WBPSC Food SI Math Practice Set 28 (Complete) | ফুড সাব ইন্সপেক্টর অংক প্র্যাকটিস সেট (PDF সহ)

WBPSC Food SI Practice Set | WBPSC Food SI Math Practice Set 28 | Food SI Questions and Answers | Food SI Exam 2023 Questions and Answers | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট 28 | ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার অংক প্রশ্ন এবং উত্তর | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট PDF সহ

নমস্কার বন্ধুগণ আপনাদের অনুরোধে আজ আমরা নিয়ে এসেছি WBPSC Food Sub Inspector Full Practice Set । অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রস্তুত এই Practice Set গুলি আপনাদের সাহায্য করবে WBPSC Food Sub Inspector Exam এর সঠিক প্রস্তুতি ও মূল্যায়ন করতে। আশা করি আমাদের WB Food SI এর Practice Set আপনার Preparation এর নির্ভর যোগ্য সঙ্গী হয়ে উঠবে। WBPSC Food SI Recruitment 2023 এর সমন্ধে বিস্তারিত না জেনে থাকলে নিম্নে থাকা লিঙ্কে ক্লিক করুন।

WBPSC Food SI Recruitment

পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রকাশিত চাকরীর আপডেট পাওয়ায় জন্য ক্লিক করুন।

West Bengal Govt. Job

WBPSC Food SI Practice Set 28

  1. 2, 4, 6 এবং 0-এর গড় নির্ণয় করো?

Ans:- 3 টাকা।

  1. যদি (2x – y)2 + (3y – 2z) 2 = 0 হয়, তবে x : y : z = কত?

Ans:- 1 : 2 : 3

  1. বিক্রয়মূল্যের ওপর 10% ক্ষতি হলে, ক্রয়মূল্যের ওপর শতকরা কত ক্ষতি হবে?

Ans:- 91/11%

  1. বার্ষিক 8% হার সুদে n বছরের সুদ Pnr/25 টাকা হলে, আসল কত হবে?

Ans:- 4P

  1. ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত 4:5 হলে, শতকরা লাভের হার কত?

Ans:- 25%

  1. ধনাত্মক সংখ্যা xyz ও xz2-এর মধ্য সমানানুপাতী নির্ণয় করো?

Ans:- xyz.

  1. 6টি জিনিসের ক্রয়মূল্যে চটি জিনিস বিক্রি করলে শতকরা কত লাভ হবে?

Ans:- 20%

  1. 1000 টাকার 10% হার সুদে 1 বছরের সরল সুদ ও 6 মাস অন্তর দেয় চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত হবে?

Ans:- 25 টাকা।

  1. 9x = 812y হলে x : y কত?

Ans:- চতুর্থ।

  1. 4 বৎসরে সবৃদ্ধিমূলের অংশ সুদ হলে, বার্ষিক সুদের হার কত?

Ans:- 5%.

  1. ax2, a2x3, a4x- এর গ.সা.গু. কত?

Ans:- ax.

  1. এক ব্যক্তি বিক্রয়মূল্যের ওপর 20% লাভ করেন। ওই লাভ ক্রয়মূল্যের ওপর শতকরা কত হবে?

Ans:-25%.

  1. ক্রয়মূল্যের ওপর 20% ক্ষতি হলে, বিক্রয়মূল্যের ওপর ক্ষতির শতকরা হার কত?

Ans:- 25%.

  1. বার্ষিক কত চক্রবৃদ্ধি হারে 5000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 408 টাকা হবে?

Ans:- 4%.

  1. নিচের শতকরা হারগুলির মধ্যে কোন্‌টির মান 0-1?

Ans:- 10%

WBPSC Food SI Practice

  1. একটি বস্তু 220 টাকায় বিক্রি করলে যত লাভ হয় 180 টাকায় বিক্রি করলে তত ক্ষতি হয়। ওই ক্ষতির শতকরা হার কত?

Ans:- 10%.

  1. বিক্রয়মূল্যের ওপর 10% ক্ষতি হলে, ক্রয়মূল্যের ওপর ক্ষতির হার কত?

Ans:- 9 1/11 %

  1. বার্ষিক শতকরা কত হার সরল সুদে কোনো টাকার 10 বছরের সুদ সবৃদ্ধিমূলের 2/5 অংশ হবে?

Ans:- 6 2/3%

  1. ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত কত হলে ৪% ক্ষতি হবে?

Ans:- 25 : 23

  1. কোনো এক প্রকার মিশ্রণে প্রথম ও দ্বিতীয় তরলের অনুপাত 1 : 1/3 অনুপাত হলে, উভয় তরলের পরিমাণ শতাংশে কত তা লেখো?

Ans:- 75% ও 25%

  1. একটি মিশ্রণে চিনি ও জলের অনুপাত 4 : 5 এবং অপর মিশ্রণে ওই অনুপাত 5 : 6, কোন্ মিশ্রণটি বেশি মিষ্টি হবে?

Ans:- দ্বিতীয়টি।

  1. এক দোকানদার 20% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করল, কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 5% লাভ করত। দ্রব্যটির ক্রয়মূল্য কত?

Ans:- 800 টাকা।

  1. যদি x + y = z এবং 2x 2 = y হয়, তবে x : y : z-এর মান কত?

Ans:- 2 : 1 : 3

  1. 561 এর মৌলিক উৎপাদকগুলির যোগফল কত?

Ans:- 31

  1. একটি গ্রামের বর্তমানে জনসংখ্যা 133100 জন। জনসংখ্যা যদি প্রতিবছর 10% হারে বৃদ্ধি পায় তবে 2 বছর আগে জনসংখ্যা কত ছিল?

Ans:- 110000 জন।

  1. | 2x – 1| < 5 হলে x এর মান কত যখন x একটি অখণ্ড সংখ্যা?

Ans:- -2, 3

  1. বার্ষিক 12% হারে 2000 টাকার 1 বছরের সুদ নির্ণয় কর, যখন সুদ 6 মাস অন্তর দেওয়া হয়?

Ans:-  247.2 টাকা।

  1. একটি তিন অঙ্কের সংখ্যা থেকে অঙ্কসমষ্টি বিয়োগ করলে বিয়োগফল সর্বদা কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে?

Ans:- 9

  1. 6 মাস অন্তর সুদ দেওয়া হলে কত টাকার 10% হারে 1 বছরের সুদ-আসল 11025 টাকা হবে?

Ans:- 10000 টাকা।

  1. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 20% ও 10% বৃদ্ধি করা হলে এর ক্ষেত্রফলের কত শতাংশ বৃদ্ধি হবে?

Ans:- 32%

  1. তিনটি অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কগুলির গুণফল 0 এবং নির্দিষ্ট দুটি অঙ্কের যোগফল ও গুণফল সমান হলে এরকম বৃহত্তম সংখ্যাটি কত?

Ans:- 220

  1. 10 সেমি বাহু বিশিষ্ট সুষম ষড়ভুজের ক্ষেত্রফল কত?

Ans:- 150√3

  1. একটি দলের 10 জনের গড় বয়স 35 বছর। দলে 5 জন আরও যুক্ত হলে গড় বৃদ্ধি পেয়ে 36 বছর হয়। তবে নতুন 5 জনের গড় বয়স কত?

Ans:- 38 বছর।

  1. একটি তামার তারকে বর্গাকারে বাঁকালে 121 cm জমি ঘিরতে পারে, তারটি বৃত্তাকারে বাঁকালে কত বর্গ সেমি জমি ঘিরতে পারবে?

Ans:- 154

  1. 29 জন ছাত্রের গড় ওজন 48 কেজি যদি শিক্ষকের ওজন হিসাব করা হয় তবে নতুন গড় 500 গ্রাম বেড়ে যায়। শিক্ষকের ওজন কত?

Ans:- 63 কেজি।

  1. এক ব্যক্তি 750 কিমি দূরত্ব 25 কিমি/ঘণ্টা বেগে অতিক্রম করেন এবং প্রতি 30 কিমি অন্তর 10 মিনিট করে বিশ্রাম নেন, তবে ওই দূরত্ব অতিক্রম করতে তার কত সময় লাগবে?

Ans:- 36 1/6 ঘণ্টা।

  1. তিনটি পাত্রে যথাক্রমে 4 কেজি 80 গ্রাম, 5 কেজি 610 গ্রাম এবং 7 কেজি 990 গ্রাম চাল, ডাল ও চিনি আছে। না মিশিয়ে সমান মাপের কতগুলি কৌটো পূর্ণ করে এগুলি রাখা যাবে ?

Ans:- 104 টি।

  1. 8√3 সেমি ব্যাসার্ধের নিরেট গোলক থেকে কেটে নেওয়া সর্বাপেক্ষা বড় ঘনকের আয়তন কত ঘন সেমি?

Ans:- 4096 ঘন সেমি।

  1. তিনটি সংখ্যার অনুপাত 2 : 3 : 6 এবং তাদের ল.সা.গু 54 সংখ্যা তিনটির গ.সা.গু কত?

Ans:- 9

  1. দুই ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত 5 : 7, কিন্তু 16 বছর আগে তাদের বযসের অনুপাত ছিল 3 : 5। অপেক্ষাকৃত বড় ব্যক্তির বয়স কত?

Ans:- 56 বছর।

Food SI Math Practice Set

  1. একটি ঘরের দৈর্ঘ্য ও উচ্চতা যথাক্রমে 20 মিটার ও ৪ মিটার। প্রতি বর্গ মিটার 15 টাকা করে ওই ঘরের দেওয়াল রং করতে লাগে 7200 টাকা। প্রতি বর্গ মিটার 27 টাকা 50 পয়সা করে ওই ঘরের মেঝে কার্পেটিং করতে কত টাকা লাগবে?

Ans:- 5500 টাকা।

  1. 8 সেমি ও 10 সেমি ব্যাসার্ধের দুটি নিরেট গোলক গলিয়ে 12 সেমি ব্যাসের একটি নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি করা হল। শঙ্কুটির ব্যাসার্ধ কত সেমি?

Ans:- 12 সেমি।

  1. দুটি নলদ্বারা একক ভাবে একটি চৌবাচ্চা যথাক্রমে 24 মিনিটে ও 32 মিনিটে ভর্তি হয়। কিছুক্ষণ একসঙ্গে চলার পর প্রথম নলটি বন্ধ করে দিলে মোটের উপর 16 মিনিটে চৌবাচ্চাটি ভর্তি হয়। কতক্ষণ পর প্রথম নলটি বন্ধ করা হয়েছিল?

Ans:- 12 মিনিট।

  1. দুটি জিনিসের প্রত্যেকটি 24000 টাকায় বিক্রি করে এক ব্যক্তি প্রথম ক্ষেত্রে 32% লাভ ও দ্বিতীয় ক্ষেত্রে 32% ক্ষতি করেন, তবে মোটের উপর লাভ বা ক্ষতির শতকরা হার কত?

Ans:- 10.24%

  1. একটি ঘোড়ার গাড়ি 20 কিমি/ঘণ্টা বেগে ৪০ কিমি দূরত্ব যায় এবং প্রতি 15 ঘণ্টা অন্তর বিশ্রাম নেওয়ার জন্য 10 মিনিট করে দাঁড়ায়। ওই দূরত্ব অতিক্রম করতে গাড়িটি কত সময় নেবে?

Ans:- 4 5/6 ঘণ্টা।

  1. এক ব্যক্তি টাকায় 3টি ও টাকায় 5টি দরে সমসংখ্যক জিনিস কিনে টাকায় 4টি দরে বিক্রি করলে কত % লাভ বা ক্ষতি হবে?

Ans:- 25% ক্ষতি।

  1. 5 টি জিনিস প্রত্যেকটি 24356 টাকায় কিনে যথাক্রমে 12% লাভ, 4% ক্ষতি। 16% লাভ, 10% লাভ ও 5% ক্ষতিতে বিক্রয় করলে মোটের উপর কত % লাভ হবে?

Ans:- 5% লাভ।

  1. 1 থেকে 100 পর্যন্ত 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলি?

Ans:- 14 টি।

  1. ভুল সংখ্যা কোনটি? 380, 188, 92, 48, 20, 8, 2

Ans:- 48

  1. লুপ্ত সংখ্যাটি নির্ণয় করুন? 313, 623, 9333, 1243, ?

Ans:- 1553

WBPSC Food SI Practice Set | WBPSC Food SI Math Practice Set 28 | Food SI Questions and Answers | Food SI Exam 2023 Questions and Answers | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট 28 | ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার অংক প্রশ্ন এবং উত্তর | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট PDF সহ

WBPSC Food SI Practice Set 28 Download Link:-

WBPSC Food SI Practice Set 28 Download Link Click Here
WBPSC Food SI Full Practice Set Click Here
Learn more about WBPSC Food SI Recruitment 2023 Click Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *