অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পরীক্ষার প্রশ্ন ও উত্তর (বর্ধমান) | ICDS Previous Year Question Paper Burdwan in Bengali

পশ্চিমবঙ্গ সরকার সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প

অঙ্গনওয়াড়ি কর্মী নির্বাচন লিখিত পরীক্ষা

 

বর্ধমান

সময় :-২ ঘন্টা ৩০ মিনিট                                                                                                                                                পূর্ণমান ৭০

 

1)পত্র রচনা লেখো?

স্কুলের হেড মাস্টারের নিকট ছেলের ভর্তির জন্য একটি আবেদন পত্র লেখো |

 

মাননীয়

প্রধান শিক্ষক মহাশয়

বোল্লা রাজ কিশোর উচ্চ বিদ্যালয়

বোল্লা,

বোল্লা, 733158

 

মহাশয়,

আপনাদের বিদ্যালয়ের অসাধারণ সুনামের জন্য আপনার নিকট এই আবেদন করছি। আমি আমার পরিবারবর্গসহ নিকটবর্তী এলাকায় বাস করি। আগামী শিক্ষাবর্ষের প্রারম্ভে আপনাদের বিদ্যালয়ে আমার ছয় বৎসরের পুত্রকে প্রথম শ্রেণিতে ভর্তি করতে চাই। আমার স্ত্রী একজন শিক্ষিকা এবং তিনি আমার পুত্রের শৈশব থেকেই পড়াশুনার প্রতি বিশেষ যত্ন নিয়েছেন। আমি মনে করি সে উক্তশ্রেণিতে পড়ার উপযুক্ত। যদি আপনি অনুগ্রহ করে ভর্তির বিষয়ে যাবতীয় তথ্য ও নিয়মাবলী সম্পর্কে আমাকে জানান এবং আমার পুত্রকে ভর্তির পরীক্ষা দিতে সুযোগ দেন তাহলে বিশেষ বাধিত হব।

 

                                                                                                    ধন্যবাদান্তে

                                                                                       আপনার বিশ্বস্ত,  রাহুল কর্মকার

                                                                                     ঠিকানা:- বোল্লা, দক্ষিণ দিনাজপুর

 

2.Fill in the blanks with appropriate forms of verbs given in the brackets.

Lalita (be)………. a good student. She (come)………….to school regularly. She (have ) ………. many friends. Her classmates (love) ………. her.

ANS:-  is, comes, has, love.

  1. ইংরাজিতে অনুবাদ করো :

ভারতীয় হিসাবে আমাদের ভারতে বাস করতে হয় এবং ভারতের জন্য কাজ করতে হয়। কিন্তু আমাদের একথা ভুলে গেলে চলবে না যে আমরা ভারতীয়গণ পৃথিবীর এক বৃহত্তর পরিবারের অংশবিশেষ এবং অন্যান্য দেশে বসবাসকারী জনসাধারণ আমাদের ভ্রাতৃস্থানীয়।

ANS:-  As Indians we have to live in India and work for India. But we must not forget that we belong to the larger family of the world and the people living in other countries are after all our cousins.

 

 4। (ক) ভিটামিন E-এর অভাবে কি রোগ হয়?

ANS:-  বন্ধ্যাত্ব।

(খ)পশ্চিমবঙ্গের একটি সংরক্ষিত বনভূমির নাম লেখো ?

ANS:-  কজলদাপাড়া।

(গ) পুরুলিয়ার একটি তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখো?

ANS:-  সাঁওতালডিহি।

(ঘ) পশ্চিমবঙ্গে উন্নতমানের কয়লা পাওয়া যায় কোথায় ?

ANS:-   রানিগঞ্জ, আসানসোল।

(ঙ) ‘কপালকুণ্ডলা’ কার রচনা?

ANS:-   বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

(চ) পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়?

ANS:-   ১৫৫৬ সালে।

(ছ) জৈন ধর্মের প্রবর্তক কে?

ANS:-  মহাবীর।

(জ) পঞ্চায়েত সমিতির সর্বোচ্চ পদের নাম কী?

ANS:-  পঞ্চায়েত সভাপতি।

(ঝ) অসহযোগ আন্দোলন কত সালে শুরু হয়?

ANS:-  1920 সালে।

5) এককথায় প্রকাশ করো

(ক) যা বলা হচ্ছে –

ANS:- বক্ষমান।

(খ) স্বয়ং সৃষ্টি হয়ে আছেন যিনি –

ANS:-  স্বয়ম্ভু।

(গ) যা পাওয়া উচিত –

ANS:-   প্রাপ্য

  1. (ক) সমার্থক শব্দ লেখো : অক্ষম, ঠাট্টা, ধূসর
  • অক্ষম– অযোগ্য, ক্ষমতাহীন, অসামর্থ, বেঙ্গ, অসহায়
  • ঠাট্টা – উপহাস, বিদ্রুপ, ব্যর্থ, তামাশা, পরিহাস
  • ধূসর – মলিন, ফেকাশে, ছাইরাঙা

(খ) সমোচ্চারিত শব্দের অর্থ লিখো –

উৎপল        যতি

উপল          যতী

ANS:-

উৎপল –  পদ্ম,          যতি – ছেদ চিহ্ন

উপল – পোস্তর খন্ড     যতী – ঋষি

(গ) সন্ধি বিচ্ছেদ  করো : মনঃপ্রাণ, সাথকরে, ক্ষুদার্থ, স্নেহান্ধ

  •  মনঃপ্রাণ- মনঃ + প্রাণ
  •  সাধকরে – সাধ + করে
  •  ক্ষুদার্থ– ক্ষুদা + ঋত
  •  স্নেহান্ধ– স্নেহ + অন্ধ

ICDS Previous Year Question Paper Burdwan Download Links:-

ICDS Previous Year Question Paper Burdwan Download Link  
ICDS Latest Vacancy Update Click Here