উচ্চ মাধ্যমিক রসায়ন সিলেবাস এবং নম্বর বিভাজন 2023 | Higher Secondary Chemistry Syllabus, Number Pattern and Exam Date 

WBCHSE Higher Secondary Chemistry Syllabus 2023  | দ্বাদশ শ্রেণির রসায়ন সিলেবাস এবং নম্বর বিভাজন  | উচ্চ মাধ্যমিক রসায়ন সিলেবাস  |WBCHSE Chemistry Syllabus PDF  | Higher Secondary Chemistry Syllabus in Bengali  |  WBCHSE Class 12 Question Pattern

ইতিমধ্যে আমরা আলোচনা করেছি WBCHSE Board Higher Secondary Board এর Physics বা পদার্থবিদ্যা Subjects এর Syllabus ও Number Pattern এর সম্বন্ধে বিস্তারিত। আজকের আর্টিকেল এর মাধ্যমে আমরা আলোচনা করতে চলেছি Higher Secondary Physics Subjects এর Syllabus ও Number Pattern এর সম্বন্ধে।

বিগত দুই বছর ধরে আমরা করোনার মতো মহামারীর কবলে পড়ায়  এতদিন আমরা একটা ভয়াবহ আতঙ্ককের মধ্যে থেকে নিজের জীবনের সঙ্গে লড়াই করে বেঁচে থাকার চেষ্টা করেছি |করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার কারণে 2022 সালের দ্বাদশ শ্রেণীর পরীক্ষাও 2021 সালের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী হবে বলে বিজ্ঞপ্তি জানিয়েছিল বোর্ড ।

কিন্তু এবার দ্বাদশ শ্রেণীর 2023 এর প্রশ্ন বিন্যাস ও নম্বর বিভাজন 2019 সালের সিলেবাস অনুযায়ী হবে। দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে আমরা 2023 সালের Chemistry এর নতুন Syllabus  এবং Number Pattern এর সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করা হলো |

WBCHSE Higher Secondary Chemistry Syllabus:-

Sl No. Topic
1 Solid State
2 Solution
3 Electrochemistry
4 Chemical Kinetics
5 Surface Chemistry
6 General Principal and Processes of Isolation of Elements
7 pBlock Elements
8 D & F Block elements
9 Co-Ordination Compounds
10 Haloalkanes & Haloarenes
11 Alcohols, Phenols & Ethers
12 Aldehydes, Ketones & Carboxylic Acids
13 Organic Compounds Containing Nitrogen
14 Biomolecules
15 Polymers
16 Chemistry in Everyday Life

WBCHSE Higher Secondary Chemistry Number Pattern:-

FAQ:-

1. কবে হতে চলেছে আগামী বছরের দ্বাদশ শ্রেণির Chemistry Exam?
ANS:- 25/03/2023 (শনিবার)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *