WBCHSE Class 11 Philosophy Syllabus and Number Pattern | একাদশ শ্রেণী দর্শন সিলেবাস এবং নাম্বার বিভাজন | West Bengal Board Philosophy Syllabus | WBCHSE Class 11 Philosophy Exam Date
ইতিমধ্যে আমরা আলোচনা করেছি Higher Secondary Philosophy Subject এর Syllabus ও Exam Pattern এর সম্বন্ধে বিস্তারিত। এই আর্টিকেল এর মাধ্যমে তোমরা জানতে পারবে WBCHSE Board এর অন্তর্গত একাদশ শ্রেণি তথা Class 11 Philosophy বা দর্শন Subject এর Exam Pattern ও Syllabus এর সম্বন্ধে বিস্তারিত।
Madhyamik ও Higher Secondary Result বের হওয়ার পর কার্যত শুরু হয়ে গেছে আগামী বছরের পরীক্ষার্থীদের প্রস্তুতি। এক্ষেত্রে পরীক্ষার্থীদের কাছে প্রতিটি Subjects এর Syllabus ও Exam Pattern জানা বাঞ্ছনীয়। আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল WBCHSE Board এর অন্তর্গত পাঠরত সকল Class 11 এর ছাত্রছাত্রী যারা Philosophy Subject নিয়ে পঠন-পাঠন শুরু করে দিয়েছো তাদের কাছে কার্যকরী হয়ে উঠবে।আর তোমাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি আগামী বছর 22/03/2023 বুধবার এ অনুষ্ঠিত হতে চলেছে পরবর্তী WBCHSE Class 11 Philosophy Exam।
WBCHSE Class 11 Philosophy Syllabus :-
বিগত বছর অর্থাৎ 2022 সালে যে পরিবর্তিত Syllabus এ Exam গ্রহণ করা হয়েছিলো সেটি পুনরায় সংশোধন করে 2021 সালের সম্পূর্ণ Syllabus অনুযায়ী পরীক্ষা 2023 সালে নেওয়া হবে | একাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের সুবিধার্থে Philosophy Subject এর সম্পূর্ণ Syllabus টি সম্পর্কে নিন্মে বিস্তারিত ভাবে আলোচনা করা হল |
পাশ্চাত্য দর্শন:-
Sl No | Topic |
1 | দর্শনের ধারণা |
2 | জ্ঞানের স্বরূপ ও জ্ঞান সম্পর্কিত বিভিন্ন মতবাদ |
3 | দ্রব্য |
4 | কার্যকরণ তত্ব |
5 | বস্তূবাদ ও ভাববাদ |
ভারতীয় দর্শন:-
Sl No | Topic |
1 | দর্শনের ধারণা |
2 | চার্বাক দর্শন |
3 | বৌদ্ধ দর্শন |
4 | ন্যায় দর্শন |
5 | অদৈতবেদান্ত |
6 | সমসাময়িক দর্শন |
WBCHSE Class 11 Philosophy Number Pattern:-
পাশ্চাত্য দর্শন:-
Topic | MCQ | SAQ | Descriptive Type | Total |
দর্শনের ধারণা | (1×2) =2 | (1×2) =2 | 4 | |
জ্ঞানের স্বরূপ ও জ্ঞান সম্পর্কিত বিভিন্ন মতবাদ | (1×2) =2 | (1×8) =8 | 10 | |
দ্রব্য | (1×2) =2 | (1×4) =4 | 6 | |
কার্যকরণ তত্ব | (1×2) =2 | (1×8) =8 | 10 | |
বস্তূবাদ ও ভাববাদ | (1×2) =2 | (1×8) =8 | 10 | |
Total | 10 | 6 | 24 | 40 |
ভারতীয় দর্শন:-
Topic | MCQ | SAQ | Descriptive Type | Total |
দর্শনের ধারণা | (1×3) =3 | (1×2) =2 | 5 | |
চার্বাক দর্শন | (1×2) =2 | (1×4) =4 | 6 | |
বৌদ্ধ দর্শন | (1×4) =4 | (1×2) =2 | 6 | |
ন্যায় দর্শন | (1×3) =3 | (1×8) =8 | 11 | |
অদৈতবেদান্ত | (1×2) =2 | (1×2) =2 | 4 | |
সমসাময়িক দর্শন | (1×8) =8 | 8 | ||
Total | 14 | 10 | 16 | 40 |