অতীত স্মরণ (প্রথম অধ্যায়)
1.হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া ‘ গ্রন্থটি রচনা করেন—
(A) সুমিত সরকার
(B) জেমস মিল
(C) জন স্টুয়ার্ট মিল
(D) জ্যাকব গ্রিম ।
2.তহকিক – ই হিন্দ প্রশ্ন : লুভর মিউজিয়াম ‘ অবস্থিত ছিল—
(A) লন্ডনে
(B) প্যারিসে
(C) ফ্লোরেন্সে
(D) কলকাতায়
3.কেম্ব্রিজ হিস্ট্রি অব ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা ছিলেন –
(A) এলফিনস্টোন
(B) জন ম্যালকম
(C) ডডওয়েল
(D) ম্যালেসন ।
4.ইতিহাসমালা ‘ রচনা করেছিলেন –
(A) হেরোডোটাস
(B) সন্ধ্যাকর নন্দী
(C) উইলিয়াম কেরি
(D) কলহন ।
5.একজন মানবতাবাদী ব্রিটিশ ঐতিহাসিক হলেন—
(A) উইলিয়াম হান্টার
(B) উইলিয়ম জোন্স
(C) জেমস মিল
(D) ম্যাক্সমুলার
6.ভারতে এশিয়াটিক সোসাইটি কবে প্রতিস্থিত হয়?
(A) ১৭৯০ খ্রিস্টাব্দে
(B) ১৮০০ খ্রিস্টাব্দে
(C) ১৮১০ খ্রিস্টাব্দে
(D) ১৮১৭ খ্রিস্টাব্দে ।
7.ইতিহাসের জনক ‘ বলা হয়—
(A) থুকিডিডিসকে
(B) রুশোকে
(C) প্লিনিকে
(D) হেরোডোটাসকে
8.কোন লোককথার মূল চরিত্র মানুষ ?
(A) রূপকথার
(B) পরিকথার
(C) কিংবদন্তির
(D) নীতিকথা
9.ভারত হলো বিশ্ব সভ্যতার লীলাভূমি — এই উক্তিটি কার ?
(A) এলটন
(B) কার
(C) ব্রদেল
(D) ভলতেয়ার
10.পুরাণ বিষয়ক তত্ত্বকে বলা হয়—
(A) জাদুবিদ্যা
(B) প্রেততত্ত্ব
(C) পুরাণতত্ত্ব
(D) কোনোটিই নয়
11.কলকাতায় ফোর্ট উইলিয়ম কলেজের প্রতিষ্ঠা হয়—
(A) ১৭৭৪ খ্রিস্টাব্দে
(B) ১৭৮৪ খ্রিস্টাব্দে
(C) ১৭৮৫ খ্রিস্টাব্দে
(D) ১৭৮৬ খ্রিস্টাব্দে ।
12.ভারতের বৃহত্তম মিউজিয়ামটি হলো—
(A) দ্য ইন্ডিয়ান মিউজিয়াম
(B) দিল্লি মিউজিয়াম
(C) ন্যাশনাল মিউজিয়াম মুম্বই
(D) বিড়লা মিউজিয়াম ।
13.স্মৃতিকথা হলো—
(A) লোককথা
(B) জনশ্ৰুতি
(C) মৌখিক উপাদান
(D) কল্পকাহিনি
14.দক্ষিণারঞ্জন বসুর ‘ ছেড়ে আসা গ্রাম ‘ হলো একটি –
(A) লোককথা
(B) কিংবদন্তি
(C) স্মৃতিকথা
(D) পৌরাণিক কাহিনি
15.“ সব ইতিহাস হলো সমকালীন ইতিহাস ” —এই উক্তিটি কার ?
(A) ক্লোচের
(B) র্যাঙ্কের
(C) র্যালের
(D) ই.এইচ . কার – এর
16.‘ What is History- এর লেখক হলেন—
(A) ই.এইচ . কার
(B) স্যামুয়েল
(C) উইলিয়াম কেরি
(D) ঐতিহাসিক রিড
রচনাধর্মী প্রশ্ন
- জাদুঘর কাকে বলে ? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো ।
- কিংবদন্তি বা বীরগাথা কাকে বলে ? এর বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখ?
উনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার (দ্বিতীয় অধ্যায়)
1.সগৌলির সন্ধি স্বাক্ষরিত হয়—
(A) ১৮১৬ খ্রিস্টাব্দে
(C) ১৮১৮ খ্রিস্টাব্দে
(B) ১৮১৭ খ্রিস্টাব্দে
(D) ১৮১৯ খ্রিস্টাব্দে
2.‘ মার্কেন্টাইলবাদ ‘ কথাটি ব্যবহার করেন—
(A) অ্যাডাম স্মিথ
(B) কার্ল মার্কস
(C) ভি . আই . লেনিন
(D) ডেভিড হরোউইজ
3.নানকিং – এর চুক্তি স্বাক্ষরিত হয়েছিল—
(A) ১৮৩৯ খ্রিস্টাব্দে
(B) ১৮৪২ খ্রিস্টাব্দে
(C) ১৮৪৩ খ্রিস্টাব্দে
(D) ১৮৪৫ খ্রিস্টাব্দে ।
4.আমেরিকা মহাদেশকে ‘ নতুন বিশ্ব ‘ নামকরণ করেন—
(A) কলম্বাস
(B) ভাস্কো – দা – গামা
(C) আমেরিগো ভেসপুচি
(D) কোল
5.Colonia যে শব্দ থেকে উদ্ভূত হয়েছে তা হলো –
(A) ফরাসি
(B) লাতিন
(C) জামান
(D) ইংরেজি ।
6.Realpolitik- নীতির প্রবক্তা হলেন—
(A) কাইজার দ্বিতীয় উইলিয়াম
(B) বিসমার্ক
(C) টুম্যান
(D) হিটলার ।
7.কোন দেশের বর্তমান নাম মায়ানমার ?
(A) সিংহল
(B) ব্রহ্মদেশ
(C) বোর্নিও
(D) সুমাত্রা
8.শিল্পবিপ্লব সর্বপ্রথম সংঘটিত হয়—
(A) ইংল্যান্ডে
(B) ফ্রান্সে
(C) জার্মানিতে
(D) ইতালিতে
9.উদিয়মান সূর্যের দেশ কোনটি ?
(A) আমেরিকা
(B) চিন
(C) জাপান
(D) ইংল্যান্ড
10.ভারতের কোন রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে ?
(A) বম্বে
(B) গুজরাট
(C) মাদ্রাজ
(D) বাংলা
11.‘ Wealth of Nations ‘ গ্রন্থটির লেখক হলেন—
(A) হাসন
(B) অ্যাডাম স্মিথ
(C) মেকলে
(D) লেনিন
12.আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিল
(A) ইংরেজরা
(B) ফরাসিরা
(C) পোর্তুগিজরা
(D) ওলন্দাজরা
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
- নীলজল নীতি ‘ কী ?
ANS:- পোর্তুগিজ শাসনকর্তা আলবুকার্কের সাম্রাজ্য বিস্তার নীতি ‘ নীলজল নীতি ‘ নামে পরিচিত ।
2. হবসনের মতে কী কারণে সাম্রাজ্যবাদের উদ্ভব ঘটে ?
ANS:- হবসনের মতে , পুঁজিবাদের বণ্টন ব্যবস্থার ত্রুটির জন্যই সাম্রাজ্যবাদের উদ্ভব হয় ।
3. আফ্রিকাকে কেন বলা হয় ‘ অন্ধকারাচ্ছন্ন মহাদেশ ‘ ?
ANS:- উনিশ শতকের মধ্যভাগের আগে পর্যন্ত আফ্রিকার অধিকাংশ অঞ্চলই ইউরোপের মানুষের কাছে অচেনা ও অনাবিষ্কৃত ছিল । তাই একে বলা হতো অন্ধকারাচ্ছন্ন মহাদেশ ।
4. কোন সময়কাল ‘ নব সাম্রাজ্যবাদের যুগ ’ বলে পরিচিত ?
ANS:- ১৮৭০–১৯১৪ খ্রিঃ মধ্যবর্তী পর্যায় ‘ নব সাম্রাজ্যবাদের যুগ ’ হিসেবে পরিচিত ।
5. কোন কোন অঞ্চল নিয়ে ইস্ট ইন্ডিয়া বা ইস্ট ইন্ডিজ গঠিত হয় ?
ANS:- জাভা , সুমাত্রা , বালি ও বোর্নিও দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত হয়।
6. সর্বপ্রথম শিল্পবিপ্লব কোথায় শুরু হয়েছিল ?
ANS:- ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্পবিপ্লবের সূচনা হয় ।
7. আমেরিকা ছিল কাদের উপনিবেশ ?
ANS:- আমেরিকা ছিল ব্রিটিশদের উপনিবেশ ।
8. ‘ ওয়েল্থ অব নেশন্স ‘ কার লেখা ?
ANS:- ‘ ওয়েল্থ অব নেশন্স ‘ রচনা করেন অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ ।
রচনাধর্মী প্রশ্ন
- সাম্রাজ্যবাদ বলতে কী বোঝায় ? সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণ লেখো ।
- জাতিবৈষম্য বলতে কী বোঝো ? ঔপনিবেশিক রাষ্ট্রগুলিতে জাতিবৈষম্যের প্রভাবগুলি লেখো।
ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি : নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য (তৃতীয় অধ্যায়
1.ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে –
(A) ১৭৬০
(B) ১৭৬৩
(C) ১৭৬৫
(D) ১৭৭০
2.ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট কবে পাশ হয় ?
(A) ১৭৮৪ সালে
(B) ১৭৮২ সালে
(C) ১৭৮০ সালে
(D) ১৭৭৮ সালে
3.পাঁচসালা বন্দোবস্ত কবে চালু হয় ?
(A) ১৭৭২
(B) ১৭৭৩
(C) ১৭৭৭
(D) ১৭৮০ খ্রি .
4.কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান ?
(A) ক্লাইভ
(B) ভেরেলেস্ট
(C) ওয়ারেন হেস্টিংস
(D) কর্নওয়ালিশ
5.পাঁচসালা বন্দোবস্ত চালু করেন—
(A) ক্লাইভ
(B) ভেরেলেস্ট
(C) ওয়ারেন হেস্টিংস
(D) কর্নওয়ালিশ
6.মিরকাশিম বাংলার রাজধানী স্থানান্তর করেন—
(A) মুঙ্গেরে
(B) দৌলতাবাদে
(C) দেবগিরিতে
(D) পলাশিতে
7.অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল—
(A) ১৭৮২ খ্রিস্টাব্দে
(B) ১৮০২ খ্রিস্টাব্দে
(C) ১৮০৯ খ্রিস্টাব্দে
(D) ১৮১৯ খ্রিস্টাব্দে
8.ভারতে সিভিল সার্ভিসের প্রকৃত প্রতিষ্ঠাতা হলেন—
(A) লর্ড কর্নওয়ালিশ
(B) ডালহৌসি
(C) হেস্টিংস
(D) লর্ড ক্লাইভ
9.চিন ও ইউরোপের বাণিজ্যিক সম্পর্কের সূত্রপাত হয়—
(A) ম্যাকাও
(B) সাংহাই
(C) ক্যান্টন
(D) নানকিং বন্দরের মধ্য দিয়ে ।
10.পলাশির যুদ্ধ হয়েছিল—
(A) ১৭৫৭
(B) ১৭৬৫
(C) ১৭৭২
(D) ১৭৭৫ খ্রিঃ
11.পোর্তুগিজ নাবিকরা প্রথম চিনের কোন বন্দরে তাদের বাণিজ্যঘাটি নির্মাণের অনুমতি পায় ?
(A) ম্যাকাও
(B) ক্যান্টন
(C) পোর্ট আর্থার
(D) হংকং
12.দ্বিতীয় আফিমের যুদ্ধ শুরু হয়—
(A) ১৮৫৬ খ্রিস্টাব্দে
(B) ১৮৪০ খ্রিস্টাব্দে
(C) ১৮৬০ খ্রিস্টাব্দে
(D) ১৮৩৮ খ্রিস্টাব্দে
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
- কবে হয় বেসিনের সন্ধি ? এর দু’টি শর্ত লেখো ।
ANS:-দ্বিতীয় বাজিরাও ও ইংরেজদের মধ্যে ১৮০২ সালে হয় বেসিনের সন্ধি । দু’টি শর্ত : 1. পেশোয়া অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নেন । 2. পুণায় ইংরেজ সেনাবাহিনী নিয়োজিত হয় ।
2. এজেন্সি ব্যবস্থা বলতে কী বোঝো ?
ANS:- ১৭৫৩– ৭৫ পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধীনস্থ কর্মচারীদের এজেন্ট বানিয়ে | তাদের থেকেই পণ্যসামগ্রী কিনত । এটাই এজেন্সি ব্যবস্থা ।
3. দ্বৈত শাসন বলতে কী বোঝো ?
ANS:- ১৭৬৫ খ্রিস্টাব্দে ইংরেজ কোম্পানি দেওয়ানি লাভের পর আইনগত দিক বাংলার নবাবের হাতে থাকলেও শাসনক্ষমতা চলে যায় কোম্পানির হাতে । তা দ্বৈত শাসন ব্যবস্থা নামে পরিচিত ।
4. কবে , কার দ্বারা দ্বৈত শাসনের অবসান হয় ?
ANS:- ১৭৭২ খ্রিস্টাব্দে লর্ড ওয়ারেন হেস্টিংস – এর দ্বারা ।
5. সলবাইয়ের সন্ধি কবে , কাদের মধ্যে হয় ?
ANS:- ১৭৮২ খ্রিস্টাব্দে ইংরেজদের সাথে মারাঠা পেশোয়াদের ।
6. ব্রিটিশ ভারতে ‘ সম্পদের বহির্গমন ‘ কাকে বলা হতো ?
ANS:- ব্রিটিশ শাসকরা প্রচুর ভারতীয় সম্পদ শোষণ করে ইংল্যান্ডে নিয়ে যান । এটাই ‘ সম্পদের বহির্গমন ’ বলে চিহ্নিত ।
7. গ্যারান্টি ব্যবস্থা কী ?
ANS:- এদেশে রেলপথ নির্মাণে ইংরেজ কোম্পানিকে প্রলুব্ধ করার জন্য ব্রিটিশ সরকার তাদের নিখরচায় জমি , বাৎসরিক বিনিয়োগে নির্দিষ্ট সুদ প্রদান ইত্যাদি বিষয়ে আশ্বাস দেয় । এটাই গ্যারান্টি ব্যবস্থা ।
8. কে , কবে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন ?
ANS:- ১৭৯৩ – এর ২২ মার্চ বাংলা , বিহার , ওড়িশায় চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন লর্ড কর্নওয়ালিশ ।
9. স্যার টমাস রো কবে ভারতে আসেন ?
ANS:- ব্রিটিশরাজ প্রথম জেমসের দূত টমাস রো ১৬১৫ খ্রিঃ জাহাঙ্গিরের রাজদরবারে আসেন । মোগল সম্রাটের থেকে বাণিজ্যিক সুযোগ লাভই ছিল তার উদ্দেশ্য ।
10. অব – শিল্পায়ন বলতে কী বোঝো ?
ANS:- ব্রিটিশ নিয়ন্ত্রণাধীন ভারতের বাজারে প্রভূত পরিমাণে ব্রিটিশ শিল্পপণ্য চলে আসায় প্রতিযোগিতার জেরে বাংলার কুটিরশিল্প ধ্বংস হয় । এটাই অব – শিল্পায়ন ।
রচনাধর্মী প্রশ্ন
- কে , কবে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন ? চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফল লেখো।
- ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমিরাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও।
সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া (চতুর্থ অধ্যায়)
1.ভারতীয় নবজাগরণের অগ্রদূত ছিলেন—
(A) আলেকজান্ডার ডাফ
(B) স্বামী বিবেকানন্দ
(C) রাজা রামমোহন রায়
(D) মেকলে
2.তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করেন—
(A) রামমোহন রায়
(B) দেবেন্দ্রনাথ ঠাকুর
(C) কেশবচন্দ্র সেন
(D) ডিরোজিও
3.ভারতে পাশ্চাত্য শিক্ষার ম্যাগনাকার্টা বলা হয়—
(A) উডের ডেসপ্যাচকে
(B) মেকলে মিনিটকে
(C) হান্টার কমিশনকে
(D) চার্টার আইনকে
4.কাকে ‘ বাংলা গদ্যসাহিত্যের জনক ‘ বলা হয় ?
(A) রামমোহন রায়কে
(B) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে
(C) বঙ্কিমচন্দ্রকে
(D) শরৎচন্দ্রকে
5.কলকাতা মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠিত হয়—
(A) ১৭৯২ খ্রিস্টাব্দে
(B) ১৮৩৫ খ্রিস্টাব্দে
(C) ১৮৪৭ খ্রিস্টাব্দে
(D) ১৮৫৭ খ্রিস্টাব্দে
6.তুহাফ – উল – মুয়াহিদ্দিন নামে পুস্তকটি রচনা করেন—
(A) ডিরোজিও
(B) সৈয়দ আহমদ খান
(C) বিদ্যাসাগর
(D) রামমোহন রায়
7.কে কেশবচন্দ্রকে ব্রহ্মানন্দ উপাধি দেন ?
(A) রামমোহন
(B) বিদ্যাসাগর
(C) বঙ্কিমচন্দ্র
(D) রবীন্দ্রনাথ ঠাকুর
8.কার উদ্যোগে শুদ্ধি আন্দোলন গড়ে ওঠে ?
(A) শ্রীরামকৃয়
(B) স্বামী বিবেকানন্দ
(C) দয়ানন্দ সরস্বতী
(D) কেশবচন্দ্র সেন
9.বিধবাবিবাহ আইন কত খ্রিস্টাব্দে পাশ হয় ?
(A) ১৮৫৬ খ্রি .
(B) ১৮৫৭ খ্রি .
(C) ১৮৫৮ খ্রি .
(D) ১৮৬০ খ্রি .
10.কার উদ্যোগে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় ?
(A) ক্লাইভ
(B) কার্টিয়ার
(C) ওয়ারেন হেস্টিংস
(D) কর্নওয়ালিশ
11.সতীদাহ প্রথার বিরুদ্ধে আইন জারি করেন—
(A) ওয়ারেন হেস্টিংস
(B) লর্ড বেন্টিঙ্ক
(C) লর্ড ওয়েলেসলি
(D) লর্ড রিপন
12.বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র ছিল—
(A) হিন্দু প্যাট্রিয়ট
(B) সোমপ্রকাশ
(C) ইন্দুপ্রকাশ
(D) সমাচার দর্পণ
13.‘ চুইয়ে পড়া নীতি ’ – র প্রবর্তক হলেন—
(A) মেকলে
(B) রামমোহন রায়
(C) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
(D) চার্লস উড
14.হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়—
(A) ১৭৮৪ খ্রিস্টাব্দে
(B) ১৮০২ খ্রিস্টাব্দে
(C) ১৮১৭ খ্রিস্টাব্দে
(D) ১৮৫৭ খ্রিস্টাব্দে
15.মেকলের ‘ মিনিট ’ পেশ করা হয়—
(A) ১৮২৮ খ্রি .
(B) ১৮৩০ খ্রি .
(C) ১৮৩৪ খ্রি .
(D) ১৮৩৫ খ্রি .
16.সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন—
(A) কেশবচন্দ্র সেন
(B) দেবেন্দ্রনাথ ঠাকুর
(C) জ্যোতিরাও ফুলে
(D) নারায়ণ গুরু
17.ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠিত হয়—
(A) ১৮২০ খ্রিস্টাব্দে
(B) ১৮২৫ খ্রিস্টাব্দে
(C) ১৮২০ খ্রিস্টাব্দে
(D) ১৮৩০ খ্রিস্টাব্দে
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
- প্রার্থনা সমাজ কে গড়ে তোলেন ?
ANS:- মহারাষ্ট্রের সমাজ সংস্কারক আত্মারাম পাণ্ডুরঙ্গ ১৮৬৭ খ্রিঃ গড়ে তোলেন । প্রার্থনা সমাজ ।
2. তত্ত্ববোধিনী পত্রিকা কার সম্পাদনায় , কবে প্রকাশিত হয় ?
ANS:- দেবেন্দ্রনাথ ঠাকুরের সম্পাদনায় ১৮৩৪ খ্রিস্টাব্দে।
3. কে , কবে শিকাগো বিশ্বধর্ম সম্মেলনে বক্তৃতা দেন ?
ANS:- স্বামী বিবেকানন্দ ১৮৯৩ খ্রিসাব্দে ।
4. কে , কবে রামকৃয় মিশন প্রতিষ্ঠা করেন ?
ANS:- ১৮৯৭ খ্রিস্টাব্দে বিবেকানন্দ ।
5. কে , কোথায় , কবে মে ফোর্থ আন্দোলন শুরু করেন ?
ANS:- ১৯১৯ খ্রিস্টাব্দে ৪ ঠা মে চেনতু শিউ – এর নেতৃত্বে ।
6. ইন্ডিয়ান লিগ কে প্রতিষ্ঠা করেন ?
ANS:- শিশিরকুমার ঘোষ ।
7. ‘ দিকু ‘ বলতে কী বোঝো ?
ANS:- বহিরাগত জোতদার , বণিক , মহাজন , ঠিকাদার প্রভৃতি মধ্যস্বত্বভোগী ব্রিটিশ আমলে সুবিধা আদায়ের জন্য আদিবাসী এলাকায় ঢুকে পড়ে । আদিবাসীরা এদের বলত দিকু ।
8. কে , কবে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন ?
ANS:- ১৮০০ খ্রিঃ লর্ড ওয়েলেসলি গড়ে তোলেন ফোর্ট উইলিয়াম কলেজ ।
9. কে , কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন ?
ANS:- ১৮১৭ খ্রিস্টাব্দে ডেভিড হেয়ার ও রামমোহন রায় ।
10. উডের ডেসপ্যাচ কী ?
ANS:- ১৮৫৪ খ্রিস্টাব্দে চার্লস উড শিক্ষা সংক্রান্ত যে নির্দেশনামা পেশ করেন তা উডের ডেসপ্যাচ নামে পরিচিত ।
11. কে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন ?
ANS:- বড়োেলাট লর্ড বেন্টিঙ্ক ১৮২৯ সালে আইন করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন । একাজে তাঁকে সহায়তা করেন রাজা রামমোহন রায় ।
12. কলকাতা মাদ্রাসা কে , কবে প্রতিষ্ঠা করে ?
ANS:- ১৭৮১ খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস ।
13. সান ইয়াৎ সেন ঘোষিত তিনটি নীতি কী ?
ANS:- ১৮৯৮ সালে সান ইয়াৎ – সেন চিনা জনগণের জন্য তিনটি নীতি ঘোষণা করেন । এগুলি হলো – ( ক ) জনজাতীয়তাবাদ ( খ ) জনগণতন্ত্রবাদ ( গ ) জনসমাজবাদ ।
14. কবে গড়ে ওঠে কলকাতা স্কুল সোসাইটি ?
ANS:- ১৮১৮ সালে ডেভিড হেয়ার এটি গড়ে তোলেন ।
19. কে , কবে ফোর্ট উইলিয়ম কলেজ প্রতিষ্ঠা করেন ?
ANS:- লর্ড ওয়েলেসলি ১৮০০ খ্রিস্টাব্দে ।
রচনাধর্মী প্রশ্ন
- ভারতের শিক্ষা , সমাজ সংস্কারক হিসেবে রামমোহনের অবদান ব্যাখ্যা করো ।
- বাংলায় নবজাগরণের প্রকৃতি অলোচনা করো । এর সীমাবদ্ধতা কী ছিল ?
ঔপনিবেশিক ভারতের শাসন (পঞ্চম অধ্যায়)
1.১৯০৯ খ্রিস্টাব্দে ভারতের ভাইসরয় ছিলেন—
(A) মন্টেগু
(B) চেমসফোর্ড
(C) লর্ড কার্জন
(D) লর্ড মিন্টো
2.জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে কে ‘ কাইজার – ই – হিন্দ ’ উপাধি ত্যাগ করেন ?
(A) মহাত্মা গান্ধি
(B) রবীন্দ্রনাথ ঠাকুর
(C) মহম্মদ আলি জিন্না
(D) চিত্তরঞ্জন দাশ
3.প্রথম গোলটেবিল বৈঠকে ভারতের প্রধান কোন দলটি যোগদান করেনি ?
(A) কমিউনিস্ট পার্টি
(B) হিন্দু মহাসভা
(C) মুসলিম লিগ
(D) কংগ্রেস
4.নবান্ন নাটকের রচয়িতা—
(A) ভবানী ভট্টাচার্য
(B) অমলেন্দু চক্রবর্তী
(C) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
(D) বিজন ভট্টাচার্য
5.ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাশ হয় কার সময়ে ?
(A) লর্ড লিটন
(B) লর্ড রিপন
(C) লর্ড নর্থব্রুক
(D) লর্ড ময়রার সময়ে
6.১৯৩২ খ্রিস্টাব্দে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন—
(A) মন্টেগু
(B) ক্লিমেন্ট এটলি
(C) ওয়েলিংটন
(D) ম্যাক ডোনাল্ড
7.কত খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের দ্বারা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে ?
(A) ১৮৫৮ খ্রি .
(B) ১৮৬১ খ্রি .
(C) ১৮৯২ খ্রি .
(D) ১৯১০ খ্রি .
8.১৮৫৮ খ্রিস্টাব্দের আইন অনুসারে ‘ ভাইসরয় ’ উপাধি পান-
(A) ব্রিটিশ সম্রাট
(B) ভারত সচিব
(C) গভর্নর
(D) গভর্নর জেনারেল
8.মুসলিম লিগ গঠিত হয়—
(A) ১৯০৬
(B) ১৯০৭
(C) ১৯০৮
(D) ১৯০৯ খ্রিঃ
9.মুসলিম লিগের প্রথম অধিবেশন বসে—
(A) দিল্লিতে
(B) কলকাতায়
(C) ঢাকায়
(D) লাহোরে
10.মুসলিম লিগের প্রথম সভাপতি ছিলেন –
(A) মহম্মদ আলি জিন্না
(B) সলিম উল্লাহ
(C) আগা খ
(D) আবুল কালাম আজাদ
11.মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন প্রবর্তিত হয়—
(A) ১৯১৯
(B) ১৯২০
(C) ১৯২১
(D) ১৯২২ খ্রিঃ
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
- রাওলাট কমিশন কাকে বলে ?
ANS:-ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলন ঠেকাতে ১৯১৮ সালে স্যার সিডনি রাওলাট – এর নেতৃত্বে ৫ সদস্যের একটি কমিটি গঠিত হয় । এটাই রাওলাট কমিশন ।
2. মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত কয়েকজনের নাম লেখো ।
ANS:- মুজাফ্ফর আহমেদ , ধরণী গোস্বামী , পি সি জোশি , অমৃত শ্রীপাদ ডাঙ্গে , গঙ্গাধর অধিকারী প্রমুখ ।
3. স্বত্ববিলোপ নীতির দু’টি শর্ত লেখো ।
ANS:- কোনো দেশীয় রাজ্যের রাজা অপুত্রক অবস্থায় মারা গেলে তিনি দত্তক পুত্র গ্রহণ করতে পারবেন না । ফলে সেই রাজ্য কোম্পানির অধীনে চলে যাবে ।
4. কোন দেশীয় রাজ্যের রাজা প্রথম স্বত্ববিলোপ নীতি গ্রহণ করেছিলেন ?
ANS:-সাঁতারা , ঝাসি , নাগপুর প্রভৃতি ।
5. ভারতে সর্বপ্রথম কোথায় ‘ বিভাজন ও শাসন ‘ নীতি কার্যকর হয় ?
ANS:-পাঞ্জাবের সেনাবাহিনীতে জন লরেন্স সর্বপ্রথম এই নীতি প্রয়োগ করেন ।
6. কে , কোন ঘটনার পরিপ্রেক্ষিতে নাইট উপাধি ত্যাগ করেন ?
ANS:-রবীন্দ্রনাথ ঠাকুর জালিয়ানওয়ালাবাগ – এর হত্যাকাণ্ডের প্রতিবাদ নাইট উপাধি ত্যাগ করেন ।
7. মুসলিম লিগ কে প্রতিষ্ঠা করেন ?
ANS:-ঢাকার নবাব সলিম উল্লাহ মুসলিম লিগের প্রতিষ্ঠা করেন ।
8. ‘ সিমলা দৌত্য ‘ বলতে কী বোঝো ?
ANS:-আগা খাঁ – র নেতৃত্বে ১৯০৬ খ্রিঃ ১ অক্টোবর ৩৫ জন অভিজাত মুসলিম সিমলায় বড়োলাট লর্ড মিন্টোর সঙ্গে দেখা করেন । মুসলিমদের স্বার্থরক্ষার দাবি সংবলিত একটি স্মারকলিপি মিস্টোকে দেওয়া হয় । এটিই সিমলা দৌত্য নামে পরিচিত ।
9. রাওলাট আইনের একটি শর্ত লেখো ।
ANS:-এই আইন অনুসারে ইংরেজ বিরোধী যাবতীয় প্রচারকে নিষিদ্ধ ঘোষণা করা হয় ।
10. লখনউ চুক্তির ২ টি শর্ত লেখো ।
ANS:-প্রথমত , কংগ্রেস এবং মুসলিম লিগ একত্রে সরকারের কাছে শাসন সংস্কারের দাবি জানাতে একমত হয় । দ্বিতীয়ত , মুসলিম লিগের স্বতন্ত্র নির্বাচনের দাবির সঙ্গে কংগ্রেস একমত হয় ।
রচনাধর্মী প্রশ্ন
- জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট আলোচনা করো । এই ঘটনার গুরুত্ব কী ছিল ?
- রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল ? গান্ধিজি কেন এই আইনের বিরোধিতা করেছিলেন ?
দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও উপনিবেশ সমুহ (ষষ্ঠ অধ্যায়)
1.ভারতের ‘ লৌহমানব ‘ হিসেবে পরিচিত—
(A) মহাত্মা গান্ধি
(B) আবুল কালাম আজাদ
(C) বি . ভি . প্যাটেল
(D) সুভাষচন্দ্র বসু
2.জাপান কত খ্রিস্টাব্দে পার্ল হারবার আক্রমণ করে ?
(A) ১৯৪১ খ্রিস্টাব্দে
(B) ১৯৪২ খ্রিস্টাব্দে
(C) ১৯৪৪ খ্রিস্টাব্দে
(D) ১৯৪৬ খ্রিস্টাব্দে
3.সুভাষচন্দ্র বসু ফ্রি – ইন্ডিয়া সেন্টার গঠন করেন—
(A) জার্মানিতে
(B) জাপানে
(C) ভারতে
(D) আন্দামানে
4.মন্ত্রী মিশন ভারতে আসে –
(A) ১৯৪২ খ্রি .
(B) ১৯৪৪ খ্রি .
(C) ১৯৪৫ খ্রি .
(D) ১৯৪৬ খ্রি .
5.আজাদ হিন্দ ফৌজ গঠন করেন –
(A) রাসবিহারী বসু
(B) সুভাষচন্দ্র বসু
(C) জওহরলাল নেহরু
(D) কেউই নন
6.১৯৪১ খ্রিস্টাব্দের পার্ল হারবারের ঘটনার ফলে— ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক তিক্ত হয়েছিল ।
(A) ইংল্যান্ড
(B) ফ্রান্স
(C) রাশিয়া
(D) জাপান
7.গণপরিষদের প্রথম অধিবেশন বসে—
(A) কলকাতায়
(B) দিল্লিতে
(C) বোম্বাইয়ে
(D) ইন্দোরে
8.‘ রশিদ আলি দিবস ‘ পালিত হয়–
(A) ২ জানুয়ারি
(B) ১২ ফ্রেব্রুয়ারি
(C) ১৬ মার্চ
(D) ২২ মে
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
- জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
ANS:-সুইজারল্যান্ডের জেনেভা শহরে ।
2. ওয়াভেল পরিকল্পনা বলতে কী বোঝো ?
ANS:- ১৯৪৫ সালের ১৪ জুন কংগ্রেস ও মুসলিম লিগের কাছে তৎকালীন বড়োলাট ওয়াভেল একটি প্রস্তাব পেশ করেন । এটিই ওয়াভেল পরিকল্পনা ।
3. হরিপুরা কংগ্রেসে কে কংগ্রেসের সভাপতি হন ?
ANS:-১৯৩৮ সালে হরিপুরা কংগ্রেসে জাতীয় কংগ্রেসের সভাপতি হন সুভাষচন্দ্র বসু ।
4. ভারতে কোথায় আজাদ হিন্দ বাহিনী পতাকা উত্তোলন করে ?
ANS:-পূর্ব ভারতে কোহিমায় ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করে আজাদ হিন্দ বাহিনী ( ১৯৪৫ ) ।
5. ভারত ছাড়ো আন্দোলনের তাৎপর্য এককথায় লেখো ।
ANS:-স্বতঃস্ফূর্ত এই গণ – আন্দোলনে ভারতের স্বাধীনতা অর্জনের ভিত প্রতিষ্ঠিত হয় ও কংগ্রেস হৃত মর্যাদা ফিরে পায়।
6. তাম্রলিপ্ত সরকার কোথায় , কার নেতৃত্বে প্রতিষ্ঠা হয় ? / সর্বাধিনায়ক কে ?
ANS:-মেদিনীপুরের তমলুকে সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে ।
7. ক্যাবিনেট মিশন / মন্ত্রী মিশনের সদস্যদের নাম কী ?
ANS:- স্ট্যাফোর্ড ক্রিপস , পেথিক লরেন্স , এ . ভি . আলেকজান্ডার ।
8. ক্রিপস প্রস্তাব বলতে কী বোঝো ?
ANS:-১৯৪২ সালে ব্রিটিশ মন্ত্রীসভার সদস্য স্ট্যাফোর্ড ক্রিপসের নেতৃত্বাধীন একটি কমিশন এদেশে আসে । স্বায়ত্তশাসনের প্রস্তাব সংবলিত যে একগুচ্ছ প্রস্তাব কমিশন পেশ করে সেটাই ক্রিপস প্রস্তাব নামে পরিচিত ।
9. মাউন্টব্যাটেন পরিকল্পনা বলতে কী বোঝো ?
ANS:-মাউন্টব্যাটেনের উপদেষ্টা লর্ড ইসমে কর্তৃক ব্রিটিশ পার্লামেন্টে প্রেরিত ভারত ভাগ পরিকল্পনার ভিত্তিতে ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয় । এটাকেই বলে মাউন্টব্যাটেন পরিকল্পনা ।
রচনাধর্মী প্রশ্ন
- ভারত ছাড়ো আন্দোলন কেন ব্যর্থ হলো ? এই আন্দোলনের গুরুত্ব আলোচনা করো।
- নৌ – বিদ্রোহের কারণ ও গুরুত্ব লেখো।
ঠাণ্ডা লড়াইয়ের যুগ (সপ্তম অধ্যায়)
- দিয়েন – বিয়েন – ফু’র ঘটনা ঘটেছিল—
(A) কোরিয়ায়
(B) ভিয়েতনামে
(C) মিশরে
(D) আলজেরিয়ায়
2.মার্শাল পরিকল্পনা গ্রহণ করেছিল—
(A) রাশিয়া
(B) আমেরিকা
(C) ব্রিটেন
(D) ইতালি
3.কবে সুয়েজ খাল জাতীয়করণ – এর কথা ঘোষিত হয় ?
(A) ১৯৫৬
(B) ১৯৫৮
(C) ১৯৬০
(D) ১৯৫৯
4.ভিয়েতনামের গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা ছিলেন-
(A) সুকর্ণ
(B) নগুয়েন গিয়াপ
(C) বাও দাই
(D) হো – চি – মিন
5.আধুনিক মিশরের জনক –
(A) নাসের
(B) কাস্ত্রো
(C) মাও সে – তুং
(D) ভুট্টো
6.সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় –
(A) ১৯৪৩ খ্রি :
(B) ১৯৪৪ খ্রি :
(C) ১৯৪৫ খ্রি :
(D) ১৯৪৬ খ্রি :
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
- লং মার্চ বলতে কী বোঝো ?
ANS:-১৯৩৬ – এর ১৬ অক্টোবর মাও – সে – তুং এবং চু – তের উদ্যোগে কমিউনিস্টদের ঐক্য বৃদ্ধির জন্য কিয়াংসি প্রদেশ থেকে শেনসি পর্যন্ত ৬০০০ মাইল পথ অতিক্রম করার ঘটনা লং মার্চ নামে বিখ্যাত ।
2. কেন মার্শাল পরিকল্পনা গৃহীত হয়েছিল ?
ANS:- মার্শাল পরিকল্পনা এর উদ্দেশ্য ছিল– ( ক ) রাশিয়ার আগ্রাসন প্রতিরোধ করা । ( খ ) ইউরোপের আর্থিক সংকট কাটিয়ে ওঠা ( গ ) মার্কিন বাণিজ্য বৃদ্ধি এবং ( ঘ ) কমিউনিস্টদের অগ্রগতি প্রতিহত করা ।
3. বার্লিন অবরোধ বলতে কী বোঝো ?
ANS:- বার্লিনে রুশ আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্যে রাশিয়া ১৯৪৮ – এর ২৪ জুলাই বার্লিনে প্রবেশের সড়কপথগুলিতে অবরোধ শুরু করে । এটাই বার্লিন অবরোধ নামে বিখ্যাত ।
4. ভিয়েতনামের যুদ্ধ বলতে কী বোঝো ?
ANS:- ইন্দোচিনে হো – চি – মিনের নেতৃত্বে ভিয়েতনামবাসীর দীর্ঘ লড়াই ভিয়েতনামের যুদ্ধ বলে পরিচিত । ১৯৪৫–৭৫ খ্রিঃ পর্যন্ত চলেছিল এই যুদ্ধ ।
5. বুলগানিন কেন বিখ্যাত ?
ANS:- সোভিয়েত রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন বুলগানিন ।
6. সুয়েজ সংকট কেন দেখা যায় ?
ANS:- মিশরের রাষ্ট্রপতি গামাল আবদেল নাসেরের ১৯৫৬ সালে সুয়েজ খাল জাতীয়করণের কথা ঘোষণা করাকে কেন্দ্র করেই সুয়েজ সংকট দেখা দেয় ।
7. ভিয়েত কং বলতে কী বোঝো ?
ANS:- ১৯৬০ খ্রিঃ উভয় ভিয়েতনামে কমিউনিস্টদের দ্বারা প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী সামরিক বাহিনীকে বলা হতো ভিয়েত কং ।
8. LAFP এর সম্পূর্ণ নাম
ANS:-Liberation Armed Force ( PLAF ) I The People’s —
9. ট্রুম্যান নীতি গৃহীত হয় কেন ?
ANS:- রাশিয়ার নেতৃত্বে সাম্যবাদী আদর্শের প্রসার রোধে যুদ্ধ পরবর্তী সময়ে মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যান ১৯৪৭ সালে ট্রুম্যান নীতি ঘোষণা করেন ।
রচনাধর্মী প্রশ্ন
- ঠান্ডা লড়াই বলতে কী বোঝো । ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ব্যাখ্যা করো ।
- ট্রুম্যান নীতি কী ? মার্শাল পরিল্পনার উদ্দেশ্যগুলি কী ছিল ?
Higher Secondary History Suggestion 2023 Important Links:-
WBCHSE Higher Secondary History Syllabus and Number Pattern | Click Here |
WBCHSE Higher Secondary History Previous Year Question Paper | Click Here |
WBCHSE Higher Secondary All Subject Syllabus and Number Pattern | Click Here |