মাধ্যমিক ইতিহাস সিলেবাস এবং নম্বর বিভাজন | WBBSE History Syllabus 2023 | WBBSE History Number Pattern 2023
আজকে আমরা আলোচনা করতে চলেছি WBBSE Board এর Hostry Syllabus ও Number Pattern এর সম্বন্ধে বিস্তারিত। করোনা ভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান অচল থাকার জন্য আগের বছরে Madhyamik Syllabus (30-35)% কমানো হয়েছিলো। কিন্তু এবার পরিস্থিতি স্বাভাবিক থাকার কারণে Board এর তরফ থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে এইবার পূর্ণ Syllabus এই নেওয়া হবে আগামী Madhyamik History Exam।
Number Pattern এর সম্বন্ধে আপনাদের জানিয়ে রাখি এবার কোনরকম পরিবর্তন আনা হয়নি Number Pattern এর ক্ষেত্রে । Syllabus ও Number Pattern এর সম্বন্ধে উভয় নিম্নে আলোচনা করা হলো।
WBBSE Madhyamik History Syllabus 2023:-
SL No. | Topic |
1 | ইতিহাসের ধারণা |
2 | সংস্কার বৈশিষ্ট ও পর্যালোচনা |
3 | প্রতিরোধ ও বিদ্রোহ : বৈশিষ্ট ও বিশ্লেষণ |
4 | সংবদ্ধতার গোড়ার কথা : বৈশিষ্ট ও বিশ্লেষণ |
5 | বিকল্প চিন্তা ও উদ্দ্যেগ : (ঊনবিংশ শতকের মধ্যভাগ ও বিংশ শতক এর প্রথম ভাগ) বৈশিষ্ট ও পর্যালোচনা |
6 | বিংশ শতকে ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন : বৈশিষ্ট ও পর্যালোচনা |
7 | বিংশ শতকে ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন : বৈশিষ্ট ও বিশ্লেষণ |
8 | উত্তর উপনিবেশিক ভারত : বিংশ শতকের দ্বিতীয় পর্ব (1947-1964) |
WBBSE Madhyamik History Number Pattern:-
FAQ:-
1. WB Madhyamik History Exam 2023 কবে অনুষ্ঠিত হতে চলেছে?
ANS:- 27/02/2023 (সোমবার)