবাহ
- অভিসারী বিবর্তন
- অপসারী বিবর্তন
- শুক্রাশয় এর কোন কোশ থেকে টেস্টোস্টেরন হরমোন ক্ষরিত হয়?
- টেমস সেল/ কোশ
- জার্ম কোশ
- সার্টোলি কোশ
- ইন্টারস্টিসিয়াল কোশ
- নিউক্লিওলাস গঠনকারী অঞ্চলটি দেখা যায়?
- প্রাথমিক খাজে
- গৌণ খাঁজে
- স্যাটেলাইট অঞ্চলে
- টেলোমিয়ার বা প্রান্তীয় অঞ্চলে
- ব্লাড ব্যাংকে রক্ততঞ্চয় রোধক হিসেবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়?
- হেপারিন
- হিরুডিন
- সোডিয়াম সাইট্রেট
- ক্যালসিয়াম সাইট্রেট
- আদার গ্রন্থিকান, আলুর স্ফীতকন্দ, মটর গাছের আকর্ষ কি জাতীয় অঙ্গ?
- সমসংস্থ অঙ্গ
- সমবৃত্তীয় অঙ্গ
- নিষ্ক্রিয় অঙ্গ
- প্রতিস্থাপিত অঙ্গ
PHYSICAL SCIENCE (ভৌত বিজ্ঞান)
- নিচের কোনটি ভেক্টর রাশি?
- ওজন
- ভর
- ক্ষেত্রফল
- সময়
- একজন ছাত্রী 10 m/sec সময় গতিতে সাইকেল চালিয়ে স্কুল যাচ্ছিল। স্কুলের গেটের সামনে এসেছে ব্রেক চাপে ও 5 সেকেন্ডের মধ্যে থেমে যায়। ছাত্রীটি ব্রেকের সাহায্যে কত বল প্রয়োগ করেছিল? ধরে নাও, ছাত্রী ও সাইকেলের মোট ভর 50 kg ।
- 50 নিউটন
- 200 নিউটন
- 100 নিউটন
- 10 নিউটন
- সঠিক উত্তরটি নির্বাচন কর- একটি বস্তু কোন তরলে সম্পূর্ণ নিম্নজিত অবস্থায় ভাসমান হবে যদি
- বস্তুর ওজন ও প্লাবতা সমান হয়।
- বস্তুর ওজন প্লাবতার থেকে কম হয়।
- বস্তুর ওজন প্লাবতার থেকে বেশি হয়।
- বস্তুর ওজন ও প্লাবতা দুই-ই শূন্য হয়।
- সঠিক উত্তরটি নির্বাচন কর- একটি হিলিয়াম পরমাণুতে থাকে
- চারটি প্রোটন ও চারটি ইলেকট্রন
- চারটি নিউট্রন ও চারটি ইলেকট্রন
- চারটি প্রোটন ও দুটি ইলেকট্রন
- দুটি প্রোটন, দুটি নিউট্রন ও দুটি ইলেকট্রন
- অক্সিজেন ও নাইট্রোজেনের আণবিক গুরুত্ব যথাক্রমে 32 ও 28 । প্রমাণ উষ্ণতা ও চাপে 32 গ্রাম অক্সিজেনের আয়তন 22.4 লিটার। তাহলে ওই একই উষ্ণতা ও চাপে 28 গ্রাম নাইট্রোজেনের আয়তন কত হবে?
- 22.4 লিটার
- 19.6 লিটার
- 25.6 লিটার
- 44.8 লিটার
- মনে করো কোন নির্দিষ্ট তাপমাত্রায় 50 g জলে 20 g সাধারণ লবণ গুলি একটি সম্পৃক্ত দ্রবণ পাওয়া গেল । তাহলে জলে ওই লবণের দ্রাব্যতা কত?
- 70
- 40
- 30
- 100)
-
- নিচের সারণীতে প্রথম স্তম্ভে দেওয়া যৌগগুলি সঙ্গে দ্বিতীয় স্তম্ভের দেওয়া শ্রেণীর নাম গুলির সঠিক সামঞ্জস্য নির্ণয় কর।
-
-
- 1-b, 2-c, 3-d, 4-a
- 1-a, 2-b, 3-c, 4-d
- 1-d, 2-c, 3-a, 4-b
- 1-b, 2-d, 3-c, 4-a
-
33. সঠিক উত্তরটি নির্বাচন কর। একটি বল সোজা উপরে ছুড়ে দিলে সেটি যখন তার সর্বোচ্চ অবস্থানে পৌঁছই তখন তার
-
-
- স্থিতিশক্তি শূন্য ও গতিশক্তিও শূন্য হয়।
- স্থিতিশক্তি সর্বাধিক ও গতিশক্তি শূন্য হয়।
- স্থিতিশক্তি শূন্য ও গতিশক্তি সর্বাধিক হয়।
- স্থিতিশক্তি ও গতিশক্তি সমান হয়।
-
34. যদি একটি নির্দিষ্ট পরিমাণ কোনো আদর্শ গ্যাসের T¹ পরম উষ্ণতায় আয়তন ও চাপ যথাক্রমে V¹ ও P¹ হয় এবং T² পরম উষ্ণতায় যথাক্রমে V² ও P² হয় তবে নিজের কোন সমতুল্যতা সমীকরণটি ঠিক?
-
-
- P¹V¹/T¹=P²V²/T²
- P¹T¹/V¹=P²T²/V²
- P¹/V¹T¹=P²V²T²
- P¹V¹T¹=P²V²T²
-
35. বহুদুরাগত একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি একটি গোলীয় দর্পণে প্রধান অক্ষর বরাবর আপতিত হলে প্রতিফলনের পর একটি বিন্দুতে মিলিত হয় । সেই বিন্দুকে বলে-
-
-
- মেরু
- বক্রতা কেন্দ্র
- ফোকাস
- অক্ষ
-
36. মনে কর একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব f । তাহলে লেন্সটির এক দিকে অক্ষের উপর ঠিক 2f দূরত্বে একটি বস্তু রাখলে
-
-
- লেন্সের অপরদিকে f দূরত্বে একটি অবশীর্ষ প্রতিবিম্ব সৃষ্টি হবে
- লেন্সের অপরদিকে 2f দূরত্বে একটি সমশীর্ষ প্রতিবিম্ব সৃষ্টি হবে
- লেন্সের অপরদিকে f দূরত্বে একটি সম শীর্ষ প্রতিবিম্ব সৃষ্টি হবে
- লেন্সের অপরদিকে 2f দূরত্বে একটি অবশীর্ষ প্রতিবিম্ব সৃষ্টি হবে
-
37. সঠিক উত্তরটি নির্বাচন কর-একটি লাল রঙের একবর্ণী রশ্মি একটি প্রিজমের মধ্যে দিয়ে গেলে অপরদিকে
-
-
- একটি মাত্র লাল রঙের পট্টি পাওয়া যাবে
- বেগুনি, নীল, আকাশ, সবুজ, হলুদ, কমলা ও লাল -এর সাতটি রঙের পট্টি পাওয়া যাবে
- একটি মাত্র সবুজ রঙের পট্টি পাওয়া যাবে
- কোনো আলোর পট্টি পাওয়া যাবে না
-
38. নিম্নোক্ত মৌল গুলির মধ্যে কোনটি সহজে কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না?
-
-
- কার্বন
- সোডিয়াম
- আরগন
- নিকেল
-
39.সাধারণ তাপমাত্রায় লঘু সালফিউরিক এসিডের সঙ্গে ফেরাস সালফাইড এর বিক্রিয়ায় যে দুর্গন্ধযুক্ত গ্যাসটি উৎপন্ন হয় সেটি হল-
-
-
- হাইড্রোজেন সালফাইড
- মিথেন
- কার্বন মনোক্সাইড
- নাইট্রোজেন
-
40) নিম্নোক্ত যৌগ গুলির মধ্যে কোনটি আয়নীয় যৌগ?
-
-
- C²H²
- CO²
- NaCl
- H²O
-
ARTHMATIC (পাটিগণিত)
-
-
- 42 cm ব্যাস এর একটি নিরেট পিতলের গোলককে পিটিয়ে একটি 7 cm লম্বা চোঙআকৃতি দন্ড তৈরি করলে দ্বন্দ্বটির ব্যাস কত হবে?
-
- 84 cm
- 42 cm
- 21 cm
- 7 cm
-
- রাম ও মাধব একত্রে একটি কাজ 4 দিনের শেষ করে । আলাদাভাবে কাজ করলে রামের যতদিন সময় লাগে, মাধবের তারচেয়ে 6 দিন বেশি সময় লাগে। রাম একা কাজটি কতদিনে শেষ করবে?
-
- 12 দিন
- 3 দিন
- 6 দিন
- 9 দিন
-
- দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27 হলে তাদের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত হবে
-
- 1:3
- 1:9
- 1:8
- 1:18
-
- 2,4,6 ও 10 এর প্রত্যেকের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে যোগফল গুলি সমানুপাতি হবে?
-
- 3
- 4
- 5
- 2
-
- একটি গ্রামের বর্তমান জনসংখ্যা N ও প্রতিবছর জনসংখ্যার বৃদ্ধির হার 2x% হলে 5 বছর পরে মোট জনসংখ্যা কত হবে?
-
- N[1+x/100]5
- N[1+x/50]5
- N[1+x100]100
- N[1-x/50]5
-
ENGLISH GRAMMAR (ইংরেজি ব্যাকরণ)
-
-
- Choose the word which has nearly the same meaning as ADMONISH.
-
- Praise
- Appeal
- Support
- Rebuke
-
- Choose the word which is opposite in meaning to JEER.
-
- Clear
- Mock
- Praise
- Sneer
-
- choose the word that can replace both the words in bold italics in the two given sentences.
-
1)The management did not find him suitable for the job of a clerk.
2)Akash could not arrange all parts of the machine properly.
-
-
- fit
- employ
- finish
- adjust
-
- Choose the word which can most appropriately replace the bold italicized words in the given sentence. A person can be sentenced to death for killing another human being.
-
- patricide
- homicide
- genocide
- fratricide
-
- Choose the option which can based replace the group of words given:
-
- versatile
- talented
- gifted
- excellent
-
- Observe the two italicized word in the following two sentences and give your observation by choosing any one option below.
-
- We should not interfere in one’s personal affairs.
- The Personnels of civil services are procud of .
-
- Only sentence -I is correct.
- Only sentence -II is correct
- Both sentence I and II are correct.
- Neither sentence I nor sentence II is correct.
-
- Choose the most effective word to fill in the blank to make the sentence meaningfully complete.
-
Only those who have completed seventeen years of age are_______ to apply for the examination.
-
-
- eligible
- legible
- selected
- illegible
-
- Fill in the blank with the most appropriate word/group of words to make the sentence meaningfully complete.
-
The horse stampeded and tore_______ the street.
-
-
- after
- off
- down
- out
-
- Fill in the blank with the most appropriate word/group of words to make the sentence meaningfully complete.
-
Mohan tries his best to keep________ the reputation of his family.
-
-
- up
- over
- to
- on
-
- Find out which part of the sentence has an error.
-
If we have faith in Almighty / everything will turn out / to be alright / and safe.
A ) (B) (C ) (D)
GENERAL KNOWLEDGE (সাধারণ জ্ঞান)
-
-
- ‘Jungle Book’ বইটি লিখেছিলেন
-
- সত্যজিৎ রায়
- অনিতা দেশাই
- চার্লস ডিকেন্স
- রুডইয়ার্ড কিপলিং
-
- এলাহাবাদ শহরের নতুন নাম কি?
-
- প্রয়াগরাজ
- সারাভাই নগর
- যমুনা নগর
- সঙ্গমপুরী
-
- কত সালে জার্মানির পরাজয়ের সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ হয়?
-
- 1925
- 1965
- 1945
- 1955
-
- মনোসডিয়াম গ্লুটামেট -কে সাধারণভাবে কি বলা হয়?
-
- বেকিং পাউডার
- সাধারণ লবণ
- ভিনেগার
- আ-জিনো-মোটো
-
- নিচের কোনটি মানব শরীরে বৃহত্তম অঙ্গ
-
- হার্ট
- লিভার
- অ্যাপেন্ডিক্স
- পাকস্থলী
-
LOGICAL REASONING (লজিক্যাল রিজনিং)
-
-
- (B)
- (C)
- Find the odd one out.
-
- April
- May
- July
- August
-
- Find the right option below where the two given words have the same relationship as, ‘LIGHT – CANDLE’
-
- Exercise — Strength
- Power — Battery
- Dieting — Overweight
- Car — Engine
-
- Choose the right option which will complete the first word and begin the second word. E X (…) A C L E
-
- pert
- pect
- pire
- tent
-
WB ANM GNM 2021 Shift 1 Question Paper Important Links:-
WB ANM GNM 2021 Shift 2 Orginal Question Paper Downlaod Link | Click Here |
Learn more about WB ANM GNM | Click Here |