WB Primary TET 2023 Child Development & Pedagogy Questions with Answers | Primary TET Practice Set | WB Primary TET 2023 Practice Set 1 | Primary TET Pedagogy Practice Set | Primary TET Practice Set PDF Download | Primary TET 2023 Important Questions and answers | প্রাইমারি টেট প্র্যাকটিস সেট 1 | প্রাইমারি টেট শিশু বিকাশ এবং পেডাগজি প্র্যাকটিস সেট | পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রাইমারি টেট পরীক্ষার প্র্যাকটিস সেট উত্তর সহ
নমস্কার বন্ধুগণ আপনাদের অনুরোধে আজ আমরা নিয়ে এসেছি WB Primary TET 2023 Child Development & Pedagogy Questions with Answers | অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রস্তুত করা এই Primary TET Child Development & Pedagogy Practice Set গুলি আপনাদের সাহায্য করবে Primary TET Exam এর সঠিক প্রস্তুতি ও মূল্যায়ন করতে। আশা করি আমাদের Primary TET এর Practice Set আপনার প্রস্তুতির নির্ভর যোগ্য সঙ্গী হয়ে উঠবে।
WB Primary TET 2023 Child Development & Pedagogy Questions with Answers
- নীচের কোন্টি শিখনের বৈশিষ্ট্য নয়?
- নির্দিষ্ট কিছু অভিজ্ঞতার ভিত্তিতে শিখন ঘটে থাকে।
- আচরণের অধ্যয়ন হল শিখন।
- না শেখা বিষয়বস্তু ও শিখন-এর একটি অংশ।
- শিখন হল একটি প্রক্রিয়া যা আচরণের মধ্যে পরিবর্তন ঘটায়।
- শিখন পদ্ধতিতে Information processing model কীসের ওপর গুরুত্ব দেয়?
- জ্ঞানমূলক বিষয়।
- বোধমূলক বিষয়।
- অঙ্গ সঞ্চালনমূলক বিষয়।
- ওপরের সবকটি।
- মানুষের বিকাশ কতকগুলি নীতির ওপর ভিত্তি করে গড়ে ওঠে। নীচের কোন্টি মানব বিকাশের নীতি নয়?
- ধারাবাহিকতা।
- বিপরীতমুখী।
- সাধারণ থেকে বিশেষ।
- নিরবচ্ছিন্নতা।
- শিশুরা পরীক্ষায় ব্যর্থ হয় —
- পাঠের প্রতি অমনোযোগী হওয়ায়।
- শিখন পদ্ধতি ভালো করে বুঝতে না পারায়।
- বিদ্যালয় পরিবেশে মানিয়ে নিতে না পারায়।
- ওপরের সবকটি।
- বিকাশ কোন্ স্তর থেকে শুরু হয়?
- পরবর্তী শৈশব।
- প্রাক্-জন্ম।
- শৈশব।
- প্রারম্ভিক বাল্য।
- কোন্টি নিয়ে চিন্তা বিমূর্ত্ত চিন্তনের অন্তর্গত?
- আমার মা।
- একটি ফুটবল খেলা।
- বিদ্যালয়ে প্রথম দিন।
- মাতৃত্ব।
- নীচের কোনটির মাধ্যমে শিখন এবং বিকাশের মধ্যে পরিপূর্ণ সম্পর্ক উপলব্ধি করা যায়?
- বিকাশ শিখনের ওপর নির্ভর করে না।
- বিকাশের পেছনে শিখন কাজ করে।
- শিখন এবং বিকাশ হল সমার্থক শব্দ।
- শিখন এবং বিকাশ একটি জটিল প্রক্রিয়ায় আন্তঃসম্পর্কিত।
- নীচের কোন্টিকে ধারণা বলে অভিহিত করা যায় না?
- স্বর্গ।
- বিচারালয়।
- সাম্রাজ্য।
- অরণ্য।
- শিখন পদ্ধতির অবিচ্ছেদ্য অংশ কী কী?
- Input – process → output
- Input
- Output
- Process
- বিকাশ সংক্রান্ত নীচের কোন্ বিবৃতিটি সঠিক?
- বিকাশ বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে বিভিন্ন হয়।
- বিকাশ জন্ম থেকে কৈশোর পর্যন্ত অতি দ্রুত হয় এবং তারপর স্তব্ধ হয়ে যায়।
- বিকাশ জন্ম থেকে কৈশর পর্যন্ত অগ্রবর্তী হয় এবং তারপরে পশ্চাদমুখী হয়।
- পরিবর্তন একটি সরলরেখা অনুসরণ করে অগ্রবর্তী হয়।
- বিকাশের নীতি সংক্রান্ত কোন্ বিবৃতিটি ভুল?
- বংশগতি এবং পরিবেশের মধ্যে ধারাবাহিক মিথস্ক্রিয়ার মাধ্যমে বিকাশ ঘটে থাকে।
- বিকাশ পরিণমন এবং শিখনের ওপর নির্ভর করে।
- প্রতিটি শিশুর বিকাশের বিভিন্ন পর্যায় অতিক্রম করে যদিও তাদের মধ্যে ব্যক্তিগত বৈষম্য বজায় থাকে।
- বিকাশ হল একটি পরিমাণগত প্রক্রিয়া যা পুঙ্খানু-পুঙ্খভাবে পরিমাপ করা যায়।
- নীচের কোনটিকে উচ্চতর চিন্তার নিদর্শন হিসেবে অভিহিত করা যায়?
- জ্যামিতিক সমস্যা সম্পর্কে চিন্তা।
- পরীক্ষার ফল সম্পর্কে চিন্তা।
- ঘর সাজাবার চিন্তা।
- সুস্বাদু খাবারে চিন্তা।
- বিকাশ হল নিরবচ্ছিন্ন প্রক্রিয়া। এই ধারণা নীচের কোন্ নীতির সঙ্গে সম্পর্কিত?
- আন্তঃসম্পর্কের নীতি।
- সমন্বয় নীতি।
- ধারাবাহিকতার নীতি।
- মিথস্ক্রিয়ার নীতি।
- নীচের কোন্টি পারদর্শিতায় ব্যর্থ হওয়ার কারণ?
- মনে না থাকা।
- পুনরুত্থাপন করতে না পারা।
- মনোযোগের স্বল্প বিস্তৃতি।
- ওপরের সবকটি।
- নিম্নের কোন্ বয়সস্তরে শিশুরা বন্ধুদলের (Peer group) সক্রিয় সদস্য হয়ে ওঠে?
- কৈশোরকাল।
- প্রাপ্তবয়স্ক।
- শৈশবকাল।
- প্রারম্ভিক বাল্যকাল।
- নীচের কোন্টি চিন্তনের বহিঃপ্রকাশ?
- ভাষা।
- প্রয়োগ।
- কোনোটিই নয়।
- প্রজ্ঞা।
- মানুষের বিকাশ কোন্ ক্ষেত্রগুলিতে বিভক্ত?
- দৈহিক, আধ্যাত্মিক, মানসিক এবং সামাজিক।
- দৈহিক, মানসিক, প্রাক্ষোভিক এবং সামাজিক।
- প্রাক্ষোভিক, মানসিক, আধ্যাত্মিক এবং সমাজ মনস্তাত্ত্বিক।
- দৈহিক, মানসিক, জ্ঞানমূলক এবং প্রাক্ষোভিক।
- নীচের কোন্টি চিন্তন প্রক্রিয়া?
- প্রত্যক্ষণ।
- কল্পনা।
- স্মৃতি।
- সবকটি।
- কৈশোরকালে কোন প্রকার অনুভূতিপ্রবল পরিমাণে দেখা যায়?
- শৈশবকালে সম্পাদিত বিভিন্ন প্রকার পাপ কর্মের জন্য ভীতিমূলক অনুভূতি।
- আত্মপ্রতিষ্ঠার অনুভূতি।
- জীবন সম্পর্কে আত্মতুষ্টির অনুভূতি।
- নিজেদের সম্পর্কে উৎকণ্ঠা এবং সচেতনতার অনুভূতি।
- নীচের কোন্টি শিক্ষার্থীর পরীক্ষায় ব্যর্থতার কারণ?
- অমনোযোগিতা।
- দুর্বল স্মৃতি।
- শিখনের অভাব।
- সবকটি।
- ভাষা বিকাশের ক্ষেত্রে কোন্টি সঠিক পদ্ধতি নয়?
- কোনো নির্দিষ্ট বিষয়ে শিক্ষার্থীদের বিনা বাধায় বলতে দেওয়া।
- শিশুদের নিজস্ব ভাষা ব্যবহার করতে না দেওয়া।
- শিশুদের নেওয়া উদ্যোগ সমর্থন করা।
- ভাষা ব্যবহার করার পর্যাপ্ত সুযোগসুবিধা দান করা।
- শিক্ষার্থীর পারদর্শিতা লাভের জন্য নীচের কোন কার্যাবলি অধিক গুরুত্বপূর্ণ?
- পুনরাবৃত্তি।
- অতিশিখন।
- ছন্দের আকারে পড়া।
- সবকটি।
- নীচের কোন্ স্তর প্রান্তীয় বাল্যকালের অন্তর্ভুক্ত?
- 11 থেকে 18 বছর।
- 18 থেকে 24 বছর।
- 6 থেকে 11 বছর।
- জন্ম থেকে 6 বছর।
- “কোনো শিক্ষার্থী পরীক্ষার কক্ষে পড়া মনে করতে পারে না”, কারণ —
- সঠিক শিখন হয়নি।
- সঠিক শিক্ষণ হয়নি।
- সঠিক নির্দেশনা হয়নি।
- সঠিক অনুবর্তন হয়নি।
- শৈশবকালের সময়সীমা হল —
- জন্ম থেকে 2 বছর।
- 2 থেকে 3 বছর।
- জন্ম থেকে 3 বছর।
- জন্ম থেকে 1 বছর।
- নীচের কোন্টি গ্যানের শিখন তত্ত্বের মূল বৈশিষ্ট্য?
- শিখন কাঠিন্যের স্তর অনুসারে উপস্থাপন।
- শিখনের ইতিহাস অনুযায়ী সজ্জিত।
- শিখনের প্রয়োজন অনুযায়ী সজ্জিত।
- ওপরের সবকটি।
- বিকাশের ক্ষেত্রে কোনটি সঠিক?
- বিকাশ নির্দিষ্ট বয়স-এ স্তব্ধ হয়ে যায়।
- বিকাশের ক্ষেত্রে সামাজিক-সাংস্কৃতিক পরিপ্রেক্ষিত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- বিকাশ হল একমাত্রিক প্রক্রিয়া।
- বিকাশ বিচ্ছিন্নভাবে হয়।
- গ্যানে নীচের কোন্ ধরনের শিক্ষণের কথা বলেননি?
- সাংকেতিক শিখন।
- ধারণার শিখন।
- নিয়ম শিখন।
- দক্ষতার শিখন।
- সংযোজনবাদ নীচের কোনটির ওপর গুরুত্ব আরোপ করে?
- উদ্দীপক।
- প্রতিক্রিয়া।
- উদ্দীপক ও প্রতিক্রিয়ার সংযোজন।
- কোনোটিই নয়।
- থর্নডাইকের শিখন পদ্ধতি নীচের কোনটির ওপর প্রতিষ্ঠিত?
- উদ্দীপক।
- প্রতিক্রিয়া।
- স্বাভাবিক প্রতিক্রিয়া।
- অনুষঙ্গবাদ।
WB Primary TET 2023 Child Development & Pedagogy Questions with Answers | Primary TET Practice Set | WB Primary TET 2023 Practice Set 1 | Primary TET Pedagogy Practice Set | Primary TET Practice Set PDF Download | Primary TET 2023 Important Questions and answers | প্রাইমারি টেট প্র্যাকটিস সেট 1 | প্রাইমারি টেট শিশু বিকাশ এবং পেডাগজি প্র্যাকটিস সেট | পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রাইমারি টেট পরীক্ষার প্র্যাকটিস সেট উত্তর সহ
WB Primary TET 2023 Child Development & Pedagogy Practice Set Download Link:
WB Primary TET 2023 Practice Set 1 PDF | Click Here |
Primary TET 2023 Full Practice Set PDF Download | Click Here |
Learn More About WB Primary TET 2023 Recruitment | Click Here |