একাদশ শ্রেণি ইংলিশ সিলেবাস এবং নম্বর বিভাজন ২০২৩ | Class 11 English Syllabus, Number Pattern PDF and Exam Date

WBCHSE Class 11 Syllabus and Number Pattern  একাদশ শ্রেণি ইংলিশ সিলেবাস এবং নম্বর বিভাজন Class 11 English Grammar Class 11 English Book WBCHSE Class XI English Syllabus 

আগামী দিনের কথা চিন্তা করে West Bengal Council of Higher Secondary Education বোর্ড কিছুদিন আগেই একাদশ পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন | তোমরা সবাই নিশ্চয় জানো যে অন্য সমস্ত Syllabus এর মতো English Syllabus এরও পরিবর্তন করা হয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে ছাত্র-ছাত্রীরা নতুন Syllabus সম্পর্কে অবগত না | যদি না জেনে থাকো তোমাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি আসছে বছর অর্থাৎ 2023 সালে Class 11 বা একাদশ শ্রেণীর পরীক্ষায়  শিক্ষার্থীদের সম্পূর্ণ বিষয়ের উপর নেওয়া হবে Exam , কোনো বিষয় এবার কোনো অংশই বাদ থাকবে না |

গত দুবছরে স্কুলের সাথে সরাসরি যোগাযোগ ছিল না পড়ুয়াদের। সেই কারণে প্রকাশিত হয় New Reduced Syllabus যার অনুকরণে 2022 সালের Class 11  Exam অনুষ্ঠিত  হয়েছিল । কিন্তু এ বছর কোন রকম কোন সমস্যা না হওয়ায় Class 11 শ্রেণীর ছাত্র-ছাত্রীদের Syllabus  কোন পরিবর্তন না করে আগের Syllabus তথা 2019 সালের Syllabus  অনুযায়ী Exam হবে তা ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে  এবং তাছাড়া Number Pattern থাকছে অপরিবর্তিত বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ আর্টিকেলটি ঝট করে পড়ে নাও।

সামনে বছরের সকল পরীক্ষার্থীদের উদ্দেশ্যে জানিয়ে রাখি আগামী 23/03/2022 এ অনুষ্ঠিত হতে চলেছে HBCHSE Class 11 এর English Final Exam। এ সম্বন্ধে বিস্তারিত আপনারা জানতে পারবেন আমাদের ওয়েবসাইটের প্রদান করা Routine থেকে।

WBCHSE Class 11 English Syllabus:- 

আমরা বিগত বছর অর্থাৎ 2022 সালে যে পরিবর্তিত সিলেবাসে পরীক্ষা দিয়েছিলাম সেটি পুনরায় সংশোধন করে 2021 সালের সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী পরীক্ষা 2023 সালে নেওয়া হবে | একাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের সুবিধার্থে আমরা ইংরেজি বিষয়ের সম্পূর্ণ সিলেবাসটি সম্পর্কে নিন্মে বিস্তারিত ভাবে আলোচনা করা হলো |

Literature:-

Prose (গদ্য) :- 

Sl No. Topic Author 
1Leela’s Friend                               RK Narayan
2Karma    Khushwant Singh
3Jimmy Valentine               O Henry
4Nobel lecture                                Mother Teresa
5Extract from “The Place of Art in Education”                     Nandalal Bose

Poem’s (কবিতা):-

Sl No. Topic Author 
1Upon the Westminster Bridge  William Wordsworth
2Meeting at Night                           Robert Browning
3The Sick Rose                                 William Blake
4Brotherhood     Octavio Paz
5Daybreak  HW Longfellow

Rapid Reader:-

Tales from Shakespeare by Charles Lamb and Mary Lamb (Edited Version) Following Tales: Macbeth, Othello, The Comedy of Errors, As You Like It, Twelfth Night.

Textual Grammar:- 

এই Grammatical Items থেকে Grammar এর Question Set তৈরি করা হবে – Tense, Voice, Group Verbs, or Phrasal Verbs, Preposition, Relative Clause, Participle, Gerund)

 Writing:-

  1. Paragraph Writing
  2. Story Writing

   ESP:-

  • Newspaper Advertisement: Job Vacancy, Land, House, Flat purchase and sale, Academic Matters.
  • Commercial Leaflet: Opening Office Showroom/institution/Training Centre, Launching Tour Programmes by Travel Agency, Discount Sale.

WBCHSE Class 11 English Number Pattern:- 

    Prose (গদ্য) :-

TopicMCQSAQDescriptive TypeTotal 
Leela’s Friend            (1×1) =1 (1×1) =1 2
Karma  (1×1) =1 (1×1) =1 2
Jimmy Valentine     (1×1) =1 (1×1) =1 (2×5)=1012
Nobel lecture           (1×1) =1 (1×1) =1 2
Extract from “The Place of Art in Education”  (1×1) =1 (1×1) =1 2
Total 551020

Poem’s (কবিতা):-

TopicMCQSAQDescriptive TypeTotal 
Upon the Westminster Bridge(1×1) =1 (1×1) =1 2
Meeting at Night           (1×1) =1 (1×1) =1 2
The Sick Rose                 (1×1) =1 (1×1) =1 (2×5)=1012
Brotherhood(1×1) =1 (1×1) =1 2
Daybreak  (1×1) =1 (1×1) =1 2
Total 551020

Others:- 

TopicMCQSAQDescriptive TypeTotal 
Rapid   Reader                (1×5) =5 
(1×5) =5 10
Textual Gramer              (1×10) =10 10
Writing(1×10)=1010
ESP(1×10)=1010
Total (10 2540