ANM GNM Practice Set 1 | ANM GNM 2024 Practice Set PDF Download | ANM GNM Life Science Practice Set | ANM GNM 2024 Exam | ANM GNM 2024 Questions and Answers PDF | ANM GNM নার্সিং প্র্যাকটিস সেট ১ (PDF সহ) | ANM GNM পরীক্ষার জীবন বিজ্ঞান প্রশ্ন এবং উত্তর
নমস্কার বন্ধুগণ আপনাদের অনুরোধে আজ আমরা নিয়ে এসেছি ANM GNM Practice Set 1 PDF Download । অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা প্রস্তুত এই ANM GNM Life Science Practice Set গুলি আপনাদের সাহায্য করবে ANM GNM 2024 Exam এর সঠিক প্রস্তুতি ও মূল্যায়ন করতে। আশা করি আমাদের ANM GNM Practice Set 1 আপনার Preparation এর নির্ভর যোগ্য সঙ্গী হয়ে উঠবে।
ANM GNM Previous Years Question Paper ডাউনলোড করতে নিম্নে দেওয়া লিঙ্কে ক্লিক করুনঃ
ANM GNM Practice Set 1
LIFE SCIENCE
-
- জীববিদ্যা ও পরিসংখ্যানবিদ্যা মিলে যে বিজ্ঞান সৃষ্টি হয়েছে তাকে বলে –
(A) বায়োমেট্রি
(B) প্রত্নজীববিদ্যা
(C) বায়োনিক্স
(D) নৃবিদ্যা
-
- মাইক্রোস্ফিয়ার হল প্রথম কোশীয় জীব – এটি কার উক্তি?
(A) ওপারিন
(B) হ্যালডেন
(C) ফক্স
(D) পাস্তুর
-
- যে প্রক্রিয়ায় খাদ্যস্থ স্থৈতিক শক্তি তাপ শক্তিরূপে মুক্ত হয় তাকে বলে –
(A) পুষ্টি
(B) রেচন
(C) শ্বসন
(D) বৃদ্ধি
-
- মহাকাশ গবেষণায় মহাকাশযানে কী রাখা হয়?
(A) পলিসাইফোনিয়া
(B) ক্লোরেল্লা
(C) সবুজ পাতা
(D) ডায়াটম
-
- ডায়াবেটিস মেলিটাস – এ আক্রান্ত একজন ব্যক্তি নিচের কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় ক্ষরণ করতে অক্ষম –
(A) অ্যাড্রেনালিন
(B) ইনসুলিন
(C) থাইরক্সিন
(D) টেস্টোস্টেরন
-
- দৈনিক উষ্ণতা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশটি হলো –
(A) থ্যালামাস
(B) লঘু মস্তিষ্ক
(C) হাইপোথ্যালামাস
(D) সুষুম্না শীর্ষক
-
- তুমি মাইটোসিস কোশ বিভাজনের একটি দশায় সিস্টার ক্রোমাটিডদ্বয়কে আলাদা হতে দেখলে, দশাটি হল –
(A) প্রফেজ
(B) টেলোফেজ
(C) অ্যানাফেজ
(D) মেটাফেজ
-
- নিচের কোন জোড়াটি সঠিক –
(A) কোরকোদ্দম— ইস্ট
(B) খন্ডিভবন— কেঁচো
(C) রেনু উৎপাদন— অ্যামিবা
(D) পুনরুৎপাদন— ড্রায়োপটেরিস
-
- সূর্যশিশির নামক পতঙ্গভূক উদ্ভিদের পাতার কর্ষিকাগুলি পতঙ্গদের সংস্পর্শের আশামাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে । এটি হল –
(A) সিসমোন্যাস্টি
(B) থার্মোন্যাস্টি
(C) ফটোন্যাস্টি
(D) কেমোন্যাস্টি
-
- মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয় এর গ্রাফিয়ান ফলিকল থেকে যে হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায় সেটি হল –
(A) TSH
(B) ADH
(C) ACTH
(D) ইস্ট্রোজেন
-
- নিচের কোনটি সঠিক প্রতিবর্ত পথ –
(A) গ্রাহক→ কারক→ বহির্বাহী স্নায়ু→ স্নায়ু কেন্দ্র→ অন্তঃবাহী স্নায়ু কেন্দ্র
(B) স্নায়ু কেন্দ্র→ গ্রাহক→ অন্তর্বাহী স্নায়ু→ কারক→ বহির্বাহী স্নায়ু
(C) বহির্বাহী স্নায়ু→ গ্রাহক→ অন্তর্বাহী স্নায়ু→ স্নায়ু কেন্দ্র→ কারক
(D) গ্রাহক→ অন্তঃর্বাহী স্নায়ু→ স্নায়ু কেন্দ্র→ বহির্বাহী স্নায়ু→ কারক
-
- মাইটোসিস কোশ বিভাজনের কোন দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াস কে অবলুপ্ত হতে দেখা যায় –
(A) অ্যানাফেজ
(B) প্রোফেজ
(C) মেটাফেজ
(D) টেলোফেজ
-
- নিচের কোনটি DNA -এর গঠনগত উপাদান নয় –
(A) ডি-অক্সিরাইবোজ শর্করা
(B) ইউরাসিল ক্ষারক
(C) থাইমিন ক্ষারক
(D) ফসফরিক অ্যাসিড
-
- ট্রপিক চলন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন কর –
(A) এটি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত
(B) উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন হয়
(C) ভলভক্স নামক শ্যাওলায় এই চলন দেখা যায়
(D) এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্র চলন
-
- নিচের বাক্যগুলি পড়ো এবং যে বাক্যটি সঠিক নয় সেটি চিহ্নিত কর –
(A) FSH, LH ও প্রোল্যাকটিন হলো বিভিন্ন ধরনের GTH
(B) অ্যাড্রিনালিল হার্দ উৎপাদ কমায়
(C) ইনসুলিনকোষ পর্দার মাধ্যমে কোশের ভেতরে গ্লুকোজের শোষণে সাহায্য করে
(D) প্রজেস্টেরন স্ত্রী দেহে প্লাসেন্টা গঠনে সাহায্য করে
-
- মানবদেহে করোটি স্নায়ুর সংখ্যা সঠিকভাবে নিরূপণ কর –
(A) ১০ জোড়া
(B) ৩১ জোড়া
(C) ১২ জোড়া
(D) ২১ জোড়া
-
- অ্যামাইটোসিস কোষ বিভাজনের সঠিক বৈশিষ্ট্যটি সনাক্ত কর –
(A) যৌন জননকারী জীবের জনন মাতৃকোশে ঘটে
(B) ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয়
(C) এটিকে পরোক্ষ বিভাজন বলা হয়
(D) ক্রোমোজোম ও বেম তন্তু গঠিত হয় না
-
- মিয়োসিসের তাৎপর্য সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক তা সঠিকভাবে নিরূপণ করো –
(A) দেহের সার্বিক বৃদ্ধি ও পরিস্ফুটন ঘটায়
(B) জীবের জননঙ্গের ও ভ্রুণের বৃদ্ধি ঘটায়
(C) বংশগত প্রকরণবাহী হাপ্লয়েড গামেট উৎপাদন করে
(D) কোন কোন প্রাণীদেহে কোন অঙ্গহানি ঘটলে সেটি পুনরুৎপাদন করে
-
- সঠিক জোড়টি নির্বাচন করো –
(A) গুরু মস্তিষ্ক — দেহের ভারসাম্য রক্ষা
(B) হাইপোথ্যালামাস– বুদ্ধি ও আবেগ নিয়ন্ত্রণ
(C) লঘু মস্তিষ্ক— দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ
(D) সুষুম্নাশীর্ষক— হৃদস্পন্দন ও খাদ্য গলাধঃকরণ নিয়ন্ত্রণ
-
- ইনসুলিন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো –
(A) রক্ত থেকে অধিকাংশ দেহ কোষে গ্লুকোজের শোষণে সাহায্য করে
(B) যকৃত ও পেশি কোষের ভিতর গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে
(C) ফ্যাট ও প্রোটিনকে গ্লুকোজে রূপান্তরে সাহায্য করে
(D) প্রোটিন ও ফ্যাটের গ্লুকোজে রুপান্তরে বাধা দেয়
-
- কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে, কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুঝে যায় এটি হলো –
(A) ফটোন্যাস্টি
(B) সিসমোন্যাস্টি
(C) কেমোন্যাস্টি
(D) থার্মোন্যাস্টি
-
- দ্বিপদ নামকরণের প্রবক্তা কে?
(A) অ্যারিস্টটল
(B) থিওফ্রাসটাস
(C) লিনিয়াস
(D) সিজালপিনো
-
- রবার্ট হুক কত খ্রিস্টাব্দে কোশ আবিষ্কার করেন?
(A) 1610 খ্রিস্টাব্দে
(B) 1660 খ্রিস্টাব্দে
(C) 1665 খ্রিস্টাব্দে
(D) 1640 খ্রিস্টাব্দে
-
- কোশপর্দাকে P-L-P ত্রিস্তরীয় পর্দারূপে কোন্ বিজ্ঞানী অভিহিত করেন?
(A) স্নেইডেন
(B) স্মিট
(C) ড্যানিয়েল
(D) রবার্টসন
-
- কোশের প্রোটিন ফ্যাক্টরি কোনটি?
(A) লাইসোজোম
(B) রাইবোজোম
(C) সেন্ট্রোজোম
(D) মেসোজোম
ANM GNM Previous Years Question Paper Download Link:
ANM GNM Previous Years Question Paper | Click Here |
Learn more about ANM GNM 2024 Exam | Click Here |
ANM GNM Practice Set 1 | ANM GNM 2024 Practice Set PDF Download | ANM GNM Life Science Practice Set | ANM GNM 2024 Exam | ANM GNM 2024 Questions and Answers PDF | ANM GNM নার্সিং প্র্যাকটিস সেট ১ (PDF সহ) | ANM GNM পরীক্ষার জীবন বিজ্ঞান প্রশ্ন এবং উত্তর
পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রকাশিত সমস্ত চাকরীর আপডেট পাওয়ায় জন্য নিম্নে দেওয়া লিঙ্কে ক্লিক করুন:
ANM GNM Practice Set Pdf Download Link:
ANM GNM Practice Set 1 | Click Here |
ANM GNM Practice Set 2 | Click Here |
ANM GNM Practice Set 3 | Click Here |
ANM GNM Practice Set 4 | Click Here |
ANM GNM Practice Set 5 | Click Here |