WBBSE Madhyamik 2025 Routine and Exam Time, Date | মাধ্যমিক ২০২৫ পরীক্ষার রুটিন

WBBSE Madhyamik 2025 Routine | Madhyamik Routine 2025 | WB Madhyamik Routine 2025 | MP Exam Routine 2025 | WBBSE Madhyamik Exam Routine 2025 | Class 10th Routine | Class X Routine 2025 | মাধ্যমিক ২০২৫ রুটিন | মাধ্যমিক ২০২৫ পরীক্ষার রুটিন | দশম শ্রেনী রুটিন ২০২৫ | ক্লাস 10 রুটিন ২০২৫

এই বছরের Madhyamik Exam শেষ হওয়ার সাথে সাথেই প্রকাশিত হয়ে গেছে পরের বছরের তথা WBBSE Madhyamik 2025 Routine। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, আগামী 2025 সালে 14th February শুক্রবার থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। চলবে 24th February সোমবার পর্যন্ত। সামনের বছরের অর্থাৎ Madhyamik 2025 এর যারা পরীক্ষার্থী তাদের জন্য এই আর্টিকেলটি খুব গুরুত্বপূর্ণ। তোমরা এই WBBSE Madhyamik 2025 Routine টি মাথায় রেখে প্রস্তুতি নিতে পারবে। 

উল্লেখ্য পূর্বের মতোই এবার Madhyamik Exam 2025 হতে চলেছে সম্পূর্ণ Offline Mode এ বিভিন্ন স্কুলগুলোতে। WBBSE Madhyamik 2025 Routine নিম্নে চার্টের মাধ্যমে বর্ণনা করা হলো।

WBBSE Madhyamik 2025 Routine

Exam Start at 09:45am End at 01:00pm
Date  Day Subjects 
14/02/2025 Friday Bengali (First Language)
15/02/2025 Saturday English (Second Language)
17/02/2025 Monday History
18/02/2025 Tuesday Geography
19/02/2025 Wednesday Life Science
20/02/2025 Thursday Physical Science
22/02/2025 Saturday Mathematics
24/02/2025 Monday Elective Subjects

মাধ্যমিক ২০২৪ রুটিন

পরীক্ষা শুরু সকাল 09:45 থেকে বিকেল 01:00 টা পর্যন্ত

তারিখ বার বিষয়
১৪ই ফেব্রুয়ারী, ২০২৫ শুক্রবার বাংলা (প্রথম ভাষা)
১৫ই ফেব্রুয়ারী, ২০২৫ শনিবার ইংরেজি (দ্বিতীয় ভাষা)
১৭ই ফেব্রুয়ারী, ২০২৫ সোমবার ইতিহাস
১৮ই ফেব্রুয়ারী, ২০২৫ মঙ্গলবার ভূগোল
১৯ই ফেব্রুয়ারী, ২০২৫ বুধবার জীবন বিজ্ঞান
২০ই ফেব্রুয়ারী, ২০২৫ বৃহস্পতিবার ভৌত বিজ্ঞান
২২ই ফেব্রুয়ারী, ২০২৫ শনিবার গনিত
২৪ই ফেব্রুয়ারী, ২০২৫ সোমবার ঐচ্ছিক বিষয়

আগামী বছর কোন দিন কোন পরীক্ষা হবে, তা জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, 14 ফেব্রুয়ারি প্রথম ভাষা দিয়ে শুরু হবে পরীক্ষা। এর পর 15 তারিখ দ্বিতীয় ভাষা, 17 তারিখ ইতিহাস, 18 তারিখ ভূগোল, 19 তারিখ জীবন বিজ্ঞান, 20 তারিখ ভৌত বিজ্ঞান, 22 তারিখ অঙ্ক ও 24 তারিখ ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হবে।’

WBBSE Madhyamik 2025 Routine and Exam Time, Date সম্পর্কিত তথ্য:

  • Madhyamik 2025 এর পরীক্ষার্থীরা 15 Minutes’ সময় পবে Question Paper পড়ার জন্য।
  • Shorthand এবং Typewriting এর Exam শুধুমাত্র Kolkata ও Siliguri তেই নেওয়া হবে।
  • Needle works ও Sewing Exam এর জন্য পরীক্ষার্থীরা 4 ঘন্টা 15 মিনিট।
  • Music Vocal, Music Instrumental  Theory, Computer Application Theory Exam এর জন্য পরীক্ষার্থীরা সময় পাবে 2 ঘন্টা 45 মিনিট।
  • Vocational Subjects এর ক্ষেত্রে পরীক্ষার্থীরা হাতে সময় পাবে 1 ঘন্টা 45 মিনিট।

WBBSE Madhyamik 2025 Routine | Madhyamik Routine 2025 | WB Madhyamik Routine 2025 | MP Exam Routine 2025 | WBBSE Madhyamik Exam Routine 2025 | Class 10th Routine | Class X Routine 2025 | মাধ্যমিক ২০২৫ রুটিন | মাধ্যমিক ২০২৫ পরীক্ষার রুটিন | দশম শ্রেনী রুটিন ২০২৫ | ক্লাস 10 রুটিন ২০২৫

Madhyamik 2025 Routine PDF Download Link:

Madhyamik 2025 Routine Download Click Here
Madhyamik 2025 All Subject Syllabus Click Here

FAQ:

1. Regular এবং Privet শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত ছাত্র-ছাত্রীদের Madhyamik Routine কি এক ?

ANS:- হ্যাঁ।

2. কবে থেকে Madhyamik Exam 2025 শুরু হতে চলেছে?

ANS:- 14/02/2025

3. Madhyamik Exam 2025 কবে শেষ হতে চলেছে?

ANS:- 24/02/2025

4. Madhyamik 2025 Official Website কি?

ANS:- https://wbbse.wb.gov.in/

5. Madhyamik 2025 Routine PDF Download কিভাবে করা যাবে?

ANS:- উপরে দেওয়া Madhyamik 2025 Routine PDF Download Link ক্লিক করুন।