WBPSC Food SI Math Practice Set 27 (Complete) | ফুড সাব ইন্সপেক্টর চক্রবৃদ্ধি সুদ এবং সমাহার বৃদ্ধি বা হ্রাস প্র্যাকটিস সেট (PDF সহ)

WBPSC Food SI Practice Set | WBPSC Food SI Math Practice Set | WBPSC Food SI Math Compound Interest Practice Set | Compound Interest | Chakrabriddhi Sud | Samahar Briddhi & Hrash | Compound Interest Questions and Answers | Food SI Exam 2023 Math/Arithmetic Questions and Answers | চক্রবৃদ্ধি সুদ | সমাহার বৃদ্ধি বা হ্রাস | ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার অংক প্রশ্ন এবং উত্তর | চক্রবৃদ্ধি সুদ এবং সমাহার বৃদ্ধি বা হ্রাসের প্রশ্ন ও উত্তর।

নমস্কার বন্ধুগণ আপনাদের অনুরোধে আজ আমরা নিয়ে এসেছি WBPSC Food Sub Inspector Full Practice Set । অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রস্তুত এই Practice Set গুলি আপনাদের সাহায্য করবে WBPSC Food Sub Inspector Exam এর সঠিক প্রস্তুতি ও মূল্যায়ন করতে। আশা করি আমাদের WB Food SI এর Practice Set আপনার Preparation এর নির্ভর যোগ্য সঙ্গী হয়ে উঠবে।

WBPSC Food SI Recruitment 2023 এর সমন্ধে বিস্তারিত না জেনে থাকলে নিম্নে থাকা লিঙ্কে ক্লিক করুন।

WBPSC Food SI Recruitment

পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রকাশিত চাকরীর আপডেট পাওয়ায় জন্য ক্লিক করুন।

West Bengal Govt. Job

WBPSC Food SI Math Practice Set 27

নিম্নে চক্রবৃদ্ধি সুদ এবং সমাহারবৃদ্ধিবাহ্রাসের ছোট বড় সমস্ত প্রশ্ন এবং উত্তর রয়েছে-

  1. চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কেমন হবে?

Ans:- সমান অথবা অসমান উভয়ই।

  1. চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর আসল একই থাকতে পারে অথবা পরিবর্তিত হতে পারে?

Ans:- প্রতি বছর আসল পরিবর্তিত হয়।

  1. একটি গ্রামের জনসংখ্যা P এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2r% হলে, n বছর পর জনসংখ্যা কত হবে?

 Ans:- PDF দেখুন।

  1. একটি মেশিনের বর্তমান মূল্য 2P টাকা এবং প্রতি বছর মেশিনটির দাম 2r % হ্রাস হলে 2n বছর পরে মেশিনটির দাম কত হবে?

Ans:- PDF দেখুন। 

  1. এক ব্যাক্তি একটি ব্যাঙ্কে 100 টাকা জমা রেখে ,2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। তাঁরবার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত?

Ans:- 10%.

  1. নির্দিষ্ট পরিমান টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হবে ।

Ans:- মিথ্যা ।

  1. চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে যোগ করতে হয় । সেই কারনে আসলের পরিমান ক্রমাগত বাড়তে থাকে ।

Ans:- সত্য ।

  1. নির্দিষ্ট পরিমান টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে 1 বছরে চক্রবৃদ্ধি সুদের পরিমান এবং সরল সুদের পরিমান কত হবে?

Ans:- সমান হবে।

  1. সময়ের সঙ্গে কোনো কিছুর নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটির কী বৃদ্ধি পাবে?

Ans:- সমহার বৃদ্ধি।

  1. সময়ের সঙ্গে কোনো কিছুর নির্দিষ্ট হারে হ্রাস হলে সেটি সমহার কী হবে?

Ans: হ্রাস পাবে।

WBPSC Food SI Practice Set

  1. 400 টাকার 2 বছরে সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে, বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত?

Ans:- বার্ষিক সুদের হার 5%.

  1. বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে, কত বছরে 4 গুন হবে?

Ans:- 2n বছরে মূলধন দ্বিগুণ হবে ।

  1. বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে, আসল কত হবে?

Ans:- 6000 টাকা ।

  1. প্রতি বছর r % হ্রাসপ্রাপ্ত হলে, n বছর পর একটি মেশিনের মূল্য হয় V টাকা। n বছর পূর্বে মেশিনটির মূল্য কত ছিল?

Ans:- PDF দেখুন। 

  1. প্রতি বছর জনসংখ্যা r% বৃদ্ধি হলে n বছর পর জনসংখ্যা হয় P; n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল?

Ans:- PDF দেখুন। 

  1. পহলমপুর গ্রামে বর্তমানে লোকসংখ্যা 10000; ওই গ্রামে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 3% হলে, 2 বছর পরে ওই গ্রামের জনসংখ্যা কত হবে?

Ans:- 10609 জন।

  1. কোনো একটি রাজ্যে প্রতিবছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% ; বর্তমানে জনসংখ্যা 80000000 হলে , 3 বছর পরে ওই রাজ্যের জনসংখ্যা কত হবে?

Ans:- 84896640 জন।

  1. পাড়ার একটি লেদ কারখানার একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হ্রাস প্রাপ্ত হয় । মেশিনটির বর্তমান মূল্য 100000 টাকা হলে , 3 বছর পরে ওই মেশিনটির মূল্য কত হবে?

Ans:- 72900 টাকা।

  1. সর্বশিক্ষা অভিযানের ফলে বিদ্যালয় ছেড়ে চলে যাওয়া শিক্ষার্থীদের পুনরায় বিদ্যালয় ভর্তির ব্যাবস্থা করা হয়েছে । এরূপ শিক্ষার্থীদের ভর্তির হার প্রতি বছর তার পূর্ববর্তী বছর অপেক্ষা 5% বৃদ্ধি পেয়েছে । কোনো এক জেলায় বর্তমান বছরে যদি 3528 জন এরূপ শিক্ষার্থী নতুন করে ভর্তি হয়ে থাকে ,তবে 2 বছর পূর্বে এরূপ কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছিল?

Ans:- 3200 জন।

  1. পুরুলিয়া জেলার পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচার অভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছর তার পূর্ববর্তী বছরের তুলনায় 10% হ্রাস পেয়েছে । বর্তমান বছরে এই জেলার 8748 টি পথ দুর্ঘটনা ঘটে থাকলে , 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা কত ছিল?

Ans:- 12000 টি।

  1. একটি মৎস্যজীবী সমবায় সমিতির উন্নত প্রথায় মাছ চাষ করার জন্য এরূপ একটি পরিকল্পনা গ্রহন করেছে যে কোনো বছরের মাছের উৎপাদন পূর্ববর্তী বছরের তুলনায় 10% বৃদ্ধি করবে । বর্তমান বছরে যদি ওই সমবায় সমিতির 400 কুইন্টাল মাছ চাষ করে , তবে 3 বছর পরে সমবায় সমিতির মাছের উৎপাদন কত হবে?

Ans:- 532.4 কুইন্টাল।

  1. একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% বৃদ্ধি পায়। গাছটির বর্তমান উচ্চতা8 মিটার হলে , 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল?

Ans:- 20 মিটার।

  1. কোনো একটি পরিবার আজ থেকে 3 বছর পূর্বে বিদ্যুৎ অপচয় বন্ধ করতে ইলেকট্রিক বিলের খরচ পূর্ববর্তী বছরের তুলনায় 5% হ্রাস করার পরিকল্পনা গ্রহন করে । 3 বছর পূর্বে ওই পরিবারকে বছরে 4000 টাকা ইলেকট্রিক বিল দিতে হয়েছিল । বর্তমান বছরে ইলেকট্রিক বিলে বিদ্যুৎ খরচ কত হবে?

Ans:- 3429.50 টাকা।

  1. শোভনবাবুর ওজন 80 কিগ্রা । ওজন কমানোর জন্য তিনি নিয়মিত হাঁটা শুরু করলেন । তিনি ঠিক করলেন যে প্রতি বছরের প্রারম্ভে যা ওজন থাকবে তার 10% হ্রাস করবেন । 3 বছর পরে শোভনবাবুর ওজন কত হবে।

Ans:- 58.32 kg.

  1. কোনো এক জেলার সমস্ত মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের (M.S.K) বর্তমান শিক্ষার্থীর সংখ্যা 3993 জন । প্রতি বছর বিগত বছরের তুলনায় যদি 10% শিক্ষার্থী বৃদ্ধি পেয়ে থাকে , তবে 3 বছর পূর্বে ওই জেলার সকল মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের শিক্ষার্থীর সংখ্যা কত ছিল?

Ans:- 3000 জন ।

  1. কৃষিজমিতে কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক ব্যাবহারের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ফলে রসুলপুর গ্রামে কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক ব্যাবহারকারী কৃষকের সংখ্যা পূর্ববর্তী বছরের তুলনায় 20% হ্রাস পায়। 3 বছর পূর্বে রসুলপুর গ্রামের ওরকম কৃষকের সংখ্যা 3000 জন হলে ,বর্তমানে ওই গ্রামের ওরকম কৃষকের সংখ্যা কত হবে তা নির্ণয় করি ।

Ans:- 1536 জন ।

  1. একটি কারখানায় একটি মেশিনের মূল্য 180000 টাকা। মেশিনের মূল্য প্রতি বছর 10% হ্রাসপ্রাপ্ত হয় । 3 বছর পরে ওই মেশিনের মূল্য কত হবে?

Ans:- 131220 টাকা ।

  1. বকুলতলা গ্রামের পঞ্চায়েত সমিতি যেসব পরিবারে বিদ্যুৎ সংযোগ নেই তাদের বাড়িতে বিদ্যুৎ পৌঁছানোর পরিকল্পনা গ্রহন করে । এই গ্রামে 1200 পরিবারের বিদ্যুৎ সংযোগ নেই । প্রতি বছর যদি পূর্ব বছরের তুলনায় 75% বিদ্যুৎহীন পরিবারের বিদ্যুৎ পৌঁছানর ব্যাবস্থা করা হয় , তবে 2 বছর পরে বকুলতলা গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কত হবে?

Ans:- 75 টি ।

  1. বোতল ভর্তি ঠাণ্ডা পানীয় ব্যাবহারের উপর বিরূপ প্রতিক্রিয়া প্রচারের ফলে প্রতি বছর তার পূর্ববর্তী বছরের তুলনায় ওই ঠাণ্ডা পানীয় ব্যাবহারকারীর সংখ্যা 25% হ্রাস পায়। 3 বছর পূর্বে কোনো শহরে ঠাণ্ডা পানীয় ব্যাবহারকারীর সংখ্যা 80000 হলে , বর্তমান বছরে ঠাণ্ডা পানীয় ব্যাবহারকারীর সংখ্যা কত হবে , তা হিসাব করে লিখি ।

Ans:- 33750 জন ।

  1. ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা 6 ¼ % হারে হ্রাস পায় । বর্তমানে কোনো শহরে 33750 জন ধূমপায়ী থাকলে , 3 বছর পূর্বে ওই শহরে কত জন ধূমপায়ী ছিল , তা হিসাব করে লিখি 

Ans:- 40960 জন ।

31.  আমার কাছে 5000 টাকা আছে । আমি ওই টাকা একটি ব্যাঙ্কে বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম। 2 বছরের শেষে সুদে আসলে মোট কত পাবো?

Ans:- 5886.13 (প্রায়) টাকা।

32. 5000 টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে?

Ans:- 6298.56 টাকা।

33. গৌতম বাবু 2000 টাকা বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য ধার দিয়েছেন। 2 বছর পরে তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন?

Ans:- 247.20 টাকা।

34. 30000 টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে?

Ans:- 8850.87 টাকা।

35. বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের  হারে 80000 টাকার 2 ½ বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে?

Ans:- 90405 টাকা ।

36. ছন্দাদেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের  জন্য ধার করেন । চক্রবৃদ্ধি সুদ 2496 টাকা হলে, ছন্দাদেবী কত টাকা ধার করেছিলেন?

Ans:- 15000 টাকা।

37. বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কোন আসলের 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 2648 হয়?

Ans:- 8000 টাকা।

38. রহমত চাচা বার্ষিক 9% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা সমবায় ব্যাঙ্কে জমা রেখে 2 বছর পর সুদে-আসলে 29702.50 টাকা ফেরত পেলেন । রহমত চাচা কত টাকা সমবায় ব্যাঙ্কে জমা রেখেছিলেন?

Ans:- 25000 টাকা।

39. বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 31492.80 টাকা হবে?

Ans:- 31492.80 টাকা।

40. বার্ষিক 7.5% সুদের হারে 12000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর কত?

Ans:- 67.50 টাকা।

41. 10000 টাকার বার্ষিক 5% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত?

Ans:- 76.25 টাকা।

42. বার্ষিক 9% সুদের হারে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 129.60 টাকা হলে, ওই টাকার পরিমান কত হবে?

Ans:- 129.60 টাকা ।

43. যদি বার্ষিক 10% হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 930 টাকা হয়, তবে ওই টাকার পরিমান কত হবে?

Ans:- 30000 টাকা ।

44. বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে যদি প্রথম বছর 7% এবং দ্বিতীয় বছর 8% হয়, তবে 6000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে?

Ans:- 933.60 টাকা।

45. বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 5% এবং দ্বিতীয় বছর 6% হয়, তবে 5000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত?

Ans:-565 টাকা।

46. কোনো নির্দিষ্ট পরিমান মূলধনের 1 বছরের সরল সুদ 50 টাকা এবং 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা হলে, মূলধনের পরিমান ও বার্ষিক সুদের হার কত?

Ans:- মূলধনের পরিমান 1250 টাকা এবং বার্ষিক সুদের হার 4% ।

47. কোনো মূলধনের 2 বছরের সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8400 টাকা এবং 8652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার কত হবে?

Ans:- মূলধনের পরিমান  70000 টাকা এবং সুদের হার 6%.

48. 6 মাসঅন্তরদেয়বার্ষিক 8% চক্রবৃদ্ধিহারসুদে 6000 টাকার 1 বছরেরচক্রবৃদ্ধিসুদকত হবে?

Ans:- 489.60 টাকা ।

49. 3 মাস অন্তর দেয় বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 6250 টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদ কত হবে?

Ans:- 480.57 টাকা প্রায় ।

50. যদি 60000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 69984 টাকা হয়, তবে বার্ষিক সুদের হার কত হবে?

Ans:- বার্ষিক সুদের হার 8% ।

51. বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 40000 টাকার সমূল চক্রবৃদ্ধি 46656 টাকা হবে?

Ans:- 2 বছরে।

52. শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধি হার সুদে 10000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 12100 টাকা হবে?

Ans:- 10%.

53. বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 50000 টাকার সমূল চক্রবৃদ্ধি 60500 টাকা হবে?

Ans:- 2 বছরে।

54. বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 300000 টাকার সমূল চক্রবৃদ্ধি 399300 টাকা হবে?

Ans:- 3 বছরে।

55. সুদের পর্ব 6 মাস হলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 1600 টাকার 1 ½  বছরের চক্রবৃদ্ধি সুদ ও সুদ আসল কত হবে?

Ans:- চক্রবৃদ্ধি সুদের পরিমান 252.20 টাকা এবং সুদ আসলের পরিমান 1852.20 টাকা।

WBPSC Food SI Practice Set | WBPSC Food SI Math Practice Set | WBPSC Food SI Math Compound Interest Practice Set | Compound Interest | Chakrabriddhi Sud | Samahar Briddhi & Hrash | Compound Interest Questions and Answers | Food SI Exam 2023 Math/Arithmetic Questions and Answers | চক্রবৃদ্ধি সুদ | সমাহার বৃদ্ধি বা হ্রাস | ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার অংক প্রশ্ন এবং উত্তর | চক্রবৃদ্ধি সুদ এবং সমাহার বৃদ্ধি বা হ্রাসের প্রশ্ন ও উত্তর।

WBPSC Food SI Practice Set 27 Download Link:-

WBPSC Food SI Practice Set 27 Download Link Click Here
WBPSC Food SI Full Practice Set Click Here
Learn more about WBPSC Food SI Recruitment 2023 Click Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *