WBPSC Food SI Math Practice Set 26 (Complete) | ফুড সাব ইন্সপেক্টর অংক প্র্যাকটিস সেট (PDF সহ)

WBPSC Food SI Practice Set | WBPSC Food SI Math Practice Set | WBPSC Food SI Math Simple Interest Practice Set | Simple Interest | Sorol Sud Kosha | Simple Interest Questions and Answers | Food SI Exam 2023 Math/Arithmetic Questions and Answers | সরল সুদকষা| ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার অংক প্রশ্ন এবং উত্তর | সরল সুদকষা প্রশ্ন এবং উত্তর।

নমস্কার বন্ধুগণ আপনাদের অনুরোধে আজ আমরা নিয়ে এসেছি WBPSC Food Sub Inspector Full Practice Set । অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রস্তুত এই Practice Set গুলি আপনাদের সাহায্য করবে WBPSC Food Sub Inspector Exam এর সঠিক প্রস্তুতি ও মূল্যায়ন করতে। আশা করি আমাদের WB Food SI এর Practice Set আপনার Preparation এর নির্ভর যোগ্য সঙ্গী হয়ে উঠবে।

WBPSC Food SI Recruitment 2023 এর সমন্ধে বিস্তারিত না জেনে থাকলে নিম্নে থাকা লিঙ্কে ক্লিক করুন।

WBPSC Food SI Recruitment

পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রকাশিত চাকরীর আপডেট পাওয়ায় জন্য ক্লিক করুন।

West Bengal Govt. Job

WBPSC Food SI Math Practice Set 26

নিম্নে সরল সুদের ছোট বড় সমস্ত প্রশ্ন এবং উত্তর রয়েছে-

  1.  বার্ষিক r % হারে সরল সুদে P টাকার t বছরের সুদ I টাকা হলে,

(a) I=Ptr 

(b) prtI=100                  

(c) prt=100×I                   

(d) কোনটি নয়

Ans:- (c) Prt=100×I.

  1. কোন মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয় । একই সরল সুদের হারে ওই মূলধন তিনগুণ কত বছরে?

(a) 30 বছরে

(b) 35 বছরে

(c) 40 বছরে

(d) 45 বছরে

Ans:- (c)  40 বছরে।

  1. কোন মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত?

(a) 5%

(b)10 %

(c)15%

(d) 20%

Ans:- (b) 10%.

  1. X% বার্ষিক সরল সুদের হারে কোন মূলধন এর X বছরের সুদ X টাকা হলে মূলধন এর পরিমাণ কত?

(a) X টাকা 

(b) 100X টাকা 

(c) 100/টাকা  

(d) 100/ টাকা

Ans:- (c) 100/X টাকা।

  1. বার্ষিক r% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরে মোট সুদ pnr/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত?

(a) 2p টাকা 

(b) 4p টাকা  

(c) p/ টাকা  

(d) p/4 টাকা 

Ans:- (b) 4p টাকা।

  1. যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধর্মন বলে।

Ans:- সত্য।

  1. আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত সমানুপাতে থাকে।

Ans:- মিথ্যা।

  1. যে ব্যক্তি টাকা ধার দেন তাকে কী বলে?

Ans:- উত্তমর্ণ বলে।

  1. বার্ষিক r/2 % সরল সুদের হারে 2p টাকার t বছরের সুদ আসল?

Ans:- {2p+(prt/100)}টাকা।

  1. 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার কত?

Ans:- 12.5%.

  1. কোন মূলধন বার্ষিক সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে?

Ans:- 16 বছর পর দ্বিগুণ হবে।

  1. বার্ষিক সরল সুদের হার 4% থেকে (3পূর্ণ 3/4) % হওয়ায় অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয় । অমলবাবুর মূলধন নির্ণয় কর?

Ans:- 24000 টাকা।

  1. শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোন টাকার 4 বছরের সুদ ,আসলের  8/25 অংশ হবে?

Ans:- 8%.

  1. শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোন টাকার দশ বছরের সুদ সুদআসলের 2/5 অংশ হবে?

Ans:- 62/3%.

  1. বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ এক টাকা?

Ans:- 240 টাকা।

  1. দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংকে থেকে 15000 টাকা ধার নিলেন 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে?

Ans:- 7200 টাকা।

  1. 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 শে মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকার সুদ কত হবে?

Ans:- 48 টাকা ।

  1. বার্ষিক (8 পূর্ণ 1/3)% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধিমূল কত হবে?

Ans:- 1060 টাকা।  

  1. উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা দুই বছরের জন্য ধার নিলেন দু’বছর পরে সুদে-আসলে তাকে কত টাকা শোধ করতে হবে?

Ans:- 3584 টাকা।

  1. বার্ষিক 5.25 % সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন দু’বছর পরে তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন তিনি কত টাকা জমা রেখেছিলেন?

Ans:- 8000 টাকা।

  1. গৌতম একটি মুরগী খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয় তিনি কত টাকা ধার নিয়েছিলেন?

Ans:- 37800 টাকা।

  1. বার্ষিক 6 % সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে?

Ans:- 16 পূর্ণ 2/3) বছরে।

  1. মান্নান মিয়া কিছু টাকা ধার করার  6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল?

Ans:- 614%.

  1. একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4 % সরল সুদের হারে কৃষি ঋণ দেয় কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয় একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5000 টাকা কৃষি ঋণ নেন তবে তার বছরের সুদ বাবদ কত টাকা বাঁচবে?

Ans:-170 টাকা।

  1. যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয় তবে বার্ষিক শতকরা সরল সুদের হার কত?

 Ans:- 61/4%.

  1. বার্ষিক 8 % হারে সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে?

Ans:- 31/2 বছরে।

  1. যদি বার্ষিক 10% হারে সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে-আসলে 1200 টাকা ফেরত পায় তবে ঐ টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল?

Ans:- 5 বছরের জন্য।

  1. কোন মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে-আসলে 7100 টাকা এবং 4 বছরের সুদে আসলে 6200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার কত?

Ans:- মূলধন 5000 টাকা এবং বার্ষিক শতকরা সরল সুদের হার 6%.

  1. একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি  ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা করে জমা রাখেন তিন বছর পর তারা সুদসহ যথাক্রমে 2360 টাকা ও 2480 টাকা ফেরত পান ব্যাঙ্ক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত হবে?

Ans:- 6:8=3:4.

  1. একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15000 টাকা ধার করে 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22125 টাকা দিতে হলো ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার কত?

Ans:- 91/2%.

  1. আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 100000 টাকা পেলেন ওইটা কার কিছুটা ব্যাংক ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট 5400 টাকা পান ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি যথাক্রমে 5 % ও 6 % হয় তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন?

Ans:- তিনি ব্যাংকে রেখেছিলেন 60000 টাকা এবং পোস্ট অফিসে রেখেছিলেন 40000 টাকা।

  1. রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6% এবং অন্য ব্যাংকটির বার্ষিক সরল সুদের হার শতকরা কত হলে 2 বছর পর তিনি যদি সুদ বাবদ মোট  1280 টাকা পান তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা দিয়েছিলেন?

Ans:- তিনি একটি ব্যাংকে 6000 টাকা এবং অপর ব্যাংকে 4000 টাকা জমা রেখে ছিলেন।

  1. কোন ব্যাংক বার্ষিক 5 % হারে সরল সুদ দেয় ওই ব্যাংকে দিপু বাবু বছরের প্রথমে 15000 টাকা জমা দেওয়ার তিন মাস পরে 3000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার তিন মাস পরে আবার তিনি 8000 টাকা জমা দিলেন ওই বছরের শেষে দিপু বাবু সুদে-আসলে কত টাকা পাবেন?

Ans:- 20837.50 টাকা।

  1. রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12 % সরল সুদের হারে 24000 টাকা ব্যাংক থেকে ধার নেন ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতিমাসে 5200 টাকায় ভাড়া দেন ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়িভাড়ার আয়ে থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন?

Ans:- 9 বছর।

  1. রথীন বাবু তার দুই মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 120000 টাকা করে পাবে ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10% এবং মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে 13 বছর এবং আট বছর তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন?

Ans:- বড় মেয়ের জন্য 80000 টাকা এবং ছোট মেয়ের জন্য 60000 টাকা জমা রেখে ছিলেন।

WBPSC Food SI Practice Set | WBPSC Food SI Math Practice Set| WBPSC Food SI Math Simple Interest Practice Set | Simple Interest | Sorol Sud Kosha | Simple Interest Questions and Answers | Food SI Exam 2023 Math/Arithmetic Questions and Answers | সরল সুদকষা| ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার অংক প্রশ্ন এবং উত্তর | সরল সুদকষা প্রশ্ন এবং উত্তর।

WBPSC Food SI Practice Set 26 Download Link:-

WBPSC Food SI Practice Set 26 Download Link Click Here
WBPSC Food SI Full Practice Set Click Here
Learn more about WBPSC Food SI Recruitment 2023 Click Here