মাধ্যমিক ভূগোল সিলেবাস এবং নম্বর বিভাজন ২০২৩ | WBBSE Geography Syllabus, Number Pattern 2023 and Exam Date!

মাধ্যমিক ভূগোল সিলেবাস ও নম্বর বিভাজন ২০২৩| WBBSE Madhyamik Geography Syllabus | WBBSE Madhyamik Geography Number Pattern

বিগত দুই বছর ধরে আমরা করোনার মতো মহামারীর কবলে পড়ায়  এতদিন সবাই আমরা একটা ভয়াবহ আতঙ্ককের মধ্যে থেকে নিজের জীবনের সঙ্গে লড়াই করে বেঁচে থাকার চেষ্টা করেছি |করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার কারণে 2022 সালের Madhyamik Exam ও  2021 সালের Reduce Syllabus অনুযায়ী হবে বলে বিজ্ঞপ্তি জানিয়েছিল Board ।

কিন্তু এবার Madhyamik Exam 2023 এর Number Pattern 2019 সালের Syllabus  অনুযায়ী হবে। মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে আমরা 2023 সালের নতুন Syllabus  এবং Number Pattern এর  সম্পর্কে বিস্তারিত ভাবে জানবো।  

আমরা বিগত বছর অর্থাৎ 2022 সালে যে পরিবর্তিত Syllabus  এ পরীক্ষা দিয়েছিলে সেটি পুনরায় সংশোধন করে 2019 সালের সম্পূর্ণ Syllabus অনুযায়ী পরীক্ষা 2023 সালে নেওয়া হবে। Madhyamik পরীক্ষার্থীদের সুবিধার্থে আমরা ভূগোল বিষয়ের সম্পূর্ণ Syllabus  টি সম্পর্কে নিন্মে বিস্তারিত ভাবে আলোচনা করা হলো |

WBBSE Madhyamik Geography Syllabus 2023:-

S L NoTopic
1  বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ
2বায়ুমণ্ডল
3বারিমন্ডল
4বর্জ্য ব্যবস্থাপনা
5ভারতের প্রাকৃতিক পরিবেশ
6ভারতের অর্থনৈতিক পরিবেশ
7 উপগ্রহচিত্র ও ভুবৈচিত্রসূচক মানচিত্র

WBBSE Madhyamik Geography Number Pattern:-

FAQ:-

1. WB Madhyamik Geography Exam 2023 কবে অনুষ্ঠিত হতে চলেছে?
ANS:- 25/02/2023 (শনিবার)