উচ্চ মাধ্যমিক ভূগোল সিলেবাস এবং নম্বর বিভাজন ২০২৩ | WBCHSE Higher Secondary Geography Syllabus, Number Pattern PDF and Exam Date!

Higher Secondary Geography Syllabus West Bengal Board | দ্বাদশ শ্রেণী ভূগোল সিলেবাস এবং নম্বর বিভাজন | Higher Secondary Geography Number Pattern | Higher Secondary Geography Number Pattern in Bengali

2022 সালের Higher Secondary পরীক্ষার্থীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে 2023 সালের Higher Secondary Exam এর নতুন Syllabus প্রকাশ করা হয়েছে। দুটি আলাদা আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে Higher Secondary এর সমস্ত বিষয়ের নতুন Syllabus প্রকাশ করেছে সংসদ।করোনা পরিস্থিতি স্বাভাবিক  হওয়ার কারণে 2023 সালের একাদশ শ্রেণীর পরীক্ষাও 2019 সালের সম্পূর্ণ Syllabus অনুযায়ী হবে বলে বিজ্ঞপ্তি জানিয়েছে বোর্ড । তাই Higher Secondary 2023 এর Question Pattern ও Number Pattern 2019 সালের মতোই হবে। প্রসঙ্গত তোমাদের জানিয়ে রাখি আগের বছর বোর্ড কর্তৃক নির্ধারিত 30-35% Reduce Syllabus এই নেওয়া হয়েছিল Higher Secondary ও একাদশ শ্রেণির Exam। তোমাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি আগামী বছর 27/03/2023 সোমবার এ অনুষ্ঠিত হতে চলেছে পরবর্তী Higher Seconary Geography Exam।

WBCHSE Higher Secondary Geography Syllabus:-

বিগত বছর অর্থাৎ 2022 সালে যে পরিবর্তিত Syllabus এ  পরীক্ষা গ্রহণ করা হয়েছিলো সেটি পুনরায় সংশোধন করে 2019 সালের সম্পূর্ণ Syllabus অনুযায়ী পরীক্ষা 2023 সালে নেওয়া হবে | Higher Secondary  পরীক্ষার্থীদের সুবিধার্থে আমরা ভূগোল বিষয়ের সম্পূর্ণ Syllabus ও Number Pattern এর সম্পর্কে নিন্মে বিস্তারিত ভাবে আলোচনা করা হলো |

প্রাকৃতিক ভূগোল :-

Sl No.Topics
1ভূমিরূপ প্রক্রিয়া : ভৌমোজলের কার্য ও সংশীলষ্ট ভূমিরূপ
2সামুদ্রিক প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ
3ক্ষয়চক্র
4জলনির্গম প্রণালী
5মৃত্তিকা
6বায়ুমন্ডল
7জীববৈচিত্র
8প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়                      

অর্থনৈতিক ভূগোল:-

Sl No.Topics
1অর্থনৈতিক কার্যাবলী: a) কৃষি, b) শিল্প, C) তৃতীয়, চতুর্থ, পঞ্চম
2জনসংখ্যা ও জনবসতি
3আঞ্চলিক অর্থনীতির উন্নয়ন

WBCHSE Higher Secondary Geography Number Pattern:-

প্রাকৃতিক ভূগোল :-

Topic MCQSAQDescriptive TypeTotal
ভূমিরূপ প্রক্রিয়া              (1×2) =2 (1×1) =1  3
সামুদ্রিক প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ                           (1×1) =1 (1×1) =1  2
ক্ষয়চক্র(1×1) =1 (1×1) =1 (1×7)=79
জলনির্গম প্রণালী              (1×1) =1 (1×1) =1  2
মৃত্তিকা(1×2) =2 (1×1) =1  3
বায়ুমন্ডল (1×3) =3 (1×2) =2  5
জীববৈচিত্র (1×1) =1 (1×1) =1 (1×7)=79
প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়           (1×1) =1 (1×1) =1  2
Total1291435

অর্থনৈতিক ভূগোল:-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *