উচ্চ মাধ্যমিক দর্শন সিলেবাস এবং নম্বর বিভাজন | Higher Secondary Philosophy Syllabus,Number Pattern PDF এবং Exam Date জানেন কী?

উচ্চ মাধ্যমিক দর্শন সিলেবাস এবং নম্বর বিভাজন ২০২৩ | WB HS Philosophy Syllabus | West Bnegal Philosophy HS Exam Date

সামনের বছর এর সকল Higher Secondary এর পরীক্ষার্থীদের মনে একটি প্রশ্ন “আগের বছরের কমানো Syllabus এই কি আমাদের পরীক্ষা হবে না Syllabus পরিবর্তন করা হয়েছে? “ তোমাদের এই প্রশ্নের উত্তর ইতিমধ্যে WBCHSE Board দিয়ে দিয়েছে। প্রসঙ্গত তোমাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি আগের বছর Higher Secondary ও Class 11 এর Exam 35-40% Reduce Syllabus এই নেওয়া হয়েছিল ।

Higher Secondary Result ঘোষণার সময় এ Officially Board এর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আগামী বছরের 22/03/2023 বুধবার এ অনুষ্ঠিত হতে চলেছে পরবর্তী Higher Secondary Philosophy Exam। আগের Reduce Syllabus অনুযায়ী আবার Exam গ্রহণ করা হবে না এবং অপর দিকে Question Pattern কিন্তু একই  থাকছে যা তোমরা নিম্নে জানতে পারবে। ।

WBCHSE Higher Secondary Philosophy Syllabus :-

বিগত বছর অর্থাৎ 2022 সালে যে পরিবর্তিত Syllabus  এ Exam গ্রহণ করা হয়েছিলো সেটি পুনরায় সংশোধন করে 2021 সালের সম্পূর্ণ Syllabus অনুযায়ী পরীক্ষা 2023 সালে নেওয়া হবে | Higher Secondary পরীক্ষার্থীদের সুবিধার্থে আমরা Geography Subjects এর সম্পূর্ণ Syllabus টি সম্পর্কে নিন্মে বিস্তারিত ভাবে আলোচনা করা হল |

   অবরোহ যুক্তি :-

Sl No.Topics
1যুক্তি
2বচন
3বচনের বিরোধীতা
4অমাধ্যম অনুমান
5নিরেপক্ষ ন্যায়
6প্রকল্পিক ও বৈকল্পিক ন্যায়
7বুলীয় ভাস্য ( ভ্যানচিত্র )
8সত্যসাপেক্ষ

আরোহ যুক্তি:-

Sl No.Topics
1আরোহ অনুমানের স্বরূপ
2কারণ
3মিলের পরীক্ষামূলক পদ্ধতি
4আরোহমূলক দোষ

WBCHSE Higher Secondary Philosophy Number Pattern:-

  অবরোহ যুক্তি:-

TopicMCQSAQ Descriptive TypeTotal
যুক্তি(1×2) =2          (1×2) =2          4
বচন  (1×2) =2          (1×8) =8          10
বচনের বিরোধীতা       (1×2) =2          (1×2) =2          4
অমাধ্যম অনুমান         (1×1) =1          (1×8) =8          9
নিরেপক্ষ ন্যায়              (1×2) =2          (1×8) =8          10
প্রকল্পিক ও বৈকল্পিক ন্যায়(1×2) =2          (1×2) =2          4
বুলীয় ভাস্য (ভ্যানচিত্র)  (1×2) =2          (1×2) =2          4
সত্যসাপেক্ষ (1×3) =3          (1×2) =2          5
Total16102450

আরোহ যুক্তি:-

TopicMCQSAQDescriptive TypeTotal
আরোহ অনুমানের স্বরূপ(1×3) =3          (1×3) =3          6
কারণ (1×3) =3          (1×3) =3          6
মিলের পরীক্ষামূলক পদ্ধতি (1×2) =2          (1×8) =8          10
আরোহমূলক দোষ       (1×8) =8          8
Total861630

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *