WBPSC Food SI Practice Set 16 (Complete) | সাব ইন্সপেক্টর প্রাকটিস সেট (PDF সহ)

নমস্কার বন্ধুগণ আপনাদের অনুরোধে আজ আমরা নিয়ে এসেছি WBPSC Food Sub Inspector (SI) Full Practice Set । অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রস্তুত এই Practice Set গুলি আপনাদের সাহায্য করবে WBPSC Food Sub Inspector Exam এর সঠিক প্রস্তুতি ও মূল্যায়ন করতে। আশা করি আমাদের WB Food SI এর Practice Set আপনার Preparation এর নির্ভর যোগ্য সঙ্গী হয়ে উঠবে।WBPSC Food SI Recruitment 2023 এর সমন্ধে বিস্তারিত না জেনে থাকলে পাশে থাকা Click Here বাটনে ক্লিক করুন।

WBPSC Food SI Recruitment

পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রকাশিত চাকরীর আপডেট পাওয়ায় জন্য ক্লিক করুন।

West Bengal Govt. Job

WBPSC Food SI Practice Set 16

  1. রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন-

ANS:- সৈয়দ ফজল আলি।

  1. বিনয়-বাদল-দীনেশের মহাকরণ অভিযান-এর ঘটনা ইতিহাসে যে নামে পরিচিত—

ANS:- অলিন্দ যুদ্ধ।

  1. দলিত মিশন সোসাইটির প্রতিষ্ঠাতা ছিলেন—

ANS:- বিঠল রামজী শিন্দে।

  1. ভারতে যোগদানের জন্য জুনাগড়ে গণভোট হয়েছিল—

ANS:- ১৯৪৮ সালের ২০ ফেব্রুয়ারি।

  1. কাশ্মীর কবে ভারতের সঙ্গে যুক্ত হয়-

ANS:- ১৯৪৭ সালের ২৬ অক্টোবর।

  1. The Shadow Lines’ গ্রন্থের লেখকের নাম—

ANS:- অমিতাভ ঘোষ।

  1. ‘Midnight’s Children’ গ্রন্থটির লেখক হলেন—

ANS:- সলমন রুশদি।

  1. Pakistan or Partition of India’ গ্রন্থের লেখক হলেন-

ANS:- ভীমরাও আম্বেদকর।

  1. ‘ছেড়ে আসা গ্রাম’ গ্রন্থটির লেখক—

ANS:- দক্ষিণারঞ্জন বসু।

  1. ‘ভারত স্বাধীন হল’ গ্রন্থটির লেখক-

ANS:- মৌলানা আবুল কালাম

  1. ‘কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি’ প্রতিষ্ঠিত হয়-

ANS:- ১৯৩৪ সালে।

  1. ভারতের যে রাজনৈতিক দল প্রথমে দ্বিতীয় বিশ্বযুদ্ধকে ‘সাম্রাজ্যবাদী যুদ্ধ’ বলেছিল—

ANS:- কমিউনিস্ট দল।

  1. রাজ্য সরকারের হাতে অর্পিত একটি বিষয় হল –

ANS:- কৃষি

  1. ভারতে ‘চরম যুক্তরাষ্ট্রীয়’ শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়েছে –

ANS:- কার মত পল এপলটি।

  1. ভারতীয় সংবিধান নিশ্চিতভাবে অ-যুক্তরাষ্ট্রীয় বা এককেন্দ্রিক কে বলেছেন।

ANS:- কে. পি. মুখার্জি।

  1. ধননন্দ কার হাতে পরাজিত ও নিহত হন –

ANS:- চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে।

  1. মহম্মদ ঘুরীর পূর্ববর্তী নাম কী ছিল –

ANS:- শিহাবউদ্দিন।

  1. কোন ফরাসী পর্যটক রনজিৎ সিংহকে ‘ভারতের নেপোলিয়ন’ আখ্যা দিয়েছিলেন –

ANS:- জ্যাকেমোঁ।

  1. নেপোলিয়ন বোনাপার্ট কোন দ্বীপে জন্মেছিলেন –

ANS:- কর্সিকা দ্বীপে।

  1. চিতোরের বিখ্যাত চরিত্র ‘পদ্মিনী’ কোন রাজার রানি ছিলেন

ANS:- রানা রতন সিংহের।

  1. বাংলার সুলতান হুসেন শাহের আমলে কোন বাঙালি কবি মহাভারতের বাংলা অনুবাদ করেছিলেন

ANS:- পরমেশ্বর।

  1. শেষ রোম সম্রাটের নাম কী –

ANS:- রোমিউলাস অগাস্টাস।

  1. ‘টাওয়ার অফ লন্ডন’ ইংল্যান্ডের কোন রাজা তৈরি করিয়েছিলেন –

ANS:- সম্রাট প্রথম উইলিয়াম।

  1. ‘আব্দুল লতিফ’ কোন সম্রাটের শিক্ষক ছিলেন –

ANS:- সম্রাট আকবরের।

  1. মহাত্মা গান্ধী আইন ব্যবসায়ী হিসেবে কোন দুটি দেশে ‘প্র্যাকটিস’ করেছিলেন ––

ANS:- ভারত ও দক্ষিণ আফ্রিকাতে।

  1. কোন বছর নন্দকুমারের ফাঁসি হয়েছিল –

ANS:- 1775 সালে।

  1. নেপোলিয়ন বোনাপার্ট তাঁর যে ভাইকে স্পেনের সিংহাসনে বসিয়েছিলেন সেই ভাইয়ের নাম কী —

ANS:- যোসেফ বোনাপার্ট।

  1. নেপোলিয়ন বোনাপার্টের সময় রাশিয়ার জার কে ছিলেন

ANS:- জার প্রথম আলেকজাণ্ডার।

  1. নেপোলিয়ন বোনাপার্ট কোন দ্বীপে নির্বাসিত হয়েছিলেন

ANS:- সেন্ট হেলেনা।

  1. পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে –

ANS:- লিয়াকৎ আলি খান।

  1. আচার্য বিনোবা ভাবের পুরো নাম কী –

ANS:- বিনায়ক নরহরি

  1. বিশ্বে প্রথম ‘মেট্রো রেল’ কোন শহরে চালু হয়েছিল

ANS:- লন্ডনে, 1863 সালে।

  1. ভগিনী নিবেদিতাকে কে ‘লোকমাতা’ নামে অভিহিত করেছিলেন –

ANS:- রবীন্দ্রনাথ ঠাকুর।

  1. ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ-এর সেনাপতি কে ছিলেন –

ANS:- তাঁতিয়া টোপি।

  1. ‘ফ্যাসিস্ট পার্টি’ কে প্রতিষ্ঠা করেন ––

ANS:- মুসোলিনী।

  1. মাইকেল অ্যাঞ্জেলো’ কোন দেশের লোক ছিলেন

ANS:- ইতালি।

  1. পাটনা শহর কে স্থাপন করেন-

ANS:- রাজা পুট্রাক। (পাটনা শহর নামকরণের বাস্তব রূপ দেন শেরশাহ।)

  1. ইহুদি মেনন যুক্ত –

ANS:- বেহালার সঙ্গে।

  1. কত তম সংবিধান সংশোধনীতে দিল্লীকে জাতীয় রাজধানী অঞ্চল বলে ঘোষণা করা হয়েছে –

ANS:- 1991 সালে 69 তম সংশোধনীতে।

  1. সংবিধান সংশোধনের কটি পদ্ধতি –

ANS:- 3 টি।

  1. একটি ঘনকের কয়টি বাহু থাকে –

ANS:- 6 টি।

  1. এক চান্দ্রমাসে কটি দিন থাকে

ANS:- 27

  1. অরুন্ধতী রায় ‘The God of Small Things’ বইটি লিখে কোন সালে বুকার পুরস্কার পান

ANS:- 1997 সালে।

  1. একের পরে কটি শূন্য দিলে ইউরোপে এক বিলিয়ন হয়

ANS:- 12 টি।

  1. কোন সালে ডঃ রাজেন্দ্র প্রসাদ ভারতের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন।

ANS:- 1952 সালে।

  1. কোন সালে তাসখন্দ চুক্তি লাল বাহাদুর শাস্ত্রী এবং আয়ুব খানের মধ্যে সম্পাদিত হয়

ANS:- 1966 সালে।

  1. ব্যাডমিন্টন ডবলসে খেলার মাঠের পরিমাপ কত

ANS:- 45×20 বর্গফুট।

  1. অলিম্পিকে ভারতের ফুটবল দলের প্রথম অধিনায়ক ছিলেন (1948) –

ANS:- তালিমেরান আও (Talimeran Ao)।

  1. আলফ্রেড নোবেল কত সালে ডিনামাইট আবিষ্কার করেছেন

ANS:- 1866 খ্রিঃ।

  1. আগ্রার তাজমহল নির্মাণ সম্পূর্ণ হয় কোন খ্রিস্টাব্দে

ANS:- 1653 খ্রিস্টাব্দে।

  1. 2017 সালের জুন মাস পর্যন্ত মোট কত বার সংবিধান

ANS:- 123 বার (123 তম) সংশোধিত হয়েছে –

  1. রাজ্য সরকারগুলির আয় ব্যয় ও লেনদেন পরীক্ষা করেন কে –

ANS:- মহাহিসাব রক্ষক।

  1. গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের দৈর্ঘ্য কত –

ANS:- 2,400 কিমি।

  1. কোন দিনটিকে বিশ্ব এইডস দিবস হিসাবে পালন করা হয়

ANS:- ডিসেম্বর।

  1. ইংল্যান্ডের মহারানি ভিক্টোরিয়ার মৃত্যু ঘটে কোন সালে

ANS:- 1901 সালে।

  1. আমুন্ডসনের দক্ষিণ মেরু জয় কোন সালে হয় –

ANS:- 1911

  1. কোন কোন গ্রহ অর্ধচন্দ্রাকার

ANS:- শুক্র ও বুধ।

  1. আত্মারাম পান্ডুরঙ্গ কবে ‘প্রার্থনা সমাজ’-এর প্রতিষ্ঠা করেন

ANS:- 1867 সালে।

  1. প্রথম বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ‘ম্যান অফ দ্য ম্যাচ’ হয়েছিলেন কে –

ANS:- ক্লাইভ লয়েড।

  1. কোন দিনটি ‘শিশু দিবস’ হিসাবে পালিত হয়

ANS:- নভেম্বর।

  1. সনেট’ রচনার প্রচলন করেন কে?

ANS:- ইতালির পেত্রার্ক।

  1. মহাহিসাব রক্ষককে নিয়োগ করেন কে –

ANS:- রাষ্ট্রপতি।

  1. সংবিধান সংশোধনে প্রস্তাব কোথায় উত্থাপিত হয়

ANS:- পার্লামেন্টে।

  1. অণু-পরমাণু বিষয়ে প্রথম গবেষণা করেছিলেন কে

ANS:- কণাদ।

  1. কত সালে ভারতের সর্ববৃহৎ 14 টি দেশীয় বাণিজ্যিক ব্যাঙ্ককে রাষ্ট্রায়ত্ত্বকরণ করা হয়েছে –

ANS:- 1969 সালে।

  1. কবে রবীন্দ্রনাথ গান্ধীজিকে ‘মহাত্মা’ উপাধি দেন –

ANS:- 1915 সালে।

  1. স্পেনের জাতীয় খেলা কী?

ANS:- ষাঁড়ের লড়াই।

  1. বিশ্বকাপের আসরে সবচেয়ে বেশি ক্যাচ ধরার রেকর্ড আছে কোন উইকেট কিপারের —

ANS:- পাকিস্তানের ওয়াসিম বারির।

  1. ‘শান্তিতে ঘুমোও, কোনদিন আমরা এ ভুল করবো না’ কোথায় লেখা আছে —

ANS:- হিরোসিমা স্তম্ভে।

  1. ‘চায়না ম্যান’ বলতে কী বোঝায়

ANS:- বাঁ হাতি স্পিনারদের লেগব্রেক বলকে।

  1. মুম্বই-এর এস.টি.ডি. কোড কত

ANS:- 022.

  1. থাইল্যান্ড লাইট মসজিদ কোথায় অবস্থিত –

ANS:- চেন্নাইতে।

  1. কোন দেশে রেল লাইন নেই —

ANS:- আইসল্যান্ডে।

  1. ভারতের তৈরি প্রথম যাত্রীবাহী বিমানের নাম কী

ANS:- অ্যাভরো।

  1. কোন দেশে সবচেয়ে বেশি টিন পাওয়া যায়

ANS:- মালয়েশিয়াতে।

  1. দেশলাই কে আবিষ্কার করেন

ANS:- জন ওয়াকার।

  1. যে কোন সংবিধান সংশোধনী বিলে কার স্বাক্ষর অপরিহার্য্য

ANS:- রাষ্ট্রপতির।

  1. একটি অগণতান্ত্রিক আইনের নাম লেখো –

ANS:- নাসা।

  1. পৃথিবীর দীর্ঘতম মূর্তি কোনটি –

ANS:- স্ট্যাচু অব ইউনিটি (সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তি) 597 ফুট,

  1. দ্বিতীয় চীনের বুদ্ধ মন্দির,

ANS:- 502 ফুট,

  1. তৃতীয় নিউইয়র্কের স্ট্যাচু অব লিবার্টি,

ANS:- 170 ফুট।

  1. ‘সহস্র নদের দেশ’ কোন দেশকে বলা হয় –

ANS:- ফিনল্যান্ডকে।

  1. ‘চাঁদের পাহাড়’ কার লেখা –

ANS:- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের।

  1. শেক্সপীয়রের লেখা শেষ নাটক কী?

ANS:- দ্য টেমপেস্ট।

  1. ‘জাগরী’ উপন্যাস কার লেখা –

ANS:- সতীনাথ ভাদুড়ীর।

  1. যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক কী –

ANS:- গোলাপ।

  1. ডাবলিন কোন রাষ্ট্রের রাজধানী —

ANS:- আয়ারল্যান্ডের।

  1. টারজানের আসল নাম কী –

ANS:- লর্ড গ্রোস্টোক।

  1. কোন দেশকে ‘পিষ্ঠকের দেশ’ বলা হয় –

ANS:- স্কটল্যান্ডকে।

  1. কোন খেলা সম্বন্ধে বলা হয় ‘দশধাপে আত্মহত্যা’

ANS:- ডেকাথেলন।

  1. আর. কে. নারায়ণের প্রথম উপন্যাসটি শিশুদের জন্য লেখা। উপন্যাসটির নাম কী?

ANS:- স্বামী অ্যাণ্ড হিজ ফ্রেন্ডস

  1. সবচেয়ে কম জল কোন সমুদ্রে আছে

ANS:- ডেড সীতে (মৃত সাগর)।

  1. যেসব ব্যাটসম্যান ইনিংস শেষ হবার মুখে মাঠে নামেন, যারা মূলত বোলার, সেইসব দুর্বল ক্রিকেটাররা কী নামে পরিচিত

ANS:- ব্যাবিট।

  1. নীল রং-এর বল দিয়ে কোথায় কাদের ক্রিকেট খেলা শুরু হয় –

ANS:- ইংল্যান্ডে মহিলা ক্রিকেট।

  1. কোন দেশ প্রথম পোলিওর টিকা আবিষ্কার করে।

ANS:- আমেরিকা।

  1. ঘানার রাজধানীর নাম কী

ANS:- আক্রা।

  1. ‘সবুজ মেঘ’ কোন ঘটনার আগাম ইঙ্গিত বহন করে

ANS:- অবশ্যম্ভাবী বৃষ্টি।

  1. কোন শহরকে ‘গার্ডেন সিটি’ বলা হয় –

ANS:- শিকাগোকে।

  1. অল্টিমিটার কী –

ANS:- উচ্চতা পরিমাপক যন্ত্র, এটি বিমানে ব্যবহার করা হয়।

  1. হকিতে কোন খেলোয়াড় সর্বপ্রথম ‘পদ্মশ্রী’ লাভ করেন

ANS:- বলবীর সিং।

WBPSC Food SI Practice Set 16 Download Link:-

WBPSC Food SI Practice Set 16 Download LinkClick Here
WBPSC Food SI Full Practice SetClick Here
Learn more about WBPSC Food SI Recruitment 2023Click Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *