WBPSC Food SI Practice Set 20 | WBPSC Food SI GK Practice Set | Food SI Questions and Answers | Food SI Exam 2023 Questions and Answers | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট 20 | ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রশ্ন এবং উত্তর | ফুড সাব ইন্সপেক্টর প্রাকটিস সেট PDF সহ
নমস্কার বন্ধুগণ আপনাদের অনুরোধে আজ আমরা নিয়ে এসেছি WBPSC Food Sub Inspector (SI) Full Practice Set । অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রস্তুত এই Practice Set গুলি আপনাদের সাহায্য করবে WBPSC Food Sub Inspector Exam এর সঠিক প্রস্তুতি ও মূল্যায়ন করতে। আশা করি আমাদের WB Food SI এর Practice Set আপনার Preparation এর নির্ভর যোগ্য সঙ্গী হয়ে উঠবে।
WBPSC Food SI Recruitment 2023 এর সমন্ধে বিস্তারিত না জেনে থাকলে নিম্নে থাকা লিঙ্কে ক্লিক করুন।
পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রকাশিত চাকরীর আপডেট পাওয়ায় জন্য ক্লিক করুন
WBPSC Food SI Practice Set 20
- প্রথম কে দেখিয়েছিলেন যে, কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে ভাগফল অসীম হয়?
ANS:-ভারতীয় গণিতজ্ঞ ভাস্কর।
- শূন্য (0)-কে প্রথম সংখ্যা হিসাবে গণ্য করেছিলেন কে?
ANS:- ব্রহ্মগুপ্ত
- চোখের কোন অংশ রেটিনাকে রক্ষা করে?
ANS:- কোরয়েড বা কৃষ্ণমণ্ডল।
- যে দৃষ্টিতে নিকটের দৃষ্টি ব্যাহত হয় কিন্তু দূরের দৃষ্টি ঠিক থাকে তাকে কী বলে?
ANS:- হাইপারমেট্রোপিয়া।
- যে দৃষ্টিতে দূরের দৃষ্টি ব্যাহত হয় কিন্তু নিকটের দৃষ্টি ঠিক থাকে তাকে কী বলে?
ANS:- মায়োপিয়া।
- একনেত্র দৃষ্টি দেখা যায় এমন দুটি প্রাণীর নাম লেখ?
ANS:- ব্যাং, গরু।
- দ্বীনেত্র দৃষ্টি দেখা যায় এমন দুটি প্রাণীর নাম লেখ?
ANS:- মানুষ, বানর।
- এনসেফেলাইটিস রোগে মানব শরীরের কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়?
ANS:- মস্তিষ্ক।
- নিউরোনের কোশদেহের অপর নাম কী?
ANS:- নিউরোসাইটন।
- গুরুমস্তিষ্কের বহির্দেশের ভাঁজসমূহকে কী বলা হয়?
ANS:- জাইরাস।
WBPSC Food SI Practice Set
- মানুষের চোখের লেন্সের আকৃতি কেমন?
ANS:- দ্বি-উত্তল।
- অগ্রমস্তিষ্কের সবথেকে বড়ো অংশটির নাম কী?
ANS:- সেরিব্রাম।
- একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে অবস্থিত CSF-এর পরিমাণ কত?
ANS:- ১৫০ ml.
- ANS-এর পুরো নাম কী?
ANS:- অটোনমিক নার্ভাস সিস্টেম।
- অগ্রমস্তিষ্কের দুটি প্রধান অংশের নাম কী?
ANS:- টেলেনসেফালন ও ডায়েনসেফালন।
WBPSC Food SI Practice Set
- মধ্যমস্তিষ্কের দুটি প্রধান অংশের নাম কী?
ANS:- সেরিব্রাল পেডাংকল ও রাইজোবিয়াম।
- অন্তঃকর্ণের অভ্যন্তরে কোন যন্ত্র দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে?
ANS:- ভেস্টিবিউলার অ্যাপারেটার্স।
- কোন সাপ নিজের বাসা তৈরি করে?
ANS:- অ্যানাকোন্ডা।
- সিগারেটে ব্যবহৃত তামাকের মুখ্য পদার্থ কোনটি?
ANS:- নিকোটিন।
- দুধের স্বাভাবিক চিনি কী?
ANS:- ল্যাকটোজ।
- আয়রন অক্সাইডের সাধারণ নাম কী?
ANS:- মরচে।
- কোন বিজ্ঞানীকে অনুসরণ করে ভারতে বিজ্ঞান দিবস পালিত হয়?
ANS:- সি. ভি. রমন।
- কোনটি সবচেয়ে ভারী?
ANS:- অসমিয়াম।
- প্রথম আবহাওয়া সম্পর্কিত উপগ্রহ কোনটি?
ANS:- মেটিওর- 1/টাইরল-1
- ‘হামাদা’ কী?
ANS:- শিলাময় মরুভূমিকে হামাদা বলে।
- আন্টার্কটিকায় স্থায়ী গবেষণাগারদ্বয় কী কী?
ANS:- গঙ্গোত্রী ও মৈত্রেয়ী।
- কোন শিলায় ‘ফ্লোরা-মিনি ক্লোরা’ নামক সামুদ্রিক কীট দেখা যায়?
ANS:- পাললিক শিলায়।
- NEFA কোন রাজ্যের পুরানো নাম?
ANS:- অরুণাচল প্রদেশ।
- পাঞ্জাবের ধারিয়াল কী জন্য বিখ্যাত?
ANS:- পশম।
- ভারতের জ্বালানি গবেষণাগারটি কোথায় অবস্থিত?
ANS:- ধানবাদে।
Food SI Questions and Answers
- কেন্দ্রীয় ওষুধ গবেষণাগার কোথায় অবস্থিত?
ANS:- লক্ষ্ণৌতে।
- হাই অল্টিটিউড রিসার্চ ল্যাবরেটরি কোথায় অবস্থিত?
ANS:- কাশ্মীরের গুলমার্গে।
- কেন্দ্রীয় খাদ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত?
ANS:- মহীশূরে।
- ‘সালাল’ প্রকল্পটি কোথায় রয়েছে?
ANS:- জম্মু-কাশ্মীরের চেনাব নদীর উপর।
- ‘পোচমপদ প্রকল্প’ কোথায় রয়েছে?
ANS:- অন্ধ্রপ্রদেশের গোদাবরী নদীর ওপর।
- ভেরিয়েবেল এনার্জি সাইক্লোট্রন অবস্থিত কোথায় অবস্থিত?
ANS:- কলকাতায়।
- প্যারাট্রুপারস ট্রেনিং স্কুল কোথায় অবস্থিত?
ANS:- আগ্রায়।
- ভারতের প্রথম নিউক্লিও শক্তিসম্পন্ন সাবমেরিনটি কী?
ANS:- INS Chakra.
- দাদরা ও নগর হাভেলির প্রধান বিচারালয় কোথায় অবস্থিত?
ANS:- মুম্বইয়ে।
- কেসু কী?
ANS:- কেরালার শিল্পাঞ্চল।
- মণিপুরকে ভারতের মণি কে বলতেন?
ANS:- জওহরলাল নেহেরু।
- লবঙ্গ দ্বীপ কোনটি?
ANS:- জঞ্জিবার।
- পবিত্ৰ পৰ্বত কাকে বলে?
ANS:- জাপানের ফুজিয়ামাকে।
- সাদা মানুষের কবর কাকে বলে?
ANS:- গিনি কোস্টকে।
- ভূমিকম্পের শহর কাকে বলে?
ANS:- ফিলাডেলফিয়াকে।
- অগ্নির দ্বীপ কাকে বলে?
ANS:- আইসল্যান্ডকে।
- রোডস অব কলোসাস কী?
ANS:- অ্যাপোলোর বিখ্যাত ব্রোঞ্জের মূর্তি।
- ইতার তোরণ কোথায় অবস্থিত?
ANS:- ব্যাবিলনে।
- কলোসিয়াম কী?
ANS:- রোমের বিখ্যাত থিয়েটার হল।
- পৃথিবীর প্রাচীনতম যাদুঘর কোনটি?
ANS:- অক্সফোর্ডের অ্যামোলিয়ান মিউজিয়াম।
- আৰ্চ অট্টায়াম্ফ কোথায় অবস্থিত?
ANS:- ফ্রান্সে।
- ফারোস বা বাতি ঘর কোথায় অবস্থিত?
ANS:- আলেকজান্দ্রিয়ায়।
- আলতামিরা গুহাচিত্র কোথায় অবস্থিত?
ANS:- স্পেনে।
- কোন বাদ্যযন্ত্রের অপর নাম ‘Earth Body’?
ANS:- মৃদঙ্গম্ ।
- ভারতের কোন ভাষায় TV চ্যানেলের সংখ্যা সর্বাধিক?
ANS:- তামিল।
- রাষ্ট্রপতি স্বর্ণ পদকপ্রাপ্ত প্রথম চলচ্চিত্রের নাম কী?
ANS:- শ্যামবাঈ আলি।
- বাস্তিল দুর্গ কোথায় অবস্থিত?
Ans:- ফ্রান্সে।
- প্রথম ‘ফিল্ম ফেয়ার পুরস্কার লাভ করে কোন ছবি?
ANS:- বিমল রায়ের দো বিঘা জামিন।
- ভারতে তৈরি প্রথম ইংরেজি ছবির নাম কী?
ANS:- নূরজাহান।
- ভারতে যে দৈনিক সংবাদপত্রে প্রথম চলচ্চিত্র সমালোচনা প্রকাশিত হয় তার নাম কী?
ANS:- The Times of India.
WBPSC Food SI GK Practice Set
- টিমোথি পেনপোয়েম ছদ্মনামে দুটি কাব্যগ্রন্থ রচনা করেন কে?
ANS:- মাইকেল মধুসূদন দত্ত।
- মোনালিসা চিত্রটির অপর নাম কী?
ANS:- La Gioconda.
- ইংরেজি ভাষায় সবথেকে বেশি ব্যবহৃত অক্ষর কোনটি?
ANS:- E.
- রেনেসাঁস যুগের কোন চিত্রশিল্পী ‘ডিভাইন পেন্টার’ নামে খ্যাত?
ANS:- রাফায়েল।
- “জীবনে আমাদের তিনটি জিনিস চাই – বই, বই আর বই” উক্তিটি কার?
ANS:- লিও টলস্টয়ের।
- ক্যালেন্ডার প্রথম ব্যবহার করেন কারা?
ANS:- মিশর দেশের রাজারা।
- মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরান -এর পৃষ্ঠা সংখ্যা কত?
ANS:- 114.
- রাজস্থানে হোলির সময় কোন নৃত্য করা হয়?
ANS:- ঘুমুর।
- তারের কোন বাদ্যযন্ত্রকে ‘King of Orchestra’ বলা হয়?
ANS:- বেহালাকে।
- কুইন অব ক্রাইম নামে কে বিখ্যাত ছিলেন?
Ans:- আগাথা ক্রিস্টি।
- বাংলা ভাষায় সর্বাধিক গান থাকা ছবির নাম কী?
ANS:- ইন্দ্ৰপ্ৰভা (72 টি গান)।
- সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র কোন দ্বীপে অবস্থিত?
ANS:- শ্রীহরিকোটা।
- কোন বিজ্ঞানীকে ভারতীয় ‘মহাকাশ কর্মসূচীর জনক’ বলা হয়?
ANS:- বিক্রম সারাভাই।
- পাঞ্জাবের ঝিলাম নদীর নাম আগে কী ছিল?
ANS:- বিতস্তা।
- পৃথিবীর সবচেয়ে কম জনবসতির দ্বীপ কোনটি?
ANS:- পিটকেয়ার্ন।
- বাজারের শহর কোনটি?
ANS:- রোম।
- আমাজনের জঙ্গল কোন দেশে অবস্থিত?
ANS:- দক্ষিণ আমেরিকাতে।
- ‘থ্রি মাস্কেটিয়ার্স’ উপন্যাসের তিন মাস্কেটিয়ার্স হল?
ANS:- আথেস, পার্থেস ও আরামিস [লেখক আলেকজাণ্ডার ডুমা।]
- গোয়েন্দা আর্কুল পোয়ারোর স্রষ্টা কে?
ANS:- আগাথা ক্রিস্টি।
- ইংরাজিতে কে প্রথম সাহিত্য অ্যাকাডেমী পুরস্কার পান?
ANS:- আর. কে. নারায়ণ।
Food SI Exam 2023 Questions and Answers
- বেতাল বা ফ্যান্টম ও ম্যানড্রেকের স্রষ্টা কে?
ANS:- লি ফক।
- কোন ভারতীয় জ্ঞানপীঠ পুরস্কার চালু করেন?
ANS:- শালু এস.পি. জৈন।
- মিকি মাউসকে নিষিদ্ধ করেছিল কোন দেশ?
ANS:- পূর্ব জার্মানি।
- বদ্রীনাথ কোন দেবতার মন্দির?
ANS:- বিষ্ণুর।
- বৌদ্ধদের কাছে কোন গাছটি খুব পবিত্র?
ANS:- অশোক।
- প্রাচীন পুস্তক চরক সংহিতা কোন প্রাচীন বিজ্ঞানের সঙ্গে জড়িত?
ANS:- ভেষজ।
- বন্দুকের নলই ক্ষমতার উৎস কে বলেছিলেন?
ANS:- মাও সে তুঙ।
- ভেড়ার ক্লোনিং প্রথম কোথায় হয়েছিল?
ANS:- স্কটল্যান্ডে।
- প্রথম আফ্রো-এশিয়ান গেমস কোথায় হয়েছিল?
ANS:- হায়দ্রাবাদে।
- পৃথিবীতে কোন দেশে প্রথম গণতন্ত্র সম্পর্কে ধারণার সৃষ্টি হয়?
ANS:- গ্রীসে।
- ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে জওহরলাল নেহেরুকে কে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন?
ANS:- লর্ড মাউন্টব্যাটেন।
- কোন ভারতীয় প্রথম গান্ধী শান্তি পুরস্কার পান?
ANS:- বাবা আমতে।
- রাজেশ খান্না অভিনীত প্রথম ছবির নাম কী?
ANS:- রাজ।
- 1892 সালের 6 জুলাই কোন ভারতীয় প্রথম ব্রিটিশ হাউস অফ কমন্স-এর সদস্য হন?
ANS:- দাদাভাই নৌরজি।
- ভারতের প্রথম মহিলা আই. পি. এস. অফিসার কে?
ANS:- কিরণ বেদী।
- পোলো খেলা প্রথম শুরু হয় কোন দেশে?
ANS:- ইরানে।
- 1901 সালে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার পান কে?
ANS:- চার্লস ডিকেন্স।
- কোন বছর প্রথম ‘জ্ঞানপীঠ’ পুরস্কার প্রদান করা হয়?
ANS:- 1961 সালে।
- খুশবন্ত সিং-এর প্রথম প্রকাশিত বই-এর নাম কী?
ANS:- দ্য মার্ক অফ বিষ্ণু।
- কোন বছর অর্জুন পুরস্কার চালু হয়?
ANS:- 1961 সালে।
WBPSC Food SI Practice Set 20 | WBPSC Food SI GK Practice Set | Food SI Questions and Answers | Food SI Exam 2023 Questions and Answers | ফুড সাব ইন্সপেক্টর প্রাকটিস সেট 20 | ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রশ্ন এবং উত্তর | ফুড সাব ইন্সপেক্টর প্রাকটিস সেট PDF সহ
WBPSC Food SI Practice Set 18 Download Link:-
WBPSC Food SI Practice Set 20 Download Link | Click Here |
WBPSC Food SI Full Practice Set | Click Here |
Learn more about WBPSC Food SI Recruitment 2023 | Click Here |