WBCHSE Higher Secondary 2015 Political Science Question Paper with Answers | উচ্চমাধ্যমিক ২০১৫ রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র উত্তর সহ

HS 2015 Political Science Question Paper

2015

POLITICAL SCIENCE

Time  – 3 hours 15 minute

Full Marks – 80

PART – B (MARKS – 40)

1. বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: (1×24 = 24)

(i) ‘ঠান্ডা লড়াই’ শব্দটি প্রথম প্রয়োগ করেন

(A) বার্নাড বারুচ

(B) ট্রুম্যান

(C) চার্চিল

(D) গর্বাচেভ

(ii) পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়

(A) ভারত ও বাংলাদেশের মধ্যে

(B) ভারত ও ভুটানের মধ্যে

(C) ভারত ও রাশিয়ার মধ্যে

(D) ভারত ও চিনের মধ্যে

(iii) বর্তমানে ‘সার্ক’-এর সদস্য সংখ্যা হল

(A) 7

(B) 8

(C) 9

(D) 10

(iv) ‘সার্ক’-এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়

(A) ঢাকায়

(B) কলম্বোতে

(C) দিল্লিতে

(D) ইসলামাবাদে

(v) নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হল

(A) 10

(B) 15

(C) 20

(D) 25

(vi) সাধারণ সভায় ‘শান্তির জন্য ঐক্যের প্রস্তাব’ গৃহীত হয় কোন্‌ সালে?

(A) 1948

(B) 1950

(C) 1955

(D) 1960

(vii) মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম হল

(A) লোকসভা

(B) রাজ্যসভা

(C) সেনেট

(D) জনপ্রতিনিধি সভা।

(viii) এক কক্ষবিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্র হল

(A) গ্রেট ব্রিটেন

(B) চীন

(C) ভারত

(D) মার্কিন যুক্তরাষ্ট্র

(ix) “ন্যায়বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কী ভীষণ সেই অন্ধকার” একথা বলেছেন

(A) লর্ড ব্রাইস

(B) ফ্র্যাংকলিন

(C) গেটেল

(D) মার্কস।

(x) লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা হল

(A) 530

(B) 545

(C) 550

(D) 552

(xi) পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন প্রণীত হয়

(A) 1947 সালে

(B) 1973 সালে

(C) 1977 সালে

(D) 1982 সালে।

(xii) কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসনিক প্রধান হলেন

(A) সপরিষদ মেয়র

(B) মেয়র

(C) ডেপুটি মেয়র

(D) মন্ত্রী।

(xiii) দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়

(A) 1919 সালে

(B) 1920 সালে

(C) 1939 সালে

(D) 1945 সালে।

(xiv) জোট নিরপেক্ষ আন্দোলনের জনক হলেন

(A) ইন্দিরা গান্ধি

(B) সুকর্ণ,

(C) মার্শাল টিটো

(D) জওহরলাল নেহরু

(xv) “ন্যাটো’ গঠিত হয় কার উদ্যোগে?

(A) মার্কিন যুক্তরাষ্ট্র

(B) সোভিয়েত ইউনিয়ন

(C) ব্রিটেন

(D) ভারত

(xvi) ভারত-পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কোন সালে?

(A) 1965

(B) 1978

(C) 1972

(D) 1975

(xvii) নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হল

(A) 4

(B) 5

(C) 6

(D) 7

(xviii) ভেটো প্ৰদান ক্ষমতা আছে কেবলমাত্র

(A) সাধারণ সভার

(B) আন্তর্জাতিক আদালতের

(C) নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের

(D) অছি পরিষদের

(xix) স্পিরিট অফ দ্য লজ’ গ্রন্থটির রচয়িতা কে?

(A) মার্কস

(B) হেগেল

(C) হবস্

(D) ন্তেস্কু

(xx) ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম হল

(A) লর্ড সভা

(B) কমন্স সভা

(C) সেনেট

(D) লোকসভা।

(xxi) উত্তরাধিকার সূত্রে মনোনীত শাসক দেখা যায়

(A) পাকিস্তানে

(B) বাংলাদেশে

(C) গ্রেট ব্রিটেনে

(D) ভারতে

(xxii) ভারতের প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন

(A) সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি

(B) লোকসভার স্পিকার

(C) রাষ্ট্রপতি

(D) উপরাষ্ট্রপতি।

(xxiii) রাজ্যসভার সদস্যদের কার্যকালের স্বাভাবিক সময়সীমা হল

(A) 4 বছর

(B) 5 বছর

(C) 6 বছর

(D) 7 বছর।

(xiv) পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয়

(A) সভাপতি

(B) মন্ত্রী

(C) কাউন্সিলর

(D) ম্যাজিস্ট্রেট

 

2. নিম্নলিখিত প্রশ্নগুলির অতি-সংক্ষিপ্ত উত্তর দাও: (1×16=16)

(i) বরো কমিটি কীভাবে গঠিত হয়?

Ans:- কমিটি গঠন 3 লক্ষের বেশি জনসংখ্যাবিশিষ্ট পৌরসভায় বরো করা যায়। নির্বাচনের পর ওয়ার্ডগুলিকে 5টি বরোতে ভাগ করা হয়। যাতে প্রতিটি বরো পরস্পর-সংলগ্ন অন্তত 6টি করে ওয়ার্ড নিয়ে গঠিত হতে পারে। যেসব ওয়ার্ড নিয়ে বরো গঠিত হয় সেইসব ওয়ার্ডের কাউন্সিলাররা বরো কমিটির সদস্য হয়ে থাকেন। কাউন্সিলারদের মধ্যে একজন চেয়ারম্যান নির্বাচিত হন। বরো কমিটি স-পরিষদ চেয়ারম্যানের নিয়ন্ত্রনাধীন থেকে কাজ করে।

(ii) ভারতের মৌলিক অধিকার বলবৎ করার জন্য যে-কোনো দুটি ‘লেখ’-এর নাম উল্লেখ করো

Ans:- (১) বন্দী প্রত্যক্ষীকরণ, (২) পরমাদেশ।

(iii) ‘জিরো আওয়ার’ কাকে বলে?

Ans:- আইনসভায় দুপুর 12টা থেকে বেলা 1টা পর্যন্ত আইনসভার যে-কোনো কক্ষের কাজকর্ম চলতে থাকলে সেই সময় হল ‘জিরো আওয়ার’।

অথবা,

ছাঁটাই প্রস্তাব’ কয় প্রকার?

Ans:- ছাঁটাই প্রস্তাব ৩ প্রকার। (১) নীতি অনুমোদন-সংক্রান্ত ছাঁটাই প্রস্তাব, (২) ব্যয় সংক্ষেপের জন্য ছাঁটাই প্রস্তাব, (৩) প্রতীকী ছাঁটাই প্রস্তাব।

(iv) ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালের যে-কোনো একটি স্বেচ্ছাধীন ক্ষমতা উল্লেখ করো

Ans:- রাজ্যের শাসনকার্যাদি সংবিধানসম্মতভাবে পরিচালিত হচ্ছে কিনা, সে বিষয়ে রাষ্ট্রপতির কাছে রিপোর্ট প্রদান করা।

অথবা,

ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন?

Ans:- ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন সেই রাজ্যের রাজ্যপাল।

(v) ভারতের প্রধানমন্ত্রীর যে-কোনো একটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো

Ans:- প্রধানমন্ত্রী তাঁর ইচ্ছা অনুসারে যে-কোনো মন্ত্রীকে তাঁর মন্ত্রীসভা থেকে বাদ দিতে পারেন।

(vi) ভারতের রাষ্ট্রপতি তাঁর পদ থেকে কীভাবে অপসারিত হন?

Ans:- ভারতের রাষ্ট্রপতিকে সংবিধানভঙ্গের অপরাধে 61 নং ধারায় বর্ণিত ‘ইমপিচমেন্ট’ পদ্ধতির মাধ্যমে পদচ্যুত করা যায়।

অথবা,

ভারতের উপরাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন?

Ans:- ভারতের উপরাষ্ট্রপতি সংসদের উভয় কক্ষের সদস্যদের নিয়ে গঠিত একটি নির্বাচক সংস্থা কর্তৃক একক-হস্তান্তরযোগ্য ভোটের ভিত্তিতে সমানুপাতিক প্রতিনিধিত্বের গোপন ভোটে নির্বাচিত হন।

(vii) বিচারবিভাগের স্বাধীনতা রক্ষার দুটি পদ্ধতি উল্লেখ করো

Ans:- ১. বিচারপতিদের কার্যকালের স্থায়িত্ব একাত্ত প্রয়োজন। কার্যকাল স্বল্পস্থায়ী হলে ন্যায়বিচার উপেক্ষিত হতে পারে।

২. বিচারপতিদের অপসারণ পদ্ধতি যথেষ্ট কঠোর হওয়া প্রয়োজন।

(viii) স্থায়ী প্রশাসক বলতে কী বোঝো?

Ans:- স্থায়ী প্রশাসক বলতে বোঝায় যারা নির্দিষ্ট বয়স পর্যন্ত দীর্ঘ সময়ের জন্য নির্দিষ্ট বেতনের ভিত্তিতে সরকারি কর্মচারি হিসাবে নিযুক্ত হন। এরা রাষ্ট্রকৃত্যক (সিভিল সারভেন্ট ) নামে পরিচিত।

(ix) এক কক্ষবিশিষ্ট আইনসভার বিপক্ষে একটি যুক্তি দাও

Ans:- এককক্ষ বিশিষ্ট আইনসভা গণতন্ত্রের বিপরীত। কারণ গণতান্ত্রিক রাষ্ট্রের আইনসভার সদস্যরা জনগণ কর্তৃক নির্বাচিত হয়ে থাকেন। তাই নির্বাচিত সদস্যরা জনস্বার্থ রক্ষা করে চলেন।

(x) গান্ধিজির অহিংস নীতির দুটি বৈশিষ্ট্য লেখো

Ans:- (১) গান্ধীজির কাছে অহিংসাই ছিল সত্য আর সত্যই হল ঈশ্বর।

(২) তাঁর মতে অন্যায়ের প্রতিরোধে নিজের রক্তপাত বা আত্মবলিদান দিতে প্রস্তুত থাকতে হবে কিন্তু কোনোভাবেই সহিংস হওয়া যাবে না।

অথবা,

গান্ধিজির সত্যাগ্রহ নীতির দুটি বৈশিষ্ট্য লেখো

Ans:- গান্ধিজির সত্যাগ্রহ নীতির দুটি বৈশিষ্ট্য হলো – (১) সত্য (২) আত্মনিগ্রহ।

(xi) মার্কসবাদের যে-কোনো দুটি উৎস উল্লেখ করো

Ans:- মার্কসবাদের দুটি উৎস হলো – (১) জার্মান দর্শন (২) ব্রিটিশ রাষ্ট্রীয় অর্থনীতি।

অথবা,

দ্বন্দ্বমূলক বস্তুবাদের যে-কোনো দুটি সূত্র উল্লেখ করো

Ans:- (১) বস্তুজগতের প্রতি দৃষ্টিভঙ্গি এবং বস্তুজগতের ঘটনা প্রবাহের বিশ্লেষণ ও ব্যাখ্যার পদ্ধতি হল দ্বন্দ্বমূলক (২) বস্তুজগতের ব্যাখ্যা সম্পর্কে ধারণা ও তত্ত্ব হল বস্তুবাদী।

(xii) অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি ‘বিশেষজ্ঞ সংস্থা’র নাম লেখো

Ans:- FAO (খাদ্য ও কৃষি সংস্থা)।

(xiii) ভারতের পররাষ্ট্রনীতির একটি মূল বৈশিষ্ট্য উল্লেখ করো

Ans:- ভারতের পররাষ্ট্রনীতির একটি মূল বৈশিষ্ট্য হলো জোটনিরপেক্ষতা।

(xiv) জাতীয় ক্ষমতা বলতে কী বোঝায়?

Ans:- জাতীয় ক্ষমতা বলতে বোঝায় কোনো দেশের জনগণের জাতীয় চরিত্র বা জাতীয় বৈশিষ্ট্য ও আত্মবিশ্বাস সহ একটি দৃঢ় জনসমর্থন ভিত্তিক শক্তিশালী সরকার, অর্থনৈতিক সামর্থ্য ও শক্তিশালী সামরিক ব্যবস্থা। 

অথবা,

জাতীয় স্বার্থ বলতে কী বোঝায়?

Ans:- জাতীয় স্বার্থ বলতে বোঝায় জাতির সেইসব নূন্যতম লক্ষ্য ও উদ্দেশ্যসমূহকে, যেগুলি পূরণের জন্য রাষ্ট্রসমূহ সিদ্ধান্ত গ্রহন করে যা জাতীয় নিরাপত্তা, জাতীয় উন্নয়ন ও শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠার বিষয়ও উল্লেখযোগ্য।

(xv) সুয়েজ সংকট কবে দেখা দেয়?

Ans:- 1956 খ্রিস্টাব্দে।

অথবা,

কিউবার সংকট কবে দেখা দেয়?

Ans:- 1962 খ্রিস্টাব্দে।

(xvi) বেলগ্রেড সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?

Ans:- 1961 খ্রিস্টাব্দে।

অথবা,

বর্তমানে জোটনিরপেক্ষ আন্দোলনের একটি প্রাসঙ্গিকতা উল্লেখ করো

Ans:- সোভিয়েত ইউনিয়নের পতনের পর ঠান্ডা লড়াই মুক্ত বিশ্বে বিশ্বায়নের প্রভাবে উন্নত ও উন্নয়নশীল দেশগুলির মধ্যে ব্যাপক বৈষম্য দেখা দিয়েছে। জোট নিরপেক্ষ আন্দোলন উন্নত ও উন্নয়নশীল দেশের মধ্যে এই অর্থনৈতিক বৈষম্য দূর করতে কার্যকরী ভূমিকা গ্রহন করেছে এবং সার্বিক মানব কল্যাণ প্রতিষ্ঠানের জন্য এই আন্দোলনের প্রয়োজনীয়তা আজও রয়েছে।

 

PART – A (MARKS – 40)

1. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): (8×5=40)

(i) আন্তর্জাতিক সম্পর্ক বলতে কী বোঝো? আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য কী?

অথবা,

বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো।

(ii) উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো।

(iii) ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও।

অথবা,

দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও।

(iv) ভারতের রাষ্ট্রপতির ক্ষমতাসমূহ আলোচনা করো।

(v) ভারতের হাইকোর্টের গঠন ও কার্যাবলি ব্যাখ্যা করো।

অথবা,

ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলি সংক্ষেপে বিশ্লেষণ করো।

HS 2015 Political Science Question Paper with Answer | HS Political Science Question Paper 2015 | HS 2015 Political Science Question Paper | HS 2015 Political Science Question Paper Solved | HS Political Science Question Paper 2015 PDF Download | Class 12 Political Science Question Paper 2015 | উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র ২০১৫ | উচ্চমাধ্যমিক ২০১৫ রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র এবং উত্তর | উচ্চমাধ্যমিক ২০১৫ রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র Download করুন উত্তর সহ (PDF) | উচ্চমাধ্যমিক ২০১৫ রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র উত্তর সহ (PDF)

HS Political Science Previous Years Question Paper:

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র 2024 Click Here
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র 2023 Click Here
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র 2022 Click Here
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র 2020 Click Here
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র 2019 Click Here
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র 2018 Click Here
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র 2017 Click Here
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র 2016 Click Here
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র 2015 Click Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *