WBPSC Food SI Practice Set 2 | WBPSC Food SI GK Practice Set | Food SI Questions and Answers | Food SI Exam 2023 Questions and Answers | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট 2 | ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রশ্ন এবং উত্তর | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট PDF সহ
নমস্কার বন্ধুগণ আপনাদের অনুরোধে আজ আমরা নিয়ে এসেছি WBPSC Food Sub Inspector (SI) Full Practice Set । অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রস্তুত এই Practice Set গুলি আপনাদের সাহায্য করবে WBPSC Food Sub Inspector Exam এর সঠিক প্রস্তুতি ও মূল্যায়ন করতে। আশা করি আমাদের WB Food SI এর Practice Set আপনার Preparation এর নির্ভর যোগ্য সঙ্গী হয়ে উঠবে।
WBPSC Food SI Recruitment 2023 এর সমন্ধে বিস্তারিত না জেনে থাকলে পাশে থাকা Click Here বাটনে ক্লিক করুন।
পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রকাশিত চাকরীর আপডেট পাওয়ায় জন্য ক্লিক করুন।
WBPSC Food SI Practice Set 2
- কন্যাশ্রী প্রকল্পের জন্য বর্তমানে বাৎসরিক টাকা দেওয়া হয় –
ANS:- ৭৫০ টাকা
2. যুবশ্রী প্রকল্পের জন্য মাসিক টাকা দেওয়া হয় –
ANS:- ন্যূনতম ১৫০০ টাকা
- যুবশ্রী প্রকল্পটি কত বয়সের ছেলেদের মধ্যে সীমাবদ্ধ –
ANS:-১৩ বছর থেকে ৪৫ বছর
- কত দশকের পুরাতন পরিকল্পনার কমিশনের সমাপ্তি ঘটিয়ে নীতি আয়োগ নামে এই বিকল্প সংস্থা গঠন করা হয় ?
ANS:- প্রায় সাড়ে ছয় দশকের
- কোন দেশের অনুকরণে এই নীতি আয়োকার গঠন করা হয় ?
ANS:- চীন
- নীতি আয়োগ গঠনের প্রধান উদ্দেশ্য ছিল –
ANS:- অর্থনৈতিক পরিকল্পনার ব্যর্থতাকে কাটিয়ে উঠে ভারতীয় অর্থনৈতিক উন্নয়নের পথ সুগম করা
- দ্বাদশ পঞ্চবার্ষিকীতে উন্নয়নের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে –
ANS:- বার্ষিক ৯.৫ শতাংশ
- পরিকল্পনা কমিশনের পরিবর্তে পরিকল্পনা রচনার জন্য গঠন করা হয়েছে –
ANS:- নীতি আয়োগ (NITI Aayog)
- দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের প্রথম সভা কবে অনুষ্টিত –
ANS:- ২০১৫ সালে ৪ ফেব্রুয়ারী
- কত সালে ভারতীয় পরিকল্পনা কমিশন গঠন করা হয় ।
ANS:- ১৯৫০ সালের মার্চ মাসে
- কোন সাল থেকে ভারতের অর্থনৈতিক পরিকল্পনা শুরু হয়?
ANS:- ১৯৫১ সালের ১ই এপ্রিল থেকে
- ভারতে নবগঠিত ‘নীতি আয়োগের’চেয়ারম্যান হলেন –
ANS:- নরেন্দ্র মোদি
- নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান (Vice chairman) হলেন –
ANS:- অরবিন্দ পানাগরিয়া
- ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়সীমা কত?
ANS:- ১৯৫১- ১৯৫৬ সাল পর্যন্ত
- ভারতে লৌহ ইস্পাত প্রথম শুরু হয়েছিল –
ANS:- 1874 সালে
- যে দেশে কর্মক্ষম মানুষের বেশির ভাগ সেবাক্ষেত্রে নিযুক্ত, সেই দেশকে বলা যায় –
ANS:- উন্নত দেশ
- রিজার্ভ ব্যাঙ্কের কোন গভর্নরের আমলে ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিল বলে ঘোষণা হয় ? –
ANS:- উর্জিত প্যাটেল
- একটি এককোশী গমনীয় রাইজোপোডীয়াল শৈবালের উদাহরণ হল –
ANS:- রাইজোক্লোরিস
- ভারতে রাষ্ট্রীয় ক্ষেত্রে বিভাগীয় উদ্যোগের উদাহরণ হল –
ANS:- ভারতীয় রেল
- বিক্রমাক্তদেব চরিতের রচয়িতা –
ANS:- বিহ্লন
- ১৮৬১ খ্রিঃ বিধবা বিবাহ সমিতি কে প্রতিষ্ঠা করেন ?
ANS:- মহাদেব গোবিন্দ রানাডে
- সংবিধান রচনার কাজ কবে ক্যাবিনেট মিশন প্ল্যানের অন্তর্গত হয় –
ANS:-১৯৪৬ সালে
- একটি গমনে অক্ষম এককোশী শৈবালের উদাহরণ হল –
ANS:- গ্লিওক্যাপসা
- ১৮৬২ সালে রানাডে স্ত্রী শিক্ষার জন্য কোথায় বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন –
ANS:- পুনা
- ভারতে রাষ্ট্রীয় ক্ষেত্রে বিধিবদ্ধ কর্পোরেশনের উদাহরণ –
ANS:- ভারতীয় রেল
- সংবিধান রচনার জন্য কত টাকার বেশি ব্যায় সাধিত হয় ?
ANS:- ৬৪ লাখ টাকা
- স্বামী দয়ানন্দ সরস্বতী কত সালে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন
ANS:- ১৮৭৫ খ্রিঃ ১০ই এপ্রিল
- কলকাতা হাইকোর্ট কবে গঠিত হয় –
ANS:- ১৮৬২ সালে
- শিখদের মধ্যে ধর্ম ও সমাজ সংস্কারের জন্য অমৃতসর ও লাহোর কি গড়ে ওঠে –
ANS:- সিংহসভা
- কত খ্রিঃ শিখ গুরুদ্বার আইন প্রবর্তন করে দুর্নীতিগ্রস্ত মহান্তদের অপসারিত করেন ?
ANS:- ১৯২২ খ্রিঃ
- থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা হয় কবে –
ANS:- ১৮৭৫ খ্রিঃ কর্নেল এইচ. এস. ওলকট
- ১৮৮৬খ্রিঃ থিওসফিক্যাল সোসাইটি প্রধান কার্যালয় কোথায় স্থাপন করা হয় –
ANS:- মাদ্রাজের আদিয়ারে
- একচেটিয়া বাজরে ভারসাম্য পরিমান এবং পূর্ণ প্রতিযোগিতার বাজারে ভারসাম্য পরিমানের সম্পর্ক হল-
ANS:- Qc > Qm
- ভারতে প্রথম শিল্পনীতি ঘোষিত হয় –
ANS:- 1948 সালে
- গৌড়বাহের রচয়িতা –
ANS:- বাকপতিরাজ
- বাল্য বিধবাদের স্বার্থরক্ষা ও বিধবাদের মধ্যে শিক্ষা বিস্তারে মহাদেব গোবিন্দ রানাডে কি প্রতিষ্ঠা করেন –
ANS:- সারদা সদন
- কত সালে রানাডে শিক্ষা বিস্তারে দাক্ষিণাত্য শিক্ষা সমাজ প্রতিষ্ঠা করেন –
ANS:- ১৮৮৪ খ্রিঃ
- ভারতে রাষ্ট্রীয় ক্ষেত্রে একটি ‘নবরত্ন’ সংস্থা হল-
ANS:- ONGC
- যে পরিমান দ্রব্য উৎপাদন করলে দীর্ঘকালীন গড় ব্যয় সর্বনিম্ন হয়, তাকে বলা হয়
ANS:-সর্বোত্তম দ্রব্য
- পঞ্চায়েতী রাজ বিল পাশ হয়-
ANS:- ১৯৯০ সালে
- একচেটিয়া বাজারে ভারসাম্য দাম এবং পূর্ণ প্রতিযোগিতার বাজারে ভারসাম্য দাম এর সম্পর্ক হল –
ANS:- PM > Pc
- দীর্ঘকালীন প্রান্তিক ব্যয় রেখাকে স্বল্পকালীন প্রান্তিক ব্যয় রেখাকে বহিঃস্পর্শক বা মোড়ক হিসাবে কী পাওয়া যায়।
ANS:- যায় না
- রানাডে সংস্কারক হিসাবে তিনি রামমোহন রায় ও স্যার সৈয়দ আহমদের প্রায় কাছাকাছি ছিলেন —
ANS:- দীনবন্ধু এন্ড্রুজ
- ভারতে প্রকৃত লৌহ ইস্পাত শিল্পে বুনিয়াদ গঠিত হয়েছিল।
ANS:- 1907 সালে
- বর্ধমানের কোথায় সর্বপ্রথম লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠে-
ANS:- কুলটি
- 2006 সালে প্রবর্তিত সরকারি আইন অনুসারে অতি ক্ষুদ্র শিল্প দ্রব্য উৎপাদনকারী উদ্যোগে স্থির পুঁজিতে বিনিয়োগের সীমা ধার্য হয়েছে –
ANS:- 25 লক্ষ টাকা
- ভারতে হিন্দুরাজ প্রতিষ্ঠায় ব্রতী হয়েছিলেন কারা ?
ANS:- আর্যসমাজ
- TISCO গড়ে তোলা হয়েছিল –
ANS:- 1907 সালে
- প্রথম মুসলিম শাসক দক্ষিণ ভারত জয় করেন-
ANS:-আলাউদ্দিন খলজী
- অর্থনৈতিক ব্যবস্থার মৌলিক সমস্যাগুলি সৃষ্টি হয় –
ANS:- যে কোনো অর্থ ব্যবস্থায়
- TISCO এর আকরিক লোহা আসে –
ANS:- গুরুমহিষাণী ওগোয়ামুণ্ডী থেকে
- জীবনদশার কিছু সময় Palmelloid stage এ কাটায়-
ANS:- ক্লামাইডোমোনাস এবং ক্রোমুলিনা
- ভিলাই স্টিল প্ল্যান্ট যে পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গড়ে তোলা হয়েছিল –
ANS:- দ্বিতীয়
- যে দেশের সহযোগিতায় বোকারো কারখানাটি গড়ে তোলা হয়েছে –
ANS:- সোভিয়েত ইউনিয়ন
- TISCO বিক্রয়যোগ্য ইস্পাতের পরিমান –
ANS:- 1.5 কোটি
- একচেটিয়া কারবারির ভারসাম্যের একটি শর্ত হল—
ANS:- MR = MC
- বোকারো স্টিল প্ল্যান্টে যে নদীর জলধারা থেকে জল সরবরাহ করা হয় –
ANS:- দামোদর
- TISCO লৌহ পিন্ড উৎপাদন শুরু করে –
ANS:- 1911 সালে থেকে
- রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট যে নদীর তীরে অবস্থিত –
ANS:- ব্রাক্মনী
- সংবিধানের মন্ত্রণাদাতা কাকে বলা হয় ?
ANS:- ডাঃ রাজেন্দ্র প্রসাদকে
- সংবিধানের প্রথম খসড়া তৈরী হয় কবে-
ANS:- ফেব্রুয়ারী ১৯৪৮ সালে
- ভারতের জাতীয় সড়কপথ বা রাজপথ নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করে-
ANS:- সিপিডব্লিউডি (CPWD)
- ভারতীয় জীবন বিমা নিগমের আত্মপ্রকাশ ঘটে –
ANS:- 1956 সালে
- যে ডাক পরিষেবার মাধ্যমে ইলেকট্রিক, টেলিফোন বিল, পুরসভার ট্যাক্সবিল প্রেরণ করা হয় তাকে বলে
ANS:- বিলপোস্ট (Billpost)
- যে পঞ্চবার্ষিকী পরিকল্পনায় রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট গড়ে তোলা হয়-
ANS:- দ্বিতীয়
- দুর্গাপুর স্টিল প্ল্যান্ট যে দেশের সহায়তায় গড়ে তোলা হয়েছে –
ANS:- ইংল্যান্ড
- আন্তর্জাতিক ভূমিকম্পের সমীক্ষা কেন্দ্র অবস্থিত –
ANS:- আমেরিকা যুক্তরাষ্ট্রে
67. কানাডার ব্যস্ততম বিমানবন্দরে নাম –
ANS:- টরন্টো
68. আমেরিকা যুক্তরাষ্ট্রের একটি বিমান সংস্থার নাম –
ANS:- টি এ
69. পৃথিবীর রুটির ঝুড়ি বলে —
ANS:- মিনোসোটা ও উত্তর ডাকোটার লোহিত নদী উপত্যকাকে
70. জাবৎ বা জ্যাবতি প্রথা প্রবর্তন করেন
ANS:-আকবর
71. চিনের যে প্রদেশকে ধান্যের আধার বলে
ANS:- হুনান
72. যে জমিতে সারা বছর চাষ হয় তাকে বলে—
ANS:- পোলাজ
73. পৃথিবীর ব্যস্ততম সমুদ্রপথ –
ANS:- উত্তর আটলান্টিক সমুদ্রপথ
74. যেসব কোম্পানির জাহাজ আন্তর্জাতিক সমুদ্রপথে নিয়মিতভাবে চলাচল করে সেই কোম্পানি বা সংস্থাকে বলে –
ANS:- শিপিং লাইন
75. পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম রেলপথ –
ANS:- ট্রান্স কাম্পিয়ন রেলপথ
76. বিশ্বে প্রথম পিচ ঢালা সড়কপথ নির্মাণের প্রযুক্তি আবিষ্কার –
ANS:- ম্যাক অ্যাডাম
77. চারগফের সূত্র যার ওপর প্রযোজ্য তা হল –
ANS:- দ্বিতন্ত্রী DNA
78. জিন অবস্থান করে—
ANS:- ক্রোমোজোম
79. কোন রঞ্জকটির দ্বারা ক্রোমোজোমকে রঞ্জিত করা যায় না –
ANS:- ইওসিন
- ইউক্যারিওটিক ক্রোমোজোমের টেলোমেয়ার অঞ্চলে কোন ক্ষারকটির স্বল্প ধারাবাহিকতা লক্ষ করা যায়—
ANS:- ওয়ানিন সমৃদ্ধ পুনরাক্রম
- ক্রোমোজোমের মূল গঠনগত একক হল –
ANS:- নিউক্লিওজোম
- ক্রোমোজোমের পুতির ন্যায় গঠন হল –
ANS:- ক্রোমোমিয়ার
- নিচের গঠনগুলির কোনটি প্রোটোফেজ এবং মেটাফেজ এর সময় টিউবিউলিনের পলিমারাইজেশনের জন্য নিউক্লিয়েশান সেন্টার হিসাবে কাজ করে —
ANS:- সেন্ট্রোমিয়ার
- লালাগ্রন্থি ক্রোমোজোমে ‘পাফ’ বা বলবিয়ানি রিং স্থলটি হল –
ANS:- RNA সংশ্লেষের জন্য
- কনস্টিটিউটিভ্ হেটারোক্রোমাটিন থাকে না–
ANS:- NOR
- কোশে সমগ্র RNA এর মধ্যে, r RNA থাকে
ANS:- 50 – 80%
- নিউক্লিওটাইডে, N – বেস পেন্টোজ শর্করাতে যুক্ত থাকে —
ANS:- পেন্টোজ শর্করার C-1 এ
- যে RNA টি ক্ষণস্থায়ী
ANS:- m RNA
- t RNA তে DIHU (ডাইহাইড্রক্সি ইউরাসিল) ব্যবহৃত হয় —
ANS:-অ্যামিনো অ্যাসিডের চিহ্নিত করণের জন্য
- দৈত্যাকার ক্রোমোজোম বলা হয় –
ANS:- পলিটিন ক্রোমোজোমকে এবং ল্যাম্পব্রাশ ক্রোমোজমকে
- মানুষের দুই প্রকারের ক্রোমোজোম দেখা যায়—
ANS:- অটোজোম ও অ্যালোজোম
- G Khorana নোবেল পুরস্কার লাভ করেছিলেন –
ANS:- রাসয়নিকভাবে DNA সংশ্লেষ করার জন্য
- মনোসিসট্রোনিক ও পলিসিসট্রোনিক বলা হয় –
ANS:- m RNA কে
- ক্রোমোজোমের টেলোমিয়ার অঞ্চলটি সর্বপ্রথম উল্লেখ করে —
ANS:- এইট সুলার
- ক্রোমোজোমের কোন অংশ DNA রৈখিক অবস্থা থাকে—
ANS:- টেলো মিয়ারের প্রান্তভাগ
- ক্রোমোজোর কোন অংশ মাইক্রোটিউবিউল যুক্ত হয় –
ANS:- গৌন খাঁজে
- ক্রোমোসেন্টার দেখা যায় –
ANS:-পলিটিন ক্রোমোজোমে
- স্ট্রোমাটার উদহরণ হল –
ANS:- Daldinia sp.
- একটি ফ্ল্যাজেলেটেড এককোশী শৈবালের উদাহরণ হল-
ANS:- ক্ল্যামাইডোমোনাস
- ভলভক্স নীচের যে thallus range এর উদাহরণ –
ANS:- গমনীয় সিনোবিয়াল (Coenobial) গঠন
WBPSC Food SI Practice Set 2 | WBPSC Food SI GK Practice Set | Food SI Questions and Answers | Food SI Exam 2023 Questions and Answers | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট 2 | ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রশ্ন এবং উত্তর | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট PDF সহ
আপনাদের সুবিধার্থে Practice Set এর PDF Copy টিও প্রদান করা হলো। WBPSC Food SI Practice Set টি Download করার জন্য নিম্নে প্রদান করা Download লিংকে ক্লিক করুন।
WBPSC Food SI Practice Set 2 Download Link:-
WBPSC Food SI Practice Set 2 Download Links | Click Here |
Learn more about WBPSC Food SI Recruitment 2023 | Click Here |