WBPSC Food SI Practice Set | WBPSC Food SI Math Practice Set 29 | Food SI Questions and Answers | Food SI Exam 2023 Questions and Answers | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট 29 | ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার অংক প্রশ্ন এবং উত্তর | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট PDF সহ
নমস্কার বন্ধুগণ আপনাদের অনুরোধে আজ আমরা নিয়ে এসেছি WBPSC Food Sub Inspector Full Practice Set । অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রস্তুত এই Practice Set গুলি আপনাদের সাহায্য করবে WBPSC Food Sub Inspector Exam এর সঠিক প্রস্তুতি ও মূল্যায়ন করতে। আশা করি আমাদের WB Food SI এর Practice Set আপনার Preparation এর নির্ভর যোগ্য সঙ্গী হয়ে উঠবে।
WBPSC Food SI Recruitment 2023 এর সমন্ধে বিস্তারিত না জেনে থাকলে নিম্নে থাকা লিঙ্কে ক্লিক করুন।
পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রকাশিত চাকরীর আপডেট পাওয়ায় জন্য ক্লিক করুন।
WBPSC Food SI Practice Set 29
- যদি ৩ জন লোক 336 টি উলের টুপি 14 দিনে বুনতে পারেন, তাহলে 8 জন লোক 5 দিনে কতগুলো উলের টুপি বুনতে পারবেন?
Ans:- 320 টি।
- একজন পিতার বর্তমান বয়স তাঁর ছেলের বর্তমান বয়সের তিনগুন। 6 বছর পরে পিতা ও ছেলের অনুপাত হবে 5:2। পিতার বর্তমান বয়স কত?
Ans:- 54 বছর।
- 5 টি লিচু 1 টাকায় বিক্রি করে একজন বিক্রেতার 40% লাভ হয়। 1 টাকায় সে কতগুলো লিচু কিনেছিল?
Ans:- 7 টি।
- একটি শ্রেণিকে A ও B দুটি সেকশনে ভাগ করা হল। A সেকশনের 20 টি ছাত্রের পাশের হার 80% এবং B সেকশনের 30 টি ছাত্রের পাশের হার 70%। উভয় সেকশনের পাশের হার কত হবে?
Ans:- 74%
- এক কলম বিক্রেতা 10 টাকা দিয়ে 11টি কলম কিনে 11 টাকায় 10টি কলম বিক্রয় করলেন। তার শতকরা কত লাভ বা ক্ষতি হল?
Ans:- 21% লাভ।
- একটি বইয়ের দাম 40 টাকা। দোকানদার ধার্যমুল্যের ওপর 5% ছাড় দেয় এবং যদি সে পুরো লেনদেনে 20% লাভ পায়। তাহলে বইয়ের দাম কত?
Ans:- 31.6 টাকা।
- রহিম কিছু অর্থের জন্য একটা কাজ শুরু করেন। যদি তার দৈনিক কাজের সময় 8% বৃদ্ধি করা হয় এবং ঘন্টা প্রতি বেতন 50% বৃদ্ধি করা হয়, তাহলে তার দৈনিক আয় কত শতাংশ বৃদ্ধি পাবে?
Ans:- 62%
- একটি শহরের জনসংখ্যা 250000 জন। প্রতি বছর 2% হারে বৃদ্ধি পেলে। 2 বছর পর জনসংখ্যার বৃদ্ধি কত হবে?
Ans:- 10100 জন।
- রাজু, মুকেশ এবং রথিন 6,000 টাকায় একটি কাজ করার জন্য চুক্তিবদ্ধ হল। রাজু এবং মুকেশ একত্রে কাজটির 3/4 অংশ করল। বাকি কাজটি রথিন একা শেষ রথিনের মজুরির টাকা কত হবে?
Ans:- 1,500 টাকা।
- এক ডজন জোড়া মোজার ধার্য মূল্য 80 টাকা যা 10% ছাড়ে পাওয়া যায়। 24 টাকায় কয় জোড়া মোজা ক্রয় করা যাবে?
Ans:- 4 জোড়া।
- গোপাল একটি মোবাইল ক্রয় করে সেটি কমলকে 10% লাভে বিক্রি করল। তারপর কমল সেই মোবাইলটি 10% লোকসানে গোপালকে বিক্রি করতে চাইল, যদি গোপাল এই শর্তে রাজি হয়, তাহলে গোপালের লাভ না লোকসান কী হবে এবং হলে কত হবে?
Ans:- 1% লাভ হবে।
- বিদায়লয়ে একটি পরীক্ষায় 480 জন ছাত্র-ছাত্রীর মধ্যে 85% ছাত্রী এবং 70% ছাত্র পাশ করেছে। মোট পাশের হার যদি 75% হয়, কতজন ছাত্র পরীক্ষায় উপস্থিত ছিল?
Ans:- 320
- A একটি কাজ 12 দিনে পারে। B, A এর চেয়ে 60% বেশি দক্ষ। তাহলে ঐ একই কাজ করতে B-এর কত সময় লাগবে?
Ans:- সাড়ে 7 দিন।
- যদি কোনো আসল টাকার চক্রবৃদ্ধি হার সুদে 3 বছরে সুদে- আসলে 27 গুণ হয়, তবে বার্ষিক সুদের হার কত?
Ans:- 200%
- কোনো মূলধন 3 বছরে সরল সুদে সুদাসলে 560 টাকা এবং 5 বছরে সুদাসলে 600 টাকা হয়। বার্ষিক সুদের হার কত?
Ans:- 4%
- এক ব্যক্তি ঘণ্টায় 40 কিলোমিটার বেগে P থেকে Q পর্যন্ত গিয়ে তার গতিবেগ 50% বৃদ্ধি করে ফিরে আসে। সমগ্র যাত্রাপথে ব্যক্তির গড় গতিবেগ কত ছিল?
Ans:- ঘণ্টায় 48 কিমি।
- 150 গ্রাম চিনির দ্রবণে 20% চিনি আছে। ওই দ্রবণে আরও কত গ্রাম চিনি মেশালে চিনির পরিমাণ মোট মিশ্রণের 25% হবে?
Ans:- 10 গ্রাম।
- একটি 60 লিটার মিশ্রনে জল ও ডেটলের অনুপাত 2:1, জল ও ডেটলের অনুপাত 1:2 করতে গেলে আর কত লিটার ডেটল মেশাতে হবে?
Ans:- 60 লিটার।
- সাগর একটি বাইসাইকেল 3,200 টাকায় ক্রয় করল। সে সাইকেলটি 240 টাকা লোকসানে বিক্রি করল। কত টাকা মূল্যে সে সাইকেলটি বিক্রি করল?
Ans:- 2,960 টাকা।
- একজন মহিলা সাঁতারুর স্থির জলে গতি যদি ঘন্টায় 9 কিমি হয়, তাহলে সাঁতারুর স্রোতের অনুকূলে গতি নির্ণয় করুন যখন নদীর বহমান গতি ঘন্টায় 6 কিমি?
Ans:- 15 কিমি/ঘন্টায়।
- একটি 400 মিটার দীর্ঘ লোকাল ট্রেন 36 সেকেন্ড সময় নেয় ট্রেনটির বিপরীত মুখে হাঁটা এক ব্যক্তিকে অতিক্রম করতে, যার হাঁটার গতি ঘন্টায় 20 কিমি, তাহলে ট্রেনটির গতি কত?
Ans:- 20 কিমি/ঘন্টায়।
- যদি 3 পূর্ণ 1/3 মিটার/সেকেন্ড গতি রূপান্তরিত করা হয় কিলোমিটার/ঘন্টা এ, তাহলে তা হবে?
Ans:- 12 কিমি/ঘন্টা।
- একটি লোকাল ট্রেন একটি দন্ডয়মান ব্যক্তিকে যখন অতিক্রম করে তখন ট্রেনটির দ্বারা অতিক্রান্ত দূরত্ব 90 মিটার, ট্রেনটির দৈর্ঘ্য নির্ণয় করো।
Ans:- 90 মি।
- রাম 1 km অতিক্রম করে 8 মিনিট 40 সেকেন্ড সময়ে এবং সাম ওই একই দূরত্ব অতিক্রম করে 10 মিনিটে। রাম, সামকে কত দূরত্বে পরাজিত করল?
Ans:- 133 1/3
- একটি ঘড়িতে বিকেল 40 টার সময় ঘণ্টা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ তৈরি করবে?
Ans:- 100°
- একজন দোকানদার তার গ্রাহকদের 10% ছাড় দিয়েও ক্রয়মূল্যের উপর 20% লাভ করল। তাহলে যে দ্রব্যের ক্রয়মূল্য 450 টাকা, তার ধার্যমূল্য কত?
Ans:- 600 টাকা।
- কোন ক্ষুদ্রতম সংখ্যা 1057-এর সঙ্গে যোগ করতে হবে যাতে যোগফলটি সম্পূর্ণভাবে 23 দ্বারা বিভাজ্য হয়?
Ans:- 1
- -11 এবং 11 এর মধ্যবর্তী কতগুলি সংখ্যা 2 বা 3 এর গুণিতক?
Ans:- 15 টি।
- কোন ক্ষুদ্রতম সংখ্যাটিকে যখন 4, 6, 8 এবং 9 দ্বারা ভাগ করা হয়, প্রতিবার 0 অবশিষ্ট থাকে এবং যখন 13 দ্বারা ভাগ করা হয় প্রতিক্ষেত্রে 7 অবশিষ্ট থাকে?
Ans:- 72
- তিনটি সংখ্যার গ.সা.গু. 23। সংখ্যাগুলির অনুপাত যদি 1:2:3 হয়, সংখ্যাগুলি নির্ণয় করো?
Ans:- 23, 46 এবং 69
- এই রিয়া এবং প্রিয়ার গড় বয়স 15 প্রিয়া এবং দিয়ার গড় বয়স 12 এবং দিয়া এবং হিয়ার বয়সের গড় যদি 13 হয়, তাহলে রিয়ার বয়স কত?
Ans:- 14 বছর।
- 2424 সংখ্যাটিতে 2-এর স্থানীয় মানগুলির যোগফল কত?
Ans:- 2020
- কোনো একটি নির্দিষ্ট প্রথম সংখ্যার অর্ধেক দ্বিতীয় সংখ্যার 65%-এর সমান হলে। প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত কত হবে?
Ans:-. 13:10
- 49 জন ছাত্র বিশিষ্ট একটি শ্রেণিকক্ষে বালক ও বালিকার অনুপাত 4:3। যদি 4 জন বালক শ্রেণি ছেড়ে চলে যায়, তাহলে বালিকা ও বালকের অনুপাত হবে?
Ans:- 8:7
- একজন সেনাপ্রধান 36562 জন সেনাদের নিয়ে একটি বর্গরূপ গঠন করতে চান। গঠন করার পর তিনি দেখলেন কিছু সেনা বেশি থেকে গেল। বাড়তি সেনার সংখ্যা কত ?
Ans:- 81 জন।
- একজন লোক 90 মিনিটে সাইকেলে চড়ে 12 কিমি দূরত্ব অতিক্রম করে । তাহলে 3 ঘণ্টায় সে কত দূরত্ব অতিক্রম করবে যদি সে সাইকেলটি সমান গতিতে চালায়?
Ans:- 24 কিমি।
- একটি জল ট্যাঙ্ক প্রথম নল দ্বারা 2 ঘণ্টায় ভর্তি হয় এবং দ্বিতীয় নল দ্বারা 6 ঘণ্টায় ভর্তি হয়। সকাল 10 টায় প্রথম নলটি খোলা হল, তাহলে ট্যাঙ্কটি ভর্তি হবে কোন সময়ে যদি দ্বিতীয় নলটি সকাল 11 টায় খোলা হয়?
Ans:- সকাল 11:45 মিনিটে।
- একটি নৌকা 3 ঘণ্টায় স্রোতের প্রতিকূলে 9 কিমি অথবা স্রোতের অনুকূলে 18 কিমি যেতে পারে। স্থির জলে ওই নৌকার বেগ কত?
Ans:- 4.5 কিমি/ঘণ্টায়।
- কোন্ বৃহত্তম সংখ্যার দ্বারা 1657 এবং 2037-কে ভাগ করলে যথাক্রমে 6 এবং 5 ভাগশেষ থাকবে?
Ans:- 127
- 2+0.2-0.2 ÷ 0.2 x (0.2 x 0.2)-এর সরলতম মান কত?
Ans:- 0.36
- কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 57, 76 এবং 190 দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে?
Ans:- 1141
- পর পর 3 টি যুগ্ম সংখ্যার যোগফল 54 হলে, এদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত?
Ans:- 16
- অতুল ও মকুল একত্রে 30 দিনে একটি কাজ করতে পারে। তারা একত্রে 20 দিন কাজ করার পর মকুল চলে যায়। আরও 20 দিনে অতুল বাকি কাজটি শেষ করে। অতুল একা কত দিনে কাজটি করবে?
Ans:- 60 দিনে।
- সুজিত 7000 টাকা নিয়ে একটি ব্যাবসা শুরু করে। 5 মাস পর রহিত কিছু টাকা নিয়ে ব্যাবসায় যোগ দেয়। এক বছর পর 2:3 অনুপাতে লভ্যাংশ বণ্টিত হলে, রহিত কত টাকা নিয়ে যোগ দেয়?
Ans:- 18000 টাকা।
- X, Y ও Z এর বয়সের অনুপাত 5 : 8 : 9; যদি X ও Z-এর বয়সের সমষ্টি 56 বছর হয়, তবে Y-এর বয়স কত?
Ans:- 32 বছর।
- একটি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থের থেকে 5 সেমি বেশি। দৈর্ঘ্য 5 সেমি বাড়ালে এবং প্রস্থ 4 সেমি কমালে ক্ষেত্রফল একই থাকে। তাহলে পরিসীমা কত?
Ans:- 170
- একটি চলন্ত ট্রেন রেললাইনের পাশ দিয়ে ট্রেনটির বিপরীত অভিমুখে যথাক্রমে 5 মিটার/সেকেন্ড এবং 10 মিটার/সেকেন্ড বেগে চলমান দুই ব্যক্তিকে যথাক্রমে 6 সেকেন্ডে এবং 5 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত?
Ans:- 150 মিটার।
- A এবং B একত্রে একটি কাজ 30 দিনে করতে পারে। A 16 দিন কাজ করার পর B বাকি কাজ একা 44 দিনে শেষ করে। পুরো কাজটি B একা কত দিনে শেষ করতে পারত?
Ans:- 60 দিনে।
- 22 জন ছাত্র থাকা একটি শ্রেণীকক্ষের গড় বয়স 14 বছর। যদি শিক্ষকের বয়স অন্তর্ভুক্ত করা হয়, তাহলে গড় 1 বছর বৃদ্ধি পায়। তবে শিক্ষকের বয়স কত?
Ans:- 37 বছর।
- তিনটি ক্রমিক সংখ্যার গুনফল সর্বদা সর্বোচ্চ কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবেই?
Ans:- 6 দ্বারা।
WBPSC Food SI Practice Set | WBPSC Food SI Math Practice Set 29 | Food SI Questions and Answers | Food SI Exam 2023 Questions and Answers | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট 29 | ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার অংক প্রশ্ন এবং উত্তর | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট PDF সহ
WBPSC Food SI Practice Set 29 Download Link:-
WBPSC Food SI Practice Set 29 Download Link | Click Here |
WBPSC Food SI Full Practice Set | Click Here |
Learn more about WBPSC Food SI Recruitment 2023 | Click Here |